নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

ছড়ার ছড়াছড়ি.....

২১ শে মে, ২০১৮ রাত ১১:৩২

যে যাই বলুক যতো
লিখবো আমি ছড়া,
খাদ্য বা অখাদ্য হোক
যাক না তাহা পড়া।।:P

আমাকে এখন আটকায়
এমন সাধ্যি কাহার হে?X(
ম্যাওপ্যাও না করে সরে যা তোরা
আমাকে ছড়া লিখতে দে....;)

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শায়মা আপাকেঃ
আপা তোমার কয়টি নিক?
সত্যি করে বলো!!!
বলতে যদি না চাও তুমি
আমার সাথে চলো...

পুরবো তোমায় জেলে
বুঝবে মজা মাল্টি হওয়া
ডান্ডা বাড়ি খেলে..

২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপা?


স্যরি!!"":`>:``>>:``>>:``>>

২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আপা, তুমি কোথায় ছিলে?
সত্যি করে বল?
এতই যদি সখ তোমার
জেলখানাতেই চল

পুরবে আমায় জেলে?
বুঝবে তুমি আমি কি মাল
জেলখানাতে গেলে!

কোর্টের কাচারিতে করতে লড়াই
আই অ্যাম হিয়ার!
জানোনাতো আমি একজন
ডিফেন্স ল ইয়ার:P

৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ব্যাটা কাওসার!
আজ তোকে পেয়েছি
হিরো হতে চাস ব্লগে?
আমি চলে এয়েছি!

সব লোকে তোর তরে
তবু ভয় করি না,
আমি ম্যান হনু বীর
কারো ভয়ে সরি নাX(

৪| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই কাওসার?
কার গলে দিবে হার?
আমি ব্লগে হিরো ম্যান
প্যান প্যান করো ক্যান??

বেত ওয়ালা শিখা আপা
মোর দলে আছে ভাই
লাভ নেই লাফিয়ে তোমার
করো শুধু হায় হায়!

!........................
যতো খুশি লিখো তুমি
আঁক প্রিয়ার ছবিও
ছ্যাঁকা খেয়ে হতে পারো
কুলহীন কবিও!

না লিখেও আমি ব্লগে
স্বঘোষিত হিরো!
কবি টবি সব তাই
মোর কাছে জিরো!!:P

৫| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকে আমি তোমায় নিয়েলিখব একটি ছড়া,বলবে তুমি কেমন হলযখন হবে পড়া!উড়নচন্ডি শিখা আপাদুষ্টোমিতে সেরা,যে যাই বলুক মনটা তারমমতাতে ঘেরা।ইঁদুর যেমন বইকে কাটেআপা পড়ে বই?তার গুণগান আমি অর্বাচীনকেমন করে কই??ইয়া কঠিন কবিতা তারবুঝিনা ছাই কিছু?ভাব জমাতে তবুও ঘুরিতাহার পিছু পিছু।দারুন সব কমেন্টস আরপ্রতিউত্তর করেন তিনিতার কাছে আমি রে ভাইপুঁচকে আর মিনি।সে যেন নিয়মিত লিখেআমি তাহা চাই,তার মত তুখোড় লেখকবেশী পাই নাই!আর যে কি লিখব ছাইপাই না খুঁজে কিছু?সে যাই বলুক আমি পাঠকছাড়বো না তার পিছু।কবিতা পারিনা তো-কি হাম?ছন্দ মিলাতে পাইশেষ করলাম ছড়া আমারদোয়া তোমার চাই

৬| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ৯৪ ওজন নিয়েসাজো তুমি হিরো হে?কত এলো হাতি ঘোড়া,মোর কাছে জিরো যে।বুঝি বুঝি সব বুঝিব্লগে তোর পাগলামিমোর পদে ভাগ চাসহতে চাস তুই আমি??রাজনীতির ম্যাওপ্যাওকেন তুমি করো হে??লাভ নেই, নেই লাভওসব আমি জানি যে?? (ঐ ঘাটের জল অনেক আগেই খেয়েছি)যে যা বলে, বলে যাকথামিস না ভাই তুই(লেখালেখি চলুক)ব্লগে তার সাথি হোককানা, খোঁড়া জবা জুঁই...ভালো থাক, সুখে থাকদোয়া করি আমি হে,কোনদিন দেখা হলেবলিস না তুমি কে???আমি নাকি গানা ছাড়াকোন কিছু পারি না!পাজি গাজী বলে কেনআমি তাহা জানি না?মোর কথা বলি আমিনিজে ফাটাই হাঁড়ি(আমার সাথে) টক্কর দেবার মত লোকনেই ব্লগ বাড়ী।।

৭| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: হায় হায় এসব কি !!!!!!!

