নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

★★★ ব্লগিং চলুক.....। সামু হোক বাংলা ভাষা ভাষীদের মিলন মেলা।।:)

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

যা ভাবছো তা তানা
সব দেখা জা না না,
জগতে জনমে, যাহারে মিলায় না
তাহারে খুঁজিতে মন, ধরে শুধু বায়না।
......... .......... ........
না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই!:(
(আয়নাবাজী)

কখনো কখনো মিথ্যেও সত্যি মনে হয়। চারপাশ বদলে যায়, থমকে যায় সময়। আবেগ/যুক্তির পাল্লায় পড়ে দু-পেয়ে জীবগুলো ভুল করে বসে।। না বুঝে, অর্ধেক বুঝে কিংবা বেশী বুঝে।। নিজের অজান্তে ভুল করাটা দোষের নয়, কিন্তু ভুল বুঝতে না পারা ও ভুলের উপর অনড় থাকাটা দোষের। তাই সব কিছুই ভিন্ন দিক থেকে দেখা দরকার। তারপর না হয়, একটা সিদ্ধান্ত নেয়া যাবে???


ব্লগার ব্লগে ব্লগিং করে,
দেয়না টাইম কেউ কাহারে।
ভাবছি আমি যাহা বাঁহা,
ভাবছে কি কেউ আজো তাহা??


শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকতায় আমি মুগ্ধ। এইজন্য বন্ধুদের বলি "ব্লগ রুচিশীল, মার্জিত লোকের জন্য"(যদিও আমিই একটা ফাউল)X(। এর আগে আমি রাজত্ব করতাম বিবিসি বাংলার ফেসবুক পেজে। কাজ আর কি? দুষ্ট মহিষ তাড়ানো। কত ফেক আইডি বের করলাম? কত গাধা পিটিয়ে.......! যদিও ফলাফল শূন্য।:( (এখনো সেখানে ধর্ম ও রাজনীতি নিয়ে কিবোর্ডের যুদ্ধ চলে।) রাগে, দুঃখে আর ফেসবুকেই যাই না। অথচ ভার্চুয়াল মাধ্যম হতে পারতো আমাদের কমিউনিটির মিলন মেলা।।


আমি স্বপ্ন দেখি সুন্দর এক ব্লগিং ধরার। সবার কাছে অনুরোধ ----- ডুব না দিয়ে, ব্লগে থাকার চেষ্টা করুন(অল্প সময় হলেও)। নিজেদের চিন্তাধারাগুলো ভাগাভাগি করি। যেখানেই থাকি, যে দেশেই থাকি, আমাদের মধ্যে একটা বন্ধন থাকুক।
ভালো থাকবেন।(সুবোধ)



(বি. দ্রঃ লেখাটি শিরোনামসহ পরির্বতন করা হয়েছে। কয়েকটি মন্তব্য মুছে ফেলা হয়েছে। এটি আমার নতুন নিক হওয়ায় অনেকে চিনতে পারছে না। ফলে ক্যাচাল বাঁধছে:(:(। এনাফ ইজ এনাফ। গায়ে পড়ে কারো সাথে ঝগড়া/ভাব ....... ইচ্ছা নাই। দ্যাটস ইট !!!X()

মন্তব্য ৮২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯

সিন্ড্রেলা বলেছেন: নতুনরা জায়গা পাবে না??

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও তাই তো।

নতুনদের জন্যও জায়গার ব্যবস্থা করছি!!!:)

২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: না না ানা ানা ানা ানাানা ানা ানা

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(


ভাইটি আমার তুমি কেঁদো না।
কারো চোখ জল দেখলে....

৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: আগামী ০৫/০৫/২০১৮ আমি দশ দিনের জন্যে দেশের বাইরে থাকবো সম্ভবত ব্লগে আসতে পারবো না, আমার ও জীবন জীবিকার তাগিদে দৌড়াতে হয় কি করবো জীবন থেমে থাকে না সময় থেমে থাকে না, আপনার ফিরে আসার অপেক্ষায় - - - - -

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

দেখা হবে প্রিয়....

৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই প্লিজ একটু পরিষ্কার করে বলেন।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। :)

৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার কি হইসে? কই যাবেন? কেন যাবেন? অন্তত বলে যান!

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশের বাইরে যাব। :(

ব্লগ ছেড়ে নয়....:)

৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: ভাইয়া তুমি কি অগস্ত্য যাত্রা করিবার প্লান করেছো!!


