নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। :):):)

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৭


"বোঝাপড়া" – রবীন্দ্রনাথ ঠাকুর।

কেউ বা তোমায় ভালোবাসে
কেউ বা বাসতে পারে না যে,
কেউ বিকিয়ে আছে, কেউ বা
সিকি পয়সা ধারে না যে।
তোমায় কতক ফাঁকি দিবে
তুমিও কতক দেবে ফাঁকি,
তোমার ভোগে কতক পড়বে
পরের ভোগে থাকবে বাকি।।

মান্ধাতারই আমল থেকে
চলে আসছে এমনি রকম,
তোমারি কি এমন ভাগ্য
বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে।।

তোমার মাপে হয়নি সবাই
তুমিও হওনি সবার মাপে,
তুমি সর কারো ঠেলায়
কেউ-বা সরে তোমার চাপে।
তুমি ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি,
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি।।

আকাশ তবু সুনীল থাকে
মধুর ঠেকে ভোরের আলো
মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো।
যাহার লাগি চক্ষু বুঁজে
বহিয়ে দিলাম অশ্রুসাগর
তারে বাদ দিয়েও দেখি
বিশ্বভুবন মস্ত ডাগর।
মনেরে তাই কহ যে,
ভালো-মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে।।

সারমর্ম:
পৃথিবীর কোনো মানুষই অর্থ-সম্পদ, মান মর্যাদায় সমান নয়। এই অমোঘ সত্য সবাইকে মানতে হবে, না হলে মানবজীবন দুঃখে পর্যবসিত হবে। জীবনে চলার পথে বহু বাধা-বিপত্তি মানবজীবনকে স্থবির করে দেয়। ভালো-মন্দ, সুখ-দুঃখ, মঙ্গল-অমঙ্গল মানব অস্তিত্বের সঙ্গে বিদ্যমান। তাই যারা দুঃখ, অমঙ্গল, ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করতে পারে তাদের জীবনেই সার্থকতা নিহিত।।

বি. দ্রঃ
কবিতাটা আসলেই বেস্ট
যদিও সেটা কপি-পেষ্ট!
আপনার সবাই আমার গেস্ট
কাইজা ছেড়ে করেন রেস্ট..;)
লেখার আর নাই মুড,
থাকবেন সবে ভেরী গুড!:)

মন্তব্য ৬৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: আমরা সবাই গেস্ট,
খেলাম চেটেপুটে বেস্ট।
এবার তাহলে আসি হোস্ট,
সামনে দেখা হবে মোস্ট ।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওরে ও পদাতিক ভাই?
ভালো লাগে যখন আপনাকে প্রথমেই পাই!
যদিও কাজটা আমার ইজি!
তবু থাকবো আমি বিজি!!
কমেন্ট করলুম শেষ
থাকবেন সদা বেশ!!!:)

২| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। আজকে কবিতার দিন। কবিতার আবহাওয়া বিরাজমান।

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: স্বাগতম ভাই, ভালো লেখা চাই...:)


ব্লগের কবিতা তো পড়াই যায় না!:P
তাই কি আর করা
কবিগুরুই ভরসা!;)

৩| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিগুরু আমার সবচেয়ে প্রিয় কবি। :)

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার পছন্দ রবীন্দ্র, নজরুল, জীবনানন্দ, জসীমউদ্দীন! ;)

আর ব্লগের কবিরা? X(

৪| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:১১

লাবণ্য ২ বলেছেন: দারুন!

২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চমৎকার!;)

৫| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
ধন্যবাদ ভাই।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদটা কবিগুরুর কাছে পৌছে দিলুম!;)

শুধু বলতে চাই
ভালো থাকবেন ভাই!

