নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি. দ্রঃ এটি কমেডি, রোমান্স ও অ্যাকশানধর্মী পোস্ট!!
প্রথমেই একটা গানাঃ
চুরি করেছো আমার মনটা,
হায়রে হায় মিস লংকা,
ঝড়ো হাওয়া যেন যৌবনটা
হায়রে হায় মিস লংকা.....
ইদানিং চুরি নিয়ে ব্লগের কয়েক জনের মধ্যে "পঁচা শামুক কান্ড" বেঁধে গিয়েছে! তাদের মধ্যে একজন আমাকে এসব নিয়ে পোস্ট দিতে বলেছিল। আমিও একটা ফান পোস্ট দেবার কথা বলেছিলাম! তাই বাধ্য হয়ে পঁচা শামুক দূর করতে এই বুলডোজার পোস্টের আবির্ভাব।
বাংলা সাহিত্যে চোরঃ
চোর ও চুরি বাংলা সাহিত্যের এক বিশাল সম্পদ। যেমনঃ
তস্কর! হাতটান!
চক্ষুদান! পুকুর চুরি!
চোরের মায়ের বড় গলা!
চোর পালালে বুদ্ধি বাড়ে!
চোরের দশদিন গেরস্থের একদিন!
..... ......
আচ্ছা? আলিবাবা ও চল্লিশ চোরের, চিচিং ফাঁক কথাটি আপনাদের মনে আছে নিশ্চয়!!
চুরি নিয়ে কিছু ঘটনাঃ
ঘটনা তো অনেক কয়টা বলবো? ছোট বেলায় দুষ্টোমি করে মায়ের আচার, ডিম, টাকা; অন্যের বই, আম, শশা..... সহ কতো কী যে চুরি করেছি? সব বলতে গেলে আমারই তো ফাঁসি হবে... (যদিও আমার পাঁচ জোড়া জুতো, কয়েক হাজার টাকা, একটা মোবাইল চুরি গিয়ে, সুদ-আসল বকেয়া এতদিনে মনেহয় সব উসুল হয়ে গিয়েছে)
নাটক/সিনেমায় চোর ও চুরিঃ.
নাটকের কথা আসতে পছন্দের দুটি মানুষকে মনে পড়ল: বৃন্দাবন দাশ ও সালাউদ্দিন লাভলু। চোরদের নিয়ে আমার পছন্দের কিছু নাটক আছে। যেমনঃ চঞ্চল চৌধুরি ও শাহনাজ খুশির "চোরের বউ" আর সুপার হিট "সাকিন সারিসুরি" । মগাসর্দার, জংসন কাকা, সাধন দাশ, গুরুদাশ, রুইতন, রঞ্জু, জাপান ডাক্তার, গোলাম, হান্নান-মান্নান, শিউলী ফুল, কাকলী, কস্তুরী, বাসন্তী বৌদি...... ওরা এখনো আমার চোখের সামনে ভাসে। এই নাটকে আমার নামেও একটা চরিত্র আছে(সাহেব মন্ডল), তবে সে ভিলেন। নাটকটা দেখলে ছিঁচকে চোরকে মারার আগে, যে কেউ অন্তত দশবার ভাববে!!
বিরতি ..................................................................................
চুরি নিয়ে গোপাল ভাঁড়ের ঘটনাঃ (সোনার চাষ!)
কৃষ্ণনগরের রাজবাড়ীর বাজারের দায়িত্বে ছিল গোপাল। বাজারের সময় তিনি হিসেব মেলতে পারতেন না। একদিন সে ধরা পড়ল। রাজা কৃষ্ণচন্দ্র সাজাস্বরুপ তাকে হিমালয়ে পাঠানোর হুকুম করলেন। গোপাল অনেক অনুনয় বিনয় করলো, যে হিমালয়ে গেলে ঠান্ডায় জমে সে মারাই যাবে। কিন্তু লাভ হল না, রাজা কৃষ্ণচন্দ্র তার কথায় অনড়।
এবার গোপাল একটা ফন্দি আঁটলো। সে মহারাজাকে বলল, "হিমালয়ে যেতে আমার আপত্তি নেই। তবে আমি যে সোনা ফলানোর বিদ্যেটা জানি সেটা তো কাউকে শিখিয়ে যেতে হবে?"
গাছেও সোনা ধরে! এটা শুনে রাজা সহ রাজসভার সবাই অবাক!! রাজা তো গোপালকে হিমালয়ে পাঠানোর কথা বেমালুম ভুলে গেলেন। গোপালের এই আশ্চর্য ক্ষমতার কথা শোনার পর রাজসভার সবাই গোপালকে তাদের নিজ নিজ বাসায় নিয়ে যেতে চায়। অবশেষে তাকে রাজ কারাগারে রাখা হয়। গোপাল এই সুযোগে সোনার বীজ তৈরীর বাহানায় দশ জনের খাবার সব(মিষ্টি, দই, ছানা, মাখন, ক্ষীর, লাবড়ি.....) একাই সাবাড় করা শুরু করলো।
এদিকে সোনার বীজ বপনের দিন চলে আসলো। সবাই মহা উৎসবে জমিতে চলে গেল। চাষবাস করে বীজতলা তৈরী। মহারাজা গোপালকে বীজ বপন করতে বলল। কিন্তু গোপাল বলল, "মহারাজ, আমি তো বীজ বপন করতে পারবো না। আমি যে চোর! এই বীজ এমন কারো হাতে বপন করতে হবে যে কোনদিন চুরি করে নি। অন্যথায় সোনার চারাগাছ বের হবে না।" রাজা মন্ত্রীকে কাজটি করতে বলল। মন্ত্রী বলল, "মহারাজ, বেতনের সামান্য কটি টাকায় আমার চলে না, রাজকোষের দু-চারটা মোহর এদিক-ওদিক হয়ে যায়। তাই আমি সোনার বীজ বপন করলে তার চারা গজাবে না।"
এদিকে সেনাপতি, রাজপন্ডিত, রাজ জ্যোতিষী, বিজ্ঞানী, সভাকবি, জহুরী সবাই কিছু না কিছু হাতটান/চক্ষুদান করেছে। সুতরাং তাদের কেউই বীজ বপনে রাজী হল না। শেষে কাউকে না পেয়ে সভাসদরা মহারাজাকে ধরলো। রাজা তো তোতলাতে শুরু করলো! সভাসদরা বলল, "মহারাজা আমরা তো অভাবে পড়ে চুরি করি, আপনার আবার কীসের অভাব?" মহারাজা বলল যে, সে ছোটবেলায় মায়ের সিন্দুক থেকে নাড়ু সহ এটা সেটা চুরি করে খেয়েছে! সুতরাং তারা বপন করা বীজ থেকেও চারাগাছ গজাবে না।।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়া হল; সোনার বীজ থাক, গোপালকে হিমালয়ে পাঠানো হোক। এবার গোপাল তার ভুঁড়ি দোলাতে দোলাতে বলল, "মহারাজ, সবাই তো কিছু না কিছু চুরি করেছে? তাহলে, শুধু আমিই কেন সাজা পাব?"
