নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

ইয়াহু! আমি এখন নিরাপদ ব্লগার। (বিলম্বিত পোস্ট)

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯

আহা কি আনন্দ আকাশে বাতাসে --- --- ♪♪♪♪ ♪♪♪♪
নিরাপদ ব্লগার!!!

দিয়াছে সুযোগ/সামু আমাকে
সাধুবাদ জানাই/মন প্রাণ খুলে।
লিখিব আমি/হোক যা হবার
আজ থেকে আমি/নিরাপদ ব্লগার!


আমার মত ডোডো পাখিকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার জন্য, সামু ও তার মডুদের আন্তরিক ধন্যবাদ। সাথে ব্লগের সমস্ত লেখক ও পাঠককে সশ্রদ্ধ সালাম। [গতকাল সামু কয়েকজনকে সেফ করেছে। আমপাবলিক(নিকের নাম!) একটি পোস্ট দিয়েছিল, তাই ভাবলাম আমার সেফ হবার পোস্টটি আর দিব না। কিন্তু প্রথম পোস্টের মাধ্যমে সহব্লগারদের সাথে ভাল সম্পর্ক তৈরী হয়। তাই এই লেখা ! পোস্ট দিতে দেরি হবার জন্য ক্ষমা চাচ্ছি।]

(বি. দ্রঃ এই উপলক্ষে খাই দাই কিছু দিতে পারুম না। তয় মাঝে মাঝে ফিরি-ফিরি গান শুনায়ে আপনাগো কান ঝালা পালা করমু।)

কবির ভাষায়-- -- --

"নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই,
আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই।


সবাইকে বসন্তের কচি পাতার শুভেচ্ছা জানিয়ে, বকবকানি শেষ করছি। চলেন আড্ডা/গল্প শুরু করি------

মন্তব্য ৭০ টি রেটিং +০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: শুভ ব্লগীং

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আমার ছোট দাদার নামঃ মফিজ উদ্দিন মন্ডল:P

২| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২২

ন্যায়দন্ড বলেছেন: পা মাটিতে রাখেন? এত নাগিন নাচের কি আছে?

ব্লগে আমার ১ মাস ২ সপ্তাহ হলো। এখনো প্রথম পাতায় লেখা প্রকাশের অনুমোদন দেওয়া হলো না। কায়েকবার জানিয়েছি, কোন সাড়া নেই।

আপনাদের ব্লগটি এমন কেন?

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আস্তে জাহাপানা! সবুর করেন। নাচতে গিয়ে নাগিন আমাকে দংশন করেছে।

আমার পেজের বয়স ৫মাস! নিয়মিত ব্লগে আসুন আপনিও সেফ হবেন। তখন আপনার হয়ে ফ্রী নাচ-গান করব।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং। সঙ্গে আছি।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ।
চৌধুরি ভাই! আপনিতো কমেন্টের জাহাজ।

৪| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথম পাতায় অ্যাকসেস পাওয়ায় স্বাগতম।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকেও ধন্যবাদ সম্রাটজ্বী।

৫| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯

আমপাবলিক বলেছেন: নিজাম ভাই আমি আমজনতা নিক নই আমি আমপাবলিক। আর পোষ্টটি এখনো আলোচিত পাতায় আছে। নিচে লিংক দিলাম-

অবশেষে মুখে হাসি ফোটালো সামু মামু। সকল ব্লগারদের বন্ধু হিসেবে পাশে চাই।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও! তাই তো আপনি তো জনতা নন, পাবলিক? তাহলে তো ভুলই হয়েছে।

আমরা সবাই ভাই ভাই,
ভেদাভেদ ভুলে যাই।

ভাইয়েরা(জনতার উদ্দেশ্যে) আমি ভুল সংশোধন করেছি। আমি কি ঠিক করেছি?

