নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

জীবন খাতার ছিন্নপাতা শুধু বে-হিসাবে পড়ে রবে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৫

যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গিকার।

অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস॥


অ আ ক খ
১। মানবাধিকারের সার্বজনীন ঘোঘণাপত্র
২। অথবা.... মানবাধিকারের সার্বজনীন ঘোঘণাপত্র LEXILOGOS >>
৩। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অথবা... এখানে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
৪। আইন সংক্রান্ত বিষয়- অপরাধ ও শাস্তি
৫। বঙ্গবন্ধুর অবিস্মরণীয় ২০ উক্তি
৬। "বঙ্গবন্ধুনামা"! - মো: নিজাম উদ্দিন মন্ডল
৭। তাজউদ্দীন আহমদের কিছু অসাধারণ উক্তি (ফিদেল কাস্ত্রো+ম্যান্ডেলার উক্তি)

৮। "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম "(পাঁচটি পর্বে) - কান্ডারি অথর্ব
৯। হৃদয়ে মুক্তিযুদ্ধঃ ৬ই মার্চ১৯৭১,সবার মনে প্রত্যাশা কখন আসবে স্বাধীনতার ডাক । - আবুল বাহার
১০। স্বাধীনতার ইশতেহার- বাংলার হাসান
১১। "একটি জাতির জন্ম" - লিখেছেন মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম - সাদী ফেরদৌস
১২। মুক্তিযুদ্ধ ভিত্তিক ৩০০টির অধিক পোস্ট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আর্কাইভ - ফারজুল আরেফিন
১৩। পল্টনের জনসভায় মাওলানা ভাসানী। ( প্রজন্ম - The Daily Ittefaq
১৪। মওলানা ভাসানী ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান



সমালোচনাঃ
১। বাকশাল - মাসুদ করিম
২। সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র একটি 'পোড়া রুটি' -মতামত
৩। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ‘অযোগ্যতাই’ আমাদের অভিভাবকহীন করেছিল
৪। সংবিধান ও ধর্মীয় রাজনীতি - Hasan Mahmud :: Official Site
৫। ধর্মনিরপেক্ষতা রক্ষা- সৈয়দ ইশতিয়াক রেজা
৬। পৃথিবীর যেসব দেশে ধর্মভিত্তিক রাজনীতি বিদ্যমান আছে - তালহা তিতুমির
৭। ‘গরিবের বউ সবার ভাউজ’
৮। আমরা কেন রাজনীতি করি না -Bangladesh Pratidin
৯। সে রাজনীতি দিয়ে আমরা কী করব ? দৃষ্টিকোন-The Daily Ittefaq
১০। ‘যারে দেখতে নারি, তার চলন বাঁকা’! সম্পাদকীয়- The Daily Ittefaq
১১। আর্মি নাকে তেল দিয়ে ঘুমাতে পারে না: কাদের সিদ্দিকী



সামুর সমসাময়িক পোস্টঃ
১। আমরা কি অপ-রাজনীতির কাছে হেরেই গেলাম? - saeedmbhai's bangla blog
২। দেশ দেশ করে মাথা খাচ্ছে তারা, যত নক্সালবাদীর দল ! - অভিশপ্ত জাহাজী
৩। পেশাজীবী রাজনীতি - যোগ্যতা নাকি জনপ্রিয়তা? - নিউটনিয়ান
৪। সবদেশে, সবসময়, ভোট মানুষের মাঝে আশার সঞ্চার করে! - চাঁদগাজী
৫। ‘শত ফুল ফুটতে দিন', শেখ হাসিনার গানের কলি, নাকি অতি আত্মবিশ্বাস? - চাঁদগাজী
৬। ওবায়দুল কাদেরের দায়িত্বহীন কমেন্টগুলো জাতীর জন্য ভীতিপ্রদ - চাঁদগাজী
৭। কল্যাণ রাষ্ট্র গঠনে নাগরিক ও রাজনীতির মাঝে সূচীত হোক একটি নতুন “স্যোশাল কন্ট্রাক্ট” - এক নিরুদ্দেশ পথিক
৮। জোটের পলিটিক্স আর ক্ষমতার রাজনীতি (ফিচার) - কাওসার চৌধুরী
৯। বর্তমান রাজনীতি ও মাশরাফি! - ইলুসন

১০। মুক্তিযুদ্ধের চেতনা (প্রবন্ধ) - কাওসার চৌধুরী
১১। ছাত্র রাজনীতির মরণ নেশা। - কাওসার চৌধুরী
১২। রাজনীতি, তরুণ প্রজন্ম ও নেতৃত্বগুণ (প্রবন্ধ) - কাওসার চৌধুরী
১৩। সার্টিফিকেট নয়; প্রয়োজন মেধা ও প্রতিভার সঠিক মূল্যায়ন এবং শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন (শিক্ষা) - কাওসার চৌধুরী
১৪। পাবলিক বিশ্ববিদ্যালয় - শিক্ষক নিয়োগ, গবেষণা, দক্ষতা, নৈতিকতা ও রাজনীতি (শিক্ষা) - কাওসার চৌধুরী
১৫। ডাক্তার - ইংল্যান্ড ও বাংলাদেশের আলোকে (ব্যক্তিগত অভিজ্ঞতা) - কাওসার চৌধুরী
১৬। সংবাদ সম্মেলন বনাম পদলেহন (ফিচার) - কাওসার চৌধুরী



