নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেকটোনিক প্লেট থিউরীঃ
মহাদেশও হেঁটে চলে। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। আমি যেখানে বসে লিখছি, আদিকালে (ক্রিটেসিয়াস যুগে, সাড়ে বারো কোটি বছর আগে) এটা ছিল টেথিস সাগর। তখন ভারতীয় উপমহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশের সাথে যুক্ত ছিল। টেকটোনিক প্লেটের সঞ্চারণের ফলে, ইয়োসিন যুগে (৫ - ৫.৫ কোটি বছর আগে) ভারত-নেপাল সীমান্তের নিকট; ইউরেশীয় পাতের সঙ্গে ভারতীয় পাতের সংঘর্ষ হয়। যার ফলে সৃষ্ট হয় তিব্বতের মালভূমি ও হিমালয় পর্বতমালা। (দেখুন বাংলাপিডিয়া ও উইকিপিডিয়া)
সুকান্ত ভট্টাচার্য দুর্মর কবিতায় লিখেছেনঃ
"হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ,
কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছাসে,
সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ।"
আমার করছে ভারত মানে, একটা ছোট্ট পৃথিবী। কী নেই এখানে?? পাহাড়, পর্বত, নদী, সমভূমি, উচ্চভূমি, মালভূমি, মরুভূমি, সমুদ্র উপকূল, দ্বীপাঞ্চল, বনাঞ্চল সহ সব রকমের আবহাওয়াই এখানে বিরাজমান।।
ভারতের একটি রাজ্যের ঐতিহ্যবাহী পোষাক, ও প্রকৃতি। বলুন তো দৃশ্যটি কোন রাজ্যের??
নানা জায়গার নানান সংস্কৃতিঃ
ভারত আয়তনে সপ্তম বৃহত্তম, বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশ। এর একএকটা অঞ্চলে আলাদা আলাদা সংস্কৃতি। দেশটা নানা ইতিহাস, ঐতিহ্যে ভরপুর।
কবি গুরুর কথায়ঃ
জনগণমন-অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ,
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ।
......
চলবে-----
ছবিঃ নেট, উইকি ও ইউটিউব।
বি. দ্রঃ এক সময় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা এক সাথে ছিল।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
লেখার জন্য হোমওয়ার্কটা কম হয়ে গিয়েছে। আরেকটু পড়তে হবে----
২| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
আপনি কোন বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন?
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ভূ প্রকৃতি+ সংস্কৃতির ভূমিকা/
৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫
ভুয়া মফিজ বলেছেন: এক সময় পুরোটা ভূ-ভাগই একসঙ্গে ছিল, নাম ছিল গন্ডোয়ানাল্যান্ড। সেটা নিওপ্রটেরোজোইক যুগের কথা (৫৫০ মিলিয়ন বছর আগে)! যুক্তরাষ্ট্রতেও সবরকম ভূমিবৈচিত্র বিদ্যমান।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ, ভাই।
যুক্তরাষ্ট্রে কি ম্যানগ্রোভ বন আছে??
৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪
ভুয়া মফিজ বলেছেন: নাই? তাহলে তো মনে হয় ভারতই এক নাম্বার। যাক, ব্যাটারা কোন একটাতে তো এক নাম্বারে আছে!
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওরা সংখ্যার দিক দিয়ে গনতন্ত্রে, ধর্ষনে, বাল্য বিবাহতে ----- নাম্বার ওয়ান।
৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯
ব্লগার_প্রান্ত বলেছেন: শিরোনাম ডিসকভারি ইন্ডিয়া কেন?
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ডিসকভার মানে একটা জিনিষ বর্তমান আছে, সেটা আবিস্কার করা। ইন্ডিয়ার অনেক ঐতিহ্য, সংস্কৃতি আমার অজানা। তাই---
ভারতের একটি রাজ্যের ঐতিহ্যবাহী ছবি দেয়া আছে। বলুন তো দৃশ্যটি কোন রাজ্যের??
৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৬
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো । চলুক ।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফাঁকিবাজি??
চলবেই, চলবেই---
৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়া শুভেচ্ছা নেবেন।আগের পোষ্টে মন্তব্য দিতে পারিনি , নেট সমস্যারর কারনে।আর এবারে, ছবিটি সম্ববত কোরালার কথাকলি নৃত্যের।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি ছাড়া সবাই ফাঁকিবাজি করলো।
ওই রাজ্য নারকেল, মশলার জন্যও বিখ্যাত। সাদা পোষাক পরে(রঙিন পাড় যুক্ত)। ওরা ছুয়ামি/ছোয়ামি বলতে কী বোঝায়?
৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
বনসাই বলেছেন: বডি হেডলাইনের প্রতিনিধিত্ব করতে পারছে না।
কিসের মধ্যে কী / পান্তা ভাতে ঘি!
কোনো কিছুই স্পষ্ট হলো না এখানে। আরো আরো পড়ুন।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাইতো মনে হচ্ছে।।
ছোট মাথায় কতো কি করবো?? আপনিও তো মাথা খাটিয়ে সুন্দর একটা হেডিং বলতে পারেন।
৯| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার গান এবং gun নিয়ে বেশ লেগেছে। আজকেরটা মোটামুটি লাগল। আমার গত পোস্টেরর মন্তব্যর উত্তর দিয়েছি দেখবেন ও আজকে একটা পোস্ট করেছি, ঘুরে আসলে খুশি রহিব।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
এসব বিষয়ে এক লাইন লিখতে গেলে দশ পাতা পড়তে হয়, হোমওয়ার্ক কম হচ্ছে।।
১০| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ++
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সবাই লেখা নিয়ে সন্দেহ করছে, আপনি বলছেন++???
১১| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: স্টুডেন্টদের নিয়ে ওয়ার্ক করতে করতে হোম ওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে।
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
যা বোঝার বুঝেন। আপনার পেজে যাই--
১২| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬
শাহারিয়ার ইমন বলেছেন: পরের পর্বের জন্য অপেক্ষারত
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
পরের পর্ব লিখবো, কি না? উপর ওয়ালাই জানেন
১৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০১
মনিরুল ইসলাম বাবু বলেছেন: সূচনা হিসেবে +। বাকিটার মাপকাঠি পরে হবে
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই
১৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬
শাহারিয়ার ইমন বলেছেন: কোন রাজ্যের ছবি এটা সেটা জানাবেন না ?
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কেরালা
১৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ।
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ রাত্রি
১৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: খুব ছোট পোষ্ট।
মাথায় ঢুকার আগেই শেষ হয়ে গেল।
পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
টেকটোনিক প্লেটের ব্যাপারটা তো বুঝেছেন।। নাকি???
পোস্টের আগে, আমার আরেকটু পড়তে হবে।
১৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫
ক্স বলেছেন: কেরালা? আমি ভেবেছিলাম গ্যাংটক অথবা মণিপুর।
১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই,
কেরালার কথাকলি নৃত্যের।)
১৮| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫
ব্লগার_প্রান্ত বলেছেন: কেরালার কথাকলি -_-
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ
১৯| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি আগে বলে দিলেন কেন, বিশ্বাস করেন আমি জানতাম -___-
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
একজন জিজ্ঞাসা করেছিল তাই বলেছি।
বিশ্বাস করলাম।
২০| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ভারত আর চীন দুটি দেশে সবধরনের ভূপ্রকৃতি বিদ্যমান। বরফাবৃত এলাকা আছে আছে মরুভূমি। সুন্দর পোস্ট।+
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
চীনে সব কিছু আছে, তবে ম্যানগ্রোভ বন মনে হয় নাই।
২১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আমি তো জানি প্লেট টেকটোনিক থিওরি। আপনি লিখলেন টেকটোনিক প্লেট থিওরি। যাইহোক ভূতাত্ত্বিক পোস্ট ১ম ভালো লাগা আমি দিলাম।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দুজনেই গোলমাল পাকিয়েছি।
১৯৬০ সালে "প্লেট টেকটোনিক থিওরি" প্রতিষ্ঠিত হয়। আর তাতে পৃথিবী নামের গোলকটি (মহাদেশ ও মহাসাগরগুলো মিলে) সাতটি প্রধান টেকটোনিক প্লেটে বিভক্ত। এসব প্লেটের মধ্যে কিছু সাবপ্লেট রয়েছে।
কপি-পেষ্ট, কালের কন্ঠ।
২২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সব আছে নিজাম ভাই । আমি একজন ভৃতত্ববিদ। তবে ভারত ব্যতিক্রম। দক্ষিণ মেরু থেকে সাঁতার কাটতে কাটতে ইউরেশিয়ান প্লেট এ ঢুকে পড়েছে দারুন ইন্টারেস্টিং। ব্যাপারটি কবিতায় আনা যায়।
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ স্যারজ্বী, দারুন ইন্টারেস্টিং।
এক সময় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা এক সাথে ছিল।
আমাদের মহেশখালীও চট্টগ্রামের সাথে ছিল।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুক - - -
আরকেটু বড় করলে কেউতো আর বকা দিবে না তাইনা!
বেশ ভাল লাগছিল!
অমা ইট্টু পরই দেখি- টু বি কন্টিনিউড