![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর,
আমি এই বাংলার মায়া ভরা পথে
হেটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বার বার দেখি
দেখি বাংলার মুখ।।
মন্তব্য সেটিংসঃ করতে পারবেন না।
১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে
ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে...
২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের নিমোর আগামীর প্লান দেখে খুশি হলাম। এক একটা নয়, একেবারে বারোটা। তবে খুশি হলাম দুটি নাম আবার অন্য সম্প্রদায়ের বহন করায়। এক কথায় এক মিশ্র সংস্কৃতির পরিবার আরকি । এমন প্লানকে আমার অন্তরের কুর্নিশ । গোটা পরিবারকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। হি হি হি। পরিবারের সদস্য সংখ্যা তাহলে আপাতত ১৪??? বাপরে বাপ!!!
১৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ চৌধুরি ভাই,
আমি এখন ফাঁকিবাজ পাঠক!
আর আমার বাহিনীর সংখ্যা ১৪+
৩| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
উদাসী স্বপ্ন বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া নিকট বাদ গেছে লিস্টি থেকে
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৪১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উদাসী স্বপ্ন আমার পেজে!!
আমি কি স্বপ্ন দেখছি?
নাকি আমি উদাস হয়ে গিয়েছি??
পুনশ্চঃ আগের মত, ধর্ম নিয়ে আর ক্যাচাল করবেন না তো ভাইয়া। দেখলে খারাপ লাগে....
৪| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম!
আপনি কি পুরাতন কেউ নতুন করে এলেন?
মনে হলো তাই।
০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দাদা, আমি পুরাতন। তবে লেখক হিসেবে নই পাঠক হিসেবে।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২
স্রাঞ্জি সে বলেছেন:
এত কাণ্ড ক্যাম্নে করেন মন্ডল্পু
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমাদের দশটা লেখককে আমি একাই ঠিক লাগাতে পারি...
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫
স্রাঞ্জি সে বলেছেন:
খাইদাই কাজ নাই আন্নের।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রথম পেজে পড়ছি....
নো ডিসটাপ।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২
স্রাঞ্জি সে বলেছেন:
কি প্রথম প্রেমে। ও তুক্কো পেজে, দেখলাম কি ভাব্লাম কি।
আচ্ছা, কাইকর,প্রান্ত, মৌরি, এরা দেখি গুম হয়ে গেছে, যদিও মাঝেমাঝে আসে। ভাবতেছি আমিও ডুব মারব। কি বলেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তুমি তো দু-তিন জনের নাম বললে। চার-পাঁচ বছরে কত পরিচিত মুখ হারিয়ে গেল, অনেকের নাম তো ভুলেই গেছি!!!
একে বারে ডুব না মেরে ব্লগে কম সময় দেয়া যায়।
ভালো না লাগলে কয়েক দিন ব্লগের বাইরে থাকা যায়।
ছুটির দিনগুলোতে কাজ শেষ করে চুটিয়ে ব্লগিং করা যায়।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
জুন বলেছেন: লেখকরাই লিখুক, পাঠক কিছু লিখবে না।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপু! আপু!
লেখালেখি বাদ দিয়ে কই লুকাই ছিলে, এতদিন???
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
জুন বলেছেন: ভাইয়ু ! ভাইয়ু !
আমি লুকাই ছিলাম পরীর দেশে
তা এতদিন তো ভাই একটা খোজও নিল না আপুর
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: না মানে, ইয়ে মানে। আপুদের পেজে বেশী মন্তব্য করলে সবাই আমাকে লুল ভাবে। তাই মন্তব্য না করলেও ব্লগে আসলে উঁকি ঝুঁকি মেরে দেখি, কয়টা আপু আছে।
আমি কত লক্ষী ছেলে...
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ব্লগে পাঠক হিসেবে আপনি উৎকৃষ্ট উদাহরণ। চালিয়ে যান ভাই পাঠক না থাকলে ব্লক চলবে কিভাবে? আপনার জন্য শুভকামনা রইল।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক! শুনে ভালো লাগল।
লেখালেখি চলুক...
