নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"পাগলার লগে পাগলীর জমছে ভালই!"
কথাটি শাহ আজিজ ভাইয়ের। আমার আর শামা আপার মধ্যে লড়াইয়ের প্রতিক্রিয়ায় এটা বলেছিলেন। আজিজ ভাই বরাবরই অ্যাকটিভ ব্লগার! কিন্তু গত ১৭তারিখ থেকে শ্রদ্ধেয়কে পাচ্ছি না! উনার প্রোফাইলের অবস্থাও যাচ্ছে তাই! পেজ থেকে ২০১৪ এর পরের সব পোস্ট মুছে ফেলেছেন! কিন্তু কেন? সেই কেন'র উত্তর জানার জন্যই পোস্টটি লিখছি! আপনাদের কারোর সাথে উনার পরিচয় থাকলে একটু খবর নিন! কি অবস্থা??
আমার এখন "গরু হারালে মাথা কি ঠিক থাকে মা?" অবস্থা! যা মনে আসছে তাই লিখছি! ব্লগে যে দু-চার জনের সাথে গায়ে পড়ে প্যাচাল করতাম, উনি তাদের মধ্যে একজন। বয়স ৬০ হলেও উনার কাছে কপি-পেষ্ট ১৮ এর জন্য চাপাচাপি করতাম। রাগ করেন নি কখনো, বরং উনিও মজা করতেন! আজিজ ভাইয়ের লাস্ট পোস্ট ছিল উনার শিল্পকর্ম নিয়ে! সেদিন দেখি, সব মুছে ফেলেছেন!!
উনার প্রোফাইলে বেশ কিছু ডিজিট দেয়া আছে। ভাবলাম উনার মোবাইল নাম্বারের কোন ক্লু হতে পারে। বেশ কয়েকবার ট্রাই করলাম, কিন্তু বন্ধ। মাঝেমধ্যে ভাবি যেই মানুষগুলোর সাথে অনেকদিনের পরিচয়, তাদের বিপদ আপদে যদি পাশেই পাশেই থাকতে না পারি! তবে কেমন হয়??
সামু থেকে কারণে অকারণে অনেক লেখক চলে যাচ্ছে। কোন রকম সতর্কতা সংকেত না দিয়ে, এমন হুটহাট করে তারা কেন চলে যাচ্ছে? কখনো ভেবে দেখেছেন??
আচ্ছা? তারা কি অসুস্থ?
নাকি ব্যক্তিগত জীবনে ঝামেলায় পড়েছে?
নাকি ব্লগারদের উপর রাগ/অভিমান করছে??
সঠিক উত্তরটি জানা নেই! কারণ ব্লগের অনেকেই তাদের পরিচয় জানাতে চায় না! তাই সবার সাথে ব্যাক্তিগত জানাশোনা নেই! এই ব্লগে আমার চার-পাঁচজনের সাথে পরিচিতি আছে(ব্যাক্তিগতভাবে)! তাদের দুজন নিয়মিত, দুজন অনিয়মিত, একজন আমার সাথে কথা বলে না। স্বাভাবিক ঘটনা! কই আমাদের তো ঝামেলা হয় নি! বরং ব্লগে আসলে প্রথমেই দেখি শত্রুটা আছে কি না? সত্যি বলছি, তাকে দেখলে আমার ভালো ছাড়া খারাপ লাগে না!!
প্রতিদিনই নতুনরা আসছে! কিন্তু নতুন কেউ আসলে যতটা না ভাল লাগে, পরিচিত কাউকে না পেলে তার চেয়ে বেশী খারাপ লাগে! পোস্ট লেখা শেষের দিকে! পোস্টটি অনেকেই পড়বে, কমেন্টসও করবে। কিন্তু এসবে আদৌ কোন লাভ হবে? হয়তো হবে! কিংবা নয়!
সব কিছুতেই কি লাভের চিন্তা করলে চলে??
"ব্লগারদের জন্য সতর্ক সংকেতঃ
১। আপনি কি ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে গিয়েছেন? ঝাড়-ফুঁক, পানি পড়া, তাবিজ-কবজে কাজ হচ্ছে না? ব্লগে আর থাকবেন না? নো প্রবলেম! চলে আসুন মুশকিলে আসানের "ডাইরেক্ট অ্যাকশান" তরিকায়!
কি ভাবছেন? ব্লগ থেকে চলেই যাবেন?
চলে যান!
এখন থেকে আমি আর নিখোঁজ সংবাদ পাঠ করতে পারবো না! তবে লেঞ্জুয়া গুটিয়ে না পালিয়ে, হাঁসি মুখে বিদায় হন! দরকার হলে আমাকে বলেন! আমি বিদায় অনুষ্ঠানের আয়োজন করবো! আপনাকে সামু পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে! (কথাগুলো রাগে, দুঃখে, অভিমানে বলা।)
২। কিছু পাবলিক আছে! কয়েক মাস পর ব্লগে উদয় হয়ে বলবে, "সামু আর আগের মত নেই, সামু শেষ.......ব্লা ব্লা......"। আমার তরিকা হল, আপনি নিজে নিয়মিত আছেন তো? অন্ততপক্ষে, নিয়মিত হবার চেষ্টা করেন। অল্পকিছু সময় হলেও!!(আমার কথা আলাদা। আমি পাঠক মানুষ! লেখকদের ক্যাটাগরিতে পড়ি না!)
৩। আমাদের সামু ছিল, আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। আচ্ছা যদি কখনো সামু না থাকে? আপনি থাকবেন তো?
আমার তরিকাঃ
আমরা একসাথে ছিলাম, আছি থাকবো। সামু না থাকলেও একসাথে থাকবো। দরকার পড়লে সবাই মিলে আরেকটি ব্লগ তৈরী করবো!!(আবেগী কথা)
বি. দ্রঃ
শাহ আজিজ ভাই আমাদের ডাকে সাঁড়া দিয়েছেন। বিস্তারিত ২৫ নাম্বার মন্তব্যে দেখুন!!
