নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(আমরা সচেতন প্রতিদিন, আমরা নিরাপদ, ঝুঁকিহীন।)
ডিডাব্লিউ একাডেমি/Deutsche Welle
‘স্ত্রীকে ধর্ষণ’ নিয়ে বিভক্ত ভারত।
শিরোনামটা সকালের। এটা দেখে ঘাবড়ানোর বা লাফানোর কিছু নেই। ব্লগ, নিউজ পেপার, আর লোকমুখে ধর্ষনের কথা ননস্টপ পড়তে পড়তে, আর শুনতে শুনতে আমরা অতিষ্ঠ/বিরক্ত। আমার অবস্থা আরো খারাপ। এমনিতেই কয়দিন থেকে জার্মানির উপর মেজাজ টা গরম। তার উপর আমাদের নিয়ে ওদের ফালতু সব নিউজ। অথচ ঐ শালারাই সব আকাম/অশান্তির মূল(বিশ্বযুদ্ধ)। জার্মানিতে সমকামীদের বিয়ে বৈধ, ওরা পর্নো শিল্পে(এটা আদৌ কোন শিল্প কিনা ভাবার বিষয়?) দ্বিতীয়! অস্ত্র উৎপাদনে প্রথম সারিতে। আর আসল আকর্ষন? ওটা নীচে আছেঃ
বিশ্বের প্রথম ১০ টি ধর্ষণ প্রবণ দেশের নামঃ(২০১৫- ২০১৬ মতে)
১. মার্কিন যুক্তরাষ্ট্র
২. যুক্তরাজ্য
৩. দক্ষিণ আফ্রিকা
৪. সুইডেন
৫. ভারত
৬. জার্মানি
৭. ফ্রান্স
৮. কানাডা
৯. অস্ট্রেলিয়া
১০. ডেনমার্ক
বিস্তারিত জানতেঃ
http://www.somewhereinblog.net/blog/Nights/30051934
ওয়ান্ডার লিস্টের তথ্যানুসারে, ধর্ষণ অপরাধে সেরা দশের মধ্যে রয়েছেঃ মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ব্রিটেন, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ফিনল্যান্ডের মতো দেশের নাম।(যুগান্তর)
বি.দ্রঃ তালিকায় কোন মুসলিম দেশের নাম নাই দেখে লাফালাফি কইরেন না। চামড়া কাটারাও সাধু নয়, তারা ভিজে বিড়াল। আমাদের দেশে যেই হারে শামছুদের সংখ্যা বাড়ছে, আর যেভাবে গণহারে আকাম, কুকাম হচ্ছে! তাতে সাবধান না হলে, দু-চার বছর পর ঐ লিস্টে আমাদের নামও উঠবে।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ডয়চে ভেলে বাংলা (জার্মান ভাষায় Deutsche Welle Bengali) জার্মানির প্রধান বেতার সার্ভিস। এক সময় এফএমে শোনা যেত, এখন বন্ধ। ডয়চে ভেলের (Deutsche Welle, অর্থাৎ "জার্মান ঢেউ") বাংলাভাষী অনুষ্ঠান। এই বেতার সার্ভিসকে বলা হয় ইউরোপের হৃদয় থেকে। অনুষ্ঠানে জার্মানি, ইউরোপ-সহ বিশ্বের খবরা খবর পরিবেশন করা হয়।
(বিবিসি, ডিডাব্লিউ ও রেডিও জাপান তিনটি আমার পছন্দের চ্যানেল। কিন্তু প্রথম দুটি দিন দিন ফালতু হয়ে যাচ্ছে।)
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সন্ধ্যা শ্রদ্ধেয়।
ভালো কাজে অনুসরন করুক, তাতে সমস্যা নাই। তাই বলে এসব কাজে?
২| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৩
সৈয়দ তাজুল বলেছেন: লিস্টে বাংলাদেশের নাম নেই কেন?
