নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

✿✿✿ লেটস ফাইট উইথ কাটাপ্পা চাঁদগাজী অ্যান্ড হিজ গিনিপিগ সোলডার্স!!X(

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪


সব কিছু নষ্টদের দখলেঃ
"এদের ২ জনের(দুই নেত্রী) সমাপ্তিও দেশকে লাইনে আনতে পারবে না; মানুষকে নিজেদের অধিকারের জন্য এক হতে হবে; না হয়, শেখ হাসিনার যায়গায়, কেহ একজন এসে যাবে।" (চাঁদগাজী)

কথাটি আমার মনে ধরেছিল। আমি বরাবরই সুস্থ রাজনীতির পক্ষে। ছাত্রাবস্থায় "জয় বাংলার" প্রেমে পড়ে রাজনীতির হাতেখড়ি হয়। ওই সময় রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছি। রাগে, দুঃখে, ক্ষোভে শপথ করেছিলাম, "দেশ? সে চুলোয় যাক! এ জীবনে আমি আর রাজনীতি মুখো আর হব না!!"X( কিন্তু তরুন প্রজন্ম? ওরা যখন রাজনীতি সম্পর্কে বলে "জাস্ট হেইট ইট" বা "নট ইন্টারেস্টেড" তখন ক্যামন জানি লাগে। মনে হয় সব কিছু যদি নষ্টদের দখলে চলে যায়? দেশের কি হবে? আগামী প্রজন্মের কি হবে? দেশ মাতার দুঃখ, সে কি আদৌ কখনো ঘুচবে? তার সন্তানেরা কি আদৌ কখনো মানুষ হবে??

দাবা খেলার প্রথম গুটিঃ ;)
"বাংগালীরা এখন ম্যাঁওপ্যাঁও শুরু করবে, আমাদের একজন মাহাথির চাই" এই পোস্টের ৩৬নাম্বার মন্তব্যে আমি গাজী ভাইকে কিছু প্রশ্ন করেছিলাম।
উত্তরে তিনি বলেছেন:
১) রাজনৈতিক মতাদর্শ কি ? উত্তরঃ সোস্যালিজম
২) আপনার আদর্শ নেতা কে? উত্তরঃ কার্ল মার্ক্স
৩) এই বয়সেও কষ্ট করে, আপনি ব্লগিং করেন কেন?? উত্তরঃ তরুণদের বুঝার চেষ্টা।

আজকে সমালোচনা/বিতর্ক/ডিফেন্স হবে প্রথম দুটি নিয়ে....:D

১। সোস্যালিজম বা আধুনিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্ক্স। তবে মনে রাখতে হবে উনার "ড্যাস ক্যাপিটাল" বইটা কিন্তু থিউরীটিক্যাল সমাজতন্ত্র, নট প্র্যাকটিক্যাল।
২। মার্ক্সের জন্ম জার্মানিতে, মৃত্যু ইংল্যান্ডে। দুটি দেশের কোনটিই তার আদর্শকে গ্রহণ করে নি।(গাঁয়ের যোগী... পায় না:P)
৩। পৃথিবীতে ২৩৪টি দেশের(ইউএনভূক্ত ১৯৫টি) মধ্যে সমাজতান্ত্রিক দেশ হতে মাত্র কয়েকটি (রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, কিউবা, ভিয়েতনাম, লাওস....)। মনে করিয়ে দেই, গত অর্ধ শতাব্দীতে কোন রাষ্ট্র মার্ক্সের কবিরাজি ফর্মুলা গ্রহণ করে নি।।:P

৪। বাকস্বাধীনতা, মাথাপিছু আয় বা জীবনমানের ভিত্ততে রাষ্ট্রগুলোকে সাজান। প্রথম দশটি/পনেরোটি রাষ্ট্র কারা? :D
৫। লেনিনের সমাজতন্ত্র মূল ট্র্যাকে ছিল, স্ট্যালিন আসার পর তা লাইন চ্যুত হয়।
ফলাফলঃ ১৯৯১তে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্র হয়। মজার ব্যাপার হল, তাদের কেউ'ই সমাজতান্ত্রিক দেশ নয়।:D (আগের কবিরাজি দাওয়াই তাদের ভাললাগে নি):)
৬। ১৯৮৯, চীনের তিয়েন আনমেন স্কয়ার।
আচ্ছা? সেদিন কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল কেন?? আমাদের প্রিয় "বিদ্রোহী ভৃগুর" প্রোপিকটা অমন কেন? ভেবেছেন কখনো??

"একটা কমেডি ...... পড়ুনঃ
বিষাদ সময় বলেছেন:

"আপনি(চাঁদগাজী) রাষ্ট্র ক্ষমতায় থাকলে ১৮ কোটি মানুষের অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা কতদিনে নিশ্চিত করতে পারতেন?"
চাঁদগাজী বলেছেনঃ
"দেশের ১৮ কোটি মানুষের অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা ৩০ দিনে নিশ্চিত করা সম্ভব। :P"
(গাজীকে প্রধানমন্ত্রী করা হোক:P)
[উনি এটা আবেগে বলেছেন, এইদেশে এসব কাজ স্বয়ং মাহাথীরও ১বছরে করতে পারবে না।]

চলুন, প্রথম ছবিটি নিয়ে একটু মজা করিঃ
ছবি/মুভিঃ সার্স অফ বাহুবলী(২০১৮);)
প্রযোজনায়ঃ সামু অডিও ভিশন।
যেখানে,
মহেশমতি রাজ্যঃ
বাংলাদেশ।
রাজমাতা শিবগামীঃ দুই নেত্রী (হাচু আপা + মেকাপ ম্যাডম) [যদিও তার মতে হতে পারবেন না]
অমরেন্দ্র বাহুবলীঃ সৎ রাজনীতিবিদ।
ভাল্লাল দেবঃ জয় + তারেক জিয়া। [তারা বাহুবলীও হতে পারতো, কিন্তু ....]
কাটাপ্পাঃ আমাদের চাঁদগাজী ভাই।:P [বাস্তবে পুলিশ বাহিনী]
কালাকেয়াঃ দলকানা নেতা + স্বাধীনতা বিরোধী শক্তি।
মাহেন্দ্র বাহুবলীঃ এই চরিত্রের জন্য কাউকেও পেলাম না:( [কেউ রাজী থাকলে বলুন? অবন্তীকাকে ফ্রী পাবেন...:P]

★★★ পুনশ্চঃ
আমি নিজেই মাহেন্দ্রর চরিত্রে অভিনয় করতে চাচ্ছিলাম।:P কিন্তু আমিতো লেঞ্জুয়া গুটিয়ে পালিয়ে আসা পাবলিক। তাই ও কাজ আমার দ্বারা হবার নয়।:(
আমার পছন্দের বিষয়ঃ
"সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না।:(
সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই।
সুবোধ তুই পালিয়ে যা, মানুষ ভালোবাসতে ভুলে গেছে।":(
(HOBEKI?)


চলুন আমরা এবার মুভিটি দেখি! লাইট, ক্যামেরা, স্টার্ট...
পপকর্ন চলবে?:P

মন্তব্য ১৬২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: OK

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের কাটাপ্পা কোথায়...?//

২| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

কাওসার চৌধুরী বলেছেন:
কি উপহার দেব!! ভাবতে ভাবতে তামিল এই কুইনকে উপহার হিসাবে দিলাম।

চমৎকার ভাল লাগার একটা পোস্ট। লাইক দিলাম ++++ :(

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার পছন্দের তারিফ করতে হয়!!!, X(
কাটাপ

৩| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আমার চেয়ে বড়ো অভিনেতা আছে নাকি? ;) ফরীদির হয়ে বললাম। আমি বাহুবালি । !:#P

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাহেশমাতি সাম্রাজ্য .........

