নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.প্রজাপতি, ঈশ্বরদী,পাবনা থেকে তোলা(ফয়সাল ভাই)।
চলো পাখির চোখে বিশ্বটাকে দেখি, চলো অন্য রকম স্বপ্নটাকে খুঁজি। চলো দুঃখ ভুলে পৃথিবীতে বাঁচার মত বাঁচি।। ছোট থেকেই ঘোরাঘুরিটা পছন্দের। তাই সময় পেলেই যান্ত্রিকতা ছেড়ে বেরিয়ে পড়ি। কাছে বা দুরে কোথাও, একা বা সবান্ধবে । প্রকৃতি ও জীবনকে খুব কাছ থেকে দেখি। ভালোলাগা মুহূর্তগুলো ধরে রাখি ক্যামেরার ক্লিকে, মনের খাতায়, স্মৃতির পাতায়--- --- ---
ছবিগুলো ২০১২ তে তোলা। মিনহাজ ভাইয়ের ফোল্ডার থেকে আপলোড করলাম। আজ আর টাইপ করতে ভাল লাগছে না। চলুন চুপচাপ ছবি দেখি---
ছবি শুধু ছবি নয়।
ছবিও যে কথা কয়? ২.
৩.
৪.
৫.
৬.
চলুন এবার অন্য কিছু দেখা যাকঃ
৭.
৮.
৯.
১০.
Camera: Canon EOS kiss X2
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল কবীর ভাই।
যখনই আপনার/দেখি এই পিক
মনেমনে হেসে উঠি/আমি ফিক ফিক।
ভাল লাগলে লাইক দিতেই পারেন।
ধন্যবাদ জানাই।
২| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৬
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ তারেক_মাহমুদ ভাই।
ফুলের ছবি সহজেই তোলা যায়, কিন্তু পাখির ছবি তোলা খুব ঝামেলার।
৩| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর! মুগ্ধ হলাম নিজাম ভাইয়া।আপনি যথার্থ প্রকৃতি প্রেমী।
শুভেচ্ছা অনন্ত।ভালো থাকুন নিরন্তর।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ, পদাতিক চৌধুরি ।
আপনার নতুন লেখার খবর কী? কিছু লিখলেন? লিখলে জানাবেন?
আপনিও ভালো থাকবেন।
৪| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১১
শাহরিয়ার কবীর বলেছেন: এবার পড়লাম !!!
অসাধারণ ছবি ব্লগ !!!
( আমার প্রোপিক আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো ...ধন্যবাদ।)
২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভায়া? পড়ার মতো কিছু যে নাই?
তবে পাখির মত চোখ থাকলে অনেক কিছুই দেখতে/পড়তে/বুঝতে পারবেন।
সুখে থাকুন।
৫| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার জন্যই সেদিন বা ১৯ তারিখে একটা পোস্ট করেছি।হাজার জনের মধ্যেও আমার পোস্টের খবর নিচ্ছেন জেনে ধন্য হলাম।অনুভবে মুগ্ধতা। ভাল থাকুন নিরন্তর।
২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার লেখা পড়লাম। ভাল লিখেছেন। লিখতে থাকুন।
আর নতুন কিছু লিখলে আমাকে জানাবেন?
৬| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পাখির চোখে বিশ্ব দেখি!
কিন্ত একি হাল সবতো মগো দেশের ছবিই দেখছি।
২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে মামু পক্ষির চোক্ষু এখন মোগো দেশের উপর আছে। বোঝেন নাই? কবিতা শুনেন---
বহুদিন ধরে বহু পথ ঘুরে
বহু ব্যয় করে বহুদেশ ঘুরে,
দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু,
দেখা হয়নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু।
ভালো থাকুন।
৭| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো ছবি গুলো।
২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৮| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: টুকটাক যা লিখেছেন তাই পড়েছি ....
কিছু ছবি না বলা অনেক কথা ব্যক্ত করে !!
ছবিগুলো দারুণ তুলেছেন ভায়া।
২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার কথায় খুশি হলাম।
আপনার জন্য শুভকামনা।
অফটপিকঃ ২৬শে মার্চ আসছে। সামুর হোম ব্যানার পরিবর্তন করা দরকার।
৯| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: অফটপিকঃ ২৬শে মার্চ আসছে। সামুর হোম ব্যানার পরিবর্তন করা দরকার।
সামু কৃর্তপক্ষ আশা করি বিষয়টা দেখবেন। ধন্যবাদ ভাই।
২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কর্তৃপক্ষকে একটু উদাস মনে হচ্ছে।
১৭ই মার্চ গেল, অথচ সামুর ব্যানারের শেখ সাহেব নাই?? ফাউল ক্রিকেটারদের যখনই, দেখি মেজাজ খারাপ হয়ে যায়
১০| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভাই কী আর কমু... !!!