এসব ব্যাপারে(হ্যাকিং, ফ্লাডিং, অন্যকে হুমকি দেয়) ব্লগারদের পক্ষ থেকে মডুদের দৃষ্টি আকর্ষন করছি!!!...
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গুড ডিসিশন!
আপনার জন্য শুভকামনা।
২| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শাহ আজিজ ভাই আমাকে বিসমিল্লাহ হোটেলে
ইফতারীর দাওয়াত দিয়ে নিখোঁজ
হয়ে গেছেন বড়ই আফসোস!!
ফিরে আসুন আজিজ ভাই
মনো কষ্টের কিছু নাই
আমারা সবাই ভাই ভাই
অচিরেই দেখতে চাই
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকে আমি আগেই খোঁজ নিতে বলেছিলাম?
পারেন তো খালি মৃত্যুবার্ষিকী আর চাঁদগাজীকে নিয়ে লিখতে!!
৩| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এইরে! তাইতো!
রোজার ভীরে মনেই পড়েনি- কি মিসিং!
আপনি মনে করিয়ে দিলেন! হুম। শষে পোষ্টে শিল্পকলায় উনার প্রদর্শনীর উপর পোষ্টটা ছিল!
আশা করি উনি সুস্থ আছেন, ভাল আছেন।
এবং শীঘ্র আমাদের মাঝে ফিরে এসে আবার সেই এভার ইয়াং ইমেজে মাতিয়ে তুলবেন।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উনার পেজে গিয়ে ঘুরেই আসুন, কি অবস্থা??
মাতামাতি না হয় পরেই করি?
৪| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
কাওসার চৌধুরী বলেছেন: শ্রদ্ধেয় @শাহ আজিজ সাহেবকে প্রায় এক সপ্তাহ থেকে দেখছি না। বিষয়টি মনে হয়েছে। সর্বশেষ পোস্ট ছিল উনার শিল্পকর্ম নিয়ে। সেদিনই জানলাম তিনি একজন বিখ্যাত ভাস্কর শিল্পী। উনি কেন সাম্প্রতিক পোস্টগুলো মুছে দিলেন বুঝলাম না। কোন অসুস্থতা, কোন ব্যক্তিগত সমস্যা?........
ধন্যবাদ, মন্ডল ভাই পোস্ট দেওয়ার জন্য। আশা করি উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই!
আপনার মত, আমরাও চাই উনি আবার ফিরে আসুক।।
৫| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০
ব্লগার_প্রান্ত বলেছেন: আমার ওনার কথা মনে আছে। ওনার আর্ট একজিভিসন চলছে মনে হয়। এক সপ্তাহ চলার কথা। কয়েকজন ব্লগারের সাথে ফেসবুকে ওনার অ্যাড থাকার কথা।
ক্লু দিলাম এবার বের করেন।
শায়মা আপুকে বলছি, উনি কিছু বলে নাই। ওভার অ্যান্ড আ্উট
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জুনি তোমার ক্লুতে মনেহয় কাজ হচ্ছে!!!
ও দিদি!!!!
সমস্যা হলঃ
কেমন একটা প্রোপিক দিয়েছে?
তার আগের পোস্ট মুছে ফেলেছে কেন??
৬| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১
সনেট কবি বলেছেন: হয়ত বেচারার অসুখ করতে পারে। নয়ত কোন ঝামেলা। আমরা তাঁর মুশকিল আসানের দোয়া করতে পারি।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবি ভাই!
যতোই খুনসুটি করি না কেন? লোকটার প্রতি একটা মায়া পড়ে গিয়েছে! আজকেই দেখুন সবাই উনার খোঁজ নিচ্ছে! সবাই তাকে কত ভালোবাসে!!!
আজিজ ভাই ভাল থাকুক।
৭| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
শহীদ আম্মার বলেছেন: ব্যাপারটা আমিও খেয়াল করছিলাম। কিন্তু ব্লগে আমি নতুন এবং অনিয়মিত হওয়াতে মনে করেছিলাম উনি অন্য সময়ে আসেন।
কিন্তু এখন মন্ডল ভাই থেকে ২০১৪ পরের পোস্টগুলো গায়েব হওয়াব খবর শুনে রীতিমত ভয় লাগছে।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাই?
এমনিতে সমস্যাতো ছিল না?
কিন্তু উনার প্রোপিক, পোস্ট মুছে ফেলাতে সত্যিই খারাপ লাগছে।
এতদিন একসাথে আছি???
৮| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই উনি হ্যাকড হইছেন মনে হয়
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাদ দাও ওসব হ্যাক ম্যাক!
উনার প্রোপিকটা অমন কেন??
৯| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
ব্লগার_প্রান্ত বলেছেন: আজিজ স্যারের ব্লগ
view this link
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি কি উনার পেজে যাই নি!!!
১০| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
ব্লগার_প্রান্ত বলেছেন: গল্প কবিতা ডট কমে ওনার আইডি আছে। জানেন?
আমি প্রায় শিওর উনি হ্যাকড হয়েছেন।
দুঃখজনক
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি জানি ভাই??
তবে যাই হোক! উনি ফিরে আসুক।
১১| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
ব্লগার_প্রান্ত বলেছেন: যাতে অন্যরা বিষয়টা দেখতে পারে এজন্য ভাই, রাইগেন না।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি হতাশ ভাই!
নিজের চাইতে ব্লগটাকে কম ভালবাসি না!
আর রাগ?
ওটা এমনিতেই!
একটু বাইরে যাব!
১২| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
ব্লগার_প্রান্ত বলেছেন: নিজাম ভাই, আমি ফেসবুক চালাই না, আপনি আজিজ স্যারের সাথে যোগাযোগ করেন, আপনি কি বের করতে পারেন নাই যে, ডিজিটগুলা গুগলে সার্চ করলে ওনার ফেসবুক আইডি আসে?????