সেকি???B:-)
আপনি আমরেন্দ্র বাহুবলী? নাকি মাহেন্দ্র বাহুবলী??
নাচ দেখুন: Soja Zara( Baahubali 2)

৪| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কাওসার চৌধুরী বলেছেন: ব্যাচেলর মানুষদের এতো পছন্দ থাকলে কী চলে!!!

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাটাপ্পা বাহিনীর নতুন সদস্য???X(

আপনার ভাগ্যে সাবান সুন্দরীর চেয়ে ভাল কিছু জুটবে???

৫| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


Das Kapital ২২০০ পৃষ্ঠার অর্থনীতির বই; লেনিন ও মাও এটাকে পড়ে বুঝতে পেরেছিলেন; তাঁরা বিশ্বে ২ টি গরীব জাতিকে বিশ্বের ২ শক্তিতে পরিণত করেছিলেন।

আপনি বলছেন যে, সমাজতন্ত্র থিওরী; সোভিয়েত ইউনিয়ন ও চীন থিওরী নন, সেটা আমেরিকা জানে।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সব নেতা তো আর লেনিন হতে পারবে না।
বর্তমান রাশিয়া ও চীন সমাজতন্ত্রের পরবর্তি ধাপ!!(স্বৈরতন্ত্র)
সেখানকার জনগণও এখন সমাজতন্ত্রের বিরোধী।


আর আমাদের নেতারা যেরকম, দেশে সমাজতন্ত্র চালু করলে ৫-৭বছরে দেশ দেউলিয়া হয়ে যাবে।

৬| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আমার ডাবল পাট । দুটো আলাদা করা ঠিক হয়নি।।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সমস্যা নাই দুটোই চলবে!!;)

তাহলে আমি গ্যালারিতে বসি, আপনি লড়াই শুরু করেন....;)

৭| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি এখনো গান, ব্লগার নাইমুলইসলাম, ব্লগার শাহ আজিজ'কে নিয়ে ব্লগিং করছেন; এগুলোকে বলে পপুলার ব্লগিং; আপনাকে আপনার জানা মতো কিছু একটা নিয়ে ব্লগিং করতে হবে। অকারণে "ওয়াও ওয়াও" কমেন্ট করে বেড়ালে, শেষে ব্লগারেরা অনুরোধ করবেন, কমেন্ট কম করতে।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাজী ভাই!
আমি তো কবি, সাহিত্যিক হবার জন্য ব্লগে আসি নি।
আপনার ওসব লেখালেখি আমার ভাললাগে না।

সবার সাথে আছি, আড্ডা দিচ্ছি এই যা।;)
আপনি রাজনীতির যেই ভুলভাল ফর্মুলা দেন, অনেক ব্লগার তো না বুঝেই জ্বীহুজুর, জ্বীহুজুর বলে।

৮| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আনুশকা শেঠী থাকুক অন‍্যজন চেঞ্জ।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তামান্না ভাটিয়ার কি হবে???:P

৯| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাহেন্দ্রতে আমারে নেয়া যায়? B-) কারণ আমিও দুই পরিবার বিরোধী! ;) যদিও মেজরপ্রীতির কারণে আপনার বিরাগভাজন! =p~

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে বাদ দিন মেজরের কথা!

কিন্তু, ঐ চরিত্রের জন্য সেলিম আনোয়ার ভাই,
পয়লা দরখাস্ত করে রেখেছে!
সমস্যা নাই দুজনকেই সেনাপতি করা হবে...;)

১০| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



আপনার এই ধরণের লেখার কারণে ব্লগের মান কমার সম্ভাবনা

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার কথা মাথায় রাখবো!!

১১| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


ব্লগে বিবিধ কারণে মাঝে মাঝে কোন পোষ্টকে ঘিরে আড্ডা জমে; তবে, শুধু আড্ডা দেয়ার জন্য যারা ব্লগে আসে, তারা এক সময় হতাশ হয়ে যায়।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমিও তো আড্ডাবাজদের দলে...:(

১৫-২৩মে, এই নয় দিনে ৪৮জন বন্দুকযুদ্ধে মারা গিয়েছে(দেশে). এটা নিয়ে পোস্ট দিন দেখি...;)

১২| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

কথার ফুলঝুরি! বলেছেন: আমি রাজনীতি বুঝিনা :P শুধু বুঝি বাহুবলী :D

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের সেলিম ভাই আর তালগাছ ভাই, বাহুবলীর চরিত্রে আছেন।

হিরোইন হতে চাইলে তাদের সাথে যোগাযোগ করুন...:(

১৩| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই, আমাকে মনে হয় ভুলে গেছেন, আমি ঠাকুরমাহমুদ চাঁদগাজী ভাইয়ের পাশে আছি মনে রাখবেন ভয়ন্কর লড়াই হবে তৈরি আছেন তো ??? চাঁদগাজী অ্যান্ড হিজ গিনিপিগ সোলডার্স না ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েষ্ট ও আছে !!!

২৪ শে মে, ২০১৮ রাত ৮:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কে এটা??B:-)
গাজী ভাইয়ের সেনাপতি??
সে কি পুরান বন্দুকে লড়াই করবে??;)


ভাবছি আপনাদের ১৮দিনে দেশ গড়ার ঠিকাদারি দেব!
দেখি, হাসিনা আপাকে ম্যানেজ করা যায় কি না??:P

১৪| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই, ভুলে গেলেন বস্ আমি ব্যাবসায়ী মানুষ, বনিক স্বর্ণের বায়না করে জুয়াতে না, চাঁদগাজী ভাই এই পোষ্টে স্বর্ণের ‍বিস্কুট না আস্ত একটা স্বর্ণের খনি GOLD MINE । পুরান বন্দুকে মন খারাপ দুর করে দিচ্ছি গুরু এবার সামলান।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: B:-)B:-)

ওরে বাবা!!!
এর একটা গুলিতেই ব্লগের সবাই উড়ে যাবে!!
কুল, ম্যান, কুল!!!;)
Tujh Mein Rab Dikhta Hai।

১৫| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: আপনি তো আমার মতো জগাখিচুরী টাইপ পোষ্ট করেছেন।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্!
তাহলে স্বীকার করলেন? আপনি খিচুড়ী ম্যান!!:D
আসেন একসাথে খিচুড়ী খাই!!:P

১৬| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:৪৩

অনুতপ্ত হৃদয় বলেছেন: রাজনীতি করমু রাজনীতি …………
পেট চলামু দিব্যি ………
কাজ কাম ভালো লাগে না
সুযোগ পেলেই বাহুবলী হমু

২৪ শে মে, ২০১৮ রাত ১০:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সাবধান!
বাহুবলীকে কাটাপ্পা কাইটা ফালাবো কিন্তু!!:P


বলি তোমায় ওরে ভাই
অনুতপ্ত হৃদয়!
রাজনীতি করা ভাই
আসলেই ভাল নয়...:(

১৭| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৫

সাইন বোর্ড বলেছেন: মুগ্ধ হলাম পড়ে ।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়েচ সার...;)

১৮| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:২০

পবন সরকার বলেছেন:
পুরাটাই পড়লাম, ফাটাফাটি লিখছেন।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(X(X(

ওই মিয়া??
মাইর খাওয়ার সখ হইছে???

