![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার হৃৎপিণ্ডটা ওভাবে মাড়িয়ে
বেশিদুর যেতে পারবেনা তুমি;
পায়ের নীচে লেগে থাকা
লাল-খয়েরি জমাট রক্ত,
তোমার পথ পিচ্ছিল করে দেবে,
হাঁটতে গিয়ে হোঁচট খাবে তুমি,
পিচ ঢালা পথে পরে গিয়ে ব্যাথা পাবে।
অথচ সেই নির্জন পথে তোমায়
কেউ দেখবে না-
আমার মতো গভীর স্নেহে হাত বুলাবে না
তোমার ফেটেঁ যাওয়া কপালে,
পথ রুদ্ধ হবে তোমার .....
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ২:২৫
নুদরাত নিসা বলেছেন: ধন্যবাদ।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ২:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: লেখা সুন্দর হয়েছে।
শুভ কামনা রইল।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩
নুদরাত নিসা বলেছেন: ধন্যবাদ।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭
খায়রুল আহসান বলেছেন: দুঃখবোধ থেকে লেখা কবিতা। ভাল লাগলো।
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯
নুদরাত নিসা বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯
খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা যথার্থ হয়েছে।
০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
নুদরাত নিসা বলেছেন: অন্যান্য লিখা গুলো ও পড়ে দখবেন,
আশা রাখি, ভাল লাগবে।
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৩৩
নুদরাত নিসা বলেছেন: আমার একটি প্রশ্ন করার ছিল, আর চাইছিলাম উত্তর।
তো প্রশ্নটি হল আমার লিখা কেন প্রথম পাতায় প্রকাশ পায় নাহ?
কি করলে, বা কার পিছে সময় ব্যয় করলে আমার লিখাকে প্রথম পাতায় দেখতে পাব??
কারণ শুধুমাত্র লিখায় সময় ব্যয় করে তো ফল পাচ্ছি নাহ :p
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২২
ঋতো আহমেদ বলেছেন: ভালো হয়েছে।