ওনার ফেসবুক আইডি link
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ জুনি!
আমিও ফেসবুকে যাই না।
একজন উনার খোঁজ নিচ্ছে! দেখি কি হয়??
১৩| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ, সামু না থাকলেও আমরা আছি থাকবো। দরকার হলে আরেকটি ব্লগ খোলে থাকবো। কথাটি আবেগী হলেও অসত্য না।
ব্লগাররা ফিরে আসার জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা যাইতে পারে...
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!
পুরাতনদের ফিরে আসার আগে আমাদের নিজেদের বন্ডটা আরো মজবুত করতে হবে!! নতুনদের ধরে রাখতে হবে!
১৪| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
চাঁদগাজী বলেছেন:
৫ দিন ব্লগে নেই? ভয়ানক ব্যাপার!
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এর চাইতেও বড় খবর পেতে উনার পেজ থেকে চক্কর মেরে আসুন!!
১৫| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ফেইসবুকে উনি আছেন। ঘণ্টাখানেক আগেও পোস্ট শেয়ার করেছেন। হ্যাক ট্যাক না হলে, আশাকরি সাড়া দেবেন।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাকিং নিয়ে আমারও সন্দেহ হচ্ছে!
তা না হলে উনি নায়ক মার্কা ছবি বাদ দিয়ে ওমন প্রোপিক দেবেন কেন?
জুনায়েদ ভাই?
একটু খোঁজ নিতে পারবেন??
১৬| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০
হাঙ্গামা বলেছেন: বিদায় নিয়া গেল না এইটাই দুঃখজনক।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই জন্যই তো পোস্টটা দিলুম!
এবার থেকে ব্লগারদের চলে যাবার সময় ব্লগ থেকে সংবর্ধনা দেয়া হবে।
১৭| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
বৃষ্টি বিন্দু বলেছেন: আপনি সামুতে নতুন এসে যে আলোড়ন সৃষ্টি করেছেন, তা সত্যি প্রশংসনীয়।
আশাকরি আপনার এই পোস্ট কিছু ব্লগারদের উপকারে আসবে!
ভাল থাকুন সবসময়।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ম্যান!
আমি নতুন মোড়কে পুরাতন জিনিষ!
কি মনে হয়?
আপনাকে আমি চিনি না??
১৮| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্ডল ভাই ইদানিং বেশী খোঁচাখুঁচিতে ব্যস্ত।।
চাঁন্দের দেশে পাঠাই দিমু গাড়ী নাই ফিরবার
সাথে কাউরে পাইলে সেথায় করেন আলুর কারবার!!
নিচের দিকে তাকাই রবেন করুন চেঁখে বার বার,
সবাই কিন্তু ভুলে যাবে করবে কাজ যার যার।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: খোঁচাখুঁচি না করলে আমার পেটের খাবার হজম হয় না।
আপনারা ছাড়া আমার কে আছে কন??
যত খুশি আমারে কোপান! তাও ব্লহে থাকেন!!!
১৯| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
শায়মা বলেছেন: ভাইয়া খুব ভালো আছেন। কাল সন্ধ্যায় তার মেয়ের বানানো রেইনবো স্যান্ডুইচ খেয়েছেন।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও দিদি!!!!
এক্ষুনি তার পেজ থেকে ঘুরে আস!
বুড়োটা কি প্রোপিক দিয়েছে?
তার আগের পোস্ট মুছে ফেলেছে কেন??
বলতে পারো????
২০| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
শায়মা বলেছেন: ওকে দাঁড়াও দেখি কি হয়েছে!
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দ্যাখ দ্যাখ!!
আমার ছোট মাথা কাজ করছে না!!!
২১| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: উনার প্রোফাইল দেখে মনে হচ্ছে, ইচ্ছেকৃত ভাবে সামু থেকে বিদায় নিয়েছেন। ফেইসবুকে ট্রাই করবো।
২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই! আজি উনার খোঁজ খবর নিন!
শরীর কেমন আছে?
কাজকর্ম কেমন চলছে এই জাতীয়!!
তবে আজকেই উনাকে ব্লগে আসার জন্য বলবেন না! বরং টেকনিক্যালি বোঝার চেষ্টা করুন উনি কেন এই কাজ করলেন? কেন ব্লগ ছেড়ে যাবার সিদ্ধান্ত নিচ্ছেন? উনি কারও উপর অসতুষ্ট কি না?
+ আপনি তার সাথে ভাব জমান!
২২| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজিজ ভাই এখন চিনে ইফতার নিয়ে ব্যস্ত।
Shah Aziz added 4 new photos.
May 20 at 10:25pm ·
চীনে ইফতারির আয়োজন , কত প্রকার
২২ শে মে, ২০১৮ রাত ৮:১১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
দোয়া করি উনি
থাকুক সুখে আগুন জ্বলুক
মোদের বুকে!
মনটাকে বলি তুমি কেঁদোনা.......
চলবে???
২৩| ২২ শে মে, ২০১৮ রাত ৮:৪৯
শায়মা বলেছেন: প্রোপিকের ছবি কিছুই বুঝলাম না! চমশা লাগবে!
২২ শে মে, ২০১৮ রাত ৯:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোন দেশে বাস তোমার হে?
ওটা নিয়ে হুলুস্থুল কান্ড হয়ে গেল??
২৪| ২২ শে মে, ২০১৮ রাত ৯:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ছ্যাকা খেয়ে ব্যাকা হই নাই। এখনও সোজা আছি।
ভাল লাগল। শুভেচ্ছা নিন।
২২ শে মে, ২০১৮ রাত ১০:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এমন মাথা উঁচু করে থাকা বটবৃক্ষের বড়ই অভাব।
ভাল থাকবেন শ্রদ্ধেয়!