সামুতে ফ্রিতে লেখার সুযোগ পেয়েছি এটাই বা কম কিসের.... এখন এটাই মনের সান্ত্বনা
২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তা ঠিক।
তাই বলে, এমন অবহেলা। ব্যানার পরিবর্তন তো কয়েক সেকেন্ডের কাজ। মডুরা সারাদিন করে কী
সামুতে প্রতিদিন প্রচুর লেখক/পাঠকের সমাগম হয়। টেকনিক খাটালে সামু ভালোমত আয়(ফেসবুক/ইউটিউবের মত) করতে পারবে।
১১| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
খালেদা শাম্মী বলেছেন: ছবিগুলো ভাল লেগেছে বললেও কম বলা হবে। নিজ চোখে দেখার আগ্রহ জাগিয়ে দিলেন যে!
২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এমন চিত্র আমাদের চারপাশেই আছে, শুধু দরকার আলাদা চিন্তা, অন্যরকম দৃষ্টিভঙ্গি।
ছুটির দিনগুলোতে পরিবারের সাথে ঘুরতে পারেন।
ভালো থাকুন।
১২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১২
খালেদা শাম্মী বলেছেন: ধন্যবাদ সাজেশনের জন্য। শাপলা ছবিটি আমায় আকর্ষিত করেছে বলেই নিজ চোখে দেখার কথা বলেছি। কি আর করব বলুন! ঘুরাঘুরি করার সুযোগ হয়না।
আপনিও ভাল থাকুন নিজাম সাহেব। শুভকামনা রইল।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।
১৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার ছবির বিষয় বস্তু ঠিক আছে। কিন্তু আরেকটু হাত পাকান, দেখবেন আরো ভালো করতে পারবেন। বি:দ্র: আমি কিন্তু ফটোগ্রাফার না।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শাহাদাৎ ভাই! আপনাদের লেখা কত পড়েছি? আপনারা কোনদিন যে আমার লেখা পড়বেন, ভাবতেই পারিনি। আপনি ছবি দেখেছেন এতেই আমি খুশি।
মন্তব্য ও পরামর্শের জন্য ধন্যবাদ।
১৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩২
আহমেদ জী এস বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ,
শিরোনামের সাথে ছবি দেখে যে মন্তব্য করবো বলে ঠিক করেছি , পড়তে পড়তে নীচে নামতেই দেখি (:হাসু মামা অনেকটা তা-ই বলে গেছেন ।
এই ছোট্ট একটুকরো জমিনের ছবিতে যে সুন্দরতা , তাও তো অনেক পাওয়া ।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহমেদ জী এস ভাই? আপনাদের জন্যই ফেসবুক ছেড়ে ব্লগে এসেছি। বেশ মজা পাচ্ছি। অনেক কিছু জানা হচ্ছে।
আমার শিরোনাম টা রুপক অর্থে, আপনি চারপাশের সাধারণ দৃশ্যই দেখবেন, কিন্তু আলাদা চোখে।
১৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ছবি ব্লগে অনেক অনেক ভালোলাগা, ৭নং ছবিটা মনটাকে নষ্ট্যালজিক করে দিলো।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়াহু, পেয়েছি! কামাল ভাই, আপনাকে স্যালুট। আপনার ছবি ব্লগ দেখতাম আর ভাবতাম, এভাবে আমিও একদিন লিখব।
আমার ক্যামেরার জুম কম, তাই পাখির ছবি তুলতে পারি না ওটা আপনার জন্যই বরাদ্দ থাকল।
ভালো থাকবেন।
১৬| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৭
চাঁদগাজী বলেছেন:
প্রকৃতির ছবি, ভালো ছবি।
মানুষের সাধারণ জীবনের ছবি চেষ্টা করে দেখুন।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।
আমি মানুষের ছবি কম তুলি। একবার না বলে ছবি তুলতে গিয়ে বিড়ম্বনায় পড়েছিলাম।
১৭| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩২
আখেনাটেন বলেছেন: অ্যামেচার হয়েও অাপনি তো বেশ সুন্দর তোলেন।
প্রকৃতি আমার বরাবরই প্রিয়। আমার ক্যামেরার মোট ছবির অাশি শতাংশই নেচার।
চমৎকার ছবিব্লগ।
২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।
আমরা প্রকৃতি প্রেমী মানুষ। যাই পছন্দ হয় ক্লিক করি, বেশীর ভাগ ছবিই অখাদ্য হয়। মাঝেমধ্যে দু-একটা হীরক খন্ড পেয়ে যাই। সেগুলোকে সযত্নে রেখে দেই। এই আর কি?
১৮| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
তারেক ফাহিম বলেছেন: আপনিতো বেশ ছবি তুলেন ++
২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চেষ্টা করি আর কি?
আচ্ছা চালতাহু দুয়াও মে ইয়াদ রাখনা-----
১৯| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৫
রোকসানা লেইস বলেছেন: ছবিগুলো ভালোলাগল দেখতে।
পাখি কি এভাবে বিশ্ব দেখে?
২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহা কি আনন্দ আকাশে, বাতাসে----
আপনার আগমনে আমি অতিশয় আনন্দিত। আপনার প্রশ্নের উত্তর ১৪ নাম্বার মন্তব্যে দিয়েছি আর সবচেয়ে বড় কথা নামটা রুপক অর্থে ব্যবহার করেছি। শুনতে দারুন না?
আপনার জন্য শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: লাইক দিচি