১৯| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩৬

কাওসার চৌধুরী বলেছেন:

মন্ডল ভাইয়ের হবু নায়িকা। সবার কাছে এই নব দম্পতির জন্য দোয়া চাই।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :`>:``>>
:``>>:``>>

নাইকো(!!) পচন্দ হইচে....;)
নাচ দেখুন Soja Zara( Baahubali 2)

২০| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: Orey orey raja গান আমার প্রিয়

২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধূরো.....
ওটা একটা গান হলো???:(
কবিদের কি যে ভাল লাগে??

২১| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
মাইরালছৈ!!! কেউ আমারে ধর!!!!!!!!!!! ;)

এতো ব্লগ বাষ্টার সুপার ডুপার হিট মুভি! সকল রেকর্ড ভঙ্গ করবে অচিরেই!
আপনার চোখ বটে গুরু! তিয়ানআনমেনের ফটো প্রো-পিকে দেইখ্যালছেন :P

রম্যের আড়ালে যে কঠিন বাস্তবতা খুবই দু:খজনক। আমাদের অমরেন্দ্র বাহুবলিরা নিরবে নি:শেষ হয়ে যাচ্ছে!
মহেন্দ্রর অপেক্ষায় জাতি!
একটা কমপ্লিট রেভ্যুলেশন ছাড়া মাঝামাঝি উত্তরনে আর কোন পথ খোলা নেই!

সুবোধতো খাঁচায় পোড়া ফার্মের মুরগী এখন!
ক্রসফায়ারকে কে না ডরায় :-/

বিচ্ছিন্নতার দ্বীপে ডিভাইড এন্ড রুলেই চলে শাসন শোষন স্বৈরাচার!
ঐক্যে মহাসড়কে আমজনতাকে ঐক্যবদ্ধ করার হ্যামিলনের বাঁশিওয়ালা চাই!

++++++++

২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :`>:``>>:``>> ধন্যবাদ গুরু!!;)

আমরেন্দ্র বাহুবলী ইয়ানি ইউ??
তাকে তো কাটাপ্পারা কাইটা ফালাইছে!!:(

ব্যাটা মাহেন্দ্র বাহুবলী কোন চিপায় লুকাইয়া আছে???
চলেন! সবাই মিলে তাকে খুঁজে বের করি.....:(

২২| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৪

কিশোর মাইনু বলেছেন: ভাই,মহেন্দ্র বাহুবলীর রোলটা আমারে দেওয়া যায় না।
আমি ও মহেন্দ্রর মত অবাধ্য তো,মনে হয় আমারেই ভাল মানাবে।
কি বলেন?!?!?

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাহেন্দ্র বাহুবলীইইইই............;)

ওকে! ওকে!
আপনাকেও নায়ক করা হল!!:)
তলোয়ার চালানোর প্র্যাকটিস করুন!
যুদ্ধের সময় ডাকা হবে.....:P

২৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৪

আবু তালেব শেখ বলেছেন: বেশ বিনোদনের ব্যবস্হা। যদিও গাজি সাহেব কিছুটা বিব্রতবোধ করছেন

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাজী ভাইয়ের রাজনীতির দৌড় বুঝতে চাচ্ছিলাম!;)
উনি তো পাশ কাটিয়ে চলে গেলেন।

ভাই?
যতোই হাসি ঠাট্টা করি!
দেশের অবস্থা খারাপ, জনগন সচেতন না হলে সামনে আরো সংকটময় অবস্থায় পড়তে হবে...:(

২৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করার জন্য যদি সুদুর বাংলাদেশ থেকে যোদ্ধা যেতে পারে আর বাংলাদেশে ব্লগে চাঁদগাজী ভাইয়ের পক্ষে যুদ্ধ করার জন্য বন্য টেক্সাস বন্দুকবাজ ওয়েষ্টার্ন কেনো নয় ? আপনি ১৮ দিন সময় দিয়েছেন। চাঁদগাজী ভাইকে বলেন তাঁর রাজদূত হিসেবে আমি ঠাকুরমাহমুদ আমার প্রস্তাব উপস্থাপণ করবো কি না ?

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি কাউকে তেল দিতে পারবো না!!!:(
এমনিতেই গাজীভাই স্বৈরাচারী রাজনীতিবিদ।
তবে উনি যেহেতু বলেছেন,
""দেশের ১৮ কোটি মানুষের অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা ৩০ দিনে নিশ্চিত করা সম্ভব।"

তাই ভাবছি,
দেশের স্বার্থে হাচু আপাকে একটু রিকুয়েস্ট করবো নাকি??:P

২৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৮

ব্লগার_প্রান্ত বলেছেন: হাসতে হাসতে কেঁদে দিলুম, টিস্যু দেন টিস্যু :P

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লড়াইয়ের মাঠে টিস্যুর খোঁজ কেন হে??X(

এখন তো সন্দেহ হচ্ছে??
তুমি চাঁদগাজীর গিনিপিপ বাহিনীর সদস্য নাকি??:P

২৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই আমার মনে হয়, আপনি বিবাহিত। কথা কি সত্য?
যাই বলেন, বয়সের একটা ভার আছে কিন্তু।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি ভাই বিবাহিত ব্যাচেলর...:P

আজকে হৃদি নামে একটা নিক দেখলাম।
একটু খোঁজ নিও তো! সে কে?? পুরাতন নাকি??
ব্লগে ঐ নামে আমার এক বান্ধবী ছিল। অনেকদিন যোগাযোগ নাই...:(

২৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: না ভাই, আমি রাজনীতিতে আমার নিজস্ব নীতিতে বিশ্বাসী, আপনাদের মতো অন্যদের কথায়, তত্ত্বতে লাফা লাফি আমার পছন্দ নয়।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ব্বাবা!!

একা কি বালক মাহেন্দ্র বাহুবলী??? :P

২৮| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: হৃদি নতুন ব্লগার, কালকেই খোঁজ নিছি। প্রথমে ভাবলাম ঐটা কি আপনার নিক টিক নাকি =p~

২৪ শে মে, ২০১৮ রাত ১০:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ম্যান?
হাসাহাসি বাদ দিয়ে কাওসার ভাইয়ের পোস্টে দেখ??;)
পুরাতন হলে, সে আমার ডাকনাম শুনলেই পালাবে। তাই আমি ওদিকে যাচ্ছি না...:(

২৯| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: কাউসার ভাইয়ের ভিআইপি পোষ্টের কথা বলছেন কি গুরু?
আপনাকে গুরু ডাকা টা কি আইনসম্মত?