এবার মহারাজ গোপালের চালাকি ধরতে পারলেন। ঠিকই তো, সবাই তো কোন না কোন ভাবে চোর। তাহলে গোপাল একাই কেন সাজা পাবে? গোপালের বুদ্ধি দেখে হাঁসতে হাঁসতে তিনি গোপালকে রাজসভার ভাঁড় নিযুক্ত করলেন। এরপার থেকে গোপালের নাম হয়ে গেল "গোপাল ভাঁড়"। এমন মজার মানুষকে তিনি কি হিমালয়ে পাঠাতে পারেন???
(এটা আমিই টাইপ করেছি! গতকাল অনেক খুঁজলাম, কিন্তু গল্পে লিংক পেলাম না, ইউটিউবেও পেলাম না! অথচ টাইপ করা শেষে না হতেই গল্পের নাম মনে পড়ল। লিংকও পেলাম। এখন মনে হচ্ছে, "ধূর, কষ্টকরে টাইপ করাটাই সার।" এমন অবস্থায় কার মেজাজ ঠিক থাকে বলুন?? সোনার চাষ, পর্ব-১৭)
বিরতি নিন . ...............................................................
চোর ও চুরি নিয়ে একটি ছড়া
প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা,
আমাদের স্বপ্ন, আমাদের চেতনা।
কিছুটা মূল্য পেয়ে ভাবি বুঝি শোধ-বোধ,
ন্যায় নীতি ত্যাগ করে, মানুষ আপোস ক’রে,
চুরি গেছে আমাদের সব প্রতিরোধ।
এর পর কোনো রাতে, চাকরটা অজ্ঞাতে,
সামান্য টাকা নিয়ে ধরা প’ড়ে হাতে নাতে।
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিত্কার করে বলে —
চোর, চোর, চোর।।
প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা,
প্রতিদিন চুরি যায় আমাদের ভালবাসা।
জীবনী শক্তি চুরি গিয়ে আসে নিরাশা,
সংঘাত্ প্রতিঘাত্ দেয়ালে দেয়ালে আঁকা,
তবু চুরি যায় প্রতিবাদের ভাষা।
কখনো বাজারে গেলে, দোকানী কিশোর ছেলে,
কাঁপা কাঁপা হাত নিয়ে, ওজনেতে কম দিলে,
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিত্কার করে বলে —
চোর, চোর, চোর, চোর, চোর।।(মাথায় কিছু ঢুকলো?)
উপসংহারঃ
আমি তো আজকেই উপরের কবিতাটা কপি-পেষ্ট করলাম। আমাকেও কি হিমালয়ে যেতে হবে। ওরে বাবা! ঠান্ডার মধ্যে আমি মইরাই যামু!! সামুর পাঠক সমাজ? আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, এমন কে আছেন; যিনি কখনো, কোনদিন, কোনকিছু চুরি করেন নি???
পুনশ্চঃ
স্বয়ং শ্রীকৃষ্ণ ননী/মাখন চুরি করে খেয়েছে, আর আমরা তো কোথাকার কোন ম্যাওপ্যাও! ও ভালো কথা, এসব দুষ্টো, মিষ্টি চোরাই কাহিনী না থাকলে লাইফটা কি জমে??
@কুঁড়ের_বাদশা
@স্বপ্নের_ফেরিওয়ালা
@জগতারন
কই সোনা মানিকেরা?
দুষ্টোমি না করে, একটু মনযোগ দিয়ে পড়োঃ
এই পোস্ট একটা ফাঁদ/টোপ ছিল। তবে এটা চোর নয়, সাধু ধরার ফাঁদ। আপনার টোপ গিলেছেন!(আহা, সাধু! সাধু!) যদিও টোপে বড়সির জায়গায় ওষুধ দেয়া ছিল! কিন্তু মনে হচ্ছে ওষুধে কাজ হয়নি!!
আচ্ছা?
আপনারা কি আকাইম্মা?
আপনাদের খেয়ে পরে কোন কাজ নেই?
আপনারা ফাউল/ইজি কাজে এত বিজি কেন??
চাকরি লাগবে?? না লাগলে চাকরির ব্যবস্থা কইরা দ্যান, আমার কাছে অনেকে ঘ্যান ঘ্যান করছে? কিন্তু আমার পাওয়ার কম। আপনাদের উসিলায় তাদের একটা গতি হোক!!!
২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার লেখাকেউ চুরি করে পোস্ট করলে খুব ভাল লাগে। এরকম মানুষকে আমি খুজি।
---মামুন!
তোমার কথা শুনে খুব ভালো লাগল!
এটা হল বড় মনের মানুষদের কথা! লিখতে থাকো!!
২| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৪৩
সোহানী বলেছেন: বলার কিছু নাই.... ফেবুর উৎপাতে সবার লেখক হবার বাসনায় লেখা চুরি এখন ডালভাত।.......... কোন আইনই এইটা ঠেকাতে পারবে না।
ও ভালো কথা.. লিখা অসাধারন হইছে....
২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ আপা!
আপনি কোনদিন চুরি করেন নি??
ফেসবুকের কবিতা কেউ পড়ে নাকি???
দু-একটা লেখা চুরি করলে সমস্যা কি?
কি আমার রবীন্দ্র নজরুল রে???
৩| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৪৫
জুন বলেছেন: আমি তখন ক্লাস সিক্সে পড়ি। আমাদের পাশের বাসায় একটা পেয়ারা গাছ ছিল আর সেই গাছ জুড়ে থাকতো ডাসা পেয়ারা। কিন্ত সেই বাসার সদস্যরা ছিল অদ্ভুত, পাকার আগে তারা খেতো না, কাউকে পারতেও দিতোনা
আমিতো জিভে জল নিয়ে চেয়ে চেয়ে থাকি। একদিন ঘোর সন্ধ্যায় নিজেকে আর সামলাতে না পেরে হাতের নাগালে ঝুলে থাকা পেয়ারায় যেই হাত দিয়েছি তাকিয়ে দেখি সে বাড়ির বড় ছেলেটি সাঝের আধারে গেটের সামনে নি:শব্দে দাঁড়িয়ে আমার কীর্তিকলাপ দেখছে
সবচেয়ে মজার ব্যাপার হলো কি মন্ডল সাহেব সেই ছেলেটিই পরবর্তীকালে পেয়ারা চোরটাকে বিয়ে করেছে
আমার শাশুড়িও পরবর্তী জীবনে আমাকে দুচার বার শুনিয়েছে "তুমিতো পেয়ারা চুরি কইরা আমার পুতের হাতে ধরা পরছো"
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আহা!
