নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

আমাদের ড্রাফটে রাখা পোস্টগুলো কই??? (পোস্টটি সাময়িক ছিল)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪




আপডেট খবরঃ
আমার ড্রাফটে রাখা পোস্টগুলো এখন দেখা যাচ্ছে।(বিস্তারিত কাভার ৩৩নং মন্তব্যে)
@ কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
"ড্রাফট পোষ্ট নিয়ে কোন সমস্যা হবে না। এটা সাময়িক ব্যাপার। সিস্টেম আপগ্রেডের কাজ চলছে।.... প্রতিটি ব্লগারের প্রতিটি লেখাই গুরুত্বপূর্ন এবং মুল্যবান। আমরা এর রক্ষনাবেক্ষনের প্রয়োজনীয়তা বুঝি।.....



মন্তব্যঃ
সামুর ইন্টারনাল কোন সমস্যা হলে, নোটিশ বোর্ডে একটা পোস্ট দেয়া যায়। এতে করে সবাই চিন্তামুক্ত থাকবে।




বি. দ্রঃ (একটা তেলাপোকার জন্য পোস্টটা রিস্টোর করা হল।)

মন্তব্য ৮৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

আমিও কিছু সমস্যা ফেইস করছি। যেমনঃ

১) নোটিফিকেশন অপশনগুলো ঠিকমতো কাজ করে না।

২) নিজের পুরোনো পোস্ট এডিট করা যায় না।

৩) নিজের পোস্ট থেকেও টেক্সট কপি করা যায় না (লগিন অবস্থায়)। ধরুন, আমার একটা লেখা থেকে কিছু অংশ কপি করবো, সেটা হয় না। আমার মনে হয়, নিজের পোস্ট থেকে কপি করার অপশনটা অ্যাক্টিভেট করা উচিত।

৪) ড্রাফটেড ফাইল দেখার সিস্টেমটা মনে হয় নাই। নতুন পোস্ট লেখার বক্স ওপেন করলে বাম পাশে ড্রাফটেড এবং ওপেন সবগুলো ফাইলই ড্রাফটেড অবস্থায় দেখা যায়। ফলে, কোনটা পাবলিশড আর কোনটা ড্রাফটেড ফাইল, ওটা বোঝার উপায় থাকে না। ভুলবশত হয়ত একটা পাবলিশড ফাইলকে ড্রাফটেড মনে করে চিরতরে গায়েব করে দিলাম।

৫) আরো কিছু সমস্যা থাকতে পারে। এগুলো কি শুধু আমারই সমস্যা, নাকি আপনিও এগুলো ফেইস করছেন?

এই অরাজকতার বিরুদ্ধে তেব্র নেন্দা গেপন করিতেছি :)

একই সঙ্গে আমি এই কমেন্টের মধ্য দিয়ে মডারেটরদের সদয় দৃষ্টি আকর্ষণ করিলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১. ঠিক।
২. আমি এডিট করতে পারছি।
৩. ডেক্সটপ মুডে কপি করতে পারবেন না। তবে, আমি কপি পেস্ট করতে পারি। কারণ আমি তিনটা মুডে ব্লগিং করি..;)


৪. ড্রাফটেড ফাইল তো দেখতে পারতাম।
আমার অটোড্রাফটের ফাইল আছে কিন্তু ড্রাফটের ৩৫টি ফাইল নেই। :(
৫. কিছু সমস্যা আমরা সবাই ফেস করছি। সামুকে আরো আপডেট করা দরকার।

আপনার সাথে গলা মেলাই,
এই অরাজকতার বিরুদ্ধে তেব্র নেন্দা গেপন করিতেছি:)
মডারেটরদের সদয় দৃষ্টি আকর্ষণ করিতেছি।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

আবু হাসান লাবলু বলেছেন: আমি এখন পর্যন্ত কোন ছবি আপলোড দিতে পারি নি। অনেক চেষ্টা করেছি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি কি ল্যাপটপ বা পিসিতে ব্লগিং করেন? নাকি মোবাইলে??

মোবাইলে ছবি আপলোডে কিছু সমস্যা হয়...