২৪ শে মে, ২০১৮ রাত ১১:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"প্রান্তর পাতাবলেছেন: না ভাই, আমি রাজনীতিতে আমার নিজস্ব নীতিতে বিশ্বাসী, আপনাদের মতো অন্যদের কথায়, তত্ত্বতে লাফা লাফি আমার পছন্দ নয়।"

এমন বীরের মত সাহস থাকলে, আর তেল মারার কোন ইচ্ছে না থাকলে ডাকতে পার! :`>:``>>
(মন থেকে ডাকার ইচ্ছে করলে আপত্তি নাই)

তবে সোজা কথা আমার কবি/সাহিত্যিক হবার কোন ইচ্ছা নাই! আমি ব্লগে আসি আড্ডা মারতে, লেখকদের উৎসাহ দিতে...;)

বকবক না করে গোয়েন্দাগিরি করো!;)
হৃদির একটু খোঁজ নাও??:(

৩০| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আরে গুরু আপনে কোন হৃদির কথা কন ক্যামনে বলি, এই হৃদি মনে হয় স্কুলে পড়ে। আর আপনে তো মনে হয় বুড়ি হৃদির খোঁজ করছেন। কই যাই! এই হৃদি, অচেনা হৃদি। আপনাকে গুরু মানি আর আপনার কথা আমি রাখবো না তা কি হয়?
আর গুরুভাই আপনাকে গুরু ডাকলে কি আমার পাঁচ পয়সা লাভ আছে, তেল কেন দিবো??? কিছুই বুঝিলাম না।
আজকে ব্লগে তেমন ভালো কিছু নাই মনে হয়...

২৪ শে মে, ২০১৮ রাত ১১:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"আপনে তো মনে হয় বুড়িহৃদির খোঁজ করছেন?"
--- হ্যাঁ! সে আমার ক্লাসমেট ছিল! একসময় ব্লগে লিখতো!!;)

এ আমার জানেমান নয়!!:( আমার আর খোঁজ নেয়ার দরকার নাই! বালক বীর চাইলে, সেটা তার ব্যাপার....:P

গোয়েন্দাগিরির জন্য ধন্যবাদ।
লগআউট করে কাজটা আমিই করতে পারতাম?
তবে তোমাকে একটু ঝালিয়ে নিলাম...;)

৩১| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৩৫

কাওসার চৌধুরী বলেছেন: "আজকে হৃদি নামে একটা নিক দেখলাম।
একটু খোঁজ নিও তো! সে কে?? পুরাতন নাকি??
ব্লগে ঐ নামে আমার এক বান্ধবী ছিল। অনেকদিন যোগাযোগ নাই...:(

........ অলরেডি, বুকড্। Too late, boss, Sorry.

২৫ শে মে, ২০১৮ সকাল ১০:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না বুঝে লাফায়োনা ম্যান....X(X(
এটা আমার জানেমান নয়!!:D
৩০নাম্বারের প্রতিউত্তর পড়ুন! X(


আপনার তো নজর খারাপ!!!
ওসব বুকসেলফ, লাইব্রেরী নিয়ে আপনিই থাকুন!!:P

৩২| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৫৬

বিষাদ সময় বলেছেন: চমৎকার বিশ্লেষণ, তবে জ্ঞানী, গুনীদের আলোচনায় আবার ম্যাওপ‌্যাও এর মন্তব্য আসলো কেন? তাও আবার যে গাধার মতো"অন্ন"
"অন্য" লিখেছে!

ভাল থাকুন, ব্লগকে প্রাণবন্ত রাখুন।

২৫ শে মে, ২০১৮ সকাল ১০:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিষাদ সময়কে প্রাণবন্ত করতে মাঝেমধ্যে ম্যাওপ্যাও করতে হয়! ;)

আসেন আবার ম্যাওম্যাও শুরু করি!!:P

৩৩| ২৫ শে মে, ২০১৮ ভোর ৪:০৮

সোহানী বলেছেন: পপকর্ন নিয়া বসলাম যদি কোন সুযোগ পাই.........। তয় কাওসার চৌধুরী আপনার জন্য থুক্কু..... ২ নং মন্তব্যে ভালোই নায়িকা চুজ করছে। লাইক হিজ চয়েজ ;)

২৫ শে মে, ২০১৮ সকাল ১০:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও বরফ আপা!!!B:-)
ঠান্ডার মধ্যে থেকে আপনার মুখের স্বাদ শেষ...:(

আমি তো সিনেমার চরিত্রে নাই!!
আর আমার হিরোইনের প্রয়োজন হলে আপনারা তো আছেনই!!:P
তবে কাওসার ভাইয়ের পছন্দের তারিফ করতে হয়!
দোয়া করি অমন কিউট (২নং) একটা কন্যে যেন তার কপালে জুটে!!:P

৩৪| ২৫ শে মে, ২০১৮ সকাল ৮:২২

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সুন্দর পোষ্ট । উপভোগ্য বটে। হা হা হা।

২৫ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল দাদা!!

হে হে হে....
উপভোগ করেন..;)

৩৫| ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:১৩

নীল মনি বলেছেন: পোস্ট ও মন্তব্য সব পড়লাম।

২৫ শে মে, ২০১৮ সকাল ১০:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও মনি???B:-)

এত কিছু পড়েও এক লাইনের কমেন্ট???
পড়ে কি কোন প্রতিক্রিয়া হয়নি???

৩৬| ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মারমার কাটকাট উত্তেজনার মাঝৈ একটা মানবতার দাবীতে বিরতি দিতে এলাম।

কালকে ইফতারির আগে পোষ্টটা করেছিলাম! দ্রতউ প্রথম পেইজ পেরিয়ে যাওয়ায় মনে হয় কম নজর পেয়েছে!
আপনার ধামাকা টাইমে একটু ইনসার্সন দিলাম~
একটু নজর দিয়েন মানবিকতায়
অথৈ আজ থৈ হারিয়ে মৃত্যুর পাঞ্জায়- ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু অথৈ বাঁচতে চায়!

২৫ শে মে, ২০১৮ সকাল ১০:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পোস্টটি পড়েছিলাম ভাই!!
কিন্তু কমেন্ট করার ভাষা হারিয়ে ফেলেছিলাম।।:(


দোয়া করি, বাচ্চাটা দ্রুত সুস্থ হোক!

৩৭| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:০২

টারজান০০০০৭ বলেছেন: সমাজতন্ত্রের নেতাদের মধ্যে লেনিন কিছুটা মানব ছিল, বাকিরাতো বেশিরভাগই দানব ছিল ! কাহু খালি বৈষয়িক উন্নতিটাই দেখিল, দানবদের দানবীয় সত্তা দেখিল না !

যে মানুষ গরিবি, নির্যাতিতা , বেকারত্ব নিয়ে এতো দরদী , সে কিভাবে মাও, স্তালিনের মতন দানবদের ভক্ত হয় !!

আমি দেখিয়াছি, ষাটের দশকের সমাজতান্ত্রিক রাজনীতি করা মানুষদের এই দ্বিচারিতা খুব বেশি ! একদিকে মেহনতি, দরিদ্র মানুষদের প্রতি অসীম ভালোবাসা, আবার দানবদের প্রতি অন্ধ আনুগত্য, সমর্থন ! ইহারই কারণে নকশাল, সর্বহারা ডাকাইত , রাজনৈতিক দুর্বৃত্তরা সমাজে নষ্ট আদর্শের নামে রক্তপাত করিয়াছে ! আমি তাহাদের জ্ঞানে মুগ্ধ হইয়াছি বারবার, কর্মে আর আদর্শিক অবস্থানে বিস্মিত হইয়াছি। আহঃ! এই গোলকধাঁধায় পড়িয়া একটা প্রজন্মের কত মেধাবী অকালে ঝরিয়া পড়িয়াছে ! তাহাদের কর্মপদ্ধতিই পরে ছাগু সম্প্রদায় তাহাদের সংগঠনে কাজে লাগাইয়াছে !