২৫| ২২ শে মে, ২০১৮ রাত ৯:৫০
শাহ আজিজ বলেছেন: আমি খুব অসন্মানিত বোধ করেছি। এধরনের বেইজ্জতি আগেও শতাধিক ব্লগারের সাথে করা হয়েছে । আমার পোস্ট সাধারন বিষয় ছিল কিন্তু একটি পোস্টে ২৪ ঘণ্টার ওপর হার্ড পর্ণ ঝুলছিল যা ভিডিও করেছি। আমি আর লিখব না তবে পড়ব । জানার খুব কাছের মানুষেরা আমাকে সামু থেকে সরে যেতে বলেছিল, আমি রাজি হইনি আর তার পরপরি অত্যাচারের খড়গ নেমে এলো । নোটিশ গুলো কেউ মুছবে না। আমি খুব অসন্মানিত বোধ করেছি। এধরনের বেইজ্জতি আগেও শতাধিক ব্লগারের সাথে করা হয়েছে । আমার পোস্ট সাধারন বিষয় ছিল কিন্তু একটি পোস্টে ২৪ ঘণ্টার ওপর হার্ড পর্ণ ঝুলছিল যা ভিডিও করেছি। আমি আর লিখব না তবে পড়ব । জানার খুব কাছের মানুষেরা আমাকে সামু থেকে সরে যেতে বলেছিল, আমি রাজি হইনি আর তার পরপরি অত্যাচারের খড়গ নেমে এলো । নোটিশ গুলো কেউ মুছবে না। আমি খুব অসন্মানিত বোধ করেছি। এধরনের বেইজ্জতি আগেও শতাধিক ব্লগারের সাথে করা হয়েছে । আমার পোস্ট সাধারন বিষয় ছিল কিন্তু একটি পোস্টে ২৪ ঘণ্টার ওপর হার্ড পর্ণ ঝুলছিল যা ভিডিও করেছি। আমি আর লিখব না তবে পড়ব । জানার খুব কাছের মানুষেরা আমাকে সামু থেকে সরে যেতে বলেছিল, আমি রাজি হইনি আর তার পরপরি অত্যাচারের খড়গ নেমে এলো । নোটিশ গুলো কেউ মুছবে না। আমি খুব অসন্মানিত বোধ করেছি। এধরনের বেইজ্জতি আগেও শতাধিক ব্লগারের সাথে করা হয়েছে । আমার পোস্ট সাধারন বিষয় ছিল কিন্তু একটি পোস্টে ২৪ ঘণ্টার ওপর হার্ড পর্ণ ঝুলছিল যা ভিডিও করেছি। আমি আর লিখব না তবে পড়ব । জানার খুব কাছের মানুষেরা আমাকে সামু থেকে সরে যেতে বলেছিল, আমি রাজি হইনি আর তার পরপরি অত্যাচারের খড়গ নেমে এলো । নোটিশ গুলো কেউ মুছবে না।
২২ শে মে, ২০১৮ রাত ১০:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়!
সামু পরিবারের পক্ষ থেকে আমরা লজ্জিত, দুঃখিত।
সত্যি কথা বলতে কি? বলার কোন ভাষা নাই!
আপনি কিছুদিন লেখা বন্ধ রাখেন! তবে মন্তব্য করেন। আর চাইলে নতুন আরেকটি অ্যাকাউন্ট খুলতে পারেন!
আমরা আপনাকে জোরাজুরি করবো না! ডিসিশন আপনার। তবে আমরা আপনাদের ভালবাসি!!
লাই ইউ বস.....
২৬| ২২ শে মে, ২০১৮ রাত ৯:৫১
শাহ আজিজ বলেছেন:
২২ শে মে, ২০১৮ রাত ৯:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কেন যে এমন হয়?
কি লাভ এসব করে?
আমরা সবাই মিলে একসাথে থাকি না!!
চারপাশে শুধুই আগাছা! বটবৃক্ষেরা না থাকলে চলবে কেন??
সাদা মনের মানুষরা ভাল থাকুক!
২৭| ২২ শে মে, ২০১৮ রাত ৯:৫২
শাহ আজিজ বলেছেন: dear blogger,
your post (হস্তমৈথুনের নগর কলকাতা বেলাজ, বেহায়া) have been kept in your blog as draft due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.
2i. if the post contains totally unrecognizable and meaningless words and/or sentences that is created to with the intention to fill up spaces on the front page.
২ঝ. যদি প্রথম পাতা পূর্ণ করার উদ্দেশ্যে কেউ অহেতুক, একাধিকবার ব্যবহৃত বা মডারেটরের কাছে দুর্বোদ্ধ শব্দ,ভাষা কিংবা বাক্য পোস্ট করেন তবে তা সরিয়ে দেয়া হতে পারে।
regards,
somewherein blog team.
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
২৮| ২২ শে মে, ২০১৮ রাত ১০:১৬
পবন সরকার বলেছেন: আহারে আজিজ ভাই,
কেন আপনি ব্লগে নাই
প্রশ্ন রইল তাই।
হারানো বিজ্ঞপ্তি ভালো হয়েছে ধন্যবাদ।
২২ শে মে, ২০১৮ রাত ১০:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই?
বিজ্ঞপ্তি দিয়ে করবো কি?
আমার দরকার আইটি এক্সপার্টের!
আছে নাকি আপনার পরিচিত কেউ?
২৯| ২২ শে মে, ২০১৮ রাত ১০:২১
ভুয়া মফিজ বলেছেন: আজিজ ভাই, যুদ্ধ চালিয়ে যান। নতুন নতুন কৌশল এপ্লাই করেন।
"বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী",
লাইনটা ঠিক বললাম তো?
২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মফি ভাই!
লাইনে কোন সমস্যা নাই!
আচ্ছা?
আমাদের ব্লগে আপনার চেনা কোন আইটি এক্সপার্ট আছে?
থাকলে একটু জানান তো??