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০

কাবিল বলেছেন: আমি আছি এক সমস্যা নিয়ে আর আপনি আইছেব আর এক সমস্যা নিয়ে X((

আমার ড্রাফট এর সংখ্যা দেখাচ্ছে মাগার ওপেন করলে পুরাই সাদা। X(
অদেখা মন্তব্য গুলোও একই অবস্থা X((

আমার মনে হয় সামুর টেকনোলজিতেই সমস্যা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার ব্লগ ইনফরমেশন প্যানেলঃ
অদেখা মন্তব্য সমূহ (২)
আমার ড্রাফট (৩৫)
নতুন নোটিশ (০)

আরে ভাই,
ড্রাফটের লেখা শো করছেনা বলেই না পোস্টটা দিলাম।



"সামুর টেকনোলজিতেই সমস্যা" এসব শুনলেই মেজাজ গরম হয়। মডুদের অনেক বলেছি, ব্লগে CSE পড়ুয়া অনেক ছাত্র ব্লগে আছে। ওরা সমস্যাগুলো তুলে ধরুক, আমরা সাধ্যমত সমাধান করবো।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

স্রাঞ্জি সে বলেছেন: আমি মোটেই এই সম্পর্কে পোস্ট একটা লিখে, ফন্ট পেইজে চোখ বুলাচ্ছি, দেখি আপনার এই পোস্ট হাজির। ভাল করেছেন।

এই সমস্যায় আমিও ভোগছি আজ সকাল থেকে......

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সেটাই! কষ্ট করে লেখা পোস্টগুলো না পেলে খুব কষ্ট হয়।

প্রথমে ভেবেছিলাম আইডির তথ্য পেতে টিকটিকিরা ড্রাফটের পোস্ট হ্যাক করে পড়ছে নাকি??

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

সনেট কবি বলেছেন: বিষয়টা হয়ত মডু ভাল বলতে পারবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মডুদের দায়িত্ববোধ কম।

সামুর সফটওয়ারে কোন সমস্যা হলে মডুরা নোটিশ বোর্ডে জানাতে পারে। ৪০-৫০টা পোস্ট ড্রাফটে রাখা আছে, ওসব না পেলে মেজাজ ঠিক থাকে???X(

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

সোহানী বলেছেন: বলেন কি!!!!!! হায় হায় আমার শত শত ড্রাফট এর কি অবস্থা!!!!!!!!!!! দেখে আসি.........

নাহ্... ঠিক আছে আমারগুলা। তবে আমার কিছু পোস্টেড লিখা উধাও। যেমন মনে পড়ে একটি লিখায় আমি ব্রিটিশ কাউন্সিলকে বাশঁ দেয়েছিলাম এবং সেটার পাঠখ সংখ্যা অনেক ছিল। এখন সে পোস্টি দেখছি না। আর কিছু গায়েব হয়েছে কিনা জানি না কারন এতো লিখার মাঝে কি হারায় তা বুঝতে পারি না। এ লিখার কথা একজন জানতে চাওয়ায় খুঁজতে যেয়ে দেখি হাওয়া........

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি নিরাপদে আছেন, এটা ভালো খবর।


আমারা কিন্তু বড় হলে ব্লগ খুলব। আপনাদের যেন দেখি...

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

সৈয়দ ইসলাম বলেছেন:
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন : এই অরাজকতার বিরুদ্ধে তেব্র নেন্দা গোপন করিতেছি 
আমিও উনার সাথে সহমত প্রকাশ করিতেছি।

এই সমস্যা সাথে করেই আমাদের অগ্রযাত্রা সবার চেয়ে আলাদা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: আশাকরি এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিজের ড্রাফটগুলো দেখুন।

সেসব আস্ত আছে তো???

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১

স্রাঞ্জি সে বলেছেন:

@প্রথমে ভেবেছিলাম আইডির তথ্য পেতে টিকটিকিরা ড্রাফটের পোস্ট হ্যাক করে পড়ছে নাকি?? সামুর প্রতি এত আস্থা কম আপনার.........