৬| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ছোটো বেলায়, শিক্ষক বাবার মুখে বীরপুরুষ শুনে যে রবীন্দ্রনাথকে চিনে ছিলাম, বড় হওয়ার পরে দেখলাম এই মহাসমুদ্রে আমরা সামান্য সাঁতারেই খুশি। তাইতো আর অন্য কোথাও খুঁজতে যাই না আর। আপনি স্যর তাহলে আপাতত গান ছেড়ে এই পাড়াতে আছেন।

শুভ কামনা আপনাকে।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


সব খানেতেই আছি আমি
সব পাড়াতেই বাড়ী,
ইচ্ছে হলে দিতে পারি
মহাসাগর পাড়ি!:P

ছোট-খাটো কোন ছুঁতোয়
স্যার কেন হে! X(
ভাই মোর প্রিয় বচন
বলেছিনু যে??:(

৭| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৩

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় মানুষের....... চমৎকার কবিতার সাথে চমৎকার শানে-নজুল (সারমর্ম) আর শেষের রম্যটি আরেক কাঠি সরস। B-) B-)

কোন কিছু নিয়ে শুরু করার পর বিফল হলে আমরা থেমে যাই। কিন্তু কেন? জীবনে একটা ছোট্ট বিফলতা মানে এই না যে আপনার সবকিছু শেষ। আপনি আর কোন ভাবেই শুরু করতে পারবেন না। আপনার জন্য সুযোগ সব সময় অপেক্ষা করে কিন্তু আপনি চিনতে ভুল করছেন? একবার ভাবুন তো আপনার কি নেই যার জন্য আপনি পারবেন না? দেখুন তো যারা সফল হয়েছে তাদের বাড়তি কিছু ছিল কিনা?

১. যদি স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলেটি পরের দুই যুগে বাস্কেটবল ইতিহাসের শ্রেষ্ঠতম প্লেয়ার মাইকেল জর্ডান হতে পারে তাহলে আপনার অনেক কিছু করে দেখানো এখনো বাকি।

২. যদি ইউনিভার্সিটিতে সিনেম্যাটিক আর্টসে ভর্তি হতে না পারা ছেলে আজকের ইনস্টিটিউট অফ সিনেমা লেজেন্ডারি স্টিভেন স্পিলবার্গ হতে পারে তাহলে আপনিও কিছু একটা করে দেখাতে পারবেন।

৩. যদি নয় বছর বয়সে চাচাতো ভাইদের দ্বারা যৌন নির্যাতনের স্বীকার হওয়া দরিদ্র মায়ের কালো মেয়েটি একদিন টিভি লিজেন্ড অপরা উইনফ্রে হতে পারে তাহলে আপনি কেন নিঃশেষ হয়ে যাবেন?

৪. যদি মাথায় ক্রিয়েটিভিটির অভাবের দুর্নাম নিয়ে চাকরি থেকে ব্যর্থ যুবকটি পরবর্তীতে নিজেকে বিংশ শতাব্দীর অন্যতম ক্রিয়েটিভ আর্টিস্ট ওয়াল্ট ডিজনিতে পরিণত করতে পারে তাহলে আপনিও বাদ যাবেন না।

৫. যদি ওয়েইট্রেসের কাজ করা সিঙ্গেল মাদার মহিলাটি নিজের লেখা পান্ডুলিপি নিয়ে ২৭ জন প্রকাশকের কাছে ঘুরে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এক প্রকাশকের আট বছরের বাচ্চা মেয়ের অনুরোধে বই প্রকাশিত হওয়ার পর সেই বই হ্যারি পটার আর লেখিকার নাম জে কে রাওলিং হতে পারে তাহলে আপনার হতাশ হওয়ার মতো তেমন কিছু ঘটেনি।

৬. যদি চার বছর বয়স পর্যন্ত কথা বলতে না পারা, সাত বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম মানসিক প্রতিবন্ধি হিসেবে ধরে নেয়া বালকটি একদিন আলবার্ট আইনস্টাইন হতে পারে তাহলে আপনিও কিছু একটা হতে পারবেন।

৭. যদি ছেলেবেলায় হরমোন ডেফিশিয়েন্সি, অপুষ্টির স্বীকার ছেলেটি যার বাবার চিকিৎসা করানোর মতো টাকা ছিলনা সে একদিন সাফল্যে আকাশ ছুতে পারা লিওনেল মেসি হতে পারে তাহলে আপনার সামনেও নিশ্চিত অনেক দরজা খোলা আছে।

