নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঠক ছিলাম, লেখক হলাম। পড়ব বেশী, লিখব কম। পছন্দের বিষয় প্রকৃতি, জীবন ও দর্শন। ভালোলাগে প্রবন্ধ ও সম্পাদকীয়। প্রতীক্ষায় আছি একদল বিচক্ষণ লেখকের। যারা সমাজের সমস্যাগুলো বুঝবে, তা নিয়ে ভাববে ও লিখবে। যে লেখায় মানুষ হবে সচেতন, দেশের হবে উন্নয়ন।।জয় বাংলা।।

মো: নিজাম উদ্দিন মন্ডল

এই নিকে আর লিখি না

মো: নিজাম উদ্দিন মন্ডল › বিস্তারিত পোস্টঃ

মনে হচ্ছে, আমার প্রতিভাগুলো ঠিকমত বিকশিত হচ্ছে না। (বর্ষপুর্তির পাঁচমিশালী পোস্ট)

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:০২


১. দেখতে দেখতে এই নিকটার বয়স ১ বছর ২ দিন হয়ে গেল। কেন যে এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছি? ভাবছি প্রতি বছর একটা করে নিক পাল্টাবো। ভাই মডু, আমি কি অনুমতি পেতে পারি? :P

২. যদি প্রশ্ন আসে, এক বছরে আমি(লেখক হিসেবে) কী শিখলাম। সহজ কথায় উত্তর হবে: সহনশীলতা, বিচক্ষণতা, সবার সাথে মিশতে পারা/সবাইকে ভালোবাসতে পারা(হোক সে শত্রু) ও একসাথে চলার ক্ষমতা। সেই সাথে কিছু ভালো মানুষের সাথে পরিচিত হওয়া। এটাই বা কম কীসে??

৩. সামুর সাথে পরিচয় ২০১২থেকে। পছন্দের টপিক তো বরাবরের মতই রাজনীতি আর সামজিক সমস্যার গঠনমূলক সমালোচনা। সামুতে এর কিছুটা ঘাটতি আছে। আশা করি ব্লগারগণ দলের চেয়ে দেশকে বেশী প্রাধান্য দেবেন। :)

৪. দেশের মাথামোটা নেতা/রাজনীতিবীদদের কথা শুনলে আমার চান্দি গরম হয়। সেফুদার মত ওদের বলতে ইচ্ছে করে, "ভাই, তোরা মদ খা! তাও মানুষ হ!" X(

৫. লেখালেখিতে কয়েক দিন/সপ্তাহ বিরতি দিতে হবে। বিশেষ কাজ আছে। সবার জন্য শুভকামনা। হ্যাপি ব্লগিং....




.


[ফ্লাডিং-এর কারণে পোস্টে মন্তব্য সুবিধা স্থগিত করা হয়েছে। :(]

মন্তব্য ৯২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

নজসু বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন।
আর দ্রুত ফিরে আসার আহ্বান।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

দেখা হবে....:)

২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫

স্রাঞ্জি সে বলেছেন:
অভিনন্দন

অভিনন্দন

এক বছর বর্ষপূর্তিতে.....

শুভ হোক আগামী পথচলা.....

♥ ইউ নিজু......

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ সান্জু..;)

লাভ ইউ...❤❤

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


বর্ষপুর্তির অভিনন্দন।

শুভকামনা করছি, আপনার চাকুরী হোক; সেটা না হলে, কমপক্ষে বিয়ে হোক।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Thanks

বিয়েটা পরে হলেও হবে। চাকরিটা আগে দরকার। ভাবলাম, আপনাদের সাথে রাজনীতি করবো। সেটা তো আর হল না.... :P

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: # পড়লাম, বুঝলাম
# ভাই তোরা মদ খা তবুও মানুষ হ!