সহায়ক বই/ব্লগঃ
১। তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা - বাংলা-বই ডাউনলোড
২। জাহেদ-উর-রহমান -blog.bdnews24






কিঞ্চিৎ বিনোদনঃ
বউ কত প্রকার ও কি কি - Onim
বউ পটানোর তরিকা - আঁধার রাত



[মন্তব্যঃ পোস্টগুলো অনেক আগে সংগ্রহ করা। সেসব লেখা/তার মন্তব্যে কিছু ভুল থাকতে পারে। সেসবে বিভ্রান্ত হবেন না। ]



[পোস্ট এডিট করা হয়েছে]

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫৯

ওমেরা বলেছেন: ইয়্ আল্লাহ !! আপনি দুইটা নিক নিয়েছেন ?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা।।

"সামুর নিবন্ধিত ব্লগার ২ লাখের উপর। এর মধ্যে ডাবল/ ত্রিপল নিক কয়েক হাজার!!! নিক থাকা দোষের কিছু নয়। নিকের অপব্যবহার দোষের, নিকে মিথ্যে বলা দোষের। আগের লেখকরাও লেখার সুবিধার্থে ছব্দনাম ব্যবহার করত।"

অ্যাম আই রাইট, অর অ্যাম আই -----?????

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


স্বাগতম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।।

৩| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:১৯

কামরুননাহার কলি বলেছেন: কবিতাটি খুবই ভালো লেগেছে। লিখতে থাকুন।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।
স্নেহের কলি, লেখার ইচ্ছে নাই। আপনারা লিখুন, সাথে আছি।।।

৪| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪

কামরুননাহার কলি বলেছেন: কেনো লেখার ইচ্ছা নাই?

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি মৌসুমি লেখক। গান-গল্প, প্রেমের কবিতা-উপন্যাস ওসব আমি পারি না। পছন্দ করি, সমাজের সমস্যাগুলোর গঠনমূলক সমালোচনা। সেগুলো নিয়ে অনেক ব্লগারই লিখে।

আমি ভাই নিরীহ পাবদা মাছ!!!
তাই ওসব রুই-কাতলা, বোয়াল-হাঙরদের মধ্যে না যাওয়াই ভালো।।

৫| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ভাবছেন, না লিখলে কেহ জানতে পারবে না

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়??

আপনার মন্তব্যতো আমার ডোডো রাডারে ধরা পড়ল না???

আমিও কী মগজহীন গিনিপিগ হয়ে গেলাম??

৬| ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:২২

খায়রুল আহসান বলেছেন: রম্য কবিতাটি তো খুব সুন্দরই লিখেছেন। এবারে গুরুজী'র নামটা ঘোষণা করে যান।

০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

একক কোন গুরু নেই(যেমন বিষয় তেমন স্যার, এই আর কি!!)। সবাইকেই সমীহ করি, ভালোটা নেয়ার চেষ্টা করি।।

৭| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: রম্য লিখে একদম ফাটিয়ে ফেলেছেন !! :P

শুভ ব্লগিং .....
শুভ কামনা রইল.....

১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কবীর ভাই।
আপনার নতুন প্রোপিক টা(মন্ত্রীর) দারুন লাগছে।। :P:P:P

৮| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪

জায়েদ আহমেদ বলেছেন: একদম ফাটিয়ে ফেলেছেন !!

১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মিয়া! লজ্জা আর দিয়েন না?? :P

আপনার জন্য শুভকামনা রইল।:)

৯| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪

শাহিন বিন রফিক বলেছেন: ভাই আপনার অপেন নিকটার নাম কি? এখানে আপনার প্রতিউত্তর দেখে বুঝেছি আপনি অনেক পুরানো ব্লগার, ওমারে আপুর মন্তব্য থেকে আর বেশি ক্লিয়ার হলাম।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শিউলী ফুলের শুভেচ্ছা নিবেন।:)

আমার নামে(নিক) অনেক পুরাতন লেখক ছিল। তাদের সম্মানার্থে ওটা বাদ দিয়েছি। এখন এটাই আমার একমাত্র পেজ। আপনাদের সাথে নতুন করে সম্পর্ক হচ্ছে। ভালই লাগছে।

বি. দ্রঃ নিক জানতে চেয়ে লজ্জা দিয়েন না:P

১০| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৪

ওমেরা বলেছেন: কেমন আছেন ?

২৮ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাঠক ভালো নেই। তার মন বিষন্নতায় ছেয়ে আছে। এক বান্দর(সম্ভবত পূর্বপরিচিত) খুব জ্বালাচ্ছে।

ভাবছি আবার ব্লগিং ছেড়ে দিব। ক্যাচাল করতে আর ভালো লাগে না রে ভাই!! কি দরকার মানুষের সাথে সম্পর্ক খারাপ করার।:(:(:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.