৮. যদি পেটে ভাত জোগাতে প্রিয় কুকুরটিকে ৫০ ডলারে বিক্রি করে দেয়া লোক, যার স্ত্রী অভাবের কারণে তাকে ছেড়ে দিয়েছিল সে আজকে সর্বকালের অন্যতম সেরা অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোন হতে পারে তাহলে আপনিও কিছু একটা হতে পারবেন।

৯. যদি নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া দুর্ভাগা ব্যক্তিটি পরবর্তীতে বিশ্বকে পাল্টে দেওয়া স্টিভ জবস হতে পারে তাহলে আপনারও অনেক কিছু করে দেখাবার বাকি আছে।

১০. যদি কালো হওয়ার কারণে শেতাঙ্গদের ট্রেনে জায়গা না পাওয়া ছোটখাট লোকটি একদিন মহাত্মা গান্ধী হতে পারে তাহলে আপনি কেন দমে যাবেন!?

১১. যদি সাতাশ বছর নির্জন দ্বীপে কারাবাস করার পর ফিরে আসা লোকটি দেশের প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা হতে পারে তাহলে আপনিও নিশ্চয়ই থেমে যাওয়ার পাত্র নন।

১২. যদি দু’পায়ে সাত বার সার্জারি করা ছেলেটি, সবাই যার ক্যারিয়ার শেষ ধরে নিয়েছিল সে ফিরে এসে নিজের দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হতে পারে তাহলে আপনারও উচিৎ…

(সংগৃহীত)।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:



এতবড় মন্তব্য দেখে
হয়ে গেনু ফিট :(
জ্ঞান যদি ফিরে কভু
আবার হবে মিট!

এই সুযোগে বন্ধু তুমি
করো নাকো চিট,
ফাঁকা দোলনা পড়ে আছে
রেখো আমার সিট :P

৮| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৫

কাওসার চৌধুরী বলেছেন:

হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে
সুরের ডানা মেলে
তোমার মনের উঠান,লেপে দেব
সাজিয়ে দেব ফুলে,তুমি এস,
তবু এস,ভালবেসে ।।

খেয়ালি শিশির লুটাবে তাই
আঁচল টেনেছে মেঘে
তোমারই জন্যে শুধু তোমার জন্যে

গোধূলি আকাশ লাজুক লাজুক
সন্ধ্যা এখনও জেগে
তোমার জন্যে শুধু তোমার জন্যে

আমি সেই সুখে আজ
ফেলেছি নোঙর আবেগ জড়ানো কূলে
তুমি এস,তবু এস ভালবেসে।

রাত নিঝুম জোনাক নাচে
চন্দন টিপ মেখে
তোমার জন্য শুধু তোমার জন্য

পদ্ম রাঙা ঝিলের ডালায়
চাঁদ যে কাব্য লেখে
তোমার জন্য শুধু তোমার জন্য

আমি সেই সুখে আজ, স্বপ্নলোকের,
দুয়ার দিয়েছি খুলে,তুমি এস
তবু এস ভালবেসে।

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ "একবার ভাবুন তো আপনার কি নেই যার জন্য আপনি পারবেন না? দেখুন তো যারা সফল হয়েছে তাদের বাড়তি কিছু ছিল কিনা?"

দারুন কথা ভাই
এটাই আমার চাই.:)
এখন আমি জিরো
হবো একদিন হিরো!;)

৯| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: সারমর্ম ভালো হয়েছে।
নিচের ছড়াও সেরাম।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

গুড গুড ভেরী গুড
ভালো হল আমার মুড;)

১০| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


এটা আমাদের রবী ঠাকুরের লেখা? উনার অবস্হা তো এক সময় ভালো ছিলো না কবি হিসেবে।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(

কবিগুরু বরীন্দ্রনাথ
কবে ছিলেন জিরো??X(
তিনি তো শুরু থেকেই হিরো..;)

১১| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৯

খালেদা শাম্মী বলেছেন: আহা! খুব ভাল লেগেছে।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

কার সে মাম্মি?
নাম তার শাম্মী!
এতদিন কেন চুপ
মারো কেন এত ডুব?? X(

১২| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

মনিরা সুলতানা বলেছেন: মাঝে মাঝে কপি পেস্ট কাজের জিনিস!!
আধামরাদের এভাবে ঘা দিলে ও কিন্তু হয়না ফিনিশ।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ঠিক ঠিক ঠিক
দারুন এক পিক!
কেউ ডাকে নীরা
ঠিক যেন হীরা!