# আমজনতার মাঝে খুজি
মানুষ খুবই কম,
মরার সময় বুঝবে ঠ্যালা
আসবে যেদিন যম।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধূর! মরার ল্যাপটপ কাজ করে না। বুঝার জন্য ধনেপাতা ;)

যে যত যাই কোক
নেতারা আগে মানুষ হোক। ;)

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: H টু O
ভালো থাকুন। সুস্থ থাকুন।
দ্রুত আমাদের মাঝে ফিরে আসুন।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আবার আসিব ফিরে।
ধান সিঁড়িটির তীরে,
এই নিক না হলেও
অন্য কোন নিকে....:P

৬| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

জুন বলেছেন: মন্ডল সাহেব আর যাই হন সেফুদা হৈয়েন্না :P
এক বছর পুর্তির অভিনন্দন

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Thanks apu.


নেতারা যেই ম খ। সেফুদার আর কী দোষ!!!

৭| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৬

সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা রইল ।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Thanks.


see you....:)

৮| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খালি মন্তব্য লিখেই জনপ্রিয় হওয়া যায় তার প্রমাণ আপনি। আর লেখাগুলোও সমৃদ্ধ...

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ তালগাছি।

রাজনীতি হোক দেশের কল্যানে...:)

৯| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Congratulations

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: thanks

১০| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

সনেট কবি বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ। :)

১১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

কাইকর বলেছেন: অভিনন্দন

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Thanks.

নাটকে একবার নায়কের পার্ট পাওয়া যাবে না। প্রতিভাটা.....:P

১২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:১২

মনিরা সুলতানা বলেছেন: প্রতিভার উত্তরোত্তর বিকাশ কামনা করছি ;
অভিনন্দন!

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

আমি এক শখের ফুটোগ্রাফার। কত হাজার হাজার অখাদ্য ছবি তুলে ল্যাপটপে ভরে রেখেছি। প্রতিভাগুলো কি এভাবে অঙ্কুরেই বিনষ্ট হবে....:P

১৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

সৈয়দ ইসলাম বলেছেন:

অভিনন্দন। আপনার জন্য সামান্য তুহফা!



০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুকরিয়া। শুকরিয়া ।

ইঁদুর ছানাভয়ে মরে। ঈগল পাখি শিকার ধরে ।;)

১৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮

সৈয়দ ইসলাম বলেছেন:
তারপর, দিনকাল কেমন যাচ্ছে?
ইদানীং ব্লগে খুব একটা সক্রিয় দেখা যাচ্ছে না!

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আছি বেশ! মাছের মাথা দিয়ে ভাত খেলুম। :P


ব্লগের আসলেই খালি ফাইট করতে ইচ্ছে হয়। তাই দুরে দুরে থাকি....

১৫| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭

রাকু হাসান বলেছেন:
শেষ পর্যন্ত ছাকিব খান আর সেফুদা :P ;)
যাবেন তো ব্রেক পার্টি হবে না ? :( :(

অভিনন্দন । আাবারও ফিরে আসুন আমাদের মাঝে । সময় ভালো কাটুক । :)

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখালেখি বন্ধ থাকবে। কম-বেশী হলেও পাঠক হিসেবে ব্লগে অাছি/থাকার চেষ্টা থাকবে।




মোবাইলে প্রতিউত্তর করছি। ইউটিউব থেকে ছামমাক ছালো গানটা নিজ দায়িত্বে শুনুন আর নাচুন....

১৬| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২

মিথী_মারজান বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ব্লগ মাতিয়ে বেড়ানো আমার বন্দুক থুক্কু প্রিয় বন্ধুকে।
কিন্তু আমার কেন যেন মনেহচ্ছে কোন একটা কারণে আমার বন্ধুটি আমার উপর রাগ করে আছে।
আসলেই কি তাই!
অবশ্য রাগ অভিমান কিছুতেই আমাদের নিজাম ভাইয়াকে মানায় না।
ঝগড়া বাধানো যার প্রিয় শখ, সে তো কোন কারণে গোস্বা করলে আমাকে সরাসরি অভিযোগ করতেই পারে।
সেই অধিকার তো অবশ্যই আমার বন্ধুর আছে।
ভুলটা মনেহয় আমি ধরতে পেরেছি নাকি নিজেই উল্টা ভুল বুঝে আছি বুঝতে পারছিনা।
বেশি রাগ করে থাকলে আমি কিন্তু শিখা আপুর কাছে বিচার দিবো।
জালি বেত দিয়ে মনেহচ্ছে অভিমান ঝারাতে হবে আপনার।