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি??B:-)
আমি আবার কি করলাম??:(


অনেকগুলো ছড়া লিখেছিলাম!
ভাবলাম একটু গুছিয়ে রাখি! তাই....

৮| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১।
ভাই চাঁদগাজী বড্ড তুমি পাজিনামায রোজা শুরু করেভাল হও আজিডাকবো নাকি কাজি?না ফাইট হবে আজি...লড়াই যদি করতে চাওরণ সাজে সাজি???


২।
আজকে আমি,কাঁপিয়ে দেব ভূমিঢাল তলোয়ার সাথে নিয়েতৈরী আছ তুমি?? বল তুমি কোন সময়ে(কালকে)দিব সেই পোস্ট,ততক্ষন প্রস্তুতি নাওখেতেও পার রোস্ট।মুরোদ থাকে লিখে দেখাওএমন একটি ছড়াখালি পার রাজনীতি নিয়েম্যাওপ্যাও করা।।।

৯| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বন্ধু তোমার সব লেখাএত কেন বড় হে?মাঠ ফাঁকা রেখো নাগোল দিয়ে দেব যে!!

ওরে ব্যাটা রাগিস নাপ্রথম পাতায় দেখে যাসনেট কবি লিখেছে কিসব লোকে পড়ে তা

৯৪ ওজন নিয়েসাজো তুমি হিরো হে?কত এলো হাতি ঘোড়া,মোর কাছে জিরো যে।বুঝি বুঝি সব বুঝিব্লগে তোর পাগলামিমোর পদে ভাগ চাসহতে চাস তুই আমি??রাজনীতির ম্যাওপ্যাওকেন তুমি করো হে??লাভ নেই, নেই লাভওসব আমি জানি যে?? (ঐ ঘাটের জল অনেক আগেই খেয়েছি)যে যা বলে, বলে যাকথামিস না ভাই তুই(লেখালেখি চলুক)ব্লগে তার সাথি হোককানা, খোঁড়া জবা জুঁই...ভালো থাক, সুখে থাকদোয়া করি আমি হে,কোনদিন দেখা হলেবলিস না তুমি কে???আমি নাকি গানা ছাড়াকোন কিছু পারি না!পাজি গাজী বলে কেনআমি তাহা জানি না?মোর কথা বলি আমিনিজে ফাটাই হাঁড়ি(আমার সাথে) টক্কর দেবার মত লোকনেই ব্লগ বাড়ী।।

আমি হহনু মহাবীর তা কি তুমি জান ম্যান??আমার দোলনা নিয়ে বারেবারেটানাটানি করো ক্যান?আমি এখন ছড়াকারদেশ থেকে বহু ফারতুমি হে কোন ছার?কিনবো নতুন কার?)!চাও যদি দোলনাআমাকে হে বলনা?লজ্জাবতী না হয়েআমার সাথে চল নাকার সাথে তোর ভাবআমি কি তা জানি না?হাটে যদি হাঁড়ি ভাঙিদেখতে সে রানী না।কত এল রাজা গোজাহাতি ঘোড়া গেল তলগাজীর সাথে ভাব করে,মাপতে চাও মোর জল??ভুল তুমি করো নাব্লগে প্রেম করো না।বলি আমি শোন ভাইসাবধানে মার নাই.....

১০| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে কবি কি ব্যাপারএকি আমি দেখি হায়?লাজে আমি মরে যাইমোরা সবে ভাই ভাই!দোয়া করি সবে মিলেথাকি যেন চিরদিন!অটুট থাকুক বাঁধনহয় নাকো কভু ক্ষীণ!!

১১| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪

অদৃশ্য বালক বলেছেন: করলার জুস নিয়ে বসে আছেন আর বলছেন, সুবোধ আজ পালাবে না??? B-) B-) B-) B-)

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এটা আমার পরিচিত কারো নিক হতে পারে...:P

শত্রুদের ভয়ে সুবোধ পালাবে কেন?
অপেক্ষাতে আছি!
তাদেরকে করলার জুস খাওয়াবো!! :D

১২| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাংলা আমার সকল আশাহাসি কান্না সুখ,বাংলাদেশের জন্য আমিভুলতে পারি দুখ।সন্ত্রাসী আর বোমাবাজিররাজনীতির শেষে,পূর্ব দিকে চেয়ে দেখিসূর্য ওঠে হেসে।জন্ম আমার এই দেশেতেমরন যেনও হয়,সত্য পথে থাকব সদানেই তো কোন ভয়।চলো সবাই দেশটা গড়িবিলিয়ে নিজের প্রাণ,জীবন দিয়ে হলেও মোরারাখব দেশের মান।।