@সেটাই! কষ্ট করে লেখা পোস্টগুলো না পেলে খুব কষ্ট হয়। হু, আমি কি মনে করে আমার পোস্ট গুলো ড্রাফট করে রেখেছি, তারপর ড্রাফটে ক্লিক করতে

এই টা লিখা।।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সামুর প্রতি আমার আস্থা জিরো। এদের নিরাপত্তা ব্যাবস্থা দুর্বল। ব্লগে যে কারো আইডি হ্যাক হতে পারে। (টাকা পয়সার ব্যাপার থাকলে বুঝতে!)


ড্রাফট নিয়ে গত এক বছরে কোন সমস্যা হয়নি। আজকেই হল।
সামুর সার্ভারে হয়তো সমস্যা। হয়তো, নতুন করে স্পেস কিনতে হবে।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার এই রকম হয়।।
বার বার। ঢুকতেই পারি না

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: অনেকেরই সমস্যাটা হচ্ছে। সামুতে নতুন সফটওয়ার ইনস্টল করায় এটা হচ্ছে। আশাকরি দ্রুত এর সমাধান হবে।।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: It can be a moments error.
Server side or programming error.
Samu will fix it.
Seen these problems since the birth of samu.
Tell modus :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমারও মনে হচ্ছে, সমস্যাটা Server/programming এর।

সামু এসব সমস্যা থেকে আদৌ কোনদিন মুক্ত হতে পারবে কিনা সন্দেহ।
মডুরাই বড় আবুল। X(

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: সেম হিয়ার।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সামুর টেকনোলজিতেই সমস্যা।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫

নতুন নকিব বলেছেন:



অামারও তো ড্রাফটে কিছু লেখা রয়েছে। অাপনার এই পোস্ট দেখে ঢুকতে চেষ্টা করেও পারলাম না। হারিয়ে যাবে না তো? অদেখা কমেন্টেও যেতে পারছি না। বিষয়টি নজরে অানায় ধন্যবাদ।

সম্মানিত মডারেটরের সদয় দৃষ্টি অাকর্ষন করছি, যাতে সমস্যাটির সমাধানে ত্বরিত ব্যবস্থা নেয়া হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।
আমার মনে হয়, সমস্যাটা সামুর সফটওয়ারে।

বিকেল থেকে ১৫-২০বার ট্রাই করেছি। ড্রাফট বা প্রিয়তে রাখা পোস্ট দেখতে পাচ্ছি না। অনেকেই এই সমস্যাতে আছে।

হারিয়ে যাবে কিনা জানি না। তবে সার্ভারে রাখা ডাটা ফিরে পাওয়া সম্ভব, সেটা ডিলেট করলেও। (আমরা চাই পোস্টগুলো অক্ষত থাকুক।)


১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ,




এ ভুতে আমাকেও ধরেছে ..... :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক্, পোস্টটা দিয়ে সুবিধে হল।


বিকেল থেকে তো মেজাজটা হট ছিল। এখন অবস্য কুল....;)

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

মাহমুদুর রহমান বলেছেন: সামুর টেকনোলজিতেই সমস্যা।
আরেকটা বিষয় লক্ষ্য করবেন সেটা হল সামু কিন্তু নট সিকিউর।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার মডুদের কাজকর্ম পছন্দ নয়।


নট সিকিউর বলতে কোনটা বোঝাচ্ছেনঃ
১. হ্যাকিং, পাইরেসি
২. না জেল, জরিমানা। (এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...)

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

মাহমুদুর রহমান বলেছেন: প্রথমটা,এই ওয়েব সাইট খুব সহজেই এট্যাক করতে পারে একজন হ্যাকার।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইহা সত্য কথা।।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


সামু ইনটেলিজেন্ট সফটওয়ার ইনস্টল করেছে, উহা গার্বেজ মুছে ড্রাইভ ফ্রি করছে

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মডুরা কোন স্যার! ওরা একা একা মাতব্বরি করলে হবে??X(

তারা কি ড্রাফটের সব পোস্ট পড়ে দেখেছে কোনটা গোবর আর কোনটা পদ্মফুল??X(


থার্ডক্লাশ মডুরা ফোর্থক্লাস সফটওয়ার ইনস্টল করেছে। স্পেস নিয়ে সমস্যা, প্রথম পেজে পোস্ট দিত। আমরা নিজেদের জায়গার দাম দিতাম।