এ যাচাই পর্বে দুর্নীতি হয়েছে।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রসেসিং চলছে, আর কয়েক বছর পরে নাম আসবে।
নিজে সাবধানে থাকবেন। বাচ্চা কাচ্চাদেরও সাবধানে রাখবেন
৩| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: দিপিকা কেন দিপিকাও কি...?
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তারেক ভাই? ওটাই তো আপনাদের জন্য আমি টোপ হিসেবে দিয়েছি
ফাউল ডিডাব্লিউ একাডেমি/Deutsche Welle ঐ সংবাদের নীচে এটা দিয়ে রেখেছিল।
৪| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৩
কাউয়ার জাত বলেছেন: আমি এই পোস্টে হাসান বালবৈশাখী নামক ব্লগারকে খুঁজে ফিরি-
ভাই, দ্যাশটা শ্যাস হইয়া গেল....
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বৈশাখ, জোষ্ঠ বুঝিনা। নেটে খুজে যা পেলাম তাই দিলাম। আমি তো ভাবছি ব্যাধি যে হারে ছড়াচ্ছে, তাতে খবরের কাগজে আমার নাম, কবে না ওঠে
৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ তথ্যনির্ভর সুন্দর পোষ্ট।
পড়ে জানলাম অনেক কিছু।
শুভেচ্ছা রইল।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ বরকত ভাই!!
সাবধান হতে হবে, তা না হলে দু-চার বছর পর ঐ লিস্টে আমাদের নামও উঠবে
৬| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৮
সৈয়দ তাজুল বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা আমেরিকাকে অনুসরণ করেন সব সময়!
উনার কথা সত্য। বাঙালিরা অর্থনীতি থেকে নিয়ে স্পব ক্ষেত্রেই আমেরিকানদের অনুসরণ করতে পছন্দ করেন। কিন্তু অবস্থা ও সময় এই অনুসরণকে মারাত্মক ঝুকির দিকে নিয়ে যাচ্ছে। সেটা বাঙালিরা বুঝতেই পারেন না।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অনুসরণ করুক সমস্যা নাই।
তাদের ভালোটা গ্রহন করুক, খারাপটা বর্জন করুক।
৭| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৩
ব্লগার_প্রান্ত বলেছেন: তালিকাটা দেখার মতো....আমাদের নাম না উঠলেই হয়
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের বেশীর ভাগ ঘটনাই প্রকাশিত হয় না। ভিকটিমরা চুপ থাকে তা, না হলে
তবে এভাবে চললে, দু-চার বছর পর ঐ লিস্টে আমাদের নামও উঠবে
৮| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: করছিলেন গান,গাইছিলেন গান,লিখছিলেন গান।সব ছেড়ে এবার ধ্রুপদী সঙ্গীত! তবে বিয়্ষয়টি আকর্ষণীয় যে কমেন্ট ও রিডারের সংখ্যাটা বাড়বে বলে আশাবাদী।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গানের পোস্ট রেডি আছে। কিন্তু সব সময় গান নিয়ে থাকতে বোরিং লাগছে। তাই একটু বিনোদন
৯| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৪
ব্লগার_প্রান্ত বলেছেন: মিয়া আপনিতো দেখি deep psychologyর লোক। ছবিটার মানে কি??
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সবই বিনোদন। ভিউয়ার বাড়ানোর কূট কৌশল
বুদ্ধিটা ডয়চে ভেলে বাংলার
১০| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: আমি ভাবচি দীপিকার কিচু হয়ে গেল নাকি , তাই টেনশন লাঘব করতে আপনার ধর্ষণ পর্বে পা রেখেচি । ভাই ভালই টাউটারি শিখচেন কোচিং সেন্টারটা কুথায়
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাদের শিকার করার জন্যই এই টোপ
বুদ্ধিটা ডয়চে ভেলে বাংলার/ ফাউল ডিডাব্লিউ একাডেমি/Deutsche Welle ঐ সংবাদের নীচে এটা দিয়ে রেখেছিল।
১১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাংলাদেশের নাম আসার সম্ভাবনা আপাতত নেই।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সম্ভবনাকে উড়িয়েও দেয়া যায় না সম্রাট জ্বী?? কারন আমাদের বেশীর ভাগ ঘটনাই প্রকাশিত হয় না।
১২| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক কয়েকদিন ব্যস্ত থাকবে!!
