নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিখার চেষ্টা করছি>>>

নাজিম উদ্দিন রনি

এখনও শিখছি..... নিজের ব্যাপারে বলার মত তেমন কিছুইইইইই নাই তবে জানতে চাইলে ঘুরে আসুনঃ www.facebook.com/nuarony খুজুন:Nazim Rony (নাজিম রনি)

নাজিম উদ্দিন রনি › বিস্তারিত পোস্টঃ

আমি নাস্তিক বিরোধী। আবার জামায়েত-শিবির এর পক্ষেও নই!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

পোস্টের প্রথমেই বলে নেই।

আমি নাজিম উদ্দিন রনি বলছি>>>>>>>>>

আমি নাস্তিক বিরোধী। আমি নাস্তিক বিরোধী। আমি নাস্তিক বিরোধী।

আমি নাস্তিক বিরোধী। আমি নাস্তিক বিরোধী। আমি নাস্তিক বিরোধী।

আবার জামায়েত-শিবির এর পক্ষেও নই!

আমি একজন মানুষ। আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী।

সবার কাছে আমার কিছু প্রশ্ন আছে। পারলে যুক্তি সঙ্গত উত্তর দিবেন। আর আমার কোন ভুল থাকলে আমার ভুল গুলো ধরিয়ে দিবেন। আমি ১০০% পারফেক্ট মানুষও নই!

১) রাজিব একজন নাস্তিক ছিল সেটা ফেইসবুক আইডি ভিসিট করলেই বুঝা যায়। আমারা যারা নাস্তিক বিরোধী তারা কি ওর আইডি টাকে ব্লক/রিপোট করছি? জামায়েত এর কেউ করছে? করলে ১ বছর এর ভিতর তার আইডি টা ব্লক হয়ে যেত। বাদ দেন সেটা। তারে এত দিন হামলা করে নাই কেন???????? সে জামায়েতর এর বিপক্ষে ছিল না বলে????????????????????

২) নাস্তিক তো ভাই এই দেশে আর আছে???????? তাদের মারেন না কেন???????????

৩) আর মানবতা বিরোধী আন্দোলন কি রাজিব একা করছে??? নাকি ওর ডাকে সবাই একত্রিত হইছে????? যে ওর মৃত্যুতে আন্দোলন বন্ধ করে এর বিপক্ষে অবস্থান নিতে হবে????

8) ইসলামের কোথাও কি লিখা আছে কেও যদি নাস্তিক এর জানাযা পড়ায় তাহলে সেও নাস্তিক??????????????

৫) রাজিব মারা গেছে, আল্লাহ তার ভাল মন্দের বিচার করবে। আমি আপনি যতই চিল্লাই লাভ নাই। তাই আপনার কি মনে হচ্ছে না, আমরা রাজিব নিয়া কথা বলে আমাদের আসল লক্ষ্য থেকে সরে যাচ্ছি??????????

৬) জামায়েত-শিবির আর ইসলাম কি এক???????? (উত্তর চাই)

৭) জামায়েত-শিবির কি আসলেই ইসলাম প্রতিষ্টার জন্য লড়াই করছে????????

8) জামায়েত-শিবির কি দেশের ভালোর জন্য, দুর্নীতিবাজদের হাত থেকে দেশ কে রক্ষার জন্য হরতাল দিছে? নাকি তাদের দলের কিছু নেতাকে (মানবতা বিরোধী) মুক্তির জন্য দিছে????????

৯) যারা এই দেশটাকেই চায় নাই, তাদের দেয়া হরতাল আপনি কতটুকু সমর্থন করেন????????????????????? (উত্তর চাই

আমার উত্তর ফেইসবুকেও দিতে পারেন

Nazim Rony

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

বাগসবানি বলেছেন: তইলে ব্লগে কি করতেছেন ? যান, জান্নাতে গিয়ে হুরদের সাথে ডেটিং করেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

নাজিম উদ্দিন রনি বলেছেন: আপনি করছিলেন নাকি ভাই?

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: কমেন্টারের মাথার ওপর দিয়ে পোস্ট গেছে বুঝাই যায়!

তবে পোস্টে যেসব প্রশ্ন করা হয়েছে সেগুলোর উত্তর সবাই জানে। সবাই এখন চায় যারা করেছে তাদের জন্য কঠিন শাস্তি দিক। কিন্তু সরকার বুঝে না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

নাজিম উদ্দিন রনি বলেছেন: আমরা সবাই জানি কিন্তু স্বীকার করি না কেন?