গাজী?
৮২টা ড্রাফট থেকে ৩৫টা রেখেছি। ওসব যদি না ফিরে পাই মডু তো মডু, সামুর ভাগ্যে শনি আছে...X(


১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

সোহানী বলেছেন: তুমি কি এখনো ছোট আছো!!!!!!!!!!!!!!!! তবে কবে বড় হবা তার সময় দিয়ে দিও!!!!!!!!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমিতো ছোটই। এখনো বিয়ে করি নি। বড় আপুরা বাবু বলে ডাকে।


আমাকে অন্তত এক দশক সময় নিতে হবে। টাকা পয়সা, আইসিটি, আইন কানুন, রাজনীতি আরো অনেক ব্যাপার আছে। আমি ব্লগ খোলার আগে চারপাশটা মজবুত করতে চাচ্ছি...:)

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

চাঙ্কু বলেছেন: সামুতে সফটওয়ার বাঘের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কয়দিন পরেই পরেই দেখি লোকজনের পোষ্ট, কমেন্ট বাঘে খেয়ে ফেলতেছেন। আফসুস

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ফাউল মডুরা স্বৈরাচারী হয়ে যাচ্ছে।


পোস্টগুলো যদি ফিরে না পাই, ক্যাচাল কাকে বলে টের পাবেন।

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমার ড্রাফ্টে কোনও সমস্যা না থাকলেও নোটিফিকেশনে সমস্যা আছে। সর্বক্ষণ ৪৬/৪৭ টি নোটিফিকেশন দেখায়। কিন্তু তাকে ধরতে গেলে দেয়না ধরা, শূন্য হয়ে যায়।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সামুর নোটিফিকেশনে সমস্যা ছিল, আছে, হয়তো থাকবেও।

৪৬/৪৭ সংখ্যাটা মূলত নোটিফিকেশন নয়, ওটা র্যাঙ্কিং। (সম্ভবত)
আমার ১৯৯ দেখাচ্ছিল।

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

কাওসার চৌধুরী বলেছেন:



গুরু........
আমার দুইটা লেখা ড্রাফটে আছে; কিন্তু এখন দেখলাম ওপেন হচ্ছে না!! ইওয়র পেজ কেন নট বি ওপেন? তবে আশার কথা দু'টো পোস্টের কোনটিই আমার দরকারী নয়; এগুলো রিজেক্ট লেখা B-)৷তবে আপনি সহ অনেকের গুরুত্বপূর্ণ লেখা হয়তো ড্রাফটে আছে৷এগুলো মুছে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে৷আশা করি এমন কিছু হবে না৷

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাওসার ভাই! গুরু ডাকলে আমার লজ্জা লাগে। আমাকে হিরো, জিরো, লুল যা খুশি ডাকতে পারেন..:P

যাক! আপনি তাহলে নিরাপদে আছেন।

এই নিকে ৩৫টা পোস্ট ড্রাফটে আছে। তার মধ্যে অনেকগুলো স্মৃতিচারণ ও রাজনৈতিক পোস্ট ছিল। ওগুলো ফিরে না পেলে খুব কষ্ট পাব।

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

উদাসী স্বপ্ন বলেছেন: ব্লগ সাইট ফোরাম যেগুলো ডাটাবেজের ওপর পুরোপুরি নির্ভরশীল তাদের এমভিপি করে লেখা ফাইল গুলোর কোনো একটা সমস্যা হতেই পারে। এমন না যে এসব প্রথম। ডেভেলপাররা আজকালকার মধ্যেই কোড বা ডেটাবেইস লিংক যেখানেই সমস্যা হইছে ঠিক করে ফেলবে। এ নিয়ে প্যানিক হবার কি আছে বুঝলাম না

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাই হোক সমস্যাগুলো সমাধান করে, ফাইলগুলো ফিরে পেলেই হয়..:)


উদা ভাই, ফাইজলামি নয় সিরিয়াসলি বলছি। আমার বেশীর ভাগ প্রিয় লেখা ড্রাফটে রাখা ছিল। ওসব আমার অনেক দিনের কষ্টের ফল। প্যানিক তো হবেই...X(


সার্ভারে জায়গা নিতে কী পরিমান খরচপাতি করতে হয়? এ বিষয়ে কিছু জানা আছে??

