নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

একটি সঙ্গিতময় নোটিশঃ

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১

♦♦♦[লেখকের কিছু কাজ পড়েছে। সামনের মাস থেকে সে ব্যস্ত থাকবে। নিয়মিত হয়তো লিখতে পারবে না, তবে সময় পেলেই ব্লগে ঢুঁ মারবে। শুভাকাঙ্ক্ষীরা ভাল থাকুক।]


গানঃ মানুষ একটা দুই চাকার সাইকেল
গায়কঃ সন্ন্যাসী ব্যান্ডের 'গামছা পলাশ'
কথাঃ মুনি সরকার


হাওয়ার উপর চলে গাড়ি(২)
লাগে না পেট্রোল ডিজেল,
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।
কি চমৎকার গাড়ির মডেল, গো
চমৎকার গাড়ির মডেল.....
মানুষ একটা দুই চাক্কার সাইকেল...।।@

দু চাকায় করেছে খাঁড়া,
জাগায় জাগায় ইস্কুরুপ মারা....
বাত্তর হাজার ইস্পোক দিয়া এই সাইকেল গড়া।
চিন্তা করে দেখনা একবার(২)
দুইশ ছয়টা হয় এক্সেল,
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।(ঐ)

নতুন সাইকেল পুরান হইবে,
কলকব্জায় জং যে ধরিবে.....
তেল বাত্তির ঐ ঠন্ ঠন্ আওয়াজ বন্দো যে হইবে।
এক কদম আগে না বাড়বে(২)
হাজার বার মারলে প্যাডেল,
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।(ঐ)

ফুরাইলে সাইকেলের বাতাস,
সেই দিন হবে সর্বনাশ....
গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস।♪♪♪
মুনি সরকার হইয়া লাশ(২)
থাকবে ভব মেডিক্যেল,
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।(ঐ)
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

আরেকটা শুনুনঃ
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও,
আর একটুক্ষণ রওনা সময়
একটু পরে যাও ।

জানি জীবন গল্পে অনেক ধাঁধা,
একটু হাসি অনেক কাঁদা।।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার গান।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রথম পাতায় স্বাগতম। মিষ্টি কই???

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

কাওসার চৌধুরী বলেছেন: পাটাইছি.............
.....আইতাছে।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে, :)

আপনার বড় লেখা পড়তে সমস্যা হয়। ভালো না লাগলে, আমি কিন্তু পুরোটা পড়ি না।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১০

চাঁদগাজী বলেছেন:


গানের লিরিক পছন্দ হয়নি, গান কথার অর্থ ও আবেদন থাকতে হবে!

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এটা আমার পছন্দের গান।। এই গান বোঝার মত ঘিলু আপনার নাই।X(


শুনুনঃ
"ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা।"
......

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: দাঁড়ান গানটা এখনই ইউটেব এ শুনে আসি

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এতক্ষণ আমি শুনছিলাম। এখন চলছে---


বঁধু, কোন আলো লাগল চোখে----

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

মাহের ইসলাম বলেছেন:
লেখক ব্লগে নিয়মিত না থাকলে, আমাদের কে উৎসাহ দিবে কে?

আমাদের তো মন খারাপ করার অধিকার আছে, নাকি ?

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল।।

কয়দিন পর ছুটি শেষ?? তবে অল্প সময় হলেও ব্লগে থাকব। লিখতে থাকুন।।

ফির মিলেঙ্গে---- ---

৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২

*** হিমুরাইজ *** বলেছেন: আপনি মনে হয় গান বেশি ভালবাসেন?

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই আর কি??

কাজ নাই, তো গান গাই।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: এর আগে একবার কমেন্ট লিখলাম,গেলনা।আবার লিখছি,আশাকরি এবার যাবে।আসলে আক সারাটা দিন আমার পথেঘাটে কাটবে।আর গানের প্রসঙ্গে আসি,ছোট থেকেই প্রথমটি শুনে আসছি।আমার অন্যতম ভাললাগা একটি গান।তবে পরের গানটি মনে করতে পারছিনা,ছোট বেলায় শুনেছি কিনা।বাসে বসে টাইপ করছি, জানিনা সব ঠিক হচ্ছে কিনা।

শুভেচ্ছা নিয়েন।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক আছে, টাইপো ঠিক করে পড়বো।

পরের গানটি আয়নাবাজী সিনেমার।।
সামনের মাস থেকে আমি নিয়মিত থাকবো না।। কাজ আছে, ব্যস্ত থাকবো।।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি বিদেশ চলে যাবেন নাকি ?

না চাকরীতে জয়েন করবেন ?

আপনার প্রস্থানে সামু কিছুটা ঝিমিয়ে পড়বে।

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।।:)

পরিচয় প্রকাশ করলে অহংকার বোধ হয়। ওটা সিক্রেটই থাক। সাধারণ মানুষ হয়েই থাকি।।

একেবারে প্রস্থান করার ইচ্ছে নেই। তবে পরিস্থিতি কি দাঁড়ায়, সেটা সামনের মাসেই বোঝা যাবে।।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: সামনের গোটা মাস? সে তো অনেকদিন। যাইহোক, পোষ্ট না দিতে পারেন, কমেন্ট দেওয়ার অনুরোধ থাকলো।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে, মনে থাকবে।।:)

ভাল থাকবেন।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা লেখক এম্নে করে কি??
ভাই B-) একটা গল্প লিখেছি, আপনার মতামত একান্ত কাম্য
শহুরে গাছ

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রাতে আসবো ভাই।:(

তখন পড়বো, ইচ্ছে মত আড্ডা দিব।।।

১১| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে ভাই Chill করেন

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসছি

১২| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই ঐটা কার নাম্বার, কি হইলো, কিছুই বুঝিলাম না!

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শাহরিয়ার হোসাইন কে??

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই আপনি কি আমার সাথে prank করলেন।
ভালো ভালো, আজকে আমি গরিব বলে -_-
যা হোক বিনোদন বিশুদ্ধ...

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কুল ম্যান!!!:)

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৬

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় ভাইজান, আমার নতুন লেখাটা মনে হয় চোখে পড়েনি। আপনাকে না দেখলে সত্যি মিস করি। এই কয়দিনে অনেক আপন হয়ে গেছেন আপনি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আচ্ছা পড়ছি। কোন লেখা???:)


কালকের? না আজকের??

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৬

শাহিন-৯৯ বলেছেন: এইবার ভাই গানে কিছুদিনের জন্য ক্ষ্যান্ত দ্যান। একটু আবোল-তাবোল কিছু লিখুন। আপনার লেখার হাত খুব ভাল।

২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

" এখন সময় পক্ষে না, সুবোধ পালিয়ে যাবে।" :(

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই আমি তো ভাইস প্রেসিডেন্ট! B-)

২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও :(

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: গান হয়েছে কিন্তু প্রাণের মিলন ঘটাতে হলে আরও ভাবতে ভাই।
চালিয়ে যান। সাফল্য নিকটেই।
শুভ কামনা।

২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ, শ্রদ্ধেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.