বলে নেই লিক
মারো জোরে কিক!
দিলো কে হে গোল
সেকি ব্রাজিলের ছোল??;)

১৩| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন:


:)

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


লাভ নেই, লাভ নেই
যতোই দেখান খেল!
শুরু থেকেই ব্লগের কবিদের
নেই কোন বেল...:P

ব্লগের কবিতা পড়তে পড়তে
লাইফটা হলো হেল!:(
কবিগুরুর কাছে তারা
এক্কেবারে ফেল...;)


পুনশ্চঃ লিখতে থাকুন! আপনি এক উজ্জ্বল প্রতিভা:)

১৪| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৩

মনিরা সুলতানা বলেছেন: সে অবশ্যই ব্রাজিল
তা ছাড়া উঠবে কি মনতরঙ্গে ঢেউ ঝিলমিল !
হয়ত হতে পারত ইতালির ব্যাজিও
হৈল না হয় ফ্রান্স যদিও
সি আর সেভেন কে ও মানি বিশ্বসেরা-
এক্ষুনী চাই জালিবেত নিয়ে আসুক করতে এসবের সুরাহা।

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


বলে কয়ে শিখা আপা
দিয়েছেন ডুব!
কার ভয়ে আমি এখন
করে রবো চুপ?.;)

ব্রাজিলের সাম্বা
ঠিক যেন হাম্বা!:P
নাম যার নেইমার
পায়ে নেই জোর তার!;)

১৫| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ বাহ ! শিরোনাম এবং সারমর্ম, অল্প কথায় অনেক দামী কথা :-B আর প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে কপি পেস্ট ও ভালো লাগল সাথে নিজাম ভাই এর ছড়া :P

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:





এইতো কিছুক্ষণ
করেছি যে আমি পণ!
হিরো হতে না পারলে, আপুদের পেজে
যাইবোনা কক্ষণ...X(

শুরু হল সেই রণ
দিনু মোর প্রাণও মন!
ভালো থেকো ওহে জানেমান আপু
ব্লগে থেকো আমরণ!:)

১৬| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

আনাতোলিয়া বলেছেন: ব্যর্থতা কে গ্রহন করা সহজ কিছু না ভাই :(

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ইহা সত্য কথা ভাই!
ব্যর্থ লোকের কষ্টের শেষ
ইহজনমে নাই!!!

১৭| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: @লেখক বলেছেন:

এইতো কিছুক্ষণ
করেছি যে আমি পণ!
হিরো হতে না পারলে, আপুদের পেজে
যাইবোনা কক্ষণ...X(-------
আমি অনেকদিন থেকে আমার প্রিয় নিজাম ভাই কে আমার ব্লগ এ দেখিনা :( ভাবছিলাম যে, নিজাম ভাই কি রাগ টাগ করল নাকি :(( প্রশ্নের উত্তর যেন পেয়ে গেলাম আজ :( কিন্তু কেন হে প্রিয় নিজাম ভাই ? এই পণ ? কথার ফুলঝুরি আপু আপনাকে তার ব্লগে দেখতে চায় এবং সেটা নিয়মিত :-B আপনি বরাবর ই তো হিরো :D

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


কেমন করিয়া কই?
আপুদের আমি ভালোবাসিয়া করেছি কি খুব ভুল??:(
কলঙ্কের বোঝা ঘাড়ে নিতে হল
উপাধী পাইনু লুল!!:(

আর যে কি লিখিব ছাই
খুঁজিয়া পাইনা কুল!
কঠিন শপথ করেছি যে ভাই
নড়বোনা এক চুল!..X(

১৮| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:১৮

সিগন্যাস বলেছেন: কবিতা জানিনা না কিন্তু শেষে আপনার লেখাগুলো পড়ে দারুন মজা পেলাম।আপনি দীর্ঘজীবী হন

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


এই কবিতা সোজা
তবুও যায়নি বোঝা??:(


আপনিও কচ্ছপের মত দীর্ঘবীজী:P হন......

