নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু গান গেয়ে পরিচয়,
শুধু গান গেয়ে পরিচয়
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়?
এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে
চুপি চুপি দোলা দেয়,
ওগো জোছনা তুমি বলোনা
কেন যে উতলা এ হৃদয়?
জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা
নীড়ে পাখি ফিরে যায়,
তবু আকাশে, গানের আভাসে
চলারো কাহিনী লেখা রয়!!!
বি. দ্রঃ লেখাটি প্রথম পাতায় দিচ্ছি না। কারণ এর কমেন্টে আমার কিছু পছন্দের গান লিখে রাখবো। পাঠকরা পড়তে পারেন! তবে, এই পোস্টে কমেন্ট করার সময় সাবধান! লেখক কিন্তু একরোখা, খাটাশ!;(
২| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চলো বদলে যাই (আইয়ুব বাচ্চু)
সেই তুমি কেন এত অচেনা হলে?
সেই আমি কেন তোমাকে দু্:খ দিলেম?
কেমন করে এত অচেনা হলে তুমি?
কিভাবে এত বদলে গেছি এই আমি?
ও.... বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই..
তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়।...
৩| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১। একদিন সব ছেড়ে চলে যাবো বহুদুরে! কোনোদিন ফিরে আসবোনা......
২। মানুষ আমি আমার কেন পাখির মত মনতাইরে নাইরে নাইরে করে কাটে সারাটি জীবন।
৩। আজ এই বৃষ্টির কান্না দেখে, মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে
লুকিয়েছিলে ঐ মুখ।
বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি
কত দূরে যাবে বলো, তোমার পথের সাথী হবো আমি।।
৪। ববলি না আমি লাভলি না, নই রে বিল্লু রানি
খেলি ছিনিমিনি ছনিমিনি ছিনিমিনি
মন নিয়ে ম্যাজিক মামনি...
No baby no you no babli, No baby no you no lovely
No billu tu baas meri magic mamoniiii, ah.....
৪| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
তুমকো ভি হে খাব্যর, মুঝ কোভি হে পাতা
হো রাহা হে জুদা, দোনো কা রাস্-তা
দুরে-জা কে ভি মুঝ ছে, তুম মেরি
ইয়াদো মে রেহে না।।
কাভি আলবিদা না কেহে না(মিউজিক)
কাভি আলবিদা না কেহে না
কাভি আলবিদা না কেহে না। ♪♪♪♪♪♪♪♪♪♪
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
৫| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বাংলাদেশের...ওরে বাংলাদেশের মেয়ে রে তুইহেইলা দুইলা যাস্একবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাকাসপদ্মানদীর ইলিশ খাইয়ারূপখানা কি ঝকঝকে বানাসএকবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাকাসপদ্মানদীর ইলিশ খাইয়ারূপখানা কি ঝকঝকে বানাসও লালা হোও লালা হোও লালা হু...ও লালা হোও লালা হোও লালা হু...তোর ঠুমক ঠুমক চালআর চিকন চিকন গালআহা রাগের এমন তেজ, যেন লাল মরিচের ঝালতোর ঠুমক ঠুমক চালআর চিকন চিকন গালআহা রাগের এমন তেজ, যেন লাল মরিচের ঝালওরে বঙ্গললনাতোর হয়না তুলনাতোর মন রাঙ্গাতে করবো যা তুই চাসএকবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাকাসপদ্মানদীর ইলিশ খাইয়ারূপখানা কি ঝকঝকে বানাসএকবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাকাসপদ্মানদীর ইলিশ খাইয়ারূপখানা কি ঝকঝকে বানাসতোর ঝুমকো কানের দুলআর খোপায় গান্দা(গাঁদা) ফুলওই কাজল কালো চোখ, কার স্বপ্নেতে মশগুলতোর ঝুমকো কানের দুলআর খোপায় গান্দা(গাঁদা) ফুলওই কাজল কালো চোখ, কার স্বপ্নেতে মশগুলতোর মনটা পাবে যেআরে ধন্য হবে সেতুই হাসলে পরেই হাসবে যে আকাশএকবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাকাসপদ্মানদীর ইলিশ খাইয়ারূপখানা কি ঝকঝকে বানাসওরে বাংলাদেশের মেয়ে রে তুইহেইলা দুইলা যাস্একবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাকাসপদ্মানদীর
৬| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গান : ওরে মন উদাসী
ছবি : বাঙালি বাবু ইংলিশ মেম
গায়ক : অরিজিৎ সিং
রাব্বা মওলাও ওরাব্বা.........