পেয়ারা চোর!
এতো আমার পোস্টের চেয়ে ভালো খবর!
"তুমিতো পেয়ারা চুরি কইরা আমার পুতের হাতে ধরা পরছো"
--
আপা হলো চোর, আর
দুলাভাই কি সাধু??
পেয়ারা বাগানে গিয়ে তারা,
পড়ল প্রেমের জাদু!! (নাহ্ ছন্দ মিলল না)
দারুন আইডিয়া!
চোরকেই বিয়ে করতে হবে!
৪| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখা চুরি নিয়ে ব্লগে একসময় তুলকালাম হয়ে গেছে। সেজন্যই আজও কেউ নিজের লেখাও কপি করতে পারে না।
২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৫৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিজের লেখা কপি করলে সমস্যা নাই!
অন্যের লেখাও কপি করা যাবে, তবে সূত্র উল্লেখ করলে দায়িত্বশীলতার পরিচয় মেলে!!
ব্লগারদের ভাব বেশী!
দু-লাইন কি সব লিখে মনে করে ওটা কহিনুর হিরে! লেখা ছুঁলে/চুরি করলে কোটি টাকা লস...
এসব একেবারে ম্যাওপ্যাও ধারণা!!
৫| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:০০
জুন বলেছেন: ওহ আরেকটা কথা লিখতে ভুলে গেছি সেটা হলো আমার লেখা চুরি হলে মনে একটা ভাব আসে। মনে হয় আমার এই ম্যাওপ্যাও লেখাও তাহলে চুরির যোগ্য
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার লেখা চুরি হলে মনে একটা ভাব আসে। মনে হয় আমার এই ম্যাওপ্যাও লেখাও তাহলে চুরির যোগ্য?
-- এসব হলো বড় মনের মানুষের কথা! সবাই এভাবে ভাবতে পারে না!
আমাদের নুর ভাইও এই লাইনের মানুষ!!
৬| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন: ১। চোরে চোরে মাশতুত ভাই
২। চোরের উপর বাটপারি
৩। চোরে শোনে না ধর্মের কাহিনী
মন্ডল ভাই ভালো লেগেছে আপনার লেখা, রম্যের অভাব পূরণ হবে ব্লগে - আসছি আমিও আপনার সাথে
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
মাহমুদ ভাই জিন্দাবাদ
আপনার লেখা পড়ার সাধ!
রম্য করেন শুরু
দেখা হবে গুরু..
৭| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:১৭
রাজীব নুর বলেছেন: একসময় আমিই তো কত মানুষের লেখা চুরী করেছি। অবশ্য তখন অবুঝ ছিলাম।
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ক্লাস সেভেনে আমিও পেপারের ছড়া নিজের বলে বন্ধুদের থেকে বাহবা নিয়েছি!
৮| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: আমি করি নাই কারও লেখা চুরি ভাল হোক আর মন্দ হোক নিজে লিখে পাশ নম্বর পেলেই আমি খুশী
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৪৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওরে ফুলঝুরি
কোনদিনও কক্ষনো করো নাই চুরি!!!
লেখালেখি বাদ দিয়ে
আম, লিচু বা ছুরি??
৯| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৩২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার।
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ধন্যবাদ ভাই!
১০| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৩৭
খায়রুল আহসান বলেছেন: কী আর করবে চোর বেচারারা! তাদের প্রেমিকারা তাদের কাছ থেকে কবিতা চায়, সাহিত্য চায়। নিজের তো সাধ্যি নেই, অগত্যা...
তবে জুন এর চুরি করে ধরা পড়ার মধ্যে বেশ নাটকীয়তা আছে। বোঝাই যাচ্ছে, সেই ঘটনাটাই ছিল এক সফল প্রেম কাহিনীর সূত্রপাত!
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তাহলে প্রেমিকদের জন্য চুরি করা বৈধ ঘোষনা করা হোক!!!
জুন আপুর কথা আর বলবেন না! সে যা রসিক.....
চুরি করে ধরা পড়ার সময় তার মুখটা যে কেমন লাল হয়েছিল? ভাবতেই আমি হেসে ক্ষুন......
ভালো থাকবেন শ্রদ্ধেয়!
১১| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৪৪
সিগন্যাস বলেছেন: হে হে হে গোপালের ঘটনাটা জানতাম না।পড়ে ভীষণ মজা পেলাম
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৪৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
এবার আপনার চোরাই কাহিনী বলুন......
,
১২| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৪৯
সিগন্যাস বলেছেন: আমি বাবা চুরিটুরি কখনো করি নাই
সাধু সাধু
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওমা সেকি???
আম, লিচু, পেয়ারা, বাবার পকেট থেকে টাকা, পড়া চুরি করা, কারো মন চুরি করা.......
এসব কোনটাই করেন না???
১৩| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৫১
পবন সরকার বলেছেন: হে হে হে দেশ ভরা চোর, লেখা তো কিছু না।
২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সরকার সাহেব!
আমি এটাই বোঝাতে চাচ্ছি!
আর কবিতাটা ঐ জন্যই দিয়েছি!!
১৪| ২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৫৮
মিন্টু ভাই বলেছেন: লেখা চুরি করা স্বাস্থ্যের জন্য ভালো।
২৭ শে জুন, ২০১৮ রাত ১০:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
দুষ্ট, মিষ্টি সৎ চোরদের আমি পছন্দ করি!
১৫| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:০২
ভ্রমরের ডানা বলেছেন:
চুরি করে লেখা একটা রোগ!
২৭ শে জুন, ২০১৮ রাত ১০:০৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ব্লগে দু-একটা রোগী থাকা ভালো, তা না হলে ডাক্তারেরা যে না খেয়ে মরবে!!
১৬| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:০৯
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ওমেরা চোরকে সংবর্ধনা দেওয়া হোক।
২৮ শে জুন, ২০১৮ রাত ১২:৪৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কুঁড়ে কে আমার সাথে মুলাকাত করতে বলেন!
ওকে চানাচুর খাওয়াবো!
আপনি নাকি স্বপ্নের_ফেরিওয়ালা?
আপনার ফেরি গিরির একি হাল??:B
কেউ যদি চুরি করে!
আমার কি, বাল???
সাকিন সারিসুরি নাটক দেখেছেন??
১৭| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:১০
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ওমেরা চোর নিজ মুখে স্বীকার করেছে সে একটা চোর।
২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
(আমি চোর! ) আর
(আমি চোর।)
এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে সেটা আপনি জানেন??
আর চোর ধরে আপনি কি প্রমান করতে চান??
এসব ধরে এক পয়সার লাভ নেই!!
লুলামি বাদ দিয়ে পারলে কিছু লিখুন!!
১৮+ মুভির লিংক লাগবে???
