![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাত্রীবাহী ফেরি ডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-ওন রাষ্ট্রীয় টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, আমি আরও আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়াই আমার কাছে প্রধান বিবেচ্য ছিল.
এমনটা যদি হতো আমাদের দেশে তাহলে মন্ত্রীরা কি বলতেন?
আমার মনে হয় বলতেন
" বিরোধী দলের কিছু সংখক সমর্থক বেশি করে পানি খেয়ে ফেরিতে উঠে লাফা লাফির কারনে হয়তো ফেরিটি ডুবেগিয়ে থাকতে পারে"
আপনাদের কিমনেহয় কি বলতেন মন্ত্রীরা?
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮
এন ইউ এমিল বলেছেন: বিনোদিত হইবারই বিষয়
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৯
গান পাগলা বলেছেন: কি কইলেন দাদা..............
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৯
এন ইউ এমিল বলেছেন: কিছু কইনাই দাদা একটু গুতা লিাম আর কি
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩
তিক্তভাষী বলেছেন: আপনার মাথায়ও দেখছি মখায়ী আইডিয়া গিজগিজ করছে!
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০
এন ইউ এমিল বলেছেন: হ বাই, লাগলে আওয়াজ দিয়েন
৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২
ভুয়া প্রেমিক বলেছেন: বিরোধী দলের কিছু সংখক সমর্থক বেশি করে পানি খেয়ে ফেরিতে উঠে লাফা লাফির কারনে হয়তো ফেরিটি ডুবেগিয়ে থাকতে পারে
মাইরালা
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১০
এন ইউ এমিল বলেছেন: নর্দমায় চুবাইয়া মাইরালা
৫| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৪২
আজীব ০০৭ বলেছেন: ব্যফক বিনুদিত হইলাম
০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩৫
এন ইউ এমিল বলেছেন:
৬| ১১ ই মে, ২০১৪ রাত ১২:০৬
সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবতার নিরীখে কঠিন সত্যি।।
১১ ই মে, ২০১৪ সকাল ১১:০৫
এন ইউ এমিল বলেছেন: সত্যের ভাত নাই
৭| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৯
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ব্যফক বিনুদিত হইলাম