| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শিরোনাম দেই ভাবছেন বিয়ার বাজার করতে যাইতাছি? 
নাকি ভাবিছিলেন মুদি দোকানের সদাই করতে যাইতাছি  
  মোটেও না। 
কাহিনি অন্য জায়গায় গিয়া প্যাচ লাগছে. 
আসেন দেখি কাহিনি কি? 
২টা ঘীএর ডিব্বায় এবং ২টা চকলেটের বয়ামে পাতাবাহার, একটা দইয়ের বাগী (মাটির পাত্র) তে দুবড়া ফুল, একটা পাচ লিটার সয়াবিন তেলের বোতল, একটা ডানোর ডিব্বা এবং একটা চকলেটের বয়ামে লতাজাতিয় কমন একটা সুন্দর গাছ (নাম জানিনা 
) ঘরের পিরা (ঘরের দেয়ালের বাহিরের অতিরিক্ত অংশ, না চিনলে আমার দোষ না  
  
   ।
( ৩টা পলিথিনের প্যাকেটে ৩টা আতাগাছের চারা এইটা আম্মার রোপন করা 
  এই হচ্ছে আমার বাগান 
 
ভাবতাছি একটা হাসনাহেনা গাছ কিনবো, রোপন করার মতো জায়গা নাই, ভাঙ্গাবাল্টিই ভরসা। 
ইন্সপায়ার্ড বাই- অনেক দিন আগে (প্রায় ১৭/১৮ বছর হতে পারে) একটা হাসনাহেনা গাছ ছিল অনেক ফুল ফুটতো, রাতের বেলায় এত সুন্দর ঘ্রান ছড়াতো যে অতিমাত্রায় ফুলপ্রেমীদের পাগল করে দেয়ার ক্ষমতা রাখে 
 , 
সেই দিনের কথা এখনো স্পস্ট মনে আছে। তাই মাঝে মাঝে এই ইচ্ছাটা চাগাড় 
 দিয়া উঠে।
(সরাসরি মাটিতে রোপন করা গাছের কাহিনি আরেকদিন হবে  
  )
(অনেক দিন পর সামু মামুর কথা মনে পরলো তাই আসলাম  ![]()
 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩৯
এন ইউ এমিল বলেছেন: থেস্কুু ![]()
২| 
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৭
মঞ্জু রানী সরকার বলেছেন: একটি গাছ হোক একটি জীবন
 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৪০
এন ইউ এমিল বলেছেন: আমার বাড়িতে অনেক জীবন আছে  ![]()
৩| 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:০৩
মাহমুদা আক্তার সুমা বলেছেন: ও মোর জ্বালা! পোষ্ট বুঝতে গিয়া ৩ বার পড়তে হইল। আমি গাধা, না-কি আপনি প্যচাওড়া ব্লগার।
 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৪১
এন ইউ এমিল বলেছেন: আফনেরেতো দোষ দেওস যাইবোনা তাই আমিই প্যচাওড়া ব্লগার।  ![]()
৪| 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:২৩
শাহাদাত হোসেন বলেছেন: পোষ্টটা ডিব্বাময়
 
২৮ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৪২
এন ইউ এমিল বলেছেন: ![]()
৫| 
২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:৫৪
সুমন কর বলেছেন: গাছ খুবই ভালো একটি নেশা !!
 
০৮ ই ডিসেম্বর, ২০১৫  সকাল ৯:৪৬
এন ইউ এমিল বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪৩
আহমেদ জী এস বলেছেন: এন ইউ এমিল ,

ঘরের পিরা হোক বা ঘরের উঠোন হোক , তবুও গাছ লাগান , পরিবেশ বাঁচান ।