তবে সামু পাগলাকে ডাকাডাকি কেনো!!!!!! B:-)

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাইদুল ভাই আর পাগলার জন্যই লগইন করলাম।

ফ্রী হয়ে নেই, আপনাদের সাথে ম্যাচ হবে!!!!X(

৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: মাইদুলভাই আর পাগলা কি করেছে!!!!

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এত কম বুঝলে হবে???X(


পাগলার উপর মেজাজ গরম। তার পেজে আমার কোন কমেন্ট নাই। বাঁকিটা নিজেই বুঝিতে হইবেক......



ডাক পড়েছে....:(কয়েক মিনিট পরে আসছি।

৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: লেখক বলেছেন: দেশের বাইরে যাব। :(
ব্লগ ছেড়ে নয়....:)
good.
ভাইয়ু আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, আমার ব্লগে একটা ছবি দিয়েন, দেখে পরে ডিলেট করে দিবোনে।
ভালো দেখে দিয়েন, আমার পরিচিত ঘটক আছে। B-)

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ক্ষমাপ্রার্থী।


আমার পদ্মকে চাই।:P

৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রিয় ব্লগারগণ নিজাম উদ্দিন মন্ডল ভাই রাতের ফ্লাইটে জীবিকার তাগিতে দেশের বাইরে যাচ্ছেন, হয়তোবা সপ্তাহ দশদিনের জন্য, নিজাম ভাই আপনার ভ্রমণ শান্তিময় হোক, আরাম দায়ক হোক, আর আপনার সেবায় বলিউড তারকা জেকলিন ফার্নানদেজ এর মতো কোনো এয়ার হোস্টেজ আশা করছি। আপনার যাত্রা নিরাপদ হোক - ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাস্ত থাকুন আর অবসরে লিখুন ।।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না দেখেও মনে হয়, চিনি তাহারে...


ফির মিলেঙ্গে

১০| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


সেইফ জার্নি!

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে বস।

খিলাড়ী তৈরী করে রাখবেন।।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: এত হাহাকার করার কিছু নেই।
আমরা আছি। থাকব। এবং আপনিও থাকবেন। দুরত্ব যতই হোক কাছে থাকুন।

ভালোবাসা নিরন্তর।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে প্রিয়।

প্রিয়জনের কাছে দূরত্ব বলে কিছু নেই।

১২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

শায়মা বলেছেন: সামু পাগলার পোস্টে কমেন্ট দিয়ে দিলেই তো হয়ে যায়! সে বেচারী কারো সাতে পাঁচে নেই। নির্বিবাদী মানুষ। তারে নিয়ে পড়লে কেনো!

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সবার সাথে টক্কর দেয়াটা আমার নেশা।।

যারা কমেন্টের প্রতিউত্তর করে না, লেখক তাদের কমেন্ট করে না।।:(

১৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

মাআইপা বলেছেন: পরিধিবিহীন ভার্চুয়াল জগতে দূরত্ব কোন ব্যাপার না।
সামুর ঠিকানায় মনে করে কিছু লিখবেন।
শুভ কামনা রইল।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


ভাল আছি ভাল থেকো
সামুর ঠিকানায় কিছু লিখ।
ভাল লাগে তোমার কাছে যা,
তাই লিখ তুমি, বন্ধু হে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
থাকবে তোমরা আপন হয়ে.......

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০

সৈয়দ তাজুল বলেছেন: আমি ঘুমাই, সকালে ডিউটি আছে।


খালি মুখে আড্ডা চললেও আমি চলি না! ;)

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেখা হবে প্রিয়.....

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

শায়মা বলেছেন: গুড গুড ভেরী গুড!!!!!!

আমিও এমনই ভাইয়ু!!!!!!


৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: থ্যাঙ্কু (শাই + মা + পা)

সময় বুঝে লড়াই হবে।।


লেখোয়াড়. ভাইকে সেদিন পেলাম না।
বেচারার মনে কষ্ট।:(

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(

আমি নির্দোষ। :(

১৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: গুড নিউজ সামু পাগলা ফিরে আইছে, গত ৫ মাস ধরে সামু পাগলা পোষ্টে আড্ডা দিয়েই চলছি কিন্ত সামু পাগলার দেখা নাই।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঐ রাগেই আমি পাগলার পেজে যাই না। X(


নতুনদের আগমন ঘটুক, পুরাতনরা ফিরে আসুক।।:)

১৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১

কাওসার চৌধুরী বলেছেন: @মন্ডল ভাই। কই ফুরুৎ করবেন? কিছুই তো জানি না!!! কবে ফিরবেন? আপনাকে খুব মিস করবো।

অনেক ভালবাসা রইলো, আপনার জন্য।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গোপন মিশন।:P


দেখা হবে.....