জ্ঞানের ভারে নুইয়ে পড়ে ইহারা ১২ জনে শেষমেশ ১৩ দলে বিভক্ত হইয়া পরস্পরের ইয়ে মারিয়া জনগনরে মুক্তি দিয়াছে ! যেগুলো আছে এগুলো উচ্ছিষ্ট !

কাকুরে বরং অনিল কাপুরের "রাজনীতি " না কি যেন একখানা ছবি আছিল যেখানে অনিল মুখ্যমন্ত্রীরে চ্যালেঞ্জ করিয়া মুখ্যমন্ত্রী হয় এবং আলাদিনের চেরাগ ঘষিয়া সব ঠিক করিয়া ফেলে, সেই ছবির অনিলের চরিত্রে দেওয়া যায় ! বহুবালে নহে !

২৫ শে মে, ২০১৮ সকাল ১১:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের বুড়ো কাটাপ্পা এমনিতেই ইয়ং জেনারেশনকে ভয় পেয়েছে!!:D তাকে আর কোন ছবিতে নেয়া যাবে না!X(


প্রিয় ঠারজান!
আপনার কথার সাথে সহমত।
৬০ বা ৭০ এর দশকেও মানুষ সমাজতন্ত্রের ভক্ত ছিল! এমনকি ৭১এর যুদ্ধের সময় ঢাবির অধিকাংশ ছাত্র ঐ মতে বিশ্বাসী ছিল। তবে যুদ্ধ পরবর্তি তাদের আকামের জন্য সমাজতন্ত্রীরা আর সুবিধা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।।


আচ্ছা?
আমাদের সংবিধানের চারা মূলনীতির একটা কিন্তু সমাজতন্ত্র।
এ সম্পর্কে বিস্তারিত কিছু জানেন??

৩৮| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৩২

মিথী_মারজান বলেছেন: আমিই মনেহয় একমাত্র মানুষ যার বাহুবালি মুভি সম্পর্কে কোন আইডিয়া নাই।
আপনার মারদাঙ্গা পোস্টটি পড়ে হালকা পাতলা আইডিয়া পেলাম।
(আল্লাহ্-ই জানে কতটা উল্টাপাল্টা কি বুঝলাম!) :p

চাঁদগাজী সাহেবকে নিয়ে পোস্ট দেখতে এখন আমার অসহ্য লাগে।
একেকজনের মেন্টালিটি, স্টাইল অবশ্যই আলাদা হয় এবং চাঁদগাজী সাহেব আমার কাছে একজন সম্মানিত এবং স্বতন্ত্র ব্লগার।
কেউ কেউ তো লেবু বেশি চিপতে যেয়ে এমন তিতা বানিয়ে ফেলেছে যে ব্যপারটা অসহ্য পর্যায়ে চলে গেছে।
কাউকে ভালো না লাগলে এভয়েড করা যেতে পারে অথবা গঠণমূলক সমালোচনা করা যেতে পারে।
ব্যক্তিগত আক্রমণ খুব জঘন্য লাগে আমার কাছে।

আপনাকে ঠিক বুঝি না।
চোরকে বলেন চুরি করতে আবার গৃহস্থকে বলেন সজাগ থাকতে এমন অবস্হা! :P
হা হা।

২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও বন্দুক(বন্ধু)
আমি ভাল মানুষ!!!:`>:``>>


পোস্ট প্রসঙ্গে বলিঃ
প্রথম অংশে বুঝিয়েছি, দেশ/রাজনীতি সম্পর্কে তার পজিটিভ মনোভাব আছে।
২য় অংশে বুঝিয়েছি, উনি সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু বর্তমানে সেটা অচল।
৩য় অংশে বলেছি, দেশকে নিয়ে উনি বেশী আবেগী কথা বলেন।("দেশের ১৮ কোটি মানুষের অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা ৩০ দিনে নিশ্চিত করা সম্ভব।) এটা আকাশ কুশুম কল্পনা।
শেষে ভাবলাম যারা রাজনীতি বোঝেনা তাদের জন্য পপকর্ন খাওয়া রম্য লিখি!!

সারমর্মঃ
আমাদের ব্লগের অনেকে না বুঝেই চাঁদগাজী ভাইকে পীরের মত মান্য(উনার রাজনীতির কথা) করে। যদিও উনার চিন্তাটা পরিপূর্ণ নয়। তাই সবাইকে সচেতন করার জন্য পোস্টটা দিয়েছিলাম।
আরেকটি মতলব ছিল, উনার রাজনীতির দৌড় বোঝা। কিন্তু উনি আমাকে এড়িয়ে গেলেন!!!:(


বি. দ্রঃ এতবড় প্রতিউত্তর কাউকেও করি নি। এখন ইফতারির দাওয়াত চাই।।:P

৩৯| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:০০

মিথী_মারজান বলেছেন: আরে!!! আপনাকে খারাপ বলেছে কে!!!
আপনার ইনটেনশন খুব ক্লিয়ার।
আর পোস্টটাও খুব মজার হয়েছে।

আর ইফতারের দাওয়াত!!!
যেই না রুটি, সব্জি, ডিম, জুস টাইপ সকালের নাস্তার মত ইফতার খান, হুহ! ঐটার আবার ভয় দেখান আমাকে!!!
দাওয়াত! দাওয়াত!:)

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওক্কে বন্দু.....
ধইন্যবাদ।


আমি গরীব মায়ের ছেলে, কমদামী হলেও পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করি। আপনিও আমার লাইনে আসুন...;)

দাওয়াতের জন্য থ্যাংকস :)

৪০| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৫

কানিজ রিনা বলেছেন: ৭ নং কমেন্টে চাঁদগাজীকে একটা কথা
সত্য বলেছেন সেই জন্য আপনাকে আগেই
ধন্যবাদ।
আপনি রাজনীতির ভুলভাল ফর্মুলা দেন।
অনেক ব্লগার না বুঝেই জ্বীহুজুর জ্বীহুজুর
বলে। দারুন উত্তরের জন্য আবারও ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমার আপা, তোমার আপা!!
রিনা আপা, রিনা আপা,
আপা তুমি এগিয়ে চলো
আমরা আছি তোমার সাথে।।;)

আপা আপনার রাজনীতিতে তুখোড়।
সময় করে একদিন আড্ডা/লড়াই করতে হবে!!!:P

৪১| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: https://youtu.be/FONRO_2LCtc এটা বেশি সুন্দর।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(

ট্যাবে কাজ করছি।
অ্যানড্রয়েড মোডে দেখা যাচ্ছে না।।

৪২| ২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৪১

নীহার দত্ত বলেছেন: ১০ নাম্বার মন্তব্যের সাথে একমতাবলম্বী

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনিও তো গাজী ভাইয়ের মত মাতিয়া মাতিয়া কথা বলিতেছেন??:(

গাজী বাহিনীর সদস্য হলেন নাকি???
তবে শুরু হোক ফাইট......:P

৪৩| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

সনেট কবি বলেছেন: চমৎকার আলোচনা-পর্যালোচনা।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :`>:``>>:``>>:``>>


ওরে...... হায় হায় হায়
শ্রদ্ধেয়কে দেখে আমি
লাজে মরে যাই...:P

৪৪| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের বিমানবন্দরের অবস্থা তো বুঝেনই,
গত জানুয়ারিতে সন্ধেবেলা ঘুরতে গেলাম, ক্যামেরাতে দুই-তিনটা ছবি না তুলতেই দুজন গার্ডের হম্বিতম্বি শুরু হল। ওদের নাকি নিরাপত্তা সমস্যা!