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
জোকস বলেছেন: আমিও পাঠক হতে চাই
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পাঠক হওয়াই ভালো।
তবে শুধু পাঠক না হয়ে, মাছ ধরার পাশাপাশি লেখক-পাঠক দুটোই হতে পারেন।
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
জোকস বলেছেন: লেখক হতে হলে ঝুলিতে কিছু থাকা লাগে। আমার তো কিছুই নাই
এক কাজ করেন, আপনার ড্রাফটের পোস্ট গুলো আমার কাছে বেইচ্চা দেন।
নগদ এক টাকা দিমুনি, লগে আরও ১৬ পয়সা ফ্রি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওই মিয়া, এসব অচল পয়সা দ্যান ক্যান?
আমার ড্রাফটে সব আড্ডা পোস্ট। ওসব দিয়ে কোন কাজ হবে না। তার চেয়ে কপি-পেষ্ট করা জোকস পোস্ট করুন...
http://www.somewhereinblog.net/blog/amarpriyojon/29487397
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৭
জোকস বলেছেন: পুরান চালে ভাতে বাড়ে আমার কাছে এখনো অনেক গুলো পুরাতন পয়সা, পুরাতন ট্যাহা আছে। স্মৃতি হিসাবে রেখে দিয়েছি।
যে লিঙ্কু দিছেন ঐ জাতিয় জোকস অনেক আগে পস্টু করা আছে
আপনার আড্ডা পোস্টই দরকার। একটা একটা করে বাহির করেন আমরা আড্ডা দিতে থাকি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওসব পোস্টে অনেকের হাঁড়ির খবর আছে। অনুমতি ছাড়া সিন্ধুকের তালা খোলা যাবে না।
আপাতত এটাই আড্ডা পোস্ট।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনার পোস্ট খুব সুন্দর।
আমার ব্লগে এক বার ঘুরে আসার দাওয়াত রইলো।
দয়া করে আসবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে আসবো...
ধন্যবাদ।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সৈয়দ ইসলাম বলেছেন:
ব্লগে স্বাগতম।
লেখকরা যখন লেখে তখন তারা আর পাঠক থাকে না, পাঠকরা যখন লেখে তখন তারা লেখক হয়ে যায়। অর্থাৎ, পাঠকের পরবর্তী ধাপ লেখক, আবার পাঠক না হলে লেখক হতে পারে না! মোটকথা: আপনিই জানেন
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
ব্লগার= লেখক+পাঠক।
১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: আবার ড্রাফটে কেন?
গাহিতে গাহিতে গায়ক
লেখিতে লেখিতে লেখক।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আগেরগুলো সব আড্ডাপোস্ট, তাই ড্রাফট করেছি।
এই নিকে আমি শুধু মন্তব্য করি, লিখি না।
১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
স্রাঞ্জি সে বলেছেন:
শিরোনামে একটা (.) দিলে তো হয়.....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কয়েকদিন অফলাইনে থাকবো।
দেখা হবে...
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
স্রাঞ্জি সে বলেছেন:
সামু এফ আফডেট দিছে.. ব্লগের পোস্ট ১৫ টি থেকে আরো বাড়াইছে।
কিন্তু কথা হলো। একটা একটা বাড়াবে আর আমাদের বারবার আপডেট দিতে হবে। সামু কি শুরু করছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমার প্রশ্ন বুঝি নি। কীসের আপডেট??
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০
আরোগ্য বলেছেন: আমার ব্লগে নেমন্তন্ন, পাঠকের প্রতিক্রিয়া জানার জন্য।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
দাওয়াত কবুল করা হল...
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
স্রাঞ্জি সে বলেছেন:
এডা কেডা কন তো........
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
কাউয়ার জাত
চাডেরনুর
স্রাঞ্জি সে
২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২
ল বলেছেন: রহস্য মানব, ভালো লাগলো প্রতি উওর।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: পাঠকেরাও লিখতে পারে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কী নেত্রী?
এত বয়ান ঝাড়লে হবে??