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫০

কাওসার চৌধুরী বলেছেন: ব্যাচেলার মানুষ আপনি, এজন্য গোপন মিশন গোপন থাকা উত্তম =p~

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখা চলুক।

আমি ফুড়ুৎ.....

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: হ্যাব, এ সেইফ জার্ণি।

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Thanks. :)

২০| ০১ লা মে, ২০১৮ ভোর ৪:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ হোক আপনার যাত্রা পথ। :)

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাদের দোয়ায় শুভ হয়েছে। :)

২১| ০১ লা মে, ২০১৮ ভোর ৬:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা।

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

২২| ০১ লা মে, ২০১৮ সকাল ৮:১২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রচন্ড মিস করবো,মন্ডল ভাই।আপনার যাত্রা শুভ হোক।দ্রুত কাজ শেষে ব্লগে ফিরুন -এই মোর নিরন্তর কামনা।

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: I am fine.

ফ্রেস হয়ে ঘুম দিব।

২৩| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

শুভ দুপুর।

২৪| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিছু কিছু ফান বিতর্কের সৃষ্টি করে। এই পোস্টের তাৎপর্য আমার কাছে স্পষ্ট নয়।

০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(


না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই।।

২৫| ০১ লা মে, ২০১৮ বিকাল ৪:১২

শায়মা বলেছেন: কি হয়েছে!

দোষের কি হলো! B:-)

০১ লা মে, ২০১৮ রাত ১১:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই বুদ্ধি নিয়ে আমার সাথে লড়াই করবেন??:D লড়াই বাদ দিয়ে সন্ধি করুন।।

আপনাকে জানেমান বললে আপনি রাগ করবেন??:P
নাচ তো দেখালেন না??:(
আমার প্রিয় নাচই দেখুন।:(

০৫ ই মে, ২০১৮ রাত ১০:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লড়াই????????




হবে???????



https://m.youtube.com/watch?v=FzG4uDgje3M

২৬| ০১ লা মে, ২০১৮ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

০১ লা মে, ২০১৮ রাত ১১:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধইন্যবাদ পাঠক।

২৭| ০২ রা মে, ২০১৮ ভোর ৪:৫০

কাওসার চৌধুরী বলেছেন: ভাইজান, ব্লগে আছেন?

০২ রা মে, ২০১৮ ভোর ৪:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই মাত্র আসলাম, এসেই আপনার লেখা পড়লাম।

দেশ থেকে এসে ঘুমের শিডিউলে সমস্যা হচ্ছে।:(

২৮| ০২ রা মে, ২০১৮ ভোর ৪:৫৭

কাওসার চৌধুরী বলেছেন: কোথায় আছেন? কেন?
বলে পোস্ট ডিলেট দিয়েন?

০২ রা মে, ২০১৮ ভোর ৫:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

আমি পরিচয় বলিনি বলে, ব্লগে একজন আমার সাথে কথাই বলে না। তাই ঠিক করেছি পরিচয়টা গোপন রাখব।

বল বীর, চির-উন্নত মম শির।
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর!!!

২৯| ০২ রা মে, ২০১৮ ভোর ৫:১৫

কাওসার চৌধুরী বলেছেন: তাহলে, ধরে নেব আপনী বিদ্রুহী, আইমিন দেশদ্রোহী, আইমিন স্বাধীনতার বিপক্ষ শক্তি!!!

০২ রা মে, ২০১৮ ভোর ৫:২৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখা ভালমত পড়েন নি।:(:(

"আবেগ/যুক্তির পাল্লায় পড়ে দু-পেয়ে জীবগুলো ভুল করে বসে।। না বুঝে, অর্ধেক বুঝে কিংবা বেশী বুঝে।"


ব্লগে নিক নামে লিখে পরিচয় গোপন করার জন্য। তাতে সমস্যা নাই। সমস্যা হয় শান্তি, শৃঙ্খলা নষ্ট করলে। আর আমিতো তার রক্ষক:P