৩০| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: উনাকে পাওয়া গেলো। সমস্যা ও জানা গেলো, এখন আমাদের করণীয় কি? অবশ্যই মণ্ডল ভাই একটা পরামর্শ দিয়েছেন। ব্লগারদের ভালোবাসা মাথায় রেখে 'শাহ আজিজ' ভেবে দেখতে পারেন।
ধন্যবাদ মণ্ডল ভাইকে।
২২ শে মে, ২০১৮ রাত ১০:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনাকে ধন্যবাদ জুনায়েদ বি রাহমান!
একটু ভাবুনতো!
একজন ব্লগে নাই! একথা শুনতেই সবাই কেমন তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে? আসলে ব্লগাররা ভাল! দু-একটার জন্যই শুধু......
আরেকটি বিষয়,
এটা শুধু আজিজ ভাইয়ের জন্য নয়? আমার, আপনার বা অন্য যেকোন লেখকের ক্ষেত্রে হতে পারে?
ফ্লাডিং, হ্যাকিং বা ভয় দেখানো, এসব বিষয়ে মডুদের আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন!!!
৩১| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু বলার নেই। হঠাৎ একদিন আমিও হারিয়ে যাব। হয়তো বলার সুযোগও পাব না। উনি তো যাই হোক, কারণ ব্যাখ্যা করেছেন...
২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একি কথা ভাই!
আমরা আপনাকে ভালবাসি!! তার প্রতিদান যদি চুপচাপ চলে যাবার মাধ্যমেই দেন, তবে আর কিবা বলার আছে?
ব্লগে যতোই লড়াই করি, দিন শেষে আমরা এক হয়েই থাকবো..
৩২| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৫২
ভুয়া মফিজ বলেছেন: ইসতিয়াক আহমেদ অভি এর ব্লগ দেখতে পারেন।
২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!
দেখি উনাকে পাওয়া যায় কি না?
ভাল থাকবেন!
৩৩| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ফেবুতে উনাকে জিজ্ঞাস করে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। উনি লজ্জায়, অপমানে হয়তো ব্লগ থেকে দূরে আছেন। এটা খুবই কষ্টের।
ব্লগার শাহ আজিজ ভাইয়ের উপর নোটিশ শীতলীকরণের অনুরোধ সহ বিষয়টি নিয়ে সামু কর্তৃপক্ষকে একটু ভাববার অনুরোধ রইলো।
২২ শে মে, ২০১৮ রাত ১১:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার আন্তরিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ ভাই!
নোটিশের আগে এটা নিশ্চিত করতে হবে, ব্লগে যেন ফ্লাডিং বা অন্যকে হেয় করার মত কোন ঘটনা না ঘটে! এসবের জন্য আমাদের নকিব ভাইও ব্লগে আসছে না।
এসব নিয়ে মডুদের আরো সিরিয়াস হতে হবে!
৩৪| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৫৯
প্রামানিক বলেছেন: আজিজ ভাই কি একবারেই হারিয়ে গেল না ফেসবুকের আসে পাশে আছে?
২২ শে মে, ২০১৮ রাত ১১:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়?
২৫ নাম্বার মন্তব্য দেখুন!!
৩৫| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: সদ্য কয়েক দিনের ছুটি পেলাম। বাড়ির কাজের চাপ অত্যন্ত বেশি। যেকারনে ব্লগে সময় দিতে তেমন পারছিনা। তার মধ্যে শ্রদ্ধেয় আজিজ সাহেবের এহেন খবরটিতে খুব কষ্ট পেলাম।
অনেক অনেক ভাল লাগা আপনাকে।
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল চৌধুরি!
ব্লগে কম সময় থাকলেও সমস্যা নাই! কাজের চাপ কমলে পুশিয়ে দিয়েন!
আজিজ ভাইয়ের খবরে আমার তো মডুদের উপর মেজাজ খারাপ হচ্ছে!!
৩৬| ২৩ শে মে, ২০১৮ রাত ১:৪৬
মামুন ইসলাম বলেছেন: এসব কাজ কারবারের জন্য সামু নিজে দায়ী থাকবে ।কেননা যখন একের পর এক নিক আউট হবে তখন নতুন নিকের জন্ম হবে
শুরু হবে ফ্লাডিং, হ্যাকিং বা ভয় দেখানো আর এসব বিষয়ের জন্য মডুরাই দায়ী।
আমাদের অনেকেই সামুর মডু চন্দণরা ব্লক করে রেখেছে তাতে কোনো দুঃখ নাই কিন্ত শাহ আজিজ ভাই একজন পুরনো
এবং অ্যাকটিভিশন ব্লগার তার সাথে এমন ব্যবহার মেনে নিতে কষ্ট হচ্ছে।
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:২৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি আমার মনের কথা বলেছেন ভাই!
মডুদের উপর আমার সেই রকম রাগ..
ওরা কি যে করে? যত হাম্বিতাম্বি সব নিরীহ ব্লগারদের উপর!!
"ফ্লাডিং, হ্যাকিং বা ভয় দেখানো আর এসব বিষয়ের জন্য মডুরাই দায়ী।"
--- মডুরা সরাসরি জড়িত না হলেও এর দায় তারা এড়াতে পারে না!!
৩৭| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাবেক প্রধানমন্ত্রী (ব্লগার) শাহ আজিজ অনেক ভালো মানুষ।
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:২২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সমাজে ভালোর উপরই তো নির্যাতন হয়!
আজিজ ভাইয়ের উপর যা হয়েছে তা সত্যি দুঃখজনক।
৩৮| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:৪২
সোহানী বলেছেন: খুব দু:খজনক। এভাবে কি হারিয়ে যাকে একের পর এক ব্লগার?
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মানুষ কি সাধে হারায় আপা?
এমন অত্যাচার করলে কে ব্লগে থাকবে?
২৫ নাম্বার মন্তব্য দেখুন!!