কেন আসে দিন তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিন তোকে চোখে হারাবারকি উপায়ে ফেরা যায় তোর স্বপ্ন তে আবারওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায়ওরে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে আয়হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরবকথা ছিলো সাথে তোর বলা হোলো শেষ না, খালি খালি চারিপাশ এ আমার দেশ নাকি উপায়ে ফেরা যায় তোর স্বপ্ন তে আবারওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়ওরে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে আয়তোর সাথে এসে যেত ঝর্ণারা কথাদের,ঝরে গেল কেন আজ মরশুম পাতাদেরকত না বিকেল ঘুড়ি উড়িয়েছি দুজনে, চলে চলে আয় আজ আবার উজানেকি উপায়ে ফেরা যায় তোর স্বপ্ন তে আবারওরে মন উদাসী, একা ফেলে পালালি কোথায়ও ও ও ও ওরে পরবাসী ওরে বন্ধু আমার ফিরে আয়
৭| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
মাঝে মাঝে স্বপ্ন দেখি অবাক কোন রাতে
মাঝে মাঝে গল্প বলি নিজেই নিজের সাথে,
হো....মাঝে মাঝে ইছে করে কষ্ট ওড়াই হাওয়ায়
মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ায়।
তুমি আমার না বলা ভালবাসা...
একি সুরে বুনা এ হৃদয়ে শত আশা।
মাঝে মাঝে ভাসাই যে মন দুরের খেয়া ঘাটে
মাঝে মাঝে বুকের ভিতর একেলা পথিক হাটে।(ঐ)
মাঝে মাঝে যাই যে ভুলে ভালবাসার মানে
মাঝে মাঝে দুঃখ ছুটে সুখের পিছু টানে।(ঐ)
৮| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছোট খোকা বড় হ, বড় হবি না?
ওরে এক টানে দুই টানে কিছু হয় না!
এ... শহর কিংবা গ্রামে, এইভাবে তে শুরু
এইভাবে তে নেশার ফাঁদে, শিষ্য ধরেন গুরু....!
পানির নীচে বড়সি যেমন মাছে রে টানে
তারা ঘোরে ফেরে, ঘোরে ফেরে ঠোকর মারে
কেউ ঠোকর মেরে ভাগে, কারো বড়সি ভাল লাগে,
বেঁধে গেলে সে মরে, জলের প্রাণী বড়সি গিলে মরে ডাঙার পরে!!
নেশাকে বলো না না, নেশার বড়সি গিলো না
বাঁচতে হলে জানতে হবে, বলো বলো নেশা কে না না! (টাইপিংটা আমিই করেছি)
["তামাক করে হৃৎপিন্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালোবাসি, তামাককে নয়" – স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।]
৯| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম
সুন্দরি দেখ না, ললনাকে দেখ না।
হেই – হে --
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম সুন্দরি দেখ না,
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম মাধবিকে দেখ না,
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম লোনাঝোনা দেখ না,
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম ললনাকে দেখ না।
সুন্দরি দেখে দেখে নিজেরি অন্তরে
দুঃখকে একা একা এঁকো না – ২
চোখের ও দৃষ্টিকে কতবার বললাম সুন্দরি দেখ না,
মাধবিকে দেখ না, লোনাঝোনা দেখ না, ললনাকে দেখ না।
স্বপ্নের পুকুরে একা একা তুমি তার কথা ভেবে ডুব দিও না,
ব্যাকুল ঠোটের আকুল উঠনে আর কারো চুম্বন চেয়ো না।
....ধূর!!
১০| ০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।
পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে।
তুমি আমি একই আছি, দুজনে যা ছিলাম আগে......
দুরে গেলে যায় রে বোঝা, কেউ ছিল খুব কাছে...
পিঞ্জর খুলে দিয়ে ছি,
যা কিছু বলার ছিল বলে দিয়েছি!
যারে যাবি যদি যা...
১১| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:১৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
বড় অবেলায় পেলাম তোমায়
কেন এখনি যাবে হারিয়ে?
কি করে বল রব একেলা?
ফিরে দেখ আছি দাড়িয়ে, দাড়িয়ে...
কেন হঠাৎ তুমি এলে?
কেন নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে!
শুনছো কি তুমি আমাকে?
ছিলে আমার হয়ে পুরোটাই,
যাবে কোথায় রেখে আমায়
এ পথ চলায় তোমাকেই চাই......
১২| ২২ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধুর!
ব্লগে গানই পোস্ট করব না.....
☔☔☔
বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান,
"বিষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এল বান"
বৃষ্টির গান-ফররুখ আহমদ
বৃষ্টি এলো কাশবনে
জাগলো সাড়া ঘাসবনে,
বকের সারি কোথায় রে
লুকিয়ে গেলো বাঁশবনে।
মেঘ বলেছে 'যাব যাব',
রাত বলেছে 'যাই',
সাগর বলে 'কূল মিলেছে
আমি তো আর নাই'....