৬| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন।
অনেক প্রতীক্ষার পর, ১ম পাতায় লিখার সুযোগ পাওয়টা বিশাল আনন্দের ব্যাপার।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাজী ভাইয়ের আগমন
শুভেচ্ছা স্বাগতম।

প্রথম পাতায় লেখাটা আসলেই আনন্দের ব্যাপার। কিন্তু সামু ৩ দিনের কথা বলে কয়েক মাস ঝুলিয়ে রাখছে। এতে অনেকে লেখার আগ্রহ হারাচ্ছে।।

৭| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০১

কামরুননাহার কলি বলেছেন: শুভ কামনা রইলো আপনার জন্য।
সব সময় ভালো ভালো লেখা উপহার দিবেন আশা করি।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে স্নেহের কলি/কানে কানে বলি,
লেখক নই আমি/পাঠক হয়ে চলি।

আপনাকে ধন্যবাদ জানাই।

৮| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২১

খালেদা শাম্মী বলেছেন: খুব আনন্দিত হয়েছি জানতে পেরে। অভিনন্দন নিজাম সাহেব। :)

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয় শাম্মী, আপনাকে কেউ কি
ডাকে বলে মাম্মি?(মজা করলাম)

আপনার 'সাহেব' বলে সম্বোধন করাটা খুব মজার। বুড়োদের জ্বালাতন করছেন তো? প্রথম পেজে লেখা যাচ্ছে না বলে, দুদিন পরে আবার ডুব দিয়েন না। আপনার লেখার মান উন্নত। লিখুন, সাথেই আছি?

৯| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩

ওমেরা বলেছেন: গুড নিউজ ।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে --- ---
আর গান শুনবেন? না, থাক


কাল, আমার প্রথম পোস্ট আলোচিত অংশে গিয়েছিল। ভাবলাম আপনাকে জানাই। কিন্তু আপনি নাই। অমাবস্যার চাঁদ হচ্ছেন? না ডুমুরের ফুল?

নিয়মিত হবার চেষ্টা করেন।

১০| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: স্বাগতম।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমিঃ জাহাপানা! ও জাহাপানা! ব্লগের সব নক্ষত্রদের আগমন ঘটছে আমার কুটিরে। আমি তাহাদের কীভাবে আপ্যায়ন করিব?

সম্রাটঃ ওরে মূর্খ(মন্ডল) ভালোবাসার চেয়ে বড় কিছু কি পৃথিবীতে আছে?

আমিঃ আজ্ঞে জাহাপানা! তাহলে, সবাইকে আমি তাই দিব।

১১| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: আমার ব্লগে একবার এসে ঘুরে যাবেন।
দাওয়াত রইল।

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নুর ভাই? আপনজনের ব্লগে যেতে কি দাওয়াত লাগে? দাওয়াত ছাড়াই আপনার ব্লগে কত ঘুরলাম। আপনার লেখা প্রতিদিনই পড়ি, দু-একটা মন্তব্যও করি।

১২| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২০

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি দারুন আনন্দের ব্যাপার আপনার জন্য শুভ কামনা।

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ তারেক মাহমুদ ভাই।
ভালো থাকবেন।

১৩| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পথচলা শুভ হউক।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার ভাই, তোমার ভাই
শাহাদাৎ ভাই, শাহাদাৎ ভাই,
শাহাদাৎ ভাইয়ের মার্কা কি
?সত্য ছাড়া আবার কি?

ভাই? আপনার লেখা খুব ভাল। আপনার জন্য শুভ কামনা রইল।

১৪| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অভিনন্দন আপনাকে।

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ আপনার দায়িত্বশীল মন্তব্যের জন্য।

১৫| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


আমরা সহব্লগার, আমরা পাশাপাশ থাকবো।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাজী ভাই এগিয়ে চলেন
আমরা আছি আপনার সাথে।

ব্লগে একটা পোস্ট হবে। তা নিয়ে শুরু হবে আড্ডা। তাতে মন্তব্যের ঝড়, ক্যাচাল, প্যাচাল, তর্ক, বিতর্ক সবই হবে। এগুলোই তো ব্লগিংকে উপভোগ্য করে তুলবে!!