৩৯| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৩৬
নীল মনি বলেছেন: আপনার খবর কী? কেমন আছেন? পোস্ট পড়েছি।পড়ে মনে হল যারা যারা হারিয়েছেন তারা সৌভাগ্যবান-তাদেরকে ভালোবেসে কত মানুষ স্মরণ করে।
আজিজ ভাই কেন চলে গেলেন জানা তো গেল এখন করণীয় কী?
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মনি!
২৫ নাম্বার মন্তব্য দেখুন!!
ব্লগাররা সবচেয়ে দুর্বল লেখককেও ভালবাসে। তাই লেখকদের কর্তব্য হবে কোন কাজ/ব্যস্ততা থাকলে কাউকে বলে যাওয়া। সবাইকে কষ্ট দিয়ে চোরের মত পালিয়ে যাওয়াটা ভাল দেখায় না!
৪০| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫
নীল মনি বলেছেন: আমি পড়েছি আগেই।মন্তব্য এবং পোস্ট সব কিছু।খুব যে বুঝি তা নয়।মনে হয় সব প্রশ্ন কমন আসেনি।কিছু প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে।
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিষয় হলঃ কে বা কারা আজিজ ভাইকে জ্বালতন করছে, লেখালেখি বাদ দিতে চাপাচাপি করছে। তিনি ওদের কথা না শোনায় ন্যাক্কারজনক পরিস্থতিতে পড়েছেন......
এখন লজ্জায়, রাগে, দুঃখে অভিমানে উনি আর লিখবেন না।
আমার তো মডুদের উপর মেজাজ হট হয়ে আছে!!
৪১| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:২৮
নীল মনি বলেছেন: হুম্মম্ম বুঝলাম।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
৪২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫০
টারজান০০০০৭ বলেছেন: যে পোস্টের জন্য কাহু ধরা খাইছেন তাহা দেখিতে পাইলাম না , আফসুস ! আমারে ব্লক করিলেও আমি চাই কাহু ফিরিয়া আসুক ! তাহার কপি-পেস্ট ভালো লাগে !
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কপি-পেষ্ট ভাই, গতমাসে একটা ন্যুড মডেলের পোস্ট দিয়েছিলেন! ওটাতেই হয়তো??
ওই মিয়া?
আপনি না সেদিনই প্রথম পাতায় লিখলেন?
৪৩| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫১
তারেক_মাহমুদ বলেছেন: মলাসইলমুইনা সাহেবের সাথেও কি একই ঘটনা ঘটছে? আমারতো তাই মনে হচ্ছে।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ ভাই!
আপনার ধারণা সত্য
মডুদের আরেকটু সতর্ক হওয়া দরকার!
৪৪| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন:
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নুর ভাই!
এসব খাবার দাবার এখন কেন??
৪৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:২৭
কথার ফুলঝুরি! বলেছেন: ব্লগ এ আমার প্রথম মন্তব্য ছিল শাহ আজিজ ভাই এর পোস্ট এ, মডেল ফারিহার একটি মন্তব্য নিয়ে পোস্ট ছিল সেটা। দুইদিন আগেই হঠাৎ আমার তার কথা মনে হয়েছিল যে উনাকে তো এখন দেখিনা, তারপরেই আপনার পোস্ট।
যাই হোক, উনি ফিরে আসুক এই কামনা।
আর নিজাম ভাই, এই অধমের সবসময় মানুষের ভালোবাসা পাওয়ার খুব শখ সামু তে দেখি একজন আরেকজন কে নিয়ে কবিতা লিখে, কেউ হারিয়ে গেলে আপনি হারানো বিজ্ঞপ্তি দেন আমি কি কখনো এমন ভালোবাসা পাবো সামু থেকে ? কেউ কি কবিতা লিখবে আমাকে নিয়ে আর হারিয়ে গেলে বিজ্ঞপ্তি ?
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কপি-পেষ্ট আজিজ ভাইকে আমার ঘোড়াতে করে ফিরে আসুক!
@"আর নিজাম ভাই, এই অধমের সবসময় মানুষের ভালোবাসা পাওয়ার খুব শখ"
--- পাগলের কাছে নৌকা না দোলানোর কথা বলছেন?
@"কেউ কি কবিতা লিখবে আমাকে নিয়েআর হারিয়ে গেলে বিজ্ঞপ্তি ?"
---কবিতা পারি না, তবে ছড়া দিয়েছি।
হারানো বিজ্ঞপ্তি আর দিব না, এবার থেকে বিদায় অনুষ্ঠানের আয়োজন করবো।
৪৬| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৫২
কাওসার চৌধুরী বলেছেন: যাক শেষ পর্যন্ত শ্রদ্ধেয় @শাহ আজিজ সাহেবকে পাওয়া গেল। বিষয়টি চরম অপমানের, লজ্জার। তবে কেন এমন করা হলো? এর দায়ভার কার? বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়নি। আশা করি, ব্লগ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববেন।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাওসার ভাই?
দরুন টাইমিং !!
এসব পরিস্থিতির জন্য মডুরাই দায়ি। এতবড় একটা প্লাটফর্ম, এখানে দু-চারটা আগাছা থাকবেই! ওদের দুর করার দায়িত্বটা মডুদেরই!!
৪৭| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৫
কাওসার চৌধুরী বলেছেন: দরুন টাইমিং !! (দিলের টান থাকলে এমনটা হয়) এতে জেলাস হওয়ার কি আছে!!
@"আর নিজাম ভাই, এই অধমের সবসময় মানুষের ভালোবাসা পাওয়ার খুব শখ"
--- পাগলের কাছে নৌকা না দোলানোর কথা বলছেন?
...... খুব মাইন্ড খেলাম কিন্তু।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাইন্ড খাইলে সাইন করতে পারবে না বন্ধু!