১৯| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: চাঁদগাজী বলেছেন:
এটা আমাদের রবী ঠাকুরের লেখা? উনার অবস্হা তো এক সময় ভালো ছিলো না কবি হিসেবে।

=p~ =p~ =p~ =p~ =p~

রবি ঠাকুর ব্লগিংয়ে থাকলে এই মন্তব্যেরে পর ব্লগ ছাইড়া বনবাসে চইলা যাইতেন :P
আপনার রম্য নিয়ে কিছু বলতে চেয়েছিলাম। এই রম্য মন্তব্য সব ভুলায়া দিছে =p~ =p~ =p~

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

যতোই হোক গাজী
আসলে উনি পাজি,X(
ভাবে যেন হিমু,
উনি দ্যান না কোন ইমু!!X(

কেমন করে বুঝবো আমি
রম্য নাকি জোক!(জোকস)
মনের সুখে ধরেছি গান,
ক্লাসিক না হয় ফোক!!;)

২০| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:২৫

শায়মা বলেছেন: বাহ বাহ বাহা বাহা
ভালো তোমার টেস্ট
দেবো নাকি একখান ক্রেস্ট!!!

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


এতক্ষণে তোমার আসার
সময় হল আপু!!:(
তোমাদের সাথে কথা না বললে
থাকিতে পারি না বাপু! :(

যেমনই হোক টেস্ট
চাইনা আমি ক্রেস্ট,
থাকবে তোমরা সারা জীবন
বন্ধু হয়ে বেস্ট???:)

২১| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: :) :) :)

ওকে ওকে বৎস
রেঁধে দেবো মৎস
শুটকি বা নোনা
পেত্নী গলা খোনা খোনা .... :P

২৫ শে জুন, ২০১৮ রাত ১০:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ভূত আর পেত্নীকে
ভয় আমি করি না, X(
শুটকি মাছকে
ভুলেও ছুঁই না!

নহি আমি বৎস
খাই নাকো মৎসX(
খাই শুধু রোস্ট
লাভ ইউ মোস্ট;)

২২| ২৬ শে জুন, ২০১৮ ভোর ৫:৩৯

সোহানী বলেছেন: কাইজা অনেক আগেই ছেড়ে রেস্টে আছি... ;) ... সো নো প্রবলেম!!!!!!

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:




বরফ কন্যা, আপামনির
অনেক দিনের রেস্ট,
চলেন আবার লড়াই করি
দেখি কে হয় বেস্ট!!;)

২৩| ২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: আপনার সারমর্ম টা আরেক বার এসে পরে গেলাম।
লেখার মধ্যে দিয়ে আমি মানুষকে বুঝতে চেষ্টা করি।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


কমেন্টের মধ্যে আছে
আনন্দের সুর,
কে এটা পাঠাইলো?
ভাই রাজীব নুর!!

২৪| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:২৭

কুঁড়ের_বাদশা বলেছেন:
মন্ডল ভাউয়া
হয়ে গেছে কাউয়া। :P

ভাউয়া এই পোষ্ট কী কারো উপরে অভিমান করে দিয়েছেন? :P

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:



এক যে ছিল সুন্দরী তমা
আর একটা খাটাশ ছেলে,
কান টেনে তার লাল করিমু
আমার ব্লগে এলে...:P

২৫| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৪

পবন সরকার বলেছেন: এক কথায় চমৎকার।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

কমেন্ট কে করিল?
ভাই পবন সরকার
এক লাইনে লিখিলেন
"এক কথায় চমৎকার"

২৬| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

কামরুননাহার কলি বলেছেন: চমেৎকার চমেৎকার হইয়াছে ভাই আপনার কবিতা।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

মন খুলে বলি,
ধন্যবাদ কলি..:)

২৭| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

কামরুননাহার কলি বলেছেন: কাইজা করতে আমার হেব্বি হেব্বি লাগে।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


ওরে ডিয়ার কলি
কানে কানে বলি
কাইজা করা ভালো নয়
খেলো গিয়ে হলি!;)


পুনশ্চঃ
দেখি তুমি কত্তো পারো,
আমার সাথে কাইজা করো! :P

২৮| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগের নব্য ছড়াকারকে স্বাগতম!