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
১৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৫
ক্স বলেছেন: ধর্ষণে ভারত এত পিছাইল কেমনে? ভারতীয়দের সেক্স ড্রাইভ কি কমে গেছে?
পাকিস্তান নিয়াও তো কত কেচ্ছা কাহিনী শুনি - এই লিস্টে পাকিস্তান নেই কেন?
সুইডেনমার্কে মানুষ কতজন? তারাও যদি এই লিস্টে থাকে তাহলে তো বলা যায়, সেই দেশে গেলে রেইপড হবার সম্ভাবনা ৯০%।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাগতম ভাই।
জরিপ টি সংখ্যায় নয়, শতকরায়। তা না হলে ভারত প্রথমে থাকতো । তবে এভাবে চললে, দু-চার বছর পর ঐ লিস্টে আমাদের নামও উঠবে
১৪| ০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!
আমরা তাহলে অপেক্ষায় থাকি প্রতিযোগিতায় আমাদের নামটা উপরের দিকে দেখার জন্য!
কি বলেন ভাই???
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই আমি একটু ব্যস্ত ছিলাম।
আগের টপিক বাদ। লালনকে নিয়ে আজ রাতে পোস্ট দিব
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
উন্নত দেশতো দেখছি ধর্ষণেও উন্নত!
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাইদুল ভাই?
সব দেশেই আকাক, কুকাম হয়। কম আর বেশী এই যা পার্থক্য।
১৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৭
শাহিন বিন রফিক বলেছেন: জার্মানির উপর মেজাজ গরম কেন?
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শাহিন ভাই প্রোপিক চেন্জ করলেন কখন??
আমাদের নিয়ে ওরা ফালতু নিউজ করে( স্বৈরতন্ত্র) । অথচ ঐ শালারাই সব আকাম/অশান্তির মূল(বিশ্বযুদ্ধ)।
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৪
সোহানী বলেছেন: এ লিস্টে আরব বা আমাগো নাম নাই কারন এ লিস্ট বানানো হয় কেইস বা কম্লেইন এর ভিত্তিতে। সৈাদি বা আমরা সহজে ওই মুখো হই না......... যদি হইতো তাইলে দেখতেন লিস্টি কারে কয়!!!!!!!!!!!!!!!
শাহ আজিজ বলেছেন: আমি ভাবচি দীপিকার কিচু হয়ে গেল নাকি , তাই টেনশন লাঘব করতে আপনার ধর্ষণ পর্বে পা রেখেচি । ভাই ভালই টাউটারি শিখচেন :`< কোচিং সেন্টারটা কুথায়
হাহাহাহাহাহা..................... সহমত!! আপনার কোচিং সেন্টারটা কুথায় ...
কাউয়ার জাত বলেছেন: আমি এই পোস্টে হাসান বালবৈশাখী নামক ব্লগারকে খুঁজে ফিরি-
ভাই, দ্যাশটা শ্যাস হইয়া গেল....
আপনার মন্তব্য ধরে দারুন কিছু জানতে পারলাম............. হাহাহাহাহাহাহা
০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার সাথে আমিও একটু হাসি? হিহিহি..... হাহাহা... হুহুহু.....
সহমত। আমাদের দেশে এসব কেসে অধিকাংশ ভিকটিমই অভিযোগ করে না। হয়তো লজ্জায় কিংবা হতাশায়
কোচিং তো এখন বন্ধ
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা আমেরিকাকে অনুসরণ করেন সব সময়