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫২

প্রামানিক বলেছেন: খুব সুখের কথা হলো আমার কয়েকটি লেখা পোষ্টের অপেক্ষায় ড্রাফট করা ছিল এখন দেখি হাওয়া।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: . আমরা কি পোস্টগুলো ফিরে পাব??


অবাক হই, মডুদের দায়িত্বশীলতা দেখে!!!!

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৫

চাঙ্কু বলেছেন: লেখক বলেছেন: ফাউল মডুরা স্বৈরাচারী হয়ে যাচ্ছে।
পোস্টগুলো যদি ফিরে না পাই, ক্যাচাল কাকে বলে টের পাবেন।


কি কন? পপকর্ণ নিয়ে তালিপরে কি গ্যালারীতে বসপ? ;)

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বসেন।


পোস্টগুলো ফিরে না পেলে মডুদের মডুগিরি ছুটিয়ে দিবানে। X(

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬

নীল আকাশ বলেছেন: আমার আগের লেখাটা ডিলিট করে দিন। গতকালকে একবার খুব সহজে সমাধান হয়ে গিয়েছিল দেখে মনে হয়েছিল এটাই সমস্যা।
আজকে সমস্যা অন্য। এটা Server/programming রিলেটেড। আমাদের সবার খবর আছে। আমি ড্রাফট মোডেই যেতে পারছি না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে, ওটা মুছে দিলাম। :)


ড্রাফটে অনেকে ঢুকতে পারছে না। এটা সার্ভার সমস্যা।

২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: নিজের ড্রাফটগুলো দেখুন।
সেসব আস্ত আছে তো???

কিভাবে দেখব??
ড্রাফট এর তো ঢুকতেই পারছি না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ড্রাফটে তো আমরাও ঢুকতে পারছি না।

মডুদের থেকে এর জবাব চাই...


২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

সুমন কর বলেছেন: আরে, আমার ড্রাফটও দেখি কাজ করে না !!!!! এসব কি ????

সমাধান চাই।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভেবে দেখুন, মডুরা কতটা দায়িত্বজ্ঞানহীন...X(


২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: লাস্ট পোস্টটা একরাত ছিল ড্রাফটে :P ভাগ্যিস রাখিনি আর কিছু ড্রাফ্‌ট এ :P তবে প্রিয় পোস্ট গুলো লোড হতে হতে তো বুড়ো হয়ে যাবে :((

আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে জলদি ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এত জিব বের করো কেন হে??X(



তুমি বুড়িই হও। ততদিনে আমি বড় হই, তারপর তোমার সাথে প্রেম করব...X(


সমস্যার দ্রুত সমাধান হোক।

২৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: একই দশা
কাল এডিট করে পোষ্ট দেব ভেবে ঢুকে এ অবস্থা দেখে ভাবলাম বুঝি আমার একারই সমস্যা!!!

এখন দেখছি অনেকেরই X((


সমস্যার সমাধান হোক।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক। সমস্যার সমাধান হোক।



( গতকাল এ নিয়ে খুব টেনশনে ছিলাম। মডুদের আরো বিবেচক হওয়া দরকার)

৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: হায় হায় আমার ড্রাফটের লেখাগুলোতো দেখছি গায়েব।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বুঝুন অবস্থা। গতকাল আমি কি টেনশনে ছিলাম।

মডুরা তো আমাদের জানাতে পারতো নাকি???X(

৩১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: গত পরশু ড্রাফ থেকেই লাস্ট পোস্ট দিয়েছিলাম। কিন্তু আজ দেখি ঢুকতেই পারছিনা।

কে জানে গায়েব হয়ে গেল কি না ? নাকি পরে আবার দেখা যাবে , সেই আশায় থাকবো।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার অনেকগুলো পোস্ট ড্রাফট করা ছিল। ওসব নিরাপদ থাকলেই ভালো।

