![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, জুম‘আতে তিন ধরনের লোক আসে।
(ক) যে ব্যক্তি অনর্থক আসে, সে তাই পায়
(খ) যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু প্রার্থনার জন্য আসে। আল্লাহ চাইলে তাকে দেন, অথবা না দেন
(গ) যে ব্যক্তি নীরবে আসে এবং কারু ঘাড় মটকায় না (মুছল্লীদের ডিঙিয়ে যাওয়া) ও কষ্ট দেয় না, তার জন্য এই জুম‘আ তার পরবর্তী জুম‘আ এমনকি তার পরের তিনদিনের (ছগীরা) গোনাহ সমূহের কাফফারা হয়ে থাকে।
এ কারণেই আল্লাহ বলেছেন, ‘যে ব্যক্তি একটি নেকীর কাজ করে, তার জন্য দশগুণ প্রতিদান রয়েছে’ (আন‘আম ৬/১৬০)।
[ আবুদাঊদ, মিশকাত হা/১৩৯৬, অনুচ্ছেদ-৪৪ ]
(ফেবু থেকে)
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০
নূর আদনান বলেছেন: ধন্যবাদ, আপনিই একমাত্র মন্তব্যকারী এই পোষ্টে।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল পোস্ট