পরে পরিচয় দিলে শুরু করলো তেলামি । এই হল অবস্থা।
দেশের মানুষ নেহায়েত সহজ সরল!! তা না হলে আরো খারাপ কিছু হত। আমি শিওর কখনো কোন হামলা হলে ওখানকার আবুলগুলো কিচ্ছু করতে পারবে না।
রাজীব ভাই আমাকে শার্লক হোমস ডাকেন, জানেন?

২৫ শে মে, ২০১৮ রাত ১০:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাগলু....উউউউ....
থোড়াছা কারলে, রোমান্স। ;)
দোলাকে দেখা যাচ্ছে না কেন???:(


@"রাজীব ভাই আমাকে শার্লক হোমস ডাকেন"
হোমওয়ার্কঃ
বৃষ্টি বিন্দু নামে ব্লগের একটা নিক আছে। সে কি পুরাতন? তার মাল্টি বের করতে হবে???
(ক্লুঃ দিবা রুমি !)

৪৫| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:২৫

ব্লগার_প্রান্ত বলেছেন: উনি পুরাতন। কোয়ালিটি লেখক। বুঝা যায়, তবে উনি সযত্নে কিছু এড়িয়ে যাচ্ছেন।
দিবা রুমি ব্ল্যাংক_ওনার ফেবু আইডিতে ব্লগের প্রোপিক দেওয়া। উনি মিসিং। উনি টিচার মানুষ, বায়োলজি পড়ান।
over and out. delete comment.

২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হাসিনা আপাকে বলে তোমাকে গোয়েন্দাগিরিতে নিয়োগ দিতে হবে!!;)

@"উনি টিচার মানুষ,"
সত্য কথা।

@"তবে উনি সযত্নে কিছু এড়িয়ে যাচ্ছেন।"
-- ১০০/১০০;)

৪৬| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার আর আপনার বিশ্বাস ঠিক... দিবা রুমি ক্লু ধারণা সঠিক।
উনি(বৃ।বি) আগে স্বপ্নবাজ নামক একটা ব্লগে ছিলেন, যেটা মৃত।
over and out. delete

২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি ১০০% শিওর নই!
উনি দিবা রুমি হলে আমাকে এড়িয়ে যাবার কথা নয়! কিন্তু এড়িয়ে চলছেন! ব্যাপারটা রহস্যজনক!!!


হোমওয়ার্ক--২ঃ
আজকে জমা না দিলেও চলবে!!:)
*** ব্লগে আমার নিক কয়টি??

৪৭| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগে "পাঠকের প্রতিক্রিয়া" এটা আপনার নিক। আপনি মাঝখানে নিরুদ্দ্যেশ ছিলেন, এখন আবার ব্লগে এসেছেন। ব্লগে আপনার কিছু তিক্ত স্মৃতি ছিলো ..। আপনার আরেকটি নিক আছে, যা আমরা জানি না। ধন্যবাদ, আপনি মাঝখানে আন্ডারকভারে ছিলেন। B-)

২৫ শে মে, ২০১৮ রাত ১১:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগে আমার শিষ্য,
তোমার নতুন এক আপু(বড়) এসেছে!
যাও তার সাথে পরিচিত হয়ে এসো!!:P

তার নাম না বললেও চলবে.....

৪৮| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি টোপ ফেলেছি, ঠোকরের অপেক্ষায়...

২৫ শে মে, ২০১৮ রাত ১১:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঐ বয়সে আমি আরো খাটাশ ছিলাম!!:P
জানেমান বড় আপুদের জ্বালিয়ে মারতাম।:P
এখনো দু-এক জনকে জ্বালাই..... ব্লগেও;)

৪৯| ২৬ শে মে, ২০১৮ রাত ১:১৮

কিশোর মাইনু বলেছেন: ভাই,হৃদি তো আমার ও আছে।
আমার আবার ২টা।

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১৬ কোটি মানুষের দেশে হৃদি মনে হয় কয়েকশ আছে??
আমার হৃদিকে কোথায় পাই???:P

৫০| ২৬ শে মে, ২০১৮ সকাল ৭:০০

শহীদ আম্মার বলেছেন: এই ফালতু আড্ডা শেষ হয়না কেন X( ওবায়দুল আর রিজভীর ঝগড়া এর চেয়ে বেশ উপভোগ্য !!!!!
রোযা-রমযানের দিন না পারি গালাইতে না পারি ছাই মারতে।

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গালি দিতে না পারেন, দোয়া করেন??:)

এই আড্ডা শেষ হইবেক না।।;)
আপনি ওবায়দুল আর রিজভীক লইয়াই থাকুন!!

৫১| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:২২

জোকস বলেছেন: ছবি শেষ হয়না ক্যান?

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এটা ইনফিনিটি ওয়ার, ভাইয়ুউউউউ...;)

৫২| ২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪০

কথার ফুলঝুরি! বলেছেন: @নিজাম ভাই, কালকে তো আমার নতুন পোস্ট এর জন্য বলছিলেন আজ কই খবর নাই :( নাকি কবিতা বলে ভালো লাগেনি :(

[link||view this link]

২৬ শে মে, ২০১৮ দুপুর ২:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আবার কবিতা????:(


কবিদের সাথে আজ বিদ্রোহ হবে!!!X(

৫৩| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

কিশোর মাইনু বলেছেন: আমি চিন্তা করতিছি আমার(মহেন্দ্র বাহুবল্লী) সাথে বল্লালদেবের লড়াইটা কবে শুরু হবে।
ও প্রযোজক ভাই,ক্লাইম্যাক্স আরো কত দূর?!?!?

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আসেন প্রথমেই বুক মিলাই...;)
প্রোপিকটা জোস হইছে...:)

ওরে ভাই!
সেন্সর বোর্ড ছবি আটকাইয়া দিছে!!:(
ঈদের পর মুক্তি পাবে!!

৫৪| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চৌধুরী ভাইয়ের উপহার
মন্ডলের জন্য চন্দ্রবতী,
এর সম্মতি না থাকেলে
চৌধুরী ভাইর আছে দূর্গতি!!

পাত্রী আমার পছন্দ হইছে
ধন্যবাদ চৌধুরী ভাই একটা
কামের কাম করছেন,
এবার বোঝা যাবে মন্ডলের বাহাদুরী

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাইয়াাাাাাাাাা....




থাকিলে পাশে নূরু ভাই
বীর বাহাদুরের ভয় নাই!
নূরু ভাই এগিয়ে চলো
আমরা আছি তোমার সাথে।;)

অহংকারীর ট্রাক্টর
ভেঙে দাও, গুড়িয়ে দাও...:P

৫৫| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: গুরু আপনি কি মিডল ইস্টে আছেন, না জার্মানী?

২৭ শে মে, ২০১৮ রাত ৮:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ;)

ছোট খোকা বড় হ, বড় হবি না।
আরে এক টানে দুই টানে কিছু হয় না ".:P
(পুরো গানের লিরিক দাও):(

৫৬| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার মনে হয় আপনি কিলার এজেন্ট =p~

২৭ শে মে, ২০১৮ রাত ৮:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হোমওয়ার্ক--৩ঃ
আজকে জমা না দিলেও চলবে!!;)


সামু পাগলা আমার পেজে আসেনা কেন???