৩২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এটা সম্ভবত সামুর সমস্যা, সামু মেরামত চলছে সম্ভবত। বা সার্ভার সমস্যা।

আমেরিকা থেকে ড্রাফটের লেখাগুলো দেখা যাচ্ছে, তবে লেখা/প্যারাগ্রাফ/মার্জিন সব এলোমেলো হয়ে গেছে।
আল্লায় বাচাইছে। অন্তত টেক্টসগুলো আছে। আমার দুটো বহু কষ্টের লেখা ছিল, সেভ করে রাখলাম।

বাংলাদেশ থেকে ভিন্ন ভিন্ন সিম বা ভিন্ন ব্রডব্যান্ড (বাসা/অফিস) থেকে দেখতে পারেন। যে কোন একটা থেকে খোলার কথা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাই,

আমেরিকা, কানাডা থেকে সমস্যা হচ্ছে না। তবে দেশ থেকে প্রায় সবারই সমস্যাটা হচ্ছে।

রাতে ফ্রী হয়ে কয়েকটা সিম দিয়ে ট্রাই করবো। দেখি কী হয়...

৩৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ড্রাফট পোষ্ট নিয়ে কোন সমস্যা হবে না। এটা সাময়িক ব্যাপার। সিস্টেম আপগ্রেডের কাজ চলছে। বিষয়টা নিয়ে অহেতুক প্যানিক ছড়াবার কিছু নেই। প্রতিটি ব্লগারের প্রতিটি লেখাই গুরুত্বপূর্ন এবং মুল্যবান। আমরা এর রক্ষনাবেক্ষনের প্রয়োজনীয়তা বুঝি। এখানে উল্লেখ্য যে, কেউ যদি ব্লগ সংক্রান্ত কোন সমস্যায় যথাযথ পদ্ধতি অবলম্বন না করে বরং আতকিংত হবার ছলে উগ্র সমালোচনা এবং অযাচিত শব্দ ব্যবহার করে ব্লগের দায়িত্বশীলদের সম্পর্কে অন্য সাধারন ব্লগারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, তাহলে ব্লগনীতিমালা অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ড্রাফটের পোস্টে সাময়িক সমস্যা হতে পারে এটা একটা পোস্টে/নোটিশ বোর্ডে জানালেই হতো। কেউ উদ্বিগ্ন হতো না।

তথ্য গোপন রাখলে/জানার অধিকার না দিলে প্যানিক/গুজব তো ছড়াবেই।


গঠনমূলক সমালোচনার সুযোগ না থাকলে, সমালোচনাটা উগ্র হলে হতেও পারে। বিশেষত মডুরা যদি প্রফেসনালি দায়িত্বের পরিবর্তে কারো প্রতি ব্যক্তিগত রাগ, দ্বন্দ্ব বা বিরুপ মনোভাব পোষন করে থাকে।

সাজার জন্য আদালত দরকার। সামুর জজ ও পাবলিক প্রসিকিউটরদের সাথে ডিফেন্স করতে আমি প্রন্তুত। তবে, সাজা যাই হোক রায়টা ব্লগাররাই দিক...;)


৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

শিখা রহমান বলেছেন: নিজাম কয়েকদিন ব্লগে আসিনি। এর মধ্যেই সব ওলটপালট করে ফেললে। B:-)

আমিও ড্রাফট লেখাগুলো দেখতে পাচ্ছি না। আমার "অদেখা মন্তব্য" অপশনও কাজ করছে না। :(

আশাকরি শীঘ্রই ব্যাপারগুলো ঠিক হয়ে যাবে। ভালো থেকো আর শুভকামনা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এ কয়দিন কোন পোস্ট দেই নি, মন্তব্যেও কাউকে কিছু বলি নি।

ড্রাফটের পোস্টগুলো পাচ্ছিলাম না। তাই....:(

ড্রাফট, অদেখা মন্তব্য ও প্রিয় তালিকা, তিনটিতেই সমস্যা হচ্ছে।


ঠিক হলেই ভালো
নয়তো বাঁধবে লঙ্কাকান্ড। :P

৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

শিখা রহমান বলেছেন: নিজাম হনুমানতো লঙ্কাকান্ড করবেই!! লেজে আগুন ধরেছে? =p~

রিপোর্ট কার্ড ভালো দেখে আর জালিবেত নামালাম না। :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপু! আপু!

