নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে স্বপ্ন দেখি অবাক কোন রাতে, মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে। (গান)

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬

এটি একটি পরীক্ষামূলক পোস্ট। বর্তমানে যেখানে আছি, নেটওয়ার্কের আবস্থা খারাপ। দুদিন পরে জায়গা চেন্জ করবো, তখন স্বভাবিক হবো। এখন কাজ নাই তাই খই ভাজছি।

কয়দিন কোটা কোটা করে অবস্থা কাহিল। আজ একাএকা গানবাজনা করমু।

►►►►
মাঝে মাঝে স্বপ্ন দেখি অবাক কোন রাতে,
মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে।
মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট ওড়াই হাওয়ায়,
মাঝে মাঝে তোমায় সাজাই,
সকল চাওয়া পাওয়ায় ।

তুমি আমার না বলা ভালবাসা---
একি(অ্যাকি) সুরে বোনা এই হৃদয়ে শত আশা।[♪♪♪]


মাঝে মাঝে ভাসাই যে মন দুরের খেয়া ঘাটে
মাঝে মাঝে বুকের ভিতর একেলা পথিক হাঁটে।(২)
তুমি আমার না বলা ভালবাসা
একি সুরে বোনা এ হৃদয়ে শত আশা।।

মাঝে মাঝে যাই যে ভুলে ভালবাসার মানে
মাঝে মাঝে দুঃখ ছুটে সুখের পিছু টানে।(২)
তুমি আমার না বলা ভালবাসা
একি সুরে বোনা এ হৃদয়ে শত আশা।।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


দেশে চলছে আন্দোলন, প্রতিবাদ; আপনি গান নিয়ে ব্যস্ত?

১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


কোটা নিয়ে ১৫০-২০০ পোস্ট এসেছে। এই ডোডো ওসব বিষয়ে লিখবে না।

কোটার আন্দোলন তৃতীয় মাত্রার। দেশ ওখান থেকে খুব বেশী লাভবান হবে না।।

২| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: এই গানের সুরটা কেমন? জানার কি কোনো উপায় আছে?

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি নুর ভাই? সুর পেয়েছেন??

না পেলে সুর আপনি আপনার মত করুন বা ইউটিউব দেখুন। ওখানে আমার দু-একটা গান পেলে পেতেও পারেন:P

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এ গানের সুর পৃথীবির কোন সুরকার সুর দিতে পারবেনা।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

কি কবি?? কবিতার সুর হয়না, কিন্তু গানের সুর ঠিকই হয়!!

ইউটিউব দেখুন।

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার আগের পোষ্টে মন্তব্য করেছি কষ্ট করে উত্তর দিলে প্রীত হব।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

গতকাল নেটওয়ার্ক ভাল ছিল না। তাই ডাটা সেভিং মোডে শুধু পড়তে পেরেছি। প্রতিউত্তর করতে পারি নি।

৫| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:



সবার মন্তব্য দেখেছি। নেটওয়ার্ক ভাল না। তাই ডাটা সেভিং মোডে শুধু পড়তে পারছি। প্রতিউত্তর করতে পারছি না।


ক্ষমাপ্রার্থী

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

প্রবলেম সলভ্ড।

৬| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার মন্তব্যটি দেখে বুঝলাম,সমস্যার কথা।ইতিপূর্বে আমি দুবার এই পোষ্টটি পড়ার চেষ্টা করেছি।যেই দিই, "এই পোষ্টটি লেখক তুলে নিয়েছেন।লেখকের সঙ্গে যোগাযোগ করুন।" লেখা দেখালো।এবারও হবে কীনা সন্দেহ ছিলাম।যাইহোক,আপনি কেমন আছেন? উত্তর দিতে সমস্যা হচ্ছে।আশাকরি দ্রুত কাটিয়ে উঠবেন।শুভেচ্ছা নিয়েন।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

সমস্যার জন্য দুঃখিত ভাই। আজ নেটে আসলে আওয়াজ দিয়েন।

৭| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৫

মাআইপা বলেছেন: লিরিক ভাল লাগার কারণে সার্স দিয়ে গানটা শুনলাম।
ধন্যবাদ রইল ভাল গান শুনানোর জন্য।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ধন্যবাদ ভাই।

আপনার পেজে কোন পোস্ট নেই কেন???????

৮| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আমাদের বায়ুমন্ডলে এর চেয়ে সুন্দর গান নাই :D

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):)

জুনিয়রের কি নাচ, গান, গিটার চলে??

৯| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: নাহ্ তবে বেহালার ইচ্ছা আছে।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এত কিছু রেখে করুন সুরের বেহালা!!! দারুন।:)

রিপিটেড, আমার সব চলে।
০০:০১ টায় লগআউট হবে।

১০| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: কারণ বেহাল বাজানো সবচেয়ে কঠিন ও ভাবের কাজ। B-))

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

বেশী চ্যাটিং করলে মডুরা মাইর দিবে!!

১১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:
এটা রুমান্টিক, নাকি বিরহের!!!

মাছুম বাচ্চাটিকে ভূলে গেলেন?

১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাওসার চৌধুরী?? এটা রোমান্টিক গান।

ভাই! সারাদিন হাজার টা কাজ, নানান খবর। কোন বাচ্চার কথা যে বলছেন, আসলেই মনে পড়ছে না:(:(:(

১২| ১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চলুক।

১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):)

চলবেই, চলবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.