আমি রেফারি মানুষ, বাঁশি বাজিয়ে মাঠে রাজত্ব করি! তবে গোল করা আমার কম্ম নয়... (
৪৮| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪
টারজান০০০০৭ বলেছেন: শাহ আজিজ কাহু আমারে তাহার ব্লগে ব্লক মারিয়াছেন !
২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও!!!!
বুড়ো মানুষ, রাগ বেশী..
আপনাকে বিচক্ষণ মনেহয়!
আচ্ছা? ব্লগে ফ্লাডিং করে কারা??
ওদের কি বুঝতে পারেন??/ কোন আইডিয়া??
৪৯| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৩
কাওসার চৌধুরী বলেছেন: গোল করা যদি কম্ম না হয় বন্ধু, সারা জীবন ব্যাচেলর থাকতে হবে কিন্তু
২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিজের চরকা সামলাও হে!!!!
আমি সব মাঠে গোল দিলে কেউ কেউ না খেয়ে মরবে!!
৫০| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:১৫
চাঁদগাজী বলেছেন:
ড: আলীকে ব্লগে দেখা যাচ্ছে না অনেকদিন।
আগের দিনের বড় বড় ব্লগার 'অমি রহমান পিয়াল', 'ডা: আইজুদ্দিন' এরা কোথায়?
২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ড. এম আলী আগে থেকেই অনিয়মিত! তবে উনি আছেন।
পিয়াল ভাই মনেহয় আর আসবেন না!
শেষের জনকে আমি চিনি না!
৫১| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪৮
ব্লগার_প্রান্ত বলেছেন: দুঃজনক।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি আবার ডাইরেক্ট অ্যাকশানে বিশ্বাসী!
৫২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সামু আমাকেও পোস্ট ব্লক করেছে খুলে দেওয়ার কোন নাম নেই।
কয়েক বার কাল্পনিক_ভালোবাসা-কে বলেছি গুরুত্ব দেয়না।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মডুদের কাজকর্মে আমার মেজাজ গরম।
সারাদিন কি যে করে তারা?
আপনি ভাই আমাদের সাথেই থাকুন।
৫৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৬
শায়মা বলেছেন: আলীভাইয়া একটু অসুস্থ্য ছিলেন। এখন কেমন আছেন জানিনা।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
লেখকরা ভাল থাকুক।
৫৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নুর ভাই!
এসব খাবার দাবার এখন কেন??
একজনকে দেখলাম শুধু চা দিয়েছেন। তাই ভাবলাম সাথে কেক হলে ভালো হতো।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে নুর ভাই!
রমজান মাসে দিনে বেলা খাবার দাবার পোস্ট করা ঠিক না!!
৫৫| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
জোকস বলেছেন: এই জন্যই তো আমি সেফ চাই না!
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
৫৬| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তদবির ও তোষামোদ করে পদ পাওয়া যায়
কিন্তু জনগণের সালাম পাওয়া যায় না।
সুতরাং কাজে নেমে পড়ুন।
কাজ করলে সালাম পাওয়া যাবে।
তাতে পদ লাগবে না।
২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
জানেমান নুরু ভাই?
কি কাজ করমু?
আপনার লাইনে এসে
সাংবাদিকতা ধরমু??
৫৭| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:৪২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ব্লগার শাহ আজীজ যে পোস্টের জন্য জেনারেল হয়েছেন, তার বিষয়ে অামি নিজেই রিপোর্ট করতে চেয়েছিলাম। ব্লগ কর্তৃপক্ষ সঠিক ডিসিশনই নিয়েছেন। তাদেরকে সাধুবাদ জানাই। কয়েকজনের সামনে ঘটা নোংরামীর ছবি কমিউনিটি ব্লগে পোস্ট করার মত নোংরামী করে উনি কি প্রমান করতে চেয়েছিলেন ? আবার নাকিকান্না করতে এসেছেন........একজন সিনিয়র মানুষের এই আচরন কোনভাবেই গ্রহনযোগ্য নয়...........
২৪ শে মে, ২০১৮ দুপুর ১:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"কয়েকজনের সামনে ঘটা নোংরামীর ছবি কমিউনিটি ব্লগে পোস্ট করা...."
কাজটা উনার ঠিক হয় নি!!!
তবে ব্লগের অনেকেই প্রিন্ট-মিডিয়ার নিয়ম মানেনা। আর দু-একটা পোস্টের জন্য তাকে সতর্ক করা যেত?? উনার অন্য পোস্টগুলো তো খারাপ না!!
ব্লগে কতজন ফ্লাডিংএর শীকার হচ্ছে?
মডুরা তাদের উপর চড়াও হোক!!
৫৮| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:৪৫
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কতবড় নোংরা মেন্টালিটির হলে যে ছবির জন্য জেনারেল হলেন, সেটাকেই প্রোফাইলপিক করলেন..........উনাকে সর্বতোভাবেই ব্লক করা উচিত
২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমি তো উনার প্রোপিক দেখেই ভেববেছিলাম, উনার আইডি হ্যাক হল নাকি???
বুড়োটা এ কেমন কাজ করলো???
৫৯| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:৫২
এলিয়ানা সিম্পসন বলেছেন: আমি জানিনা উনি কি পোস্ট করেছিলেন, কিন্তু উনি প্রায়ই এধরণের কমেন্ট ও পোস্ট করেন। আই অ্যাম নট সারপ্রাইসড।
২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গতমাসে উনি একজন ন্যুড মডেলের পোস্ট দিয়েছিলেন। সেটা আমার পছন্দ হয় নি।
তবে এবার নাকি উনার প্রোপিক সংক্রান্ত ভিডিও পোস্ট করেছিলেন!!!(আমি ভালমত পড়িনি)
৬০| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:০৩
কাওসার চৌধুরী বলেছেন:
বন্ধু তোমার সব লেখা
এত কেন বড় হে?
মাঠ ফাঁকা রেখো না
গোল দিয়ে দেব যে!!
বন্ধু তোমার সব লেখা
এত কেন বড় হে?