১৮| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:১৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ওমেরার লেখা চুরির কিছু প্রমাণ, যে কারণে ওমেরাকে এখনও চোর বলা হয়।
২৮ শে জুন, ২০১৮ রাত ১২:৩১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওরে!
কেউ আমারে বিষ আইনা দে!!!!
এসব লুলামি বাদ দিয়া আপনি গোয়েন্দা বাহিনীতে ঢুকেন!! বউ বা্চ্চা লইয়া সুখে থাকবেন।।।
ফানি বিজ্ঞাপনঃ মেকাপ পিংকি
https://m.youtube.com/watch?v=5AHXfwi4CK8
১৯| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:২৫
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ঝান্ডু বামের লেখা খুঁজলাম কিন্তু পেলাম না। তবে এই লিংক পড়তে পারেন,
ওমেরা যে লেখা চোর ছিল তার কিছু ফ্লেবার পাবেন
view this link
২৭ শে জুন, ২০১৮ রাত ১০:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আগে চানাচুর চাবান...
গানাঃ
মে ঝান্ডুবাম হুয়ি
ডারলিং তেরে লিয়ে......
আপনি কি তিন গোয়েন্দার সদস্য?
আমার কয়টা নিক, বের করেন তো?
২০| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:৫১
নীলপরি বলেছেন: আপনি বেশ মজা করে লিখেছেন । ভালো হয়েছে । তবে বিষয়টা সংবেদনশীল ।
শুভকামনা
২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৩১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লাল পরি?
আমি জানি বিষয়টা সংবেদনশীল!
আমি শুধু এটাই বোঝাতে চেয়েছি, পৃথিবীতে কেউ সাধু পুরুষ নয়! না আমি, না আপনি, না অন্য কেউ(যারা চোর চোর বলে মুখে ফেনা তুলে!!
মানুষ যে কেন এসব বোঝেনা??
ভালো থাকবেন।
২১| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:৫৫
হায়া বলেছেন: @ স্বপ্নের ফেরিয়লা আপনি যে দুইটা কবিতা দিয়েছেন সেখানে তো ওমেরার নামই লিখা আছে তাহলে আমরা বুঝব কিভাবে ওমেরা এগুলো চুরি করেছে। আপনি সেই লিংক দেন যেখান থেকে ওমেরা ওগুলো নিয়েছে তাহলে না প্রমান হবে সে চোর।
আর আপনি যে লিংক দিয়েছেন সেখানে গিয়েও দেখলাম ওমেরা ঝান্ডবাম কে যে চ্যালেন্জ দিয়েছে ঝান্ডুবাম তো সে চ্যালেন্জ গ্রহন করার মত সততা দেখাতে পারে নাই ।
আপনার যদি সৎ সাহস থাকে তাহলে এই কবিতা গুলোর লিংক দেন আর কুরে কেউ ওমেরার সাত বংগা ভালবাসার এই কবিতার লিং দিতে বলেন। তাহলে প্রমান হয়ে যাবে ওমেরা চোর আমারা সব ব্লগাররা তাকে বয়কট করব ।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি জানি আপনি ও......
মাফ চাই, দোয়া চাই।।
২২| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আবার চুরি করা লাগে নাকি??
আমি চাকুরীতে ব্যস্ত না থাকলে দিনে কয়টা কবিতা লিখতাম আল্লাহ জানে । একরাতে ২২টি লিখেছিলাম ।
২৭ শে জুন, ২০১৮ রাত ১১:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
এইতো বীরের মত কথা!
আপনার ব্রাজুকাদের জন্য শুভকামনা...
২৩| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:২৫
সুমন কর বলেছেন: সব মিলিয়ে পোস্টটি বেশ মজার হয়েছে। ৩নং মন্তব্যটির জন্য পোস্টটি সার্থক।
ফেবুর জন্য আজকাল ডিজিটাল চোরের সংখ্যা অনেক বেড়েছে। সবাই কবি, লেখক কিংবা লাইক খাদক হতে চায়...
২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৩৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই!
আমি মজা করার জন্যই পোস্ট টি দিলাম!
কিন্তু জুনাপু ছাড়া কেউ সেটা বুঝলো না!!!
২৪| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৪৮
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: মন্ডল সাহেব: অমিতো কোনো ব্লগই লেখবার পারি নাইক্কা, আমি চুরি করমু কেমতে ? ফিরিশতার মতো নিষ্পাপ অহনো ... আপ্নে অনুমতি দিলে আপনার পোস্টে নতুন কৈরা আসা ঘুঁটের কুঁড়ের সাইডকিক ফেরিওয়ালারে কিছু কইবার মুঞ্চায় (অগো সবার পিছনের মাস্টার মাইন্ড কাপুরুষ এই ব্লগের একখানা কবি আছে অবশ্যি সে সামনে আইবো না, আড়ালে মিন মিন করবো |কিন্তু আইজকা এক্সপোজড হইয়া গেছে) |
২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৫৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওকে!
আপনি শুধুমাত্র একটা মন্তব্য করেন!
তবে যুক্তিসহ, পয়েন্ট টু পয়েন্ট!
ঝগড়া করলে খারাপ বলে লোকে,
তাই নো ঝগড়া! ওকে?
২৫| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৫৬
কুঁড়ের_বাদশা বলেছেন:
ওলো সুন্দরী তুই জলদি আয় তুলবে ছবি দেখবে দুনিয়া।
২৮ শে জুন, ২০১৮ রাত ১২:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বন্ধু আমির খান!
১৯শে গিয়ে চানাচুর খাও!
এতক্ষণ কোথায় ছিলে, কোন নিকে??
স্বপ্নের_ফেরিওয়ালা কে হে???
ছবিটা ফেক!!
২৬| ২৮ শে জুন, ২০১৮ রাত ১২:০৩
কুঁড়ের_বাদশা বলেছেন:
@স্বপ্নের ফেরিয়লা ওস্তাদ
এতোদিন কই ছিলেন? ওমেরা চুরের চুরি ধরেছিলাম জন্য সে আমাকে ব্লক করেছে রেখেছে।
দার্শনিক কুঁড়ের বাদশাকে অপমান করেছে।
২৮ শে জুন, ২০১৮ রাত ১২:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে বান্দরের দল, কাইজা না করে তোরা গিয়ে ফুটবল খেলা দেখ!!!
আর খেলার পাশাপাশি আড্ডা(নট ক্যাচাল) দিতে চাইলে, কুঁড়েকে নিয়ে একটা ফান পোস্ট দেই?
পুনশ্চঃ গত তিনদিন ধরে,
কুঁড়ের_বাদশা
নিভৃতেনৈঃশব্দে ও
স্বপ্নের_ফেরিওয়ালা
এদের মুখে ওমেরা নাম শুনতে শুনতে আমি অর প্রেমে পইড়া যামু!!! তোদের আমি কোপামু!!