১৩| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
বছর কয়েক আগে,
বাংলাদেশের পদ্মা নদী
চলতো ভীষণ বেগে।

সেই সময়ে নদীর বুকে
উঠতো রঙীন পাল,
মাঝিরা সব নিয়ে যেত
হরেক করম মাল।

সর্বনাশা তীব্র স্রোতে
ভাঙতো যে চর কত,
বাপের ভিটে ছাড়তো এমন
লোক যে শত শত।

ফারাক্কা বাঁধ দেয়ার পরে
পদ্মা নদী সেই,
চরগুলো সব আছে পড়ে
আগের মত নেই।

এমন কেন? কীসের জন্য?
বলতে পার তুমি?
পদ্মা নদী বাংলাদেশের
অনেক খানি দামি।।

১৪| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
বাহান্নতে শুরু হল ভাষা আন্দোলন
শহীদ হল রফিক, শফিক আরো কত জন।
বাংলা হল রাষ্ট্রভাষা, মাতৃভাষা মোদের
স্মরণ করি পেলাম ভাষা বিনিময়ে যাদের।

একাত্তরের মার্চ মাসেতে যুদ্ধ হল শুরু
ত্রিশ লক্ষ শহীদ হল ছিলেন যারা গুরু।
স্বাধীন দেশে এখন দেখি দুর্নীতিতে ভরা
দেশের মাঝে পড়ে গেছে অনেকখানি চরা।

তাই স্বাধীন হলেও এখনোতো আছি পরাধীন
কবে কখন কেটে যাবে এমন কালো দিন?
চলো সবাই দেশটাকে তাই আপন ভেবে গড়ি
অসৎ কাজ ছেড়ে দিয়ে ভাল কিছু করি।।

১৫| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওই ব্যাটা গাজী?X(সাহস যদি থাকে তোমার
লড়াই হোক আজি??X(ব্লগবাসী দেখে নিককে কত বীর, X(আজ যে জিতবেসেই হবে পীর!!;)


১৬| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এসে গেছি আমি হেখুঁজে ফিরি এক বীর,আমাকে যে হারাবেমানবো যে তাকে পীর।গাজী ভাই শুধু শুধুম্যাওপ্যাও করে!আমার মত বীরকে দেখেদুরে কেন সরে???ব্লগের ইয়ং জেনারেশনদেশের এক সম্পদআছি আমি তাদের পাশেনেই কোন বিপদ...কবি তুমি লিখে যাওভয় নেই, নেই ভয়সত্যের পথে থাকলেএকদিন হবেই জয়...

১৭| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওরে?
কে কোথায় আছিস শুনে রাখ তোরা
এসে গেছে মহাবীর!
যেদিকে পারিস সরে যা সব
এখানে করিস নে ভীড়!!:P

লেখকের আজ রিমান্ড হইবে
কি যাতা সব লিখে??X(
লিখতে পারে না সহজ কিছু
আমার থেকে শিখে??:P

তৈল মন্ত্রী আগেই হাজির?:(
ভেবেছিনু যা আমি,
বিষিয়ে তুলেছে লেখকের মন
পাঠক হইতে নামি!!:(

লেখকেরা সব শুনিয়া রাখুক
আমি হনু মহাবীর,
কবিদের আমি কেয়ার করি না
মানিনা কাউকে পীর!!!X(

লিখিব না আমি কোন কিছু আজ
লিখলেই আসে বড়াই,
ডাইরেক্ট অ্যাকশানে বিশ্বাসী আমি
হোক না তবে লড়াই??X(

১৮| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কয়েকদিন ধরে খুঁজিএদিক ওদিককোথা গেল আমাদেরভাই পদাতিক??হেনকালে ব্লগে এসেদেখি তার মুখ,ভাল থাক ভাই তুমিভুলে সব দুঃখ...


বাবাকে নিয়ে আমার পছন্দের কিছু গান--
১। আয় খুকু আয় - হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার
২। বাবা বলে গেলো আর কোন দিন – শামিমা দিবা
৩। আমার বাবার মুখে প্রথম যেদিন - এন্ড্রু কিশোর
৪। বাবা তোমার কথা মনে পড়ে - আইয়ুব বাচ্চু
৫। বাবা বলে ছেলে নাম করবে – আগুন(কপিঃ ঢেঁড়স নিক):P

গানাঃ
কাটে না সময় যখন আর কিছুতে:(
বন্ধুর টেলিফোনে মন... বসে না,
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলে না
আয় খুকু আয়
আয় খুকু আয়....:(

ভাল থেকো বাবা....:)

১৯| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভেজালকারী সাবধান
ক্ষেপেছে আজ জনতা
অসৎপথ ছাড়রে তোরা
বলি যা ভাই শোন তা!