ব্লগের হিরোকে হাজার নিকের বকেয়া ও অগ্রিম শুভেচ্ছা।:)

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

রাগ করার কোন প্রশ্নই আসে না। দেখ কেমন গান করি...
ও ছকিনা, গেছস কিনা
ভুইলা আমারে?
আমি ওহন ব্লগিং করি
সামুর মাঝারে...;)

আপুদের পেজে/কবিতার পোস্টে আমি কম মন্তব্য করছি, সেই জন্য এমনটা মনে হচ্ছে। :)

আমার আর হিরো হওয়া হইলো না। :(

১৭| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮

অচেনা হৃদি বলেছেন: :)

বর্ষপূর্তির শুভেচ্ছা রইল।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ। see you....


(প্রেমটা আর হল না):P

১৮| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

অচেনা হৃদি বলেছেন: নাহ আর হল না, ;)

কত ট্রাই করলেন, আহারে, মিষ্টি কথা, ধমক ধামক, নাহ, কিছুতেই কিছু অয় নাইক্কা।

(আপনার জন্য একটা পরামর্শ আছে, ব্লগে ইদানিং অনেক নতুন মেয়ে মুখ দেখা যাচ্ছে। ট্রাই এন্ড ট্রাই... ;) )

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যত খুশি ব্যাথা দাও
ভুল বুঝে চলে যাও
সব ব্যাথা নিরবে সইব বন্ধুরে
তুমার লেখা পোস্ট আমি পড়ব....:P


হে হে হে... আমি একটু বাজিয়ে দেখলুম হৃদিমনি আমার প্রতিউত্তর পড়ে কি না?

আমার তো কথা আপুকেও পছন্দ। কিন্তু আপু যে সিনিয়র...:P

১৯| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

সৈয়দ ইসলাম বলেছেন:
নিজেকে ইগল ভাবতে খুব মজা পান, তাই না!

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঈগল আমার পছন্দের পক্ষি। ;)

মিস্টি খান....

২০| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় মন্ডল ভাইয়ের ব্লগে ১ বছর পূর্তিতে অভিনন্দন। আপনি যতটা না ব্লগার, তারচেয়ে ঢের বেশি মানুষ হিসেবে ভাল। আমি যখন প্রথম ব্লগে আসি তখন সবচেয়ে বেশি উৎসাহ, পরামর্শ আর সহযোগিতা আপনার কাছ থেকে পেয়েছি। এ কৃতজ্ঞতা সব সময় থাকবনে। ব্লগের প্রতি আপনার ভালবাসা, ব্লগারদের প্রতি আন্তরিকতা আমাকে মুগ্ধ করে। জানি না প্রিয় এ ভাইটার সাথে জীবনে কখনো দেখা হবে কিনা; আর দেখা হলে পরিচয় দিবেন কিনা!! তবে পরিচিত হওয়ার সুযোগ পেলে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখবো।

আর, আজকের লেখাটির প্রতিটি অংশই আমার মনঃপুত হয়েছে। সময় সুযোগে লিখুন, ব্লগ মাতিয়ে রাখুন। সামুকে ধন্যবাদ আপনার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আন্তরিক মন্তব্যে ধন্যবাদ। আগে কফি খান, পরে কথা...(এটা কিন্তু কথা আপু না):P

বেঁচে থাকলে আপনাদের সাথে অবস্যই দেখা করব। সেটা কয়েক বছর পর।:)

মন্তব্য পড়ে বুক তো আমার ফুলে উঠলো। ;)
আমি যেই বদ। ব্লগে আমার গোমর ফাঁস হলে সবাইতো লাঠি নিয়ে দাবড়ানি দিবে। :P

তবে সত্য কথা হল, ব্লগে আপনাদের মন্ডল আর বাস্তবের আমি একটু আলাদা। (আমি যে খুব বেশী খারাপ না এটা কিন্তু সত্যি কথা।।)

২১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

সাগর শরীফ বলেছেন: বাহ্ অনেকদিন পার করে ফেলেছেন। আপনাদের থেকেই আমরা নতুনেরা অনুপ্রেরণা পাই ভাই। কিছু খাবেন? হাহাহা !
অভিনন্দন

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।


দেখা হবে ব্লগের পথ চলায়....