এবার তোরা ভাই থাম
এমনি আমি লুল,
আবার প্রেম করে
করমুনা আর ভুল...
২৭| ২৮ শে জুন, ২০১৮ রাত ১২:৩৮
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: @হায়া
@ স্বপ্নের ফেরিয়লা আপনি যে দুইটা কবিতা দিয়েছেন সেখানে তো ওমেরার নামই লিখা আছে তাহলে আমরা বুঝব কিভাবে ওমেরা এগুলো চুরি করেছে। আপনি সেই লিংক দেন যেখান থেকে ওমেরা ওগুলো নিয়েছে তাহলে না প্রমান হবে সে চোর।
আপনি প্রথমে ওমেরার ব্লগে গিয়ে সমস্ত পোষ্ট পড়ে দেখুন,দেখবেন আমার দেওয়া উপরের কবিতাগুলো নাই। কারণ ঐ কবিতাগুলো চুরি করা কবিতা ছিল। ওখানে আমার মন্তব্য ও পোষ্ট ডিলিট করা হয়েছে। এতে করে কী বুঝলেন? ওগুলো চুরি করা কবিতা ছিল।এছাড়া তার আরো ১৩ টি পোষ্ট সাথে সাথেই ডিলিট করেছে। যেমনটা ঝান্ডুবামও বলেছে। চোরে শুনে না ধর্মের কাহিনী। ঝান্ডুবামকে সে এমনি চ্যালেন্জ করেছে।সে একজন র্নিলজ্জ ও মিথ্যাবাদী মহিলা। সত্যটা আমার জানানো দায়িত্ব তাই জানালাম। বাকিটুকু আপনি তাকে বয়কট করবেন, কী করবেন না জানিনা।
২৮| ২৮ শে জুন, ২০১৮ রাত ১২:৫২
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
আমি পোস্ট দিলাম আপনাদের লাইনে আনার জন্য,
কিন্তু আমিই তো দেখি বেলাইনে চইলা যাচ্ছি.....
আপনার কোন চিন্তা নাই। এখন আপনি নাকে তৈল দিয়ে ঘুমান। ওমেরাকে সাইজ আমি করছি।আর ঝান্ডুবামকে খবর দেওয়া ব্যবস্থা করছি। এবার দেখি ওমেরার চোরের পক্ষে কতজন দালাল ওর পক্ষে কথা বলে। সাথে থাকুন আর দেখতে থাকুন।
২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার ১৯নাম্বার কমেন্টের লিংকে গেলাম। পোস্টও পড়লাম।
আমার কাছে, মিজানুর নামের ছেলেটা ভালো! যদিও সে চোর!(সে ক্ষমা চেয়েছে!) কিন্তু আপনাদের সাধুগুরু নান্দনিক নন্দিনী একটা লুল! কি সব বালছাল লিখে কথা দিয়েও ছেলেটাকে আপমান করেছে/করছে!! ওমন লেখকদের আমি কেয়ার করি না!
বি.দ্রঃ ওমেরাকে নিয়ে আর ম্যাওপ্যাও করবেন না!
২৯| ২৮ শে জুন, ২০১৮ রাত ২:৪৪
নিভৃতেনৈঃশব্দে বলেছেন: মন্ডল সাহেব, আপনি কি দিলেন রম্য পোস্ট আর এই খানে যত ছাগলের আনাগোনা শুরু হৈছে ।
পুরোনো বান্দর ফেরিওয়ালা আবার পুরোনো কাসুন্দি নিয়ে আইছে । এই ছাগলগুলা স্ক্যানটাও ভালো কইরা দেখেনাই যে দুইটো স্ক্যানই সামুর । এক নিকে দুইটা একাউন্ট করা যায় না। যেইটা হইবার পারে সেইটা হইলো ওমেরা নিজের কবিতা প্রথমবার পোস্ট করার সময় এক ফটো দিচ্ছে আর রিপোস্ট করবার সময় ফটোটা চেঞ্জ করছে । রিপোস্ট করার সময় ফটো চেঞ্জ করা যায় । ওই কবিতা চুরি হইলে একটা ফটো আসল হইবার কথা তাইলে । চোরে কি আসল ফটো দিবো ?চুরি ধরার স্বঘোষিত আইজিগো কি এই রকম রামছাগল হইলে চলে কনতো মন্ডল সাহেব ? আর একখান কথা এই ফেরি রামছাগল যদি নাই জানে কোনখানথে এই কবিতা চুরি হৈছে তাইলে এই ব্যাক্কল এইডা চুরি হেইডা কয় কেমতে ? চুরি যদি অন্যের কবিতা হয়ই তাইলে এই কবিতা কোনো না কোনো জায়গায়তো আছেই Iওমেরা ব্লগ থাইক্কা কবিতা সরাইলেই বা কি ?গুগুল মামুরে কৈলেইতো বাইর কৈরা দিবো I এইডাতো কঠিন কুনো কাম না I কবিতার স্ক্যান কপিতো আছেই ফেরি বন্দরের কাছে Iপ্রথম লাইন লেইখা সার্চ দিলেইতো কেল্লাফতে হইবার কথা I হেইডা না কইরা ছাগ্লামি কোরবার কইলো ক্যাডা ? আর একটা ঘডনা হইবার পারে ওই কবিতা ওমেরারই অন্য নিকে অন্য ব্লগে লেখা। তাই ওমেরা লেখা ড্রাফটে নিবার কারণে আর পাওয়া যাইতাছে না । না হলে অন্যের লেখা হইলে ব্লগ থাইক্কা সরাইবো ক্যান ? সামু ব্লগের যত কবিতা চুরি হৈছে তার সবগুলাতো ব্লগারগো ব্লগে অখনো আছে ! এইডা না ভাইবাই বদমাইশি আর ইতরামি কইরা আপনের পোস্টাতার সৌন্দর্যহানি করতাছে I এই ছাগলডারে থাপ্রাইতে মুঞ্চায় না কন দেখি ?এইখানে আপনার সাথে একটু অমিল হইলো মনে কিছু নিয়েন না Iআপনি ঘুঁটের কুরেরে কৈছেন বান্দর (সনেট কবির লেখায়) তাইলে সাইডকিক নিক ফেরিরও ওই একই প্রজাতির বান্দর হইবার কথা I আপনারে অনুরোধ করি হেরে কইবেন রামছাগল I ডারউইন সাহেব বান্দরগো মাইনষের পূর্ব পুরুষ কৈছিলো I বান্দরগো মাথায়তো তাইলে একটু ঘিলু থাকার কথা I এই বান্দর ঘুঁটের কুঁড়ের আর অর নিক বান্দর ফেরিরতো ওই অল্প বুদ্ধিও নাইক্কা I এইডা তাই ছাগল I এই বুদ্ধি নিয়া ব্লগে আইছে ছাগ্লামি করতে ! কত বড় রামছাগল কনতো দেখি !!!