মাঠ ফাঁকা রেখো না
গোল দিয়ে দেব যে!!
ওরে ব্যাটা রাগিস না
প্রথম পাতায় দেখে যা
সনেট কবি লিখেছে কি
সব লোকে পড়ে তা
৯৪ ওজন নিয়ে
সাজো তুমি হিরো হে?
কত এলো হাতি ঘোড়া,
মোর কাছে জিরো যে।
বুঝি বুঝি সব বুঝি
ব্লগে তোর পাগলামি
মোর পদে ভাগ চাস
হতে চাস তুই আমি??
রাজনীতির ম্যাওপ্যাও
কেন তুমি করো হে??
লাভ নেই, নেই লাভ
ওসব আমি জানি যে?? (ঐ ঘাটের জল অনেক আগেই খেয়েছি)
যে যা বলে, বলে যাক
থামিস না ভাই তুই(লেখালেখি চলুক)
ব্লগে তার সাথি হোক
কানা, খোঁড়া জবা জুঁই...
ভালো থাক, সুখে থাক
দোয়া করি আমি হে,
কোনদিন দেখা হলে
বলিস না তুমি কে???
আমি নাকি গানা ছাড়া
কোন কিছু পারি না!
পাজি গাজী বলে কেন
আমি তাহা জানি না?
মোর কথা বলি আমি
নিজে ফাটাই হাঁড়ি
(আমার সাথে) টক্কর দেবার মত লোক
নেই ব্লগ বাড়ী।।
তা কি তুমি জান ম্যান??
আমার দোলনা নিয়ে বারেবারে
টানাটানি করো ক্যান?
আমি এখন ছড়াকার
দেশ থেকে বহু ফার
তুমি হে কোন ছার?
কিনবো নতুন কার?)!
চাও যদি দোলনা
আমাকে হে বলনা?
লজ্জাবতী না হয়ে
আমার সাথে চল না
কার সাথে তোর ভাব
আমি কি তা জানি না?
হাটে যদি হাঁড়ি ভাঙি
দেখতে সে রানী না।
কত এল রাজা গোজা
হাতি ঘোড়া গেল তল
গাজীর সাথে ভাব করে,
মাপতে চাও মোর জল??
ভুল তুমি করো না
ব্লগে প্রেম করো না।
বলি আমি শোন ভাই
সাবধানে মার নাই.....
এগুলো খুঁজে পাইছি।
২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ জিগরি বন্ধু....
ছাতার প্রোপিক পছন্দ হয়েছে?
৬১| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:১২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: @এলিয়ানা সিম্পসন : উনি ইন্ডিয়ার কলকাতায় কয়েকদিন আগে ঘটে যাওয়া বাসে সেক্সুয়াল হেরাসমেন্ট এর ভিডিও যেটি নেটে ভাইরাল হয়েছিলো, সেবিষয়ক ছবি সহযোগে একটি নোংরা পোস্ট করেছিলেন, যা এই কমিউনিটি ব্লগের নীতিমালার সাথে কোনভাবেই যায়না, যার জন্য উনাকে জেনারেল করা হয়েছিলো।
২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বাবা!!!
ভিডিওটা কি ঐ বুড়োর কাজ???
আমি তো ভাবলাম হ্যাক করে কেউ এই আকাম করছে??
৬২| ২৪ শে মে, ২০১৮ রাত ৩:১৫
এলিয়ানা সিম্পসন বলেছেন: মেঘনা পাড়ের ছেলে, উনার কাছ থেকে এসবই আশা করা যায়। উনি প্রায়ই নোংরা কমেন্ট করেন।
২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে ভাই?
আপনারা বয়স্ক লোকটার পেছনে পড়েছেন কেন?
সবাই কি সমান?
ব্লগে অমন দু-একজন থাকবেই...
৬৩| ২৪ শে মে, ২০১৮ রাত ৩:২৬
এলিয়ানা সিম্পসন বলেছেন: শাহ আলম কোথায় বলেছেন তার আইডি হ্যাক হয়েছে? হ্যাক হলে উনি কমেন্ট দিচ্ছেন কিভাবে? উনার প্রোফাইল পিকচার চেইঞ্জ করছেন না কেন?
লেখক না বুঝে তার জন্য কান্নাকাটি করছেন কেন?
২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও!
হ্যাক তাহলে হয় নি?
আমাকে একজন হ্যাকিং এর কথা বলল!
আবার অমন প্রোপিক? তাই ভাবলাম??
বুড়োটার ভীমরতি হয়েছে নাকি??
৬৪| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৪
শিমুল_মাহমুদ বলেছেন: পুরাতন ব্লগারদের ব্লগ ছেড়ে চলে যাওয়াটা খুবই দুঃখজনক। আপনাকে আমার ব্লগবাড়িতে নিমন্ত্রণ।
২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাগতম ভাই!
আসছি...
৬৫| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:০৩
সাঈদা জান্নাত ফাহমিদা বলেছেন: একটি সরল বাক্য: আমরা ম্যাওপ্যাও।
২৫ শে মে, ২০১৮ রাত ১১:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও লেখক??
আপনি এক যুগ পর এসে একি মন্তব্য করলেন???
ব্লগে থাকবেন??
নাকি আবার ফুড়ুৎ....
৬৬| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:২২
সাঈদা জান্নাত ফাহমিদা বলেছেন: ম্যাওপ্যাও লেখকদের ব্লগে থাকা না থাকার খবর রাখে এমন মানুষ কোথায়! জাতি জানতে চায়।।
২৫ শে মে, ২০১৮ রাত ১১:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুবোধ ব্লগের সবাইকে ভালোবাসে!
এটা কি জাতী জানে না??
ম্যাওপ্যাও লেখকরা আগামীর তুখোড় লেখক হোক!!!
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১
অনুতপ্ত হৃদয় বলেছেন: সামু না থাকলে আপনি থাকবেন ত ……
অব্যশই থাকবো