২২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮

সূর্যালোক । বলেছেন: অভিনন্দন ভাইয়া ।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Thanks :)

২৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:২২

আখেনাটেন বলেছেন: মন্ডল সাবের হঠাৎ প্রতিভা বিকাশের স্বাদ হল বড়। :D

প্রতিভার বিকাশ ঘটলে ব্লগে কিন্তু আর হিরুগিরি করতে পারবেক লাই। সুন্দরীরা বিকাশমান প্রতিভাদের শুনেছি ভয় পায়। :P

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি স্টার হতে চাই। :P


সুন্দরী, হিরোগিরি বাদ দিব তবু আমার প্রতিভাগুলো বিকশিত হোক।
মন্তব্যে ধইন্যবাদ। ;)

২৪| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: বান্ধবীর শত্রু তো শত্রু। যাইহোক ।হ্যাপী ব্লগিং মন্ডল ভাই। ব্লগিং বয়সা বাড়া মন্দ নয়। মনের বয়স না বাড়ালেই হয়। আনন্দে থাকুন আনন্দে রাখুন । আই নিড সাম শত্রুস =p~

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ কবি ভাই।

আপনার বান্ধবী কে? (আর তার শত্রুই বা কে?)
শায়মা হক?
ও তো আমাদের দুজনের শত্রু। :P


না রে ভাই, আগের মত আর জোশ নাই। শরীরের সাথে সাথে মনটাও বুড়ো হয়ে যাচ্চে। কি যে করি??:(

২৫| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৯

রক বেনন বলেছেন: মণ্ডল সাব, সব কিছু ঠিক আছে কিন্তু পোষ্টে এই লুইচ্চার ছবি কেনো? যে নিজের ইচ্ছায় বিয়ে করা বউ আর বাচ্চাকে লুকিয়ে রাখতে পছন্দ করে আর তা প্রকাশ পেলে বউ বাচ্চাকে ছুঁড়ে ফেলতে দ্বিধা বোধ করে না তাকে শুধু লুইচ্চা না, আরও অনেক কিছু বলতে ইচ্ছে করে। কিন্তু এটা ব্লগ, তাই বলতে পারলাম না।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আমি তো আমার ছবিটাই দিতে চেয়েছিলাম। কিন্তু সবাই তো লজ্জা পেত..;)

সাকিব তো অপুর সাথে পুরাই ফাতরামি কাজ করেছে। অরে জুতাপেটা করলেও রাগ যাবে না। তবে ব্যক্তি সাকিব আর নায়ক সাকিব আমার কাছে আলাদা। মানুষকে ঠকালে তার ফল সে পাবেই।।

অন্যের কথা বাদ। আমরা নিজেরা ভালো থাকি, অপরকে ভালো রাখি। :)

২৬| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৭

তারেক ফাহিম বলেছেন: ইউটিউভ গাটাগাটি কালে বাংলা সিনেমার কোন তারকা দেখলে ইগনোর করি :(
আজকের আপনার পোষ্টের বেলায়ও তাই হতে যাচ্ছিল, ভালো করে নিক পড়ে দেখি এইতো আমাদের মন্ডল ভাই। একবারতো পড়া দরকার ;)

এইতো সেলিব্রেটি পার্সন ;) বর্ষফুর্তিতে ৫ মেশালি পোষ্ট :D

ব্লগে আপনার সামনের দিনগুলো আরও শুভ হোক।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বর্ষফুর্তিতে ধুমাইয়া ফুর্তি করেন।। :)