সুখবর!
ড্রাফটে রাখা পোস্টগুলো এখন দেখা যাচ্ছে।

@ আমার ড্রাফট
১. "বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে কখনো মাথা নত করেন নি বঙ্গবন্ধু।"- ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩এডিট করুন|মুছে ফেলুন

২. সামহোয়্যার ইন... দায়িত্বশীল স্বাধীনতায় বিশ্বাস করে।- ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯এডিট করুন|মুছে ফেলুন



(হনুমানের কিন্তু অনেক শক্তি...:P)

৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২

শিখা রহমান বলেছেন: নিজাম তুমি না তিনবার আপু বলো!! 8-| আনন্দে একবার কম ডাকলে?? :P

হুউউউ...আমিও ড্রাফটগুলো এখন দেখতে পাচ্ছি। সামুর মডুদের আর তোমাকে ধন্যবাদ।

(হনুমানজী কি জয় ... :P )

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইচ্ছে করেই তিনবার ডাকি নি...;)

ড্রাফ দেখতে পাওয়াটা সুখবর। মডুদের ধন্যবাদ।


নেই আর ভয়।
আপুদের হোক জয়।;)

৩৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমি সাধারণত ড্রাফট পোস্ট রাখিনা, মাঝে মাঝেই তা ডিলেট করে দেই। কিন্তু তারপর ও যেসব ড্রাফট পোস্ট ছিল সবগুলোই আছে। সামুতে আসার পর থেকে আমার একটা সমস্যাই সবসময়ে হচ্ছে নটিফিকেশন কখনো ওপেন হয়না। যখনি আসি ৮/৯ টা নোটিফিকেশন কিন্তু একটাও ওপেন হয়না। এই সমস্যার জন্য আমি উনাদের কে ম্যাসেজ করেছিলাম তারপর ও কোন উত্তর পাইনি, আর পাইনি কোন সমাধান ও!!!

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নোটিফিকেশন সমস্যাটা আগে থেকেই আছে। মডুরাই এর সমাধান দিতে পারে।


কিছু করার নেই। আমি এটা মানিয়ে নিয়েছি।

৩৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

তাহলে আমাদের আসল পোস্টের ব্যাকআপ রাখার উপায় কী?

এক সময় তো ব্লগ নাও থাকতে পারে। আমাদের পোস্টগুলোর কী হবে?

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্যাকাপ রাখাই সবচেয়ে ভালো।

ব্লগে যদি কোনদিন নাই থাকে। বন্ধ করে দেবার আগে লেখা /পোস্ট সেভ করে রাখার জন্য নোটিশ ও পর্যাপ্ত সময় দিতে হবে।।

৩৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: আমারটাও গায়েব হয়েছে। :(

খুব বিরক্তিকর ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমারটা এখন দেখা যাচ্ছে।

চিন্তার কিছু নেই, সমস্যাটার সমাধান খুব দ্রুতই হবে ।।

৪০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোন বিষয় সম্পর্কে না জেনে কথা বলাটা তৃতীয় শ্রেনীর মুর্খতা। দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আপনি সেটাই করছেন। আপনার জানার সুবিধার্থে বলছি - একটা বড় ওয়েব সাইটে প্রতিনিয়ত বিভিন্ন কারনে অনেক বাগ বা অনেক ছোট খাটো সিস্টেমের ত্রুটি তৈরী হয়। যারা ব্যাকএ্যান্ডে কাজ করে, তারা সবসময় এই বিষয়গুলোতে চোখ রাখে এবং কোডের প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন, উন্নয়ন ঘটায়। পাশাপাশি, ব্যবহারকারীদের কিভাবে আরো সুবিধা দেয়া যায়, সে নিয়ে প্রতিনিয়ত কাজ এবং আলোচনা চলে। এই বিষয়গুলো খুব অল্প সময়ের জন্য ঘটে এবং তাৎক্ষনিকভাবে যারা লগ ইন বা অনলাইন থাকেন, তারা কিছুটা হয়ত সমস্যায় পড়তে পারেন। সেই সময়ে হতে পারে ৫ মিনিট থেকে সর্বোচ্চ ৩০ মিনিট। যদি সার্ভার আপডেট বা এই সংক্রান্ত কোন কাজে আমাদের তরফ থেকে বাড়তি সময় প্রয়োজন হয়, তা অবশ্যই নোটিস বোর্ডের মাধ্যমে সকলকে জানানো হয়। উদহারন সার্ভার মেইনটেন্যান্স এর জন্য সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকা প্রসঙ্গে।