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


এতদিন কোন চিপাতে
করেছিলেন রেস্ট,
দোয়া করি ভালো থাকুন
ভাই সম্রাট ইজ বেস্ট..:)

২৯| ২৬ শে জুন, ২০১৮ দুপুর ১:২৩

তারেক ফাহিম বলেছেন: গেষ্ট হয়ে রেষ্ট করতে করতে এতক্ষন!
খানাপিনা কিছু পামু নাকি?

২৬ শে জুন, ২০১৮ দুপুর ২:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
পপকর্ন খেয়ে পেট ভরেনি বুঝি!
দেবো নাকি চা, কফি আর সুজি:P

৩০| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৬

কুঁড়ের_বাদশা বলেছেন:
এক যে ছিল সুন্দরী তমা
আর একটা খাটাশ ছেলে,
কান টেনে তার লাল করিমু
আমার ব্লগে এলে...:P


অবশেষে বুঝিলাম
মন্ডলের সাথে গল্ডগোল করে লাভ নাই। =p~ :P

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সবাই আরামে দাঁড়ান, এবার সোজা হোন.....
পিটি,প্যারেড শেষে, এখন আসুন সবাই শপথ বাক্য পাঠকরি....

আমি ওয়দা করিতেছি যে,সামুতে বিনা-পয়সায় সর্বদা লেখালেখি করিবার চেষ্টা করিব।এবং সেই সাথে সামুর সকল বিধি-বিধান মানিয়া চলিব।সামুতে যেমন প্রকার লেখক হোক না,কেন।আমি সর্বদা সকলের লেখা পড়িবার চেষ্টা করিব।অহেতুক, আমি কোন অখাদ্য,কু-খাদ্য লেখাতে গিয়া তৈল-জল মারিব না।আর কোন অকবিদের কবি নামে ডাকিব না।

প্রেম করিয়া ছেঁকা খেয়েছি ফেসবুকে, আর কবি হইয়াছি ব্লগে এসে।এ মনোভাবে কখনো ব্লগিং করিব না,কোন নারী ব্লগারদের সাথে সখ্যতা গড়িয়া তুলিব না,এবং তাহাদের ব্লগে অপ্রয়োজনীয় মন্তব্য করিব না.....

শপথ বাক্য শেষ,সবাইকে দার্শনিক কুঁড়ের বাদশার পক্ষে হইতে শুভেচ্ছা প্রদান করা হইল।:P:D

৩১| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মাইনকা চিপা ছিল না তা জেনে রাখুন ভাই
রেস্ট এ ছিলাম শুধুই জানুন অন্য কারণ নাই।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ওকে ওকে
অনেক হলো রেস্ট,
শুরু করুন লেখালেখি
ভালো যার টেস্ট..;)

৩২| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার আদেশ নিলাম আমি শিরোধার্য করে
লেখালেখি করতে শুরু আসব আরো পরে।

২৬ শে জুন, ২০১৮ বিকাল ৩:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

ধন্য হলুম ধন্য
কমেন্টেরই জন্য!


ভালো থাকবেন সম্রাটজ্বী!
কাজ আছে, লগআউট করলাম!:)

৩৩| ৩০ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৯

ফ্রিটক বলেছেন: আমার প্রিয় একটি ছড়া। পড়ে ভাল লাগল

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাইয়ু!

ভালো থাকবেন। :)

৩৪| ০৯ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: আপনিও একটা রবীন্দ্রনাথের কবিতা লিখে ফেলুন

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবিতা লিখতে পারি না। তবে ছড়া টুকটাক পারি....



আমার পেজে এ কে এলো
ও মোর খোদা,
ঠিক করে পড়ে দেখি
নাম তার উদা।

পড়াশোনায় হিরো সে
বুদ্ধি আছে ঢের
দাওয়াত রইলে মোর পেজে
আসিবেন ফের।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.