এমন চেহারার কাছে সিনেমার হিরোদের বেল আছে নাকি! ইগনোর তো করাই লাগবে। ;)

আর সেলিবেরেটি! আমি তো হিরো আলমেরও অধম।
ইশ্! চেহারাটা যদি হিরোর মত হইতো....:P


ভালো থাকবেন।

২৭| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

আরজু পনি বলেছেন: ব্লগ থেকে কী শিখলেন...এই ব্যাপারটা সত্যিই বেশ কাজের।
শুভকামনা রইলো।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হ্যাঁ, ব্লগে সব ধরণের মানুষের সাথে চলতে হয়। এটা দারুন এক অভিজ্ঞতা।

thanks..:)

২৮| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: You are most welcome

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভকামনা সতত। :)

২৯| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

তারেক_মাহমুদ বলেছেন: এক বছরে ফাটিয়ে দিয়েছেন, অনেক শুভ কামনা।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সময় করে আবার আড্ডা দেব...


ভালো কাটুক আপনার প্রহরগুলো।:)

৩০| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১১

বিজন রয় বলেছেন: আবার হারিয়ে না যান।

শুভেচ্ছা ও শুভকামনা।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সময় করে ব্লগে আসবো। তবে পোস্ট কম দেব।


ধন্যবাদ, ভালো থাকবেন।:)

৩১| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! ব্লগের অলিখিত হিরোর আত্মোপলব্ধি পড়ে মুগ্ধ হলাম। তবে আপনি অস্বীকার করতে পারেননা যে ক্যাচাল করাটাকে একটা উচ্চ মার্গে নিয়ে যেতে পেরেছেন। পাশাপাশি বড্ড কৃপণ, আমার চোখে আপনার দুটি নিক থেকে কাউকে ভুল করেও লাইক বাটনে চাপ দিতে দেখিনি।

বেশ কয়েকদিন ব্যস্ত থাকবেন দেখলাম। খুব ভালো কথা। আনন্দ পেয়েছি । ঠিকই বড় অনুষ্ঠানের জন্য মেডিকেল নিতে হয়। আমি নিজেও এর ব্যতিক্রম নই। কাউকে বলার দরকার দেখছি না। কেবল আমিই না হয় চুপিচুপি আশীর্বচন করে আসবো। টপ সিক্রেট। ♥♥♥♥

শুভকামনা রইল।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভায়া।

ফাইট, ক্যাচাল-প্যাচাল আমার ভালো লাগে। সত্যি বলতে কি, ওসবের জন্যই আমি ব্লগে আসি..:P

লাইক সংক্রান্ত অভিযোগ পুরাই রাজনৈতিক চক্রান্ত। অসম্পুর্ণ, বানোয়াট, ভিত্তিহীন। যদিও সেটা আংশিক সত্য..:P(অবস্য, ব্লগে থাকলে ওটা আমি মন্তব্য দিয়ে পুসিয়ে দেই। ;))

আপনাদের দোয়া তো অবস্যই চাই। তবে টেনশন নিয়েন না, বিয়ের আগে আপনার অবস্যই জানাবো। আপুদের একটু ছ্যাঁকা দিতে হবে না.... :P

৩২| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

ভুয়া মফিজ বলেছেন: আপনার প্রতিভাগুলো বিকশিত না হওয়ার তো কোন কারন দেখছিনা! ;)
বিকশিত হওয়া নিয়ে চিন্তা না করে ব্লগিং চালিয়ে যান। আপনার প্রতিভা নিয়ে অন্ততঃ আমার কোন সন্দেহ নাই।
বর্ষপুর্তির অনেক অনেক শুভেচ্ছা।

অ.ট: আমার পোস্টে আপনাকে আজকাল দেখি না! ফাইট করি নাই দেখে রাগ করেছেন? :P

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ ভায়া।

ইদানিং প্রতিভার ঘাটতি পড়েছে। তাই কিছুদিন ডুব দিতে হইবে....;)

না না, কোন রাগ নেই। ইদানিং বড় লেখা কম পড়ছি। তাই....