৫৭| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: সেটা আমি জানি B-) আপু কোন অজানা কারণে আপনাকে ইগনোর করে। আমার বিশ্বাস আপু আপনাকে চিনে =p~ =p~ =p~

২৭ শে মে, ২০১৮ রাত ১১:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ৭ মিনিটে প্রতিবেদন জমা???B:-)
তদন্ত বাদ দিয়ে সব মনগড়া বাণী? কাল রিমান্ড হবে??X(


তবে কথাটা ফেলে দেয়া যায় না??:(
ছোটরাও অনেক কিছু বুঝতে পারে!!;)
কিন্তু চিনতে পারলে তো বরফ কন্যে আমাকে এড়িয়ে চলার কথা নয়!!!:(

৫৮| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:৪৩

সৈয়দ ইসলাম বলেছেন: আপনার এ পোস্ট আপনার ঘোমটা তুলে দিল ;)

২৭ শে মে, ২০১৮ রাত ১১:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয়??

ঘোমটা উঠেছে, এবার নাচ হবে!!!;)
তাতা থৈথৈ.....:P
সৈয়দ ভাই গেল কই??;)

৫৯| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:২৬

অচেনা হৃদি বলেছেন: কি কঠিন লেখা রে! লিডার, আমরা যারা নতুন এবং কঠিন কথা কম বুঝি তাদের দিকে চাইয়া একটু সহজ কিছু লেখেন প্লিইইইইজ !

২৭ শে মে, ২০১৮ রাত ১১:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখালেখি??
সে আমার কম্ম নয়!!:(

করলার পোস্টে গিয়ে ছড়া পড়তে পারেন!!!;)

৬০| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:২৬

শামচুল হক বলেছেন: পোষ্ট মন্তব্য পড়লাম, মজাও পেলাম।

২৭ শে মে, ২০১৮ রাত ১১:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!

শুভরাত্রি!!

৬১| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭

সৈয়দ ইসলাম বলেছেন: নৃত্যে ভাই আমি অনভিজ্ঞ, তবে অন্যের নৃত্য ভাল্লাগে!
আপনি নাচেন দেখি! B-)

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
উঠান যে বাঁকা ভাই??
নাচার তাই মুড নাই!!;)

ভাল থাকবেন!

৬২| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: গুরু, কি খবর। একটা ভালো গানের লিংক দেন। মনে রাখার মতো গান দিয়েন, পাগলু টাগলু দিয়েন না :( । আমি গোয়েন্দাগিরি করতে করতে হাপিয়ে গেছি, একটু চিল করতে হবে। :P

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: খবর কেরাসিন জুনি!!:(
ওদিকে, দেশের কি হাল?



তোমার যেই মনগড়া গোয়েন্দাগিরি? মাুনষ দিনে দুপুরে মারা পড়বে!:P

রোজার দিনে গান কি হে??X( এতই শোনার ইচ্ছে থাকলে আড্ডা বাড়ীতে যাও, সেখানে গান শোনানোর জন্য অনেকেই আছে!;)
রাতে পাগলুই পোস্ট দেব:D

৬৩| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মজার পোস্ট।

কদিন ধরে পড়ব পড়ব করেও পড়া হয়নি।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরে! মাইদুল ভাই যে!!:)

দিনে একটু ব্যস্ত থাকছি, তাই আপনাদের সাথে কথা কম হচ্ছে!!:(

ভাল থাকবেন, শুভকামনা।

৬৪| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: গুরু আপনি ডোরেমন দেখছেন কখনো?

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বদ!!!
এটা কি মেয়েদের মত প্রোপিক?? X(

সামুরাই এক্স লাগাও;)

৬৫| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ১১ নম্বর মন্তব্যের প্রতিউত্তরে ১০ মিনিট সময় দিয়ে ছিলাম
টাইম ইজ ওভার !!

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দুঃখিত ভাইয়ুু!!"

একটু ব্যস্ত ছিলাম!!:(

৬৬| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাবতাসি নুরু খালুর মতো, একটা ছবি দিবো।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তোমার যা ইচ্ছে হয় দিতে পার!

তবে এসব বেবী নয়!!:P বড়দের জিনিষ দাও;)

৬৭| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: গুরু নতুন একটা গান শোনেন view this link আগিলা দিনের কষ্টের গান। :((

৩০ শে মে, ২০১৮ রাত ৮:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

বন্দু-বান্দবের দেখা দেখি একটা দুইটা টান,
সেই টানেতে পইরা গেছে আমার মনও প্রান।
যেই টুটে ছিল আমার বিস্বাস গাতক গাল ফ্রেন্ড এর'ই চুয়া,
সেই টুটে কেন আজ গাঞ্জার দোয়া, ;)
যেই হাতে ছিল আমার কলেজ এর ই ফাইল,
সেই হাতে কেন আজ ফেন্সিডাইল,
আরে ডাইল ডাইল ডাইলরে বাবা ডিব্বা ভরা ডাইল,
পুলিশ দিয়ে মাইর রে বাবা, সরকার দেয় গাইল।:P

৬৮| ৩০ শে মে, ২০১৮ রাত ৮:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি কোন প্রজন্মের লোক সেটা নিয়া আমি খুবই কনফিউসড /:)

৩০ শে মে, ২০১৮ রাত ৮:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি নিজেই একটা জেনারেশন;)
যে তরুনদের ভালোবাসে!;)



" হাতছানি দিয়ে ডাকছে দেখো , আগামীর আহবান
এখনই সময় গাইতে হবে , দিন বদলের গান
শত অন্ধকার ফেলে তাকিয়ে দেখো , নতুন আলোর রেখা!
ইতিহাস বদলে এবার হবে , নতুন আগামী লেখা:)
জাগো , জাগো জেগে ওঠো , এমন সুযোগ আসবেনা
সাতচল্লিশ , বাহান্ন , একাত্তর , নব্বই
একুশ(২০১৩) শতকের প্রেরণা ৷;)

৬৯| ৩০ শে মে, ২০১৮ রাত ৮:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: ২০১৩ সালে ssc পাশ করছেন? =p~

৩০ শে মে, ২০১৮ রাত ৮:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :P

ওরে ব্যাটা?
কপি-পেষ্ট কইরা ফাঁইসা গেছি!!:(
SSC - 2018 ;)

৭০| ৩১ শে মে, ২০১৮ সকাল ৮:৫৯

শায়মা বলেছেন: কি ব্যাপার ভাইজান!!!!!!!!!

মারামারি করে অক্কা পেলে নাকি!!!!!!!!!!! B:-)

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"শায়মাবলেছেন: কি ব্যাপার ভাইজান!!!!!!!!!মারামারি করে অক্কা পেলে নাকি!!!!!!!!!!!"

:(:(:(
নূরু ভাই আমাকে নজর বন্দি করে রেখেছে!!:(

গানাঃ
তোমরা সবাই থাকো সুখে
আগুন জ্বলুক আমার বুকে
মনটাকে বলি তুমি কেঁদনা
প্রেমের নাম বেদনা.....:(

৭১| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:১১

শায়মা বলেছেন: ওলে!!!!!!!!

৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি রাগ করেছি!!:(

সুবোধ তুই পালিয়ে যা, মানুষ ভালোবাসতে ভুলে গেছে।":((HOBEKI?)