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
নীল আকাশ বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া!
আপনি ভাই কিসের পাঠকের প্রতিক্রিয়া! আমার ব্লগে তো আপনাকে একবারো দেখলাম না!
একটু কষ্ট করে মাঝে মাঝে এসে ভুল ত্রুটি গুলি সংশোধন করার জন্য উপদেশ দিয়ে যাবেন। আপনাদের জন্যই তো এত কষ্ট করে লিখি।
সব সময় আমার সাথে থাকার ও সব লেখা পড়ার জন্য আমন্ত্রন রেখে গেলাম।
ভালো থাকবেন সব সময়।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মন্তব্যে ধন্যবাদ। আপনাকে অনুসরণ করলাম।
আপনার লেখাগুলো বড়, তাই হয়তো পুরোটা পড়ি নি। না পড়ে সচরাচর মন্তব্য করা হয় না। আপনার দাওয়াত কবুল করলাম। সময় করে অবস্যই লেখা পড়বো।(আমি কিন্তু কবিতা পড়ি না।)
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
নীল আকাশ বলেছেন: আপনি খুবই চমতকার মন্তব্য করেন। আপনার মন্তব্যের লোভে পরে আপনাকে ডাকছি আমার ব্লগে।
সব সময় আমার সাথে থাকবেন।
কবিতা পড়েন না তো কি হয়েছে? আমি কি কবিতা লিখতে পারি নাকি?
গল্প গুলি পড়ে দেখবেন, মজা পাবেন, কথা দিচ্ছি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে এখনই আসছি।
২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: বাংলার তুলনা নাই ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঠিক।
২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বয়ান মনে হলো আপনার!!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আরে ভাই, ওটা মজা করে বলেছি।
সামনের সপ্তাহে রাজনীতি নিয়ে পোস্ট দেব।
২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অপেক্ষায় রইলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ। শুভ রাত্রী।
২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
শিমুল_মাহমুদ বলেছেন: গানটি আমার খুবই প্রিয়,
আপনার মত পাঠকেরই বড় প্রয়োজন, আমরা না পারলাম লেখক হতে না পারলাম পাঠক হতে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
ব্লগে পড়তে থাকুন, আমার চেয়ে ভালো পাঠক হয়ে যাবেন। আর মাথায় যা আসে সেটাই সুন্দর করে লিখুন, নিজের অজান্তেই হয়ে যাবেন লেখক!!!
২৯| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৩০
সৈয়দ ইসলাম বলেছেন:
নতুন কিছু লেখুন!
০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ঠিক আছে। আজকেই কপি-পেষ্ট করে একটা পোস্ট দেব।
৩০| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩
স্রাঞ্জি সে বলেছেন:
মেলাদিন আসা হয়নি.....
তো ভাইয়া কেমন আছেন...???
কি করতেছেন....
০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভালো আছি।
দুপুরে নতুন ব্রাউজারে লগইন করেছিলাম। ওটাতে ঠিকমত চালাতে পারলাম না। তাই আগেরটাতেই আসলাম...
৩১| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬
রাকু হাসান বলেছেন: যাক পাঠকের আরেকটি গুন পেলাম । গাইতেই পারে । । আামার প্রাণের একটি গান । আবার শুনি গানটি
০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
৩২| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
সৈয়দ ইসলাম বলেছেন:
না না, এই সুকর্ম করতে যাইয়েন না! জাতি আপনাকে অপবাদ দিবে!
০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্ট দিয়ে ফেলেছি।
এই নিকে নিয়মিত পোস্ট দিব না। তবে মাসে একটা দেয়াই যায়।
৩৩| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
সৈয়দ ইসলাম বলেছেন:
অন্য নিক মানে?
লিংক দেন মিয়া!
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: খুঁজে নিন।
পুনশ্চঃ
এই পোস্ট ড্রাফটে নেব।
৩৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: আমি প্রায়ই এই গান টা শুনি।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৮ রাত ১:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে স্বাগতম! কবিতাটি বেশ ভাল লাগল!