আমার সারাটা দিন মেঘলা আকাশ,
বৃষ্টি তোমাকে দিলাম-
মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি
পাগলা হাওয়ার বাদল দিনেপাগল আমার মন জেগে ওঠে। চেনা-শোনার কোন বাইরে যেখানে পথ নাই নাইরে সেখানে অকারনে যাই ছুটে ।
এমন দিনে তারে বলা যায়. এমন ঘনঘোর বরিষায়।
আজি ঝর ঝর মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না
বৃষ্টি ঝরে যায় দু'চোখে গোপনেসখি গো নিলানা খবর যতনেআশায় আশায় বসে থাকি তোমার পথেসখি গো নিলানা খবর মনেতে
যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো, এক বরষায়...
আমার সারাটা দিন,মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
নি সা রে মা পা গা মা – পা গা মা রে নি সা..
নি সা রে মা পা গা মা পা………
যাও বলো তারে, মেঘের ওপারে,
বৃষ্টি বন্দনা জুড়ে ধরণীতল,
যাও বলো, শ্রাবণ আষাঢ়ে,
মেঘের শতদলে ছুঁয়েছ ভেজা জল।
মাতাল হাওয়ার ধ্বণী বৃষ্টি কি শোনে না,
ময়ূর পেখম তোলে ধিমতানা দেরে না,
ধিমতানা বাজে ধিমতানা…
বাজে ধিমতানা, দে রে না(অর্পা? এই গানটা তোর জন্য, আবার কখনো নাচলে সাথে আমাকে নিস ভাই)
আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে
নাচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার ।
আজ এই বৃষ্টির কান্নাদেখে মনে পড়লো তোমায় অশ্রু ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ঐ মুখ।
বর্ষার প্রথম দিনে, ঘন কালো মেঘ দেখে,আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে কর পরিচয়।
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গানবৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বানযদি ডেকে বলি, এসো হাত ধরোচলো ভিজি আজ বৃষ্টিতে
ওগো বৃষ্টি আমার চোখের পাতাছুঁয়ো না আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ...
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে। আমায় তুমি ফেলে যেও না।
শাওন রাতে যদি স্মরণে আসে মোরেবাহিরে ঝড় বহে নয়নেবারি ঝরে
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে. সময় আমার কাটে না.
বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়েদিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠোপথে কোন রুপসী হেঁটে যায়।
১৩| ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Jab Life Ho Out Of Control,
Honto Ko Karke Gol.
Honto Ko Karke Gol,
Siti Bajaake Bol... (2)
Aal Izz Well.....
Murgi Ka Jaane Ande Ka Kya Hoga
Are Life Milegi Ya Tave Pe Fry Hoga,
Koyi Na Jaane Apana Future Kya Hoga
Hont Ghuma Siti Baja, Siti Bajaake Bol
Bhaiya Aal Izz Well, Are Bhaiya Aal Izz Well
Are Chaachu Aal Izz Well, Are Bhaiya Aal Izz Well....
Saari umar hum,
Mar mar ke jee liye
Ek pal to ab humein
jeene doJeene do
Na na na….
Na na na….
Na na na….Na na nana na….
Give me some sunshine
Give me some rain
Give me another chance
I wanna grow up once again......
১৪| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Oh, woahOh, woahOh, woah
[Verse 1: Justin Bieber]
You know you love me, I know you care
Just shout whenever and I’ll be there
You are my love, you are my heart
And we will never, ever, ever be apart
Are we an item? Girl, quit playing
We’re just friends, what are you saying?
Said "There’s another," and looked right in my eyes
My first love broke my heart for the first time, and I was like...
[Chorus: Justin Bieber]
Baby, baby, baby ohLike baby, baby, baby noLike baby, baby, baby no ohThought you'd always be mine, mineBaby, baby, baby ohLike baby, baby, baby noLike baby, baby, baby no ohThought you’d always be mine, mine
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই গানটি আগে খুব বেশী গাইতাম। সেই গীটার, সন্ধ্যেবেলা হলের ব্যালকনি, সেই বন্ধুরা...
এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই
এ যেন ভীষন আক্ষেপ আমার আমি দিক বিজয়ী নই
শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে,
রব সারাটি জীবন তোমায় নিয়ে।
কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি
প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি,
কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভেগেলে
কড়া নেড়েছি তোমার হাতের ঘরে,
কিছু অর্থহীন শব্দ গুনে ডেকেছি তোমায়
প্রেম তুমি কোথায়…...(সুর-)
বিন্দু আমি তুমি আমায় ঘিরে,
বৃত্তের ভেতর শুধু তুমি আছো
মাতাল আমি তোমার প্রেমে,
তাই অর্থহীন সবি যে প্রেম লাগে (২)
প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করলো
বৃথাই জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুমপাড়ালো
ভেবে ছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন
প্রেম নিয়ে মাতামাতি সুধু আধিখ্যেতা....
কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি
কেন দূর আলাপনের সেই মিষ্টি কবিতা,(২)
আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আঁকছ
কাঁদতে পারছিনা আমি…....(ই...)
পরের অংশটা ভালোলাগে না