বিদ্রোহী কবিতাটা পড়বেন। ওটা আমার খুব পছন্দের কবিতা।


আমি ভালোর দলে, ন্যায়ের পক্ষে।।:)
জয় বাংলা।।

৩০| ০২ রা মে, ২০১৮ ভোর ৫:২৯

কাওসার চৌধুরী বলেছেন: একটু ফান করলাম। আমি জানি।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

আপনার পোস্টে রিলোড জনিত কিছু একটা হচ্ছে!!!:(

৩১| ০২ রা মে, ২০১৮ বিকাল ৪:১৩

মৌরি হক দোলা বলেছেন: যাক, দূর দেশে থাকলেও সামুর সাথে, আমাদের সাথেই থাকুন। :)

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

এই তো! তোমাদের সাথে যোগ দিলাম।:)

৩২| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইয়া আপনি কেমন আছেন?

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(

নতুন জায়গাতে এসেই সর্দি-জ্বরে পড়েছি।:(

৩৩| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

কাছের-মানুষ বলেছেন:
ব্লগ পড়ে মনে হল আপনার কোথাও যাচ্ছেন!
আপনার যাত্রা শুভ হোক। ব্লগের সাথেই থাকুন।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই। :)

কম-বেশী যাই হোক আপনাদের সাথে আছি।:)

৩৪| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: যুক্তি যুক্তি খেলায় অনেক সত্যি বের হয়ে আসে ।অনেক কিছু জানা যায় শেয়ার করা যায় । #:-S

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে! সেলিম আনোয়ার ভাই যে??:)

বিতর্ক করা আমার কাছে নেশা হয়ে গিয়েছে। সেখান থেকে অনেক কিছু জানতে পারি। আবার মাঝেমাঝে নিজেকে অহংকারী মনে হয়।:(

৩৫| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:০৬

আকতার আর হোসাইন বলেছেন: ঠিক বলেছেন.. ভুল করাটা দোষের না, কিন্তু ভুলের উপর অনড় থাকাটাই দোষের...

ব্লগিং জগতের একই ছায়াতলে আমরা আছি থাকবো ইনশাআল্লাহ...

০৫ ই মে, ২০১৮ রাত ১০:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই।


আমরা এক হয়েই থাকবো। :)

৩৬| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:১৭

প্রামানিক বলেছেন: কি যে মন্তব্য করি বুঝে উঠতে পারছি না -- - -

০৫ ই মে, ২০১৮ রাত ১০:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রমানিক ভাই??:)


কিছু বুঝতে না পারলে একটা ছড়া লিখে দিবেন। তাতেই আমরা খুশি।। :)

৩৭| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:১৩

শায়মা বলেছেন: ওকে ওকে অনলি ফর ১ আওয়ার!!!!!!!! :)


১১ টাই ঘুম!!!!!!!! :)

০৫ ই মে, ২০১৮ রাত ১০:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :)

আপনার পেজে আসছি।।

৩৮| ০৬ ই মে, ২০১৮ সকাল ১১:১৯

খালেদা শাম্মী বলেছেন: "ব্লগ রুচিশীল ও মার্জিত লোকের জন্য।" সত্যিই তাই। একসাথেই পথ চলা হোক সবার, সবসময়।

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।


@"একসাথেই পথ চলা হোক সবার, সব সময়।"
--- পাঠক ব্যস্ত নাকি?

৩৯| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:২২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: সমাজে ইতিবাচক প্রভাব পড়বে, মানুষের মন এবং মানুষিকতার উন্নতি হবে এমন পোষ্ট সকলের বেশি বেশি করা উচিত। ধর্মীয় উগ্রতা বা ধর্মীয় কটাক্ষ মুলক পোষ্ট বর্জিত ব্লগিং চলুক।

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত ভাই!




ব্লগিং হোক পারস্পরিক সম্পৃতি ও সমাজ পরিবর্তনের মাধ্যম।

৪০| ১০ ই মে, ২০১৮ দুপুর ১:২৭

নীল মনি বলেছেন: "...যেখানেই থাকি, যে দেশেই থাকি আমাদের মধ্যে একটা বন্ধন হোক।ভালো থাকবেন (সুবোধ) "
সুবোধ যেন সুবোধ ছেলে হয়েই ঘরে ফেরে।


প্রিয় নাচের লিংকের কন্যারা ভালো নেচেছে।

১০ ই মে, ২০১৮ রাত ১০:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "সুবোধ(লেখক) তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না'!":(

:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.