৭২| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন: ঠিক ঠিক শিঘ্রী পালা...... ভালোবাসা ভুলে নইলে মার দেবে!!!!!!!!!!! :(

৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(



একদিন সব ছেড়ে চলে যাব বহু দুরে,
কোনদিন ফিরে আর আসবো না.....:(

৭৩| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: বাহুবালির ডাবল পাটে আমি পাক্কা ........ তামান্ন ভাটিয়াকে বাদ দিয়ে ব্লগ থেকে একটা ঢঙ্গী নিয়ে নেন । #:-S

৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সিনেমায় হুমায়ন ফরিদির গানঃ
তোমরা কাওকে বলোনা!
তোমরা কাওকে বলোনা!
এইতো প্রথম একটি মেয়ে আমার(সেলিম আনোয়ার) প্রেমে পড়েছে
পাগল করেছে, আমায় জাদু করেছে!!;)



বি. দ্রঃ পছন্দের হিরোইনকে নিজ দায়িত্বে খুঁজে নিন।
ব্লগের ললনাদের সহিত আমি শীঘ্রই বিদ্রোহ ঘোষনা করবো:P

৭৪| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:১২

শায়মা বলেছেন: নিজামুল ভাইয়ু!!!!!!!!!!!! সাবধান!!!!!!!!!!! বিখ্যাত পাগলার পাগলামী কিন্তু আবার শুরু হয়েছে।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাগলা কে???:(
আমি কিন্তু ভাল মানুষ:(
আমার প্রথম ছড়া পড়ুন! (রাগ করে সব ড্রাফ্ট করেছিলাম):(

কে হবে মোর গুরু

নিত্য দিনের কাজ ছিল মোর সামু ব্লগে পড়া
লাগত ভালো রাজনীতি আর ভ্রমন কিংবা ছড়া,
পড়া শেষে ভাবতাম ওরা ক্যামন করে লিখে?
আমিও তো লিখতে পারি ওদের কাছে শিখে।

কোমর বেঁধে লেগে গেলাম, খুজতে আমার গুরু
যদু মদু দিয়ে তো আর হয় না বিদ্যে শুরু।
প্রতিদিনই পড়া শেষে হতাশ হয়ে রই
এত খুজি, অত খুজি, গুরু আমার কই?

দিন চলে যায়, মাস চলে যায়, যায় যে চলে বছর
পাইনা খুজে গুরুকে আর হয় না শুরু ছফর।
লেখক হবার স্বপ্নকে তাই রেখে দিলাম পাশে
যার যা খুশি করুক সে তা, আমার কী যায় আসে?

হঠাৎ করে সেদিন আমার মাথায় এলো স্মরণ
বিশ্বজুড়ে পাঠশালা আর ছাত্র হবার চরণ।
সবার কাছেই কম বা বেশী শেখার কিছু থাকে
একেক জন একেক দিকে বুদ্ধি বেশী রাখে।

অবশেষে শপথ ভেঙে লেখা করলাম শুরু
যাদের লেখা লাগবে ভালো তারাই হবেন গুরু।
আজ
গুরুর দেখা পাওয়ার পরে, লাগছে আমার বেশ
ভালো থাকুন এই কামনায়, লেখা করলাম শেষ!!


৭৫| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১

শায়মা বলেছেন: পাগলাটা খেপেছে কমেন্টো করেছে....
রোজা রেখে রেখে তার মুন্ডুটা ঘুরেছে!

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও আপা!
দেখি, দেখি?
রোজা থেকে তোমার মাথায় শর্টসার্কিট হলো না তো?? :(



ব্লগে তো অনেক পাগল আছে?
কে ঐ ব্যাটা পাগল, ছাগল?X(
তার সাথে আমার বিদ্রোহ!!X(

৭৬| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: পোষ্ট মন্তব্য দু'টাই ভালো লাগল।

৩১ শে মে, ২০১৮ রাত ১১:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লজ্জা আর দিয়েন না প্রামানিক ভাই!

আমরা ইয়াং জেনারেশন একটু মজা করছি, :P
বোঝেনই তো;)

৭৭| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৩১

শায়মা বলেছেন: কে ঐ পাগল বলে কি আর সাঁকো নাড়াই আমি?
রোজার মাসে ছুটবে তবে সকল কাজ আর কামই ...
অনেক কষ্টে পাগল বাঁধা গরুর খুঁটির সাথে
যায়না বলা কখন আবার লেজ ওঠে তার মাথে....
তার চে ভালো সামলে রাখো, চোখটা রাখো খোলা
ঠুলি পরাও পাগল চোখে খেতে দাও বুট ছোলা......

০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি ছোলা, পেঁয়াজু খাই না!
ফল খাই, জুস খাই!!:)



গানাঃ
শুধু গান গেয়ে পরিচয়,
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়? :(

৭৮| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

শায়মা বলেছেন: হা হা চাঁদগাজী ভাইয়া আমার লাস্ট মারিং কাটিং ফাইটিং পোস্টে তোমাকে নিয়ে কি বলেছে দেখো!!!!

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়েস স্যার;)

৭৯| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার আগের নিকের নাম নগর বাউল না?

০১ লা জুন, ২০১৮ রাত ৮:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এই বুদ্ধি নিয়ে গোয়েন্দাগিরি??B:-)
তবে প্রশ্নটা প্রথম পতায় না করার জন্য ধন্যবাদ:)


যা দিয়েছো তুমি আমায়
কি দেবো তার প্রতিদান?
মন মজালে ওরে বাউলা গান....;)

৮০| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:১০

ইব্‌রাহীম আই কে বলেছেন: আজকাল ইয়ংরা রাজনীতিকে খুব বেশি করে ঘৃণা করে, এটা আমাদের পূর্বপুরুষদের কর্মকাণ্ডের ফলাফল।

তবে কিছু ইয়ং আছে যারা রাজনীতিতে ঘেঁষতে চায়, তবে সেটা দেশের সেবা করার জন্য না কিছু ক্ষমতা পেয়ে সেটার অসৎ ব্যবহার করার জন্য। যতদিন ইয়ং শিক্ষিত ছেলে-মেয়েরা রাজনীতিতে না জড়াবে ততদিন পর্যন্ত আমাদের বর্তমানের চলা রাজকৃতির (রাজনীতির সংস্কৃতি ) পরিবর্তন ঘটা সম্ভব না!

দাদা, ব্লগে নতুন এসেছি। আমার ব্লগে আপনার দাওয়াত। সময় করে একটু ঘুরে আসার অনুরোধ রইলো। আপনি মনে হয় প্রবন্ধ-সম্পাদকীয় এই ধরণের লেখা পছন্দ করেন, আপনার জন্য আমরা রোজা রাখছি না উপোস থাকছি?! মাদ্রাসার ছাত্র মানেই কি জঙ্গি? আমাদের ধ্যানধারণা ও অ্যামেরিকার ইতিহাস (ফিচার) এই দুইটা লেখা। একটু পড়বেন।

০১ লা জুন, ২০১৮ রাত ৮:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগে স্বাগতম প্রিয়!
যে ভাবেই হোক সুস্থ রাজনীতির দরকার!


ভালো থাকবেন। শুভকামনা।
লিংক দেবার জন্য ধন্যবাদ। আসছি...

৮১| ০১ লা জুন, ২০১৮ রাত ৮:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: আগের মন্তব্যটা ডিলেট করে দেন ওভার অ্যান্ড আউট B-)

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সমস্যা কি?
ওটা থাক!;)
ডিলেট করতে পারবো না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.