অক্ষন আপনেরে একখান রিকোয়েস্ট করবার চাই I আমি জানি আপনি এককালে সরকারদলীয় ছাত্রগো রাজনিতি করতেন I কুরবানী আইতাছে সামনেই Iতাই ভয় খাইছি খুব Iকেউ যদি এই ঘুঁটের কুরে আর বান্দর ফেরিওয়ালারে ছাগল মনে কইরা কুরবানী করবার চায় করবার পারেই । এইরকম দুইপায়ে রামছাগলরে কম দামে পাইলে আর ছাড়বো ক্যাডা? এইরকম মেয়েদের পিছনে লাগা ইতরেগোতো নিজেরে বাঁচাইবার সাহস থাকবার কথা না I গালিগালাজ ছাড়াতো আর কিছু করবার পারলো না ব্লগে |আপনি গানবাজনার মানুষ মনে দয়া মায়া আছে এই ব্লগ ছাগল দুইডারে একটু দেইখা রাইখেন অনুরোধ রাখলাম I দরকারে পুলিশ লাগায়েন এই দুই ছাগলের কল্লা বাচাইতে সরকাররে কইয়া ভাইজান ! আপ্নে অনুমতি না দিলে কিন্তু আর কিছু কইয়া পারুম না ওগো উত্তরে I
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আগে মিষ্টি খানঃ
আপনার চিন্তাধারা সুন্দর! নিয়মিত লিখতে থাকুন!(আসল আইডিতে)
পাগল, ছাগল ও গাধাসম্প্রদায়কে আর কত বোঝাবো! এত কষ্ট করে লিখলাম, একজনও যদি পড়তো/পড়ে বুঝতো?? ব্লগারদের ভালোবাসি বলে সবাই মাথায় উঠে যাচ্ছে!!
আপনার আর কমেন্ট করার দরকার নাই!
এখন আদর করছি, কিন্তু বেশী পাগলামি/ছাগলামী করলে কাঁঠলপাতা আমিই দিমু! তাতেও কাজ না হলে লাঠির ব্যবস্থা করমু!!!
বি. দ্রঃ এরা নিরীহ মানুষ! মনে হয়তো কোন চাপা কষ্ট আছে!!
তাই গানাঃ
উলালা উলালা, উলালা উলালা
চোর ইজ নট মেরি ফ্যান্টাসি,
ছুঁনা না ছুঁনা না, ছুঁনা না ছুঁনা না,
দরকার নেই কোর্টকাচারির’’..
৩০| ২৮ শে জুন, ২০১৮ রাত ৩:৪৬
কাওসার চৌধুরী বলেছেন: পোস্টে প্রথমেই লাইক দিলাম; যাতে পড়ার পর ভুল না পড়ে যায়।
আমার নিজের একটা চুরির ঘটনা বলি। ছোটবেলায় টক ফল খাওয়ার প্রতি খুব ঝোঁক ছিল। পাশের বাড়ির বরই চুরি, নিজের গাছের ডাব চুরি, প্রতিবেশীর জাম্বুরা চুরি, পেয়ারা চুরি কিছুই বাদ যায় নাই। একদিন পাশের বাড়ির তেতুল গাছ থেকে তেতুল চুরি করতে গিয়ে দেখি; গাছের উপর আরেক চুর বসে আছে। সে চুরটিও আমার পরিচিত (বর্তমানে কর্ণেল)। সে আমাকে বললো, গাছটির মালিক মহিলা তাকে তেঁতুল পেড়ে আনতে গাছে তুলেছেন। এখন আমি যদি তাকে অর্ধেক দেই তাহলে সে বিষয়টি গোপন রাখবে।
কথাটি সে এতো সিরিয়াস হয়ে বলেছিল যে, অবিশ্বাস করতে পারি নাই। বাধ্য হয়ে তাকে অর্ধেক দিলাম। শর্ত দিল সে গাছ থেকে নামার আগ পর্যন্ত আমি যেন গাছের উপর লুকিয়ে থাকি, আমিও বাধ্য ছেলের মত তার গাছ থেকে নামা পর্যবসান অপেক্ষা করতে লাগলাম। কিন্তু গাছ থেকে নেমেই সে দিল একটা চোরা দৌড়। নিমিষেই হাওয়া হয়ে গেল।
বুঝতে বাকি রইলো না, এটা ছিল চোরের সাথে চুরের বাটপারি।
২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:২৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন ঘটনা!
তাইতো বলি আপনাকে এত ভালোলাগে কেন?
চোরে চোরে যে খালাতো ভাই!!!
ভালো থাকবেন চৌধুরী ভাই!!
@কুঁড়ের_বাদশা
@স্বপ্নের_ফেরিওয়ালা
@জগতারন
কই সোনা মানিকেরা??
আমরা হলুম চোর, আসো আমাদের পাকড়াও করো!!!
৩১| ২৮ শে জুন, ২০১৮ ভোর ৪:০৪
কিশোর মাইনু বলেছেন: হাইস্কুলে পড়ার সময় চুরি করে গাছের আম খেতে গিয়ে স্যারের দোড়ানি ও খেয়েছি।
বাপের পঅকেট থেকে ১০টাকা মেরে তিগো,সাইমুম,মাসুদ রানা কিনতে যেতাম।
স্কুলের অপজিটে ফুটপাতে ৫/১০টাকায় বেচত পুরোনো বই।২টা কিনতাম,২টা চুরি করতাম।
তারপর ক্লাসের লাস্ট বেঞ্চে বসে চুরি করে তিগো,মাসুদ রানা পড়তাম।
২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কিশোর?
তুমি খুব মজার ছেলে... এসব ঘটনার জন্যই তো জীবনটা এতো মজার!!
@কুঁড়ের_বাদশা
@স্বপ্নের_ফেরিওয়ালা
@জগতারন
কই সোনা মানিকেরা??
ছোটদের থেকেও কিছু শেখো!!!
৩২| ২৮ শে জুন, ২০১৮ ভোর ৪:১৫
কুঁড়ের_বাদশা বলেছেন:
@নিভৃতেনৈঃশব্দে,
তুমি আমায় যতই গালি দাও না কেন!
তারপরেও তোমায় ""আই লাভ ইউ""
তুমি আমার প্রতিপক্ষ,মানে ওমেরা চুরের লুক।
চোরে শুনে না ধর্মের কাহিনী... এবার শুনাবো।
ওমেরার সৎ সাহস থাকে তাহলে ওর ""মরা মায়ের কসম করে বলুক আমি কখনো লেখা চুরি করে সামুতে লিখি নাই"'। যদি বলেতে পারে তাহলে, আমি তওবা করে আর ওমেরা চুরের নাম নিবোনা ও সামু ব্লগ ছেড়ে চলে যাবো,কথা দিলাম। আশা করি, ওমেরা যদি চুরি নাই করে তাহলে একথা হাজার হাজার বার বলতে পারবে। এবার প্রমাণ হয়ে যাক ওমেরা আফায় র্নিদোষ।
২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে কুঁড়ে, ঠাপ খাওয়ার শখ হইছে??