শুনিস নি তোরা রে মনু
পাপের ধন প্রায়শ্চিত্তে যায়
জানিস না তুই? এই দ্রব্য খাবে
তোরই কোন আরেক ভাই!!:(

রোজার মাসে সাবধান হ তুই
বেশী লোভ ভাল নয়!
সৎ পথে থাকলে পরে
নেইতো কভু পরকাল ভয়!!!:)

২০| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওরে নওজোয়ান শুনে রাখ তোরা
এসে গেছে লাভগুরু!;)
বিবাহ করিতে রাজি থাকিলে
ঘটক হইবে ভাই নূরু!!:P

ঘটকালি করিতে যাইয়া যদি সে
নিজেই করে বিয়া! :P
দেবদাস ছাড়া নাইরে উপায়
কেমনে ধরিবি হিয়া!;)

ছ্যাঁকা খাওয়া সব কবিদের দেখি
যেখানে সেখানে ঘোরে,
মানুষ কি তোরা হইবিনা কভু
ব্লগে কি কেউ প্রেম করে???X(


কন্যে নিকে মজিসনে ভাই
দেখতে হয়তো পেত্নী ভূত, :P
নয়তো আমি বলে দিলুম
সে কোন ফইন্নির পুত!!(মেয়ের নিকে ছেলেX()

২১| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাতা, থৈথৈম্যান তুমি গেলে কই??X(রাখ তোর কথাকলিরাখ তোর সাস্ত্রীয়!আমি পারি হিপহপতারছেঁড়া ড্যান্সিও!:Pআধুনিক এযুগেওসব আর কে দ্যাখে?আমি পারি কুংফুতেস্টেজ সহ কাঁপাতে!ওই পথে না থেকেমোর পথে আস ম্যানফ্রী শেখাবো নাচা গানাসব লোকে হবে ফ্যান!!


করি শুধু প্যান প্যানতবু ছ্যাঁকা দিবে ম্যান?:(যে যত যাই কোকআমি বড় ভাললোক!আপুদের সাথে খালিদেই বেশী আড্ডা,:Pইহা মোর ভাল গুণবাড়ী মোর বাড্ডা।তুমি নাকি নাচ পারশুনিলাম আমি হে?চলো দেখি লড়াই হোকজিতে কে বা হারে কে??X(

ও...মা তুমি কোথা আছ? ;)দেখে যাও দেখে যাও?B:-)দিদি করে নাচা গানা?একি কথা শুনি কও??X(মাহে রমজানের জন্যছেড়ে দিলাম আমি গান!করে যদি সে নাচা গানাক্যামনে রয় আমার মান??:(নাচা গানা বাদ দিয়েচল করি ইফতার!দু'জনে দুহাত তুলেপাপ থেকে হব পার!

২২| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই নূরু(নূর মোহাম্মদ নূরু)
গায়ে পড়ে কেন আপনি
লড়াই করেন শুরু??

আমি হনু মহাবীর
কভু ভয় করি না,
হোক না সে পালোয়ান
কারো ভয়ে সরি না।

সাহস থাকলে বলতে পারেন
ফাইট হবে আজি!
লড়াই যদি করতেই চান
রণ সাজে সাজি??

২৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ১১:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রেডিমেট ছড়াঃ
এত ভালো বলেই তো তোমরা
সামু ব্লগের আলো!!(লিজেন্ট)
খাটাশ মোরা তাইতো মোদের
মুখ হয়ে রয় কালো!!

তোমার সাথে কোন একদিন
লড়াই হবে লড়াই,
দেখবো সেদিন কোথায় থাকে
ভালো হবার বড়াই!;)

২৪| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: “অন্যায় যে করেআর অন্যায় যে সহে/
তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে ...

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।।


চিত্ত যেথা ভয়শূণ্য, উচ্চ হেথা শির।
পরাজয়ে ডরে নাকো বীর।
বল বীর, চির-উন্নত মম শির!!(সুবোধ)


সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ:
এ কাজটি দীনের অবশ্য করণীয় বিষয়।

সারাদিন বাইরে থেকেমুখ হয়েছে কালো,ব্লগে এসে তোমায় দেখেলাগছে আমার ভালো!ঠিক করেছি তোমাকে আরমানবো নাকো গুরু!!আবার আমি তোমার সাথেকরবো লড়াই শুরু!!