আমরা আমাদের কাজ জানি এবং তা সঠিকভাবেই দীর্ঘদিন ধরে করে আসছি। আমাদের ছোট একটা টিম দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্লগ নিয়ে কোন সমস্যার মুখোমুখি হলে সকলের উচিত ফিডব্যাকে মেইল করা বা ব্লগ টিমের কারো সাথে যোগাযোগ করে সত্যতা যাচাই করা, নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে অপ্রয়োজনীয় গার্বেজ টাইপের প্যানিক ছড়ানো নয়।

আপনি গঠনমুলক সমালোচনার কথা বলছেন। আমাদের নীতিমালা অনুসারে গঠনমুলক যে কোন সমালোচনাকে আমরা গ্রহন করি, সেটা আমাদের সম্পর্কে হলেও। কিন্তু আপনি যে ভাষায় বিভিন্ন মন্তব্য করেছেন, সেটা কোনভাবেই গঠনমুলক সমালোচনা তো নয়ই বরং ব্লগনীতিমালা বিরুদ্ধ। আমরা অবশ্যই ব্লগনীতিমালা বিরুদ্ধ যে কোন বিষয়ে ব্যবস্থা গ্রহন করে থাকি। যেহেতু আমরা কোন ব্যক্তি বিশেষকে কোন বাড়তি সুবিধা প্রদান করি না, সেহেতু ব্লগনীতি মালা ভঙ্গ হলে সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে আমাদের কোন দ্বিধা থাকে না।

ব্লগনীতি মালা অনুসরন করতে বলা হয়, ব্লগিং, সুস্থ সামাজিক আচরন এবং গঠনমুলক সমালোচনা শেখার জন্য। রাস্তার ব্যবহৃত ভাষা আর ব্লগের ভাষা এক হবে- এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।



দুঃখিত।
কয়েকটা প্রতিউত্তর আসলেই রূঢ় হয়ে গিয়েছে। ব্লগিং করতে আরো বিচক্ষণতার পরিচয় দেয়া দরকার।

@আমাদের ছোট একটা টিম দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ব্লগ টিমকে ধন্যবাদ।

৪১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

ঠ্যঠা মফিজ বলেছেন: হুম জটিল বিষয় আমার সব ঠিক আছে ।আশা করি আপনার সমস্যাও দ্রুত ঠিক হয়ে যাবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভায়া!
দুপুর থেকে আমার প্রবলেম সলভড।

পোস্টটা কি ড্রাফট করবো?

৪২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

ঠ্যঠা মফিজ বলেছেন: হুম বস যেহেটু আগেই একবার সতর্ক করেছে সেহেটু ড্রাপ করাটাই ভালো হবে।বাকীটা আপনা ওপরে নির্বর করছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ড্রাফট করেছিলাম। একটা তেলাপোকার জন্য পোস্টটা রিস্টোর করলাম

৪৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

ব্লগ মাস্টার বলেছেন: সব সামুর ব্যাংকে জমা । =p~

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সামু কি জয়

৪৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

রাকু হাসান বলেছেন: আমি কাল থেকে আমার ব্লগে ঢুকতেই পারছি না । এখন ঢুকলাম ভিপিএন ব্যবহার করে । সার্ভার জনিত সমস্যার একটা নোটিফিকেশন দেখছিলাম । তাহলে আমার সমস্যাও কি এই সব কারণে !! আমি আবার ড্রাফটের পোস্ট দেখতে পারছি ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রবলেম সলভড। (একটা তেলাপোকার জন্য পোস্টটা রিস্টোর করা হল।)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.