আর, দিনশেষে মিলেমিশে সবাই এক হয়েই থাকব।।

১৬| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ,




অভিনন্দন ।
নিজে নিরাপদ থাকুন, ব্লগকেও নিরাপদ রাখুন ।

হ্যাপী ব্লগিং ।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক, অবশেষে হীরক রত্নের আগমন ঘটল। আমি এমনিতে নিরাপদই। সামুই আমাকে অনিরাপদ/পর্যবেক্ষণ ভাবতো।

ভালোবাসা নিবেন।

১৭| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: শুভ ব্লগিং ।
অভিনন্দন রইলো ।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হায় হায় হায়! আমার পেজে পরীর আগমন! তাহলে একটা গান হয়ে যাক-- ---

হেই
আমাদের দেশটা স্বপ্নপুরী/সাথী মোদের ফুলপরী,
লাল পরী, নীল পরী ---
সবার সাথে ভাব করি।।

আপনাকে অসংখ্যক ধন্যবাদ। আমি যেদিন ব্লগে আসবো, আপনাদের কিন্তু জ্বালিয়ে মারব!

১৮| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: যা ভাল্লাগবে তাই পোষ্ট করবেন । তা যদি গান হয় তাও ভালো ।
অনেক অনেক অভিনন্দন ।
আর অনেক শুভেচ্ছা ।
ব্লগ কে জাগিয়ে রাখুন । কেমন মরামরা হয়ে আছে ।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপামনি আমি খুব/পুলকিত হইলাম
অবশেষে মোর পেজে/আপনাকে পাইলাম।

আপনারা থাকতে ব্লগ কেন মরামরা হবে??
আমি টুকটাক গান পারি। তবে সবচেয়ে ভালোলাগে আড্ডা দিতে, গল্প করতে। বল্লেন যখন তাহলে, ভাঙা মনকে চাঙ্গা করতে কালকে একটা গানের আসর দিব। সেখানে আপনার দাওয়াত রইল।।

১৯| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৬

নিচু তলাৱ উকিল বলেছেন: শুভকামনা,লিখুন মন খুলে,,পাখির মত হেলেদুলে

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হেই---♪♪♪♪♪♪♪♪
ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা
লিখব আমি, নেইতো মানা।
ব্লক খাব কি?/জানিনা।

ধন্যবাদ উকিল ভাই।

২০| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:১১

বিএম বরকতউল্লাহ বলেছেন: নিরাপদ ব্লগারের সনদ পেয়ে অনিরাপদ যেন না হোন আবার! হাঃ হাঃ
শুভেচ্ছা রইল।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভেচ্ছা নিবেন বিএম বরকতউল্লাহ ভাই।

ও বরকত ভাই আমি
আপনার কাছে ছড়া/শিখতে চাই
কেউ যেন কোন দিনও, বলতে না পারে
মাথায় আমার বুদ্ধি নাই---♪♪♪♪♪
ও বরকত ভাই।

২১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৩

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: অনেক অভিনন্দন। হয়তো অনেক আনন্দের বিষয়। আমি নবাগত চাতক তো.. বৃষ্টি ছুঁই নাই।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কই? আপনিতো এখনো প্রোপিক দেন নি।

সামু আমাকে অনেকদিন পর্যবেক্ষণে রেখেছিল। আপনার লেখা ভাল। আপনি তাড়াতাড়ি সেফ হবেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভিনন্দন।
প্রথম পাতায় লিখার সুযোগ পাওয়টা বিশাল আনন্দের ব্যাপার।
তবে চিন্তিত , কি হবে গো আমাদের ও বানুর মা.....................................
.................................................................................................

২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শঙ্খচিল।

আপনার প্রোফাইল দেখলাম। আপনার লেখা ভাল। নিয়মিত ব্লগে আসুন, পড়ুন, লিখুন, মন্তব্য করুন। আশাকরি কিছুদিনের মধ্যেই সেফ হবেন।

২৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:

২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

কিন্তু এটা কী?

২৪| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: সামুতে নিরাপদ ব্লগিং হোক সবার নিশ্চয়তা :)


আবারও শুভ ব্লগিং ভাইয়া
পারলে কিছু খাবেন রসগোল্লা । ;) :-B ;)

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল কবির ভাই। গান শুনবেন? না ছড়া?

কবীর ভাই কয়দিন আগে/দিয়েছে এক পিক
তাই দেখে আমি শুধু/হাসি ফিক ফিক।

ছবিটা রেখে দিবেন। দারুন লাগে।

২৫| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪২

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন অন্তহীন। শুভ হোক পথচলা।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল নকিব ভাই। আপনাকে কী শোনাই?