(আমার পরিসংখ্যান:
১বছর ৩ দিনে, মন্তব্য করেছি: ৪৯৬৯টি
আমি ছোট মানুষ। কত আর পড়ব? এমনিতেই খারাপ ছাত্র....:P)

৩৩| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৯

উদাসী স্বপ্ন বলেছেন: বেকার মন্ডলের যে প্রতিভা আছে এটাই তো জানতাম না

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্যে ধনে পাতা।


এই মন্তব্যে ইমু সামুতে নাই...

৩৪| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

শিখা রহমান বলেছেন: নিজাম মোটে এক বছর!! B:-) আমারতো মনে হলো তুমি সেই কবে থেকে আমাকে জ্বালাচ্ছ। জালি বেতও মরিচা পড়ে নষ্ট!! :P

বর্ষপূর্তিতে শুভেচ্ছা। আশাকরি সামনের বছরগুলোতেও তোমার আপু! আপু! ডাক শুনতে পাবো। আনন্দে থেকো সবসময়।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

জালি বেতে তেল দিয়ে রেখো। মন্তব্য করার হার মনে হয় কমে যাবে.....:(

ছড়া:
যেদিন দিব ডুব
বুঝবে তুমি হায়,
সারা ব্লগে পাবেনা খুঁজে
আমার মত ভাই...:)

৩৫| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আবার আসিব ফিরে।
ধান সিঁড়িটির তীরে,
এই নিক না হলেও
অন্য কোন নিকে..

অপেক্ষায় থাকলাম।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে। দেখা হইবে.....:)

৩৬| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩

মোস্তফা সোহেল বলেছেন: দলের চাইতে দেশকে প্রাধান্য দেওয়ার মত লোক এদেশে খুব কম তাই দেশটার এই হাল।
বর্ষপূর্তি শুভেচ্ছা ভাই।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত। নেতারা মানুষ হোক।

ধন্যবাদ।

৩৭| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার জন্য শুভ কামনা এবং শুভেচ্ছা।।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: thank you

৩৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

ঢাবিয়ান বলেছেন: এই ব্লগে তিন জিনিষ সবচেয়ে জনপ্রিয়। কবিতার পোস্ট , আপনার আড্ডাবাজির পোস্ট এবং উঠতে বসতে খালেদা জিয়ার নাম জপা পোস্ট। =p~ =p~

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :``>>:``>>

যাক্, এই ডোডো পক্ষি কিছু অন্তত করতে পেরেছে। (নিজের সুনাম শুনতে ভালই লাগছে।):P

মন্তব্যে ধন্যবাদ।

৩৯| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

সুমন কর বলেছেন: অভিনন্দন !! !:#P

২-এ সহমত।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন।

৪০| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫

প্রামানিক বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

শুভরাত্রি

৪১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: অভিনন্দন জানালাম!

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ।

৪২| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: চাঁদগাজী স্টাইলের শিরোনাম B-))
অভিনন্দন

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জ্বী হ্যাঁ! তা বই কি!!!;)

ধন্যবাদ।

৪৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০০

ভাইয়ু বলেছেন: বর্ষপূর্তি উপলক্ষে পার্টি দেন, খানাপিনা হবে, মজ মাস্তি হবে...

০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ননস্টপ পার্টি তো চলছেই। ব্লগে আসলেই শুরু হবে...;)

ভালো থাাকবেন।

৪৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

পদাতিক চৌধুরি বলেছেন: এত দিন হয়ে গেল এখনও আপনার সদস্যতা কাটেনি? আমরা আপনার ক্যাচাল কমেন্টের প্রচন্ড মিস করছি ।

শুভকামনা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেশ কিছুদিন অফমুডে ছিলাম। আবার নিয়মিত হব। তবে এই নিকটা বন্ধ থাকবে।

৪৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা। ভাল থাকুন, আনন্দে থাকুন সব সময়।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ

৪৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭

অপ্‌সরা বলেছেন: কোথায় যে হারালো ভাইয়াটা! :(

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শীত নিদ্রায় ছিলাম। আরেকটা নিকে..

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.