পোস্টের শেষ অংশটা পড়ো!
তুমিও চুরি করো!
না হয় ডাকাতি করে লিখো, নিষেধ করেছে কে??
৩৩| ২৮ শে জুন, ২০১৮ ভোর ৬:১০
জগতারন বলেছেন: ওমেরা এর আগেও একাধিকবার চুরি করে ধরা খেয়েছচিল। বিদেশি পত্রিকা থেকে লিখা তুলে এনে তা বাংলায় অনুবাদ করে ‘সামু’-তে প্রকাশ করে।
আর এ কাজ সে এমনভাবে করে যে তাকে ধরা খুবই দূরহ।
একবার সে ক্রুজ জাহাজে ভ্রমন কাহিনী লিখেছিল, সে কথা কোন ব্লগারের মনে আছে?
ক্রুজ জাহাজ কোমপানীর বিজ্ঞাপন ও ছবি কপি-পেষ্ট আর ভাষার-এর বাংলা তরজমা নিজের ভষায় লিখা।
অথচ সে বলতে চেছিল; 'সে সাগর ভ্রমন করে এসেছে'।
ওর কোন লজ্জা- শরম থাকলে এ কাজ আর করতো।
ওমেরা একটা পাক্কা অভিনেত্রী ও চুন্নি।
২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার তো দুই বছরে কপি করারও মুরোদ হল না!
আপনি ইংরেজি থেকে কপি করেই কিছু লিখুন দেখি?
আমদেরও তো কিছু পড়তে ইচ্ছে করে??
বিয়ে করেন, বিয়ে!!!
৩৪| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৮:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মন্ডল ভাই , চুরিকে বিষয় করে রম্য পোষ্ট বেশ উপভোগ্য ছিল। কিন্তু কয়েকজনের নোংরা কমেন্ট চালাচালিতে বেশ হতাশ হলাম । ব্লগে ক্যাচালও উপভোগ্য। তাবলে শালীনতা লঙ্ঘন বোধহয় কোনও অবস্থায় কাম্য নয়। আজ আর কোনও মন্তব্য করবো না।
২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল চৌধুরি ভাই!
নো টেনশন।
এসব আকাইম্মা দুষ্টছেলের কাজ!
ধরে ছ্যাচা দিলেই ঠিক হয়ে যাবে!!
৩৫| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে আবার এলাম। মন্তব্য গুলো পড়তে।
২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এমনি মেজাজ গরম!
আবার আপনি মন্তব্য নিয়ে বলছেন??
এতদিন ব্লগে আছেন,
বাঁদড়গুলোকে লাঠিপেটা করতে পারেন না??
৩৬| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৯
নতুন নকিব বলেছেন:
পোস্টটি ভাল ছিল। বিষয়ও ভাল। কিছু লোকের ঝগড়া-ঝাটি দেখে খারাপ লাগলো।
২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ নকিব ভাই!
ঝগড়ার কথা আর বলবেন ন!!!
ছেলেগুলো সব আকাইম্মার ঢেঁকি!!!
৩৭| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৬
শামচুল হক বলেছেন: এখন চুরি করা সার্টিফিকেটে চাকরী পাওয়া যায় কাজেই কবিতা চুরি করে কবি নাম ফুটাতে অসুবিধা কি?
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক!
এই কথাটাই ইজি ব্যাপারে বিজি দের বোঝাবে কে?
ধন্যবাদ ভাই!
৩৮| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৮
কুঁড়ের_বাদশা বলেছেন:
লেখক বলেছেন: ওরে কুঁড়ে, ঠাপ খাওয়ার শখ হইছে??
পোস্টের শেষ অংশটা পড়ো!
(
মিয়াভাই এই নিষিদ্ধ কথা বলেন কেমতে? ঠাপ দেওয়ার খুব ইচ্ছা?... বাকিটুকু কইতে আমার লইজ্জা লাগে।
ব্লাগার নিভৃতেনৈঃশব্দে ওমেরার খাস দালাল এর সাথে যোগাযোগ করুন গিয়ে।
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
তোমরা খালি আমার খারাপ কথাগুলোই বের করো কেন? তোমাদের যে সোনা-ময়না বললাম। গতকাল চানাচুর, মিষ্টি খাওয়ালাম সেসব কি ফাউ??
আজ আপোনাকে/তোমাকে নিয়ে একটা পোস্ট দিব! কখন বলগে থাকিবেন/থাকবে!!!
৩৯| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন হিউমারে ভলা দারুন একটা লেখার ফিলিংস নিয়া কমেন্ট করতে নীচে নামলাম!
আরো নীচে
আরেকটু নীচে!
ছি: ছি: ছি:
কাইজ্যা ঝগড়া দেখী শুরু হইয়া গেছে!
পুরাই ফিলিংসই পানি পানি হইয়া গেল!
যাক । অনন্য এক রম্য উপহার দেয়ায়
মন্ডল ভায়াকে যে কি করি!
ধইন্যাই দিলাম এক ঝূড়ি!
গোপাল ভাড়ের শিক্ষা ক'জনায় মনে রাখে! সবে আপনি ধূতি আড়াল করে অন্যেরটা টানে
চুরির ছড়ায় হ্যাটস অফ
নচিকেতার গায়কিও সেইরাকম
ভিড় করে ইমারত, আকাশটা ঢেকে দিয়ে,
চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ।
ছোটো ছোটো শিশুদের শৈশব চুরি ক’রে,
গ্রন্থ-কীটের দল বানায় নির্বোধ।
এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস
অথবা গৃহিণীদের সোনার নেকলেস,
সকলে সমস্বরে, একরাশ ঘৃণা ভরে
চিত্কার করে বলে —
চোর, চোর, চোর, চোর, চোর।
আমি কিন্তু মনচোর আহা কাউরে বইলেন না কিন্তু
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমিও তো মন চোর!
আসেন মাসতুতো ভাই! বুক মিলাই.. (চোরে চোরে ..... .. .)
কাইজার কথা বাদ দিন।
পড়ে, বুঝে, ঠিকমত মন্তব্য করতে ঘিলুর দরকার আছে!
মাথামোটারাদের ওসব নেই!!
ছড়াটা যে সাধু/ভদ্রচোরদের শায়েস্তা করার জন্য দেয়া, বিদ্রোহীরা ছাড়া সেটা কেউ বুঝলো না!!
