নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৪. সহজে ব্যবসা করার সূচকে ১৯০দেশের মধ্যে বাংলাদেশ ১৭৬তম। বিশ্বব্যাংকের এই প্রতিবেদন যৌক্তিক বলে মনে করেন কি?(০৩/১১/১৮)
অনলাইনে মোট ভোটদাতা ১৯৪০জন॥ (হ্যাঁ- ৭৬.১৯% | না- ২০.৯২%)
ফেসবুকে ভোটদাতা ৬১০০ জন॥ (হ্যাঁ - ৭১.১৩% | না- ২৭.৮৭%)
৩. রাজনৈতিক দলগুলোর সংলাপের মাধ্যমে ফলপ্রসূ কোন সমাধান বেরিয়ে আসবে বলে মনে করেন কি?(০২/১১/১৮)
অনলাইনে মোট ভোটদাতা ৩৬২২জন॥ (না- ৭৪.৫৪% | হ্যাঁ- ২২.৬১%)
ফেসবুকে ভোটদাতা ১২,২০০ জন॥ (না- ৮২% | হ্যাঁ- ১৮%)
২. মধ্য নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে মনে করেন কি?(০১/১১/১৮)
অনলাইনে ভোটদাতা ২৯১২জন॥ (না- ৮৬.৮১% | হ্যাঁ- ১০.৫৮%)
ফেসবুকে ভোটদাতা ৪৯০০জন॥ (না- ৯১% | হ্যাঁ- ৯%)
১. পরিবহন ধর্মঘট ঠেকাতে সরকার যথেষ্ট আন্তরিক ছিল বলে মনে করেন কি?(৩০/১০/১৮)
অনলাইনে ভোটদাতা ৫১৪৮ জন॥ (না- ৯১.৫১% | হ্যাঁ- ৬.৮৮%)
ফেসবুকে ভোটদাতা ১৯১০০ জন॥ (না- ৯৩% | হ্যাঁ- ৭%)
. ২০০৯থেকে প্রথম আলো পত্রিকা পড়ে আসছি। যে যাই বলুক, আমার কাছে পত্রকাটা মন্দ লাগে না। অনেক দিন থেকে খেয়াল করছি, পাঠক জরিপের(অনলাইনে) যে ফলাফল দেয়া হয়, আমার ব্যক্তিগত মতটাই জয়ী হয়। তবে এ জয়টা দেশের জন্য সুখকর নয়।
লেখালেখিতে কিছু দিন বিরতি দেব। প্রথম আলোর সম্পাদকীয়/মতামত(১০-১১তম পেজ) অংশটা আমি প্রায়ই পড়ি। সময় পেলে আপনারাও পড়বেন।
(ভুল যদি হয়ে যায় কখনো, করো ক্ষমা রেখো না মনে।)
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধন্যবাদ দাদা।
বেশ কিছু কারণে অফ ছিলাম। অাবার হয়তো পাঠক নিকে নিয়মিত হব।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: কই তুমি ম্যাঁওপ্যাঁও ভায়া
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রুমের ভেতর
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: তুমাকেন web.archive.org তে দেকে এলুম
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভুল
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আফসোস
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫২
কালীদাস বলেছেন: মুটামুটি শুরু থেকেই প্রথম আলো পড়ি। এর আগে পুরান যে পেপারগুলো ছিল, প্রায় সব কয়টাই কোন না কোন দলের মুখপাত্র ছিল। প্রথম আলো নিরপেক্ষ ছিল শুরুর দিকে অনেক দিন, কিন্তু গত দশকের শুরু থেকে নিজেদের সুশীল একটা মতামত সার্বজনীনভাবে চাপিয়ে দেয়ার চেষ্টায় আছে স্পষ্টভাবেই। জিনিষটা পছন্দ না। কিন্তু নিম্নমানের দলীয় পেপারগুলোর চেয়ে অন্তত বেটার সেজন্য ছাড়া হয় না কিছু ফালতু জরিপ চালানোর পর, প্রায় সাত/আট বছর হয় জরিপ পার্টটা ফলো করা হয় না।
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্যে ধন্যবাদ
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: আবালো দেকে এলাম
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বুঝতে পারছি না, কি হচ্ছে। আমি তো সামুর বাইরে কোথাও লিখি না!!!
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫
আর্কিওপটেরিক্স বলেছেন: লেখক বলেছেন: আফসোস
লুল
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আর্কিওপটেরিক্সবলেছেন: তুমাকেন web.archive.org তে দেকে এলুম
বুঝতে পারছি না, কি হচ্ছে। আমি সামুর বাইরে কোথাও লিখি না!!! ফেবুতে ছবি পোস্ট করতাম, ক্যামেরায় সমস্যা হবার পর সেটাও বন্ধ।
https://dungulie.com/document/550165?type=BLOG
লিংকে আমার লেখা দেখছি। কীভাবে কী??
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ওই সাইটটা সকল ব্লগের কনটেন্ট ডেইলি কালেক্ট করে...
তাই ওখানে সামুর লিংকও থাকে
এতে কোনো সমস্যা নেই
১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: থ্যাংকস।
৯| ১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২১
ভুয়া মফিজ বলেছেন: প্রথম আলো আমার কাছেও খারাপ লাগে না। হ্যা, কিছু বিতর্ক আছে......সেটা কার নাই? আমাদের স্বভাবগত কারনে আমরা কিছু একটা পেলেই ঝাপিয়ে পড়ি। প্রথম আলো-ও এর বাইরে না।
বহুদিন পড়ে আপনার আসল নিকে কমেন্ট করে ভালো লাগলো। দুই নাম্বার নিকে কমেন্ট করে মজা কম!
১২ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গুড।
আমি প্রথম আলো পড়ি, মন্দ না।
নিজে ভূয়া হয়ে অন্যরে আইছে নাম্বারিং কত্তে..
[এবার মনে হয় ৩নাম্বার আইডি ধত্তে হবে!]
গুড বাই। আইপি চেন্জ হবে। লগ আউট..
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: কি ব্যাপার,! অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। একেবারে হারিয়ে গেলেন নাকি? তাও তো পোস্টার প্রথম পেজে দিলেন না। খুঁজতে এসে গেলাম ।
তবে উত্তর দিয়েই যাবো,
4 নম্বর প্রসঙ্গে- বিষয়টা সম্পর্কে ধারনা না থাকায় উত্তর দিতে অপারগ ।
তিন নম্বর প্রসঙ্গে- একেবারেই না।
দু'নম্বর প্রসঙ্গে - যে জল একবার ঢুকে যায় ,সেই জল স্থায়িত্ব পেয়ে যায়। কাজেই এই প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।
1 নম্বর প্রসঙ্গে - মন্তব্য করব না ; বিরত থাকলাম।
এবার বলুন কবে আবার আসছে। আমরা আপনাকে বড্ড মিস করছি।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।