এই সুন্দর ফুল, সুন্দর ফল
মিঠা নদীর পানি, খোদা
তোমার মেহেরবানী।

ভাল থাকবেন।

২৬| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক অনেক শুশ কামনা রইল নিজাম ভাই।
মন খুলে লিখতে থাকুন।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

আপনার নতুন লেখা পাচ্ছি না কেন?

লিখুন কিছু?

২৭| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল নিজাম ভাই।
মন খুলে লিখতে থাকুন।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সোহেল ভাই?

বিশ্ব সুখ দিবসে ভাবিকে নিয়ে সুখে থাকুন।

২৮| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫

আকতার আর হোসাইন বলেছেন: অভিনন্দন। আশা করি আপনি আমাদের অনেক সুন্দর সুন্দর লেখা উপহার দিবেন..

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

লেখার চেষ্টা করব, আর লিখতে না পারলে আপনাদের লেখা পড়ব।

ভাল থাকবেন।

২৯| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এবার এত লাফালাফি বাদ দিয়া কিছু লেহেন দেহি মোরা পড়ি B-)

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাসু মামার আগমন
শুভেচ্ছা স্বাগতম।

আমি মৌসুমি লেখক। ভালোমতো লিখতে পারি না, টুকটাক গান পারি। ভালোলাগে আড্ডা দিতে, গল্প করতে। রাতে একটা গানের আসর দিব। সেখানে আপনার দাওয়াত রইল, মামা।।

৩০| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭

সৈয়দ ইসলাম বলেছেন:
এটা যেন কাঁধেচাপা না পড়ে :(
এটা যেন কাঁধেচাপা না পড়ে :(

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

সৈয়দ ইসলাম ভাই,
এতদিন আপনাকে কেন দেখি নাই?

আমার তো ভয় করছে। কী কারনে ওটা হয়?

৩১| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৬

তারেক ফাহিম বলেছেন: শুভ ব্লগিং

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

৩২| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৯

ব্লগ মাস্টার বলেছেন: গুড ব্লগী চাই বেশি প্যাচাল নয়। :(

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ স্যার।

স্যার, ব্লগে জেনারেল/ওয়াচ অর্থ কী?

৩৩| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৬

সাইন বোর্ড বলেছেন: অামার দুই মাসের উপরে হয়ে গেল, এখনো প্রথম পাতায় লেখা না অাসায় অামার অার গর্তের মধ্যে লেখা পোস্ট করতে ইচ্ছে করেনা এবং ব্লগে অাসার অাগ্রহও অাস্তে অাস্তে হারিয়ে ফেলছি । অভিনন্দন অাপনাকে ।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড।

আপনার প্রোফাইল দেখলাম। আপনার লেখা ভাল কিন্তু কাউকে অনুসরণ করছেন না। নিয়মিত ব্লগে আসুন, পড়ুন, লিখুন, মন্তব্য করুন। আশাকরি কিছুদিনের মধ্যেই সেফ হবেন। যতদিন সেফ না হচ্ছেন লিখে ড্রাফটে জমা রাখুন, টাইপিং প্র্যাকটিস করুন।


রাতে আড্ডা দিব। উপস্থিত থাকবেন!

সুখ দিবসে সুখে থাকুন।

৩৪| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২

কাছের-মানুষ বলেছেন: আপনাকে অভিনন্দন প্রথম পাতায়।
আপনি এগিয়ে চলুন। সুন্দর সুন্দর পোষ্ট দিয়ে ব্লগকে সমৃদ্ধ করুন।

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই? কাছের মানুষ এত পর মন্তব্য করলে হয়?

কী আর লিখব ভাই। আমার লেখা তোঃ (ক খ বগের ঠ্যাং)
আমি আমুদে মানুষ। ব্লগে এসে আপনাদের সাথে আড্ডা দিব।

ভাল থাকবেন।

৩৫| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১০

সামিয়া বলেছেন: অভিনন্দন

২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপামনি, রাগ করেছি। শুধু শুধু অভিনন্দন। আমার গিফট কই?? দিবেন না?

আপনি তো দারুন ছবি তোলেন, দিতে পারেন একটা।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.