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: ব্যক্তিগত ভাবে আমি শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে কাউকে দোষী বলতে প্রস্তুত না। তবে ইসলাম ধর্মে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে বার বার সাবধান করে হয়েছে।

এ পর্যায়ে এসে সব কিছুর পেছনে অনেক মিথ্যাকে দেখতে পাই, দেখতে পাই অসংখ্য কালো হাত, আর অভিশপ্ত নিঃশ্বাস। এদের সবার বিচার এর ব্যবস্থা হয়ত আল্লাহ এ পৃথিবীতে এবং অবশ্য ই পরকালে করে দিবেন ইনশাআল্লাহ ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

নাজিম উদ্দিন রনি বলেছেন: আমিও আপনার সাথে কিছু ক্ষেত্রে একমত।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

বিপদেআছি বলেছেন: জাশিমুক্ত বাংলাদেশ চাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

নাজিম উদ্দিন রনি বলেছেন: একমত

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

সুখোই-৩৫ বলেছেন: থাবা বাবা যদি তার কৃতকর্মের কারণে নাস্তিক হয় তাহলে আপনারেও কিন্তু আপনার কৃতকর্মের কারণে নাস্তিক বলতে পারি। আপনে যে প্রোফাইলে নিজের বদন সুরতখানা লাগাইছেন, তাহা কি ইসলাম অনুমোদিত? আপনে যে এখন ছবি তুইলা ইসলামবিরোধী কাজ করলেন, আপনিও তো তাহলে নাস্তিক, অথবা মুনাফেক। আপনে মরলে পরে আপনেরও জানাজা পড়ানো হবে না। কারণ আপনি ছবি তোলার মত গর্হিত কাজ করেছেন। বলা আছে যে কিয়ামতের দিন ঐ লোকের সবচেয়ে বেশী শাস্তি হবে যে চিত্রকর। আপনার কপালে সবচেয়ে বেশী শাস্তি এমনিতেই জুইটা আছে, আপনি হইলেন সবচেয়ে বড় পাপী। আপনি মরলে পরে আপনার জানাজা পড়ানোর বিরোধীতা করছি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

নাজিম উদ্দিন রনি বলেছেন: আমার ফ্রেন্ড লিস্টে ভাই অনেক জামায়েত-শিবির এর সপোর্টটারে প্রোফাইল আছে। তারা সবাই ছবি দিছে। (যদি আপনি জা-শি হয়ে থাকেন, তাই বললাম)

আপনি কি বলতে চাচ্ছেন আপনি ছবি তুলেন না?????

হাজ্জ করতেও ছবি লাগে। অনেক মাওলানা আছে তারা তাদের ওয়াজ ভিডিও করে রাখে??????

আমি বলছি যুক্তি দিতে খোড়া যুক্তি নয়!

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

সামির হোসাইন বলেছেন: ব্লগ এবং ফেইস বুকে এখন জান্নাতের টিকেট এবং নাস্তিকের সাটিফিকেট বিনা মূল্যে দেওয়া হচ্ছে ;) তাই নো কমেন্ট

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

নাজিম উদ্দিন রনি বলেছেন: ভালোই বলছেন

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

বাগসবানি বলেছেন: পোলা হইলে একটা আফসুস থাইকে যাইত হুরদের সাথে মোলাকাত না হওয়ায় । তবে আমার ড্রিমবয়েজরা সব জাহান্নামেই আমার জন্যে ওয়েট করবে।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

সুখোই-৩৫ বলেছেন: এইখানেই তো ভন্ডামি। জাশির ভন্ডামী আরও মজাদার। তারা শুধু ছবিই তোলে না, আরও অনেক কিছু করে।

মাওলানারা এখন ছবি তোলে, কিন্তু পঞ্চাশ বছর আগেও মাওলানারা ছবি তোলাকে চরম ঘৃণ্য কাজ হিসাবে পরিহার করতো। এইসব ছবি ভিডিও করে কারণ যুগের চাহিদা। না করে উপায় নাই। আমি খোড়া যুক্তি দিই না, আপনারা করেন মুনাফেকগীরি। আমি ছবি তুলি, কিন্তু জায়েজ করার জন্য মাওলানারে টাইনা আনি না। নিজে ছবি তুইলা, নাস্তিকগীরি কাজ কইরা আরেকজনরে নাস্তিকতার কারণে গাইলাই না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

নাজিম উদ্দিন রনি বলেছেন: আমার ছবি তোলার সাথে এই পোস্ট এর কি সম্পর্ক আমি ঠিক বুঝলাম না।

আর আপনার উত্তর গুলিও আপনার সম্পর্কে ক্লিয়ার করছে না?
আপনি আসলে আমাকে কি বলতে চেয়েছেন??????
আশা করি বলি বুঝিয়ে বলবেন।
আপনি ছবি নিয়া কথা বলে আপনি আমার প্রশ্নের উত্তর দেয়া থেকে কি এরিয়ে যাচ্ছেন না???????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.