নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

এক মাসের সামুগিরি ও কিছু না বলা কথা!!

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৬

অনিয়মিত হলেও, সামুর সাথে পথ চলা ২০১২-১৩ থেকে। তাই ব্লগটির সাথে অনেক আবেগ অনুভূতি জড়িয়ে আছে। ব্লগে প্রথম পোস্ট দেয়ার ১৮-১৯ দিন পর সামু আমাকে সেফ করে। প্রথম পাতায় আসার পর, এটি সহ ২০ টি পোস্ট দিয়েছি। এর মধ্যে আলোচিত অংশে গিয়েছে কয়েকটি পোস্ট।?

কেন জানি মনে হলঃ কাল বিকেলে/সন্ধায় প্রথম পাতায় আমাকে ব্যান করা হয়েছিল(সম্ভবত, ১০০% শিওর না)। যদিও এখন আবার সেফ।

আমার প্রশ্নঃ
আমি কি আসলেই ব্যান খেয়েছিলাম? কোন রকম সতর্কতা/নোটিশ ছাড়া, মডুরা কেন এই কাজ করে?? ভুলটা কি আমার? নাকি মডুদের? সচেতন লেখক হিসেবে আমি তা জানতে চাই।।( এমনিতে ল্যাপটপে সমস্যা তার উপর এই ঘটনা। মেজাজটা পুরাই বিগড়ে আছে।)

আমার সকল নোটিশ (ক্রমানুসারে)ঃ
আপনার ফ্রন্টপেইজ ব্যান তুলে নেওয়া হয়েছে
আপনাকে ফ্রন্টপেইজ ব্যান করা হয়েছে

*** নোটিশের সাথে কোন তারিখ নেই কেন? এটি কবেকার নোটিশ, কেউ বুঝতে পারবে?X(


আলোচিত পাতার পোস্টঃ







বি. দ্রঃ অনেক দিন থেকে মডুরা নতুন কাউকে সেফ করছে না। কিছু কিছু নতুন ব্লগার আমার চাইতেও ভাল লিখে। তাদের দ্রুত সেফ করা হোক।।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তাদের দ্রুত সেফ করা হোক। সহমত।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগের আগাছাকে মুক্ত করে, চারা গাছে পানি দেয়া হোক।:)

২| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪

আবু আফিয়া বলেছেন: অন্যান্য লেখকদের লেখা ভাল লাগে শুনে ভাল লাগল, ধন্যবাদ

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অনেক নতুন লেখক পুরাতনদের চেয়ে ভাল লিখে।

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুনদের নিয়ে আমি একটি পোস্ট দিব।

কয়েকজনের লেখা পড়ছি।

কেন এ ধরণের সমস্যা হল কে জানে। তবুও সচেতন থাকবেন।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নতুনদের নিয়ে অবস্যই পোস্ট দিবেন:)

আরেকটু সচেতন হবো:(

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:

নতুন ব্লগারা নিক নেওয়ার পরে “ কৃর্তপক্ষের তিন পরে সেফ করে কথা থাকলেও”
যখন দেখে সে সেফ ব্লগার হচ্ছে না।
তখন খানিকটা হতাশ হয়ে যান।

১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।

মডুরা নতুনদের কয়েকটি পোস্ট ও মন্তব্য পর্যবেক্ষণ করে দ্রত সেফ করতে পারে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৯

নতুন নকিব বলেছেন:



শুভকামনা। আপনার পথচলা মসৃন হোক।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ নকিব ভাই।

আমি চাচ্ছি ব্লগের আগাছাকে মুক্ত করে, চারা গাছগুলো বাঁচিয়ে রাখা হোক হোক।

৬| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: শুভকামনা থাকল আপনার জন্য ।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই সাহেব।

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১

কাওসার চৌধুরী বলেছেন: ভাইজান, আপনি আমার 'মাছের রাজা ইলিশ' লেখাটি পড়ে মন্তব্য করেছিলেন। মনে আছে? আমাকে উৎসাহ দিয়েছিলেন, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। দেড় সপ্তাহ হলো ব্লগের জগতে আছি। তবে এখনো 'সেফ' কপালে জুটেনি। হয়তো সামনের দিনগুলোতে হবে। লেখাগুলো প্রথম পাতায় গেলে ভাল লাগতো। সিনিওরদের সাথে পরিচিত হতে পারতাম।

সবাইকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি চাই গুণী লেখকদের সাথে পরিচিত হতে, আপনাদের কাছ থেকে শিখতে। আর পোস্টে মন্তব্য করলে উৎসাহ পাব। (ধন্যবাদ)

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মডুদের দৃষ্ট আকর্ষন করে, আপনাদের সেফ করার ব্যাপারে আরে পোস্ট দেয়া হবে।

আশা করি এই মাসেই সেফ হবেন।

৮| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭

ভুয়া মফিজ বলেছেন: মডুদের কাজ-কারবার মাঝে-মধ্যে আমার কাছেও রহস্যজনক মনে হয়। :(
নতুনদের কে দ্রুত সেফ করা হোক, এটাই প্রত্যাশা।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।

ভাল লেখকদের দ্রুত সেফ করা হোক।

৯| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২

তারেক_মাহমুদ বলেছেন: ঘটনাটা যেমন ভাবছেন তেমন নয়। নতুন কাউকে সেফ করলে প্রথমে নোটিশ দেয় আপনাকে ব্যান করা হয়েছে পরে আবার একটি নোটিস আপনি সেফ। আমার ক্ষেত্রেও এমনটি হয়েছে,আমিও ভয় পেয়ে গিয়েছিলাম পরে দেখলাম আমি সেফ আছি।

১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই। গতকাল একটা পোস্ট লিখে পোস্ট করতে পারিনি।
!
আমার সকল নোটিশ (ক্রমানুসারে)ঃ
আপনার ফ্রন্টপেইজ ব্যান তুলে নেওয়া হয়েছে
আপনাকে ফ্রন্টপেইজ ব্যান করা হয়েছে

*** নোটিশের সাথে কোন তারিখ নেই ? এটি কবেকার নোটিশ, কিভাবে বুঝবো???:(

১০| ১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।আপনার সঙ্গে সহমত।কিন্তু উপায় কী? আমার মনে হয় নুতনদের লেখা সেই মানের হচ্ছেনা।যাক এরকম পোষ্ট দেখলে আমরা কিছুটা আশান্বিত হই।শুভ কামনা রইল।

১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ

১১| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: এইসব সমস্যার সমাধান দ্রুত হোক।

১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত

১২| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

সুমন কর বলেছেন: শুভেচ্ছা....

১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ

১৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়ত আপনাকে সর্তক করার জন্য করতে পারে।

১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কী জানি ভাই???

১৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: নিজাম ভাই, আমাদের বংশ পদবী কিন্তু মন্ডল তো মন্ডল কোটায় যদি আমাকে একটু মডুদের কাছে সেফ হওয়ার জন্য সুপারিস করতেন তাহলে বড়ই কৃতার্থ হতাম।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ধন্যবাদ কবি ভাই।

মডুরা বদ। সুপারিসে কাজ হয় না।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়া,মুড ঠিক হয়েছে? একটু সময় নিন,দেখবেন সব ঠিক হয়ে গেছে।আপনি চনমনে অবস্থায় দ্রুত ফিরে আসুন- এই কামনা রইল।

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


হ্যাঁ ভাই। কয়দিন ঘুরে মন ভাল আছে।

আপনাদের দেশে কোটা নিয়ে কি অবস্থা???

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের দেশে কোটা আর কোনোদিন উঠবে বলে মনে হয়ন।প্রকৃত যাদের দরকার, তারা এখনো সেই তিমিরেই পড়ে আছে।অথচ এক শ্রেণি এর সুবিধা লুটে নিচ্ছে। আর ক্ষমতাসীন দল রাজনৈতিক স্বার্থসিদ্ধ করতে বিষয়টি জিয়েই রেখেছে।তবে ভি.পি. সিং মন্ডল কমিশনকে নিয়ে না চটকালে বোধহয় এত বাড়াবাড়ি হতনা।ভাবতে পারেন,আমাদের এখানে প্রায় ৫০ শতাংশ আসন সংরক্ষিত । আমরা এসব নিয়ে আর মাথা ঘামাইনা।তবে ওখানে ঢাবিকে কেন্দ্র করে তো দেখছি গোটা দেশ উত্তাল।ব্লগে প্রতিদিন কত লেখাই না এখন পড়ছি।দেখা যাক জল কোন দিকে যায়।

১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
যাই, হোক। সাধারণ মানুষ শান্তিতে থাকুক।

রাতে আসবো।

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯

মেহেদী হাসান হূদয় বলেছেন: সহমত |

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):)


নতুনদের সেফ করা হোক।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.