নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১০



শিল্পীঃ ইশতিয়াক
অ্যালবামঃ এবং পাহাড়ের গান

আইলো আইলো আইলো রে,
রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।।(২)
পাগলা মনে রঙ্গিন চোখে, নাগর দোলায় বছর ঘুরে ;
এক তারাটার সুরটা বুকে, হাজার প্রাণের বাউল সুরে;
দেশটা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে।(ঐ)

লাল পাড়ের ওই শাড়ির আঁচল, আলতা পায়ে খুশির নাচন;
ইলশে ভাজা পান্তা খাওয়া, সব বাঁধার আজ খুলছে বাঁধন;
পাগলা মনের খুশির ভিড়ে বৈশাখী রঙ লাগলো প্রাণে।। (ঐ)

গাছের ডালে আমের মুকুল, আকাশ মেঘে সাজলো দুপুর
হালখাতা সব হিসেব শেষে, আসলো বছর নতুন বেশে
এক বাণীতে সব বাঙ্গালি খুশির মেলায় দেশটা হাসে।।

আইলো আইলো আইলো রে
রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে-------
হই---

টাইপিংঃ মাসুদ ভাই।
কৃতজ্ঞতাঃ সম্রাট ভাই ও প্রান্তর ফুল।
ছবিঃ নেট থেকে।


বি. দ্রঃ আগামীকাল ব্যস্ত থাকবো। এটি অগ্রীম পোস্ট। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা।

রমনার বটমূলে
কথা হবে প্রান খুলে,
জানিয়ে দিলাম আমি সবাইকে---
(দেখি কাল কয়জন পুরাতন পাপীকে পাই!)

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা।
"শুভ নববর্ষ"

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):):)

"শুভ নববর্ষ"


সোহাগ তানভীর সাকিব ভাই।

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: Gun থেকে আবার গানে। জুস

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওই মিয়া!!

কৃতজ্ঞতাঃ সম্রাট ভাই ও প্রান্তর ফুল। এটা কি???

৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: ওয়াও আমি কিন্তু ফুল প্রেমী। আপনার নয়া বছর ভালো কাটুক। :D

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ইশ্, একটুর জন্য মিস হয়ে গেল।


আপনের লেখার খবর কি??

৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: দেখি...(কবি উদাস) 8-|

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

কে বিদেশি, মন উদাসী
বাজায় বাঁশি, বাজাও বনে?
----

আইতাছি?

৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: কই ভাই?

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপ্নের পেজে দেখেন।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো কথা আমিও কিন্তু অর্থহীন ফ্যান। আচ্ছা সুমন ভাই আছে না মরছে?

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


কোন সুমন??

শাহরীয়ার সুমন? নাকি সুমন কর? নাকি অন্য কেহ???

৭| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আরে অর্থহীনের সুমন ভাই!

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:



আমি ডাল, আপনি পাতা।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা; গত বছরের চেয়ে নতুন বছর বেশী প্রশান্তি আনবে জীবনে, এই আশা রলো।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়!!

"শুভ নববর্ষ"

৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................................ নববর্ষের শুভেচ্ছা।

...........প্রিয় মন্ডল ভাই।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর কবিতা ও পান্তা-পুঁটির জন্য ধন্যবাদ, কাওসার ভাই।


"শুভ নববর্ষ"

১০| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: অশুভ শক্তি দূর করি
সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ি
--------------------------------
শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ধন্যবাদ নুর ভাই। কালকে রমনায় আসবো।

"শুভ নববর্ষ"

১১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২২

আকতার আর হোসাইন বলেছেন: শুভ নববর্ষের শুভেচ্ছা..

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভ নববর্ষ।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ++

১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

আপনার নতুন পোস্ট পাচ্ছি না কেন??

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০

শাহিন বিন রফিক বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মিষ্টির জন্য ধন্যবাদ।

নতুন বছর ভালো কাটুক।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: লেখক বলেছেন:

আপনার নতুন পোস্ট পাচ্ছি না কেন?


## নতুন একটা ছবিয়াল পোস্ট দিলাম এইমাত্র ।

১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই


আসছি--

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভাল লাগছে যে আপনি আবার গানের ডালি নিয়ে ফিরে এসেছেন।শুভ নববর্ষের শুভেচ্ছা নিয়েন।

১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভ হোক নতুন বছর।

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩

সনেট কবি বলেছেন: শুভ নববর্ষের শুভেচ্ছা

১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কবি সাহেব।

শুভ নববর্ষ

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: তা নাচাকুদা কেমন হলো ব্রু?

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:( দিলেন তো কাটা ঘায়ে লবণ!!

পোস্ট দিয়েছি।

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০৬

শাহারিয়ার ইমন বলেছেন: পুরানো পাপি কপালে জুটেছিল <

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


ওদের জন্যই তো পকেটটা গড়ের মাঠ হল।:(

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ নববর্ষ ১৪২৫

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ

নতুন বছর আনন্দে কাটুক।

২০| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বিলম্বিত শুভ নববর্ষ। :)

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ নববর্ষ।। :)

নতুন বছরটা আমন্দময় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.