ভালো থাকবেন। শুভকামনা।।
৪০| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪২
কিশোর মাইনু বলেছেন: স্কুলের টিফিন ও চুরি করতাম,অবশ্য ওগুলা চুরি না বলে ডাকাতি বলায় বেটার।
লাইফে সবচেয়ে বেশী চুরি করেছি ইফতার।
রোজার মাসে ঘরে যখন চপ-পেয়াজু বানাত,তখন আম্মু বানাচ্ছে আর আমি চুরি করে লুকায় রাখতিছি।
কত মজার ছিল লাইফটা।কোন দু:খে যে বড় হলাম!!!
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সে কি কথা!
নিজের বাড়ীতেও চুরি!!!
আমরা রোজার সময় তারাবীর নামায অর্ধেক পড়ে ফল চুরি করতে যেতাম..
একদিন না একদিন সবাইকেই তো বড় হতে হবে! এই বয়সেও কি কম মজা? কাজিন, ক্যাম্পাসের বন্ধুদের সাথে আড্ডা দাও!!
দেখবে, লাইফ ইজ আসলেই বিউটিফুল...
৪১| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৭
কিশোর মাইনু বলেছেন: আমারে পুর্ণ স্বাধীনতা দেন নিজাম ভাই।বাদড়গুলারে আমি ঠিক কইরা দিমু।
আর ওমেরা,একটু বেশী শুন্তিছি নামটা।
আইডি লিংক্টা দিবেন?!?!?
একটু জেনে আসি তার খ্যাতির কারণ।।।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: থাক!
ওদের নিয়ে আর মাথা ঘামাতে হবে না!
আজ ওরা এমনিতেই ধোলায় খাবে....
লিংক?
তিন গোয়েন্দার সদস্যদের মুখে একি কথা শুনি????
লজ্জা! লজ্জা!!
৪২| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এমনি মেজাজ গরম!
আবার আপনি মন্তব্য নিয়ে বলছেন??
এতদিন ব্লগে আছেন,
বাঁদড়গুলোকে লাঠিপেটা করতে পারেন না??
ব্লগ ভালো মানুষদের জায়গা।
হঠাত হঠাত কিছু দুষ্টলোক আসে। কিন্তু তারা বেশি দিন থাকতে পারে না।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
দুষ্টদের জন্য ভালোরা কষ্ট পাবে এটা কি সহ্য হয়...
যাই হোক ভালো থাকুন!
৪৩| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১০
তারেক_মাহমুদ বলেছেন: গত বছর আমার বিবাহবার্ষিকী উপলক্ষে বউকে উদ্দেশ্য করে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলাম। অনেকেই শুভেচ্ছা জানিয়েছিল আবার কেউ কেউ লেখাটির বেশ প্রশংসা করেছিল। কিছুদিন পরে দেখলাম আমার ওই লেখাটিই আর একজন তার বিবাহবার্ষিকীকে তার বউকে ট্যাগ করে শেয়ার করেছে। লেখাটি পড়ে তার বউ খুশিতে গদগদ, লেখাটিতে শত শত কমেন্ট পড়েছে। লেখাটির প্রচুর প্রশংসা দেখলাম। আমার লেখা সে কপি করেছে এতে আমার কোন দুঃখ নেই বরং খুশি হয়েছি আমার লেখা দিয়ে একজন তার বউকে খুশি করতে পেরেছে। সে লিখতে পারেনা তাই কপি করেছে। আর শত শত মানুষ কমেন্টে আমার লেখার প্রশংসা করেছি এতেই আমি খুশি।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ তারেক ভাই!
মানুষ তাকেই নকল করতে চায় যারা হিরো!
লেখা কপি করলে যারা রাগ করে না, তারা আসলে বড় মনের মানুষ! সবাই এসব পারে না!!
আমাদের নুর ভাই, জুন আপাও একই লাইনের লোক!
ভালো থাকবেন!
৪৪| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, আপনি ব্লগে অকারণ ঝামেলার সৃষ্টি করছেন!
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঝামেলা তো খতম!
আমার মনে হয়, আপনি পোস্ট না পড়ে শুধু শিরোনাম দেখেই মন্তব্য করেছেন!!
,
৪৫| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১০
চাঁদগাজী বলেছেন:
ভালো কিছু লিখলে ভালো; তবে, সামু এগুলো পছন্দ করছে কিনা দেখতে হবে।
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
৪৬| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২২
বিষাদ সময় বলেছেন: আসল গানটাই তো কহিলেন না----
এক চোর যায় চলে
লেখা ( এ মন) চুরি করে
পিছে লেগেছে দারোগা.......
২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আরে ভাই?
গান গাওয়ার মুড নাই!!
পোস্ট লিখলাম ভালোর জন্য কিন্তু কি হতে কি হয়ে গেল??
৪৭| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: লেখা চুরি তো বহুত আগের কথা! ছবিও চুরি হয় তাও আবার নিজের না, টাইমলাইনে পোস্টানো ফুল ফল গাছের ছবিও! এগুলো বাদ! এরপর শুরু হইলো লাইন চুরি করা! এখন হয় শব্দ এবং স্টাইল!! এই নিয়ে আজ ফেবুতে পোস্টাইতে চাইছিলাম! কাইল কমু নে!
২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
চুরি নিয়ে আর নয়!
দোয়া চাই, মাফ চাই!
৪৮| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:৩৫
কিশোর মাইনু বলেছেন:
কিশোর বলে কি সব ই আমাকে বের করতে হবে নাকি?!?!?
দু'এক্টা কেস না হয় বাদ ই দিলাম। উ
২৮ শে জুন, ২০১৮ রাত ১১:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওকে!
গোয়েন্দাগিরি বাদ।
তুমি কিশোর মানুষ,
বাসন্তীর খোঁজ করো!
৪৯| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:৩৬
কিশোর মাইনু বলেছেন: না ঠিক আছে।
গোয়েন্দাগিরি বেটার আমার জন্য।
২৯ শে জুন, ২০১৮ ভোর ৫:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওকে, সেটাই করো!
কয়েক দিন ব্যস্ত থাকবো!
ভালো থেকো.....
৫০| ০৯ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২১
উদাসী স্বপ্ন বলেছেন: লেখা চোর সবসময়ই ছিলো। এখনো গুগলে সার্চ করলে আমার লেখা কত মানুষ নিজের নামে চালিয়ে দিছে। কি বলবো আর!
০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দু-একটা চোর থাকা ভালো। তবে আমার কোন ভয় নেই, আমার পেজে চুরি করার মত কিছু নাই।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:৪০
কাইকর বলেছেন: বুকে হাত দিয়ে বলতেছি - এখনো অব্দি যে সকল গল্প ও ছোট ছোট কথা লিখেছি সবকিছুই আমার সৃষ্টি। তবে আমার লেখা কেউ চুরি করে পোস্ট করলে খুব ভাল লাগে। এরকম মানুষকে আমি খুজি।