২৫| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সবাই হয়তো ভাবছে ওরে,
আমি বোধহয় লুল! :(
কি হতে যে কি হল সব
আমারই ছিল ভুল..:(

এখন আমার নিশ্চিত, এসব
খাটাশদের কুকীর্তি! X(
তাইতো আমি বলি(সবাইকেই)
ওরে, নো চিন্তা ডু ফুর্তি!!!;)




কুঁড়ে? এই ছড়াটা ব্লগের বিড়াল বাহিনীর জন্যঃ
নামঃ "ফাঁস লাগায়া মইরা যামু কচু গাছের ডালে":P:P
আমারে তুমি লুল বলিয়াছো:P
রাগ করি নাই কোন,
মেজাজ আজকে হট কেন রে
বলি এবার শোনো!!;)

পিতলা ঘুঘু, সোনার চান?
কুঁড়ে বাদশা আমির খান,
সারাদিন কাইজা করো
নাই কি তোমার কোন মান? X(

(রিমান্ড শুরুঃ) :P
সত্যি করে বলতো দেখি
সমস্যা কি তোর?
কে রেখেছে ধরতে তোকে
সাধু কিংবা চোর??X(

কোন চিপাতে ছ্যাঁক খেয়েছিস
সত্যি করে বল! X(
সোজা আঙুলে ঘি না উঠলে
টর্চার রুমে চল!! :P

আমারে তো চিনিস না
দেবো এমন বাড়ি, ;)
মাইয়াগো না ভুইলা যাবি
ইহ জনম ছাড়ি!! :P

(১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিঃ) :P
শুনিলাম তুমি মনের দুঃখে
গলায় দেবে দড়ি?
তাও আবার যেই সেই নয়
কচু গাছে চড়ি!! :P

আইডিয়াটা মন্দ নয়
করতে পারো ট্রাই,
আদালতে মামলা করলে
ফাঁসিই হবে রায়!!:P

(সমবেদনাঃ)
এবার বাপু বলো তোমার
শেষ ইচ্ছেটা কী?
মনে কিছুই আসছে না
লাগছে তোমার পি? :P
ওরে! ছিঃ ছিঃ ছিঃ :P
বলছো এসব কি??;)..........(সমাপ্ত)

কুঁড়ে মারা গেলে, তার স্মরণে ব্লগে কুলখানির আয়োজন করা হবে। তুমি কুঁড়ে হলেও আমরা তো আর কুঁড়ে নই!!!:P
পুনশ্চঃ
এটা রম্য ছড়া! তাই মজা করে ফাঁসির কথা এসেছে!( পেনাল কোড ৫০৯ অনুযায়ী, ইভটিজিং এর শাস্তি ১বছর!)

বি. দ্রঃ
কুঁড়ের_বাদশা, কুঁড়েমি করে গলায় ফাঁস দেয় নি!!!X(

২৬| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুনতে কি পাও তুমি
ওহে সুন্দরী তমা?
বলে দিনু আমি এই ছড়াটায়
দেব না কোন কমা।।:P

পৃথিবীটা বড় নিষ্ঠুর প্রিয়
বড় কঠিন এর রুপ!
আপন জনের চলে যাওয়া দেখে
হয়ে যাই মোরা চুপ।।:(

কষ্ট তো মোরা প্রতিদিনই পাই
আরো কত রবে জমা!
ছ্যাঁক ম্যাক সব ভুলে গিয়ে তুমি
সব করে দও ক্ষমা।:P

বিদায় বেলা বলে যাই সখি
যেওনাকো কভু চলে
রাগ হলে দুটো দাবড়ানি দিও :P
তবু কিছু যেও বলে।।

২৭| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কে যে দিল ছ্যাঁকা
হয়ে গেছি ব্যাঁকা, :P
করি শুধু ন্যাকা
আজও আমি একা। :P

ব্লগে এলো মেম
আমিও তাই কেম,
জানিনা তার নেম
তবু করবো পেম।:P

সখি তুমি কই?
খাচ্ছো কি খই?
বলি পই পই
আমি তোর হই!!;)

আমি হনু হিরো
কাজে কর্মে জিরো,
.....
এতো ভাব ক্যান তর
তুই দুরে গিয়ে মর!!!:P




বি. দ্রঃ
লেখার জন্য দাও যদি চাপ
খবর তোমার আছে।
কী যে হবে, তাহার হিসেব
নেই তো আমার কাছে।।:P

২৮| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২০

ভ্রমরের ডানা বলেছেন:

হে হে খেয়ে দেয়ে মোটা হল
পুকুরের সব কৈ
নাম জানা নাই তার
নৈপয় মারে দই!

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বন্ধু, আমি পাঠক নিকে তোমার পেজে আসছি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.