নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দুনিয়ায় কেউ কারো নয়

নূর আদনান

চেষ্টা করছি শুদ্ধ হতে, নির্ভেজাল ও শুভ্র হতে। প্রভূ পবিত্র কর মোরে

নূর আদনান › বিস্তারিত পোস্টঃ

আসুন নেক আমল করি

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৩

ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমার উম্মতের মধ্য থেকে সত্তর (৭০) হাজার লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। সাহাবিগণ জিজ্ঞেস করলেন: ইয়া রাসূলুল্লাহ! ঐ সৌভাগ্যবানরা কারা?



তিনি বললেন: তারা হল ঐ সমস্ত লোক যারা কোনো দিন (অসুস্থতার কারণে) কোনো ঝাড়-ফুক চেয়ে বেড়ায় না, কুলক্ষণ গ্রহণ করে না, ছেক দেয়ার ব্যবস্থা করে না বরং তারা শুধু তাদের রবের উপর ভরসা করে থাকে।



উক্কাসা রাদিয়াল্লাহু আনহু বললেন: হে আল্লাহর রাসূল, আমার জন্য দু‘আ করুন আমিও যেন তাদের একজন হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তুমি তাদের একজন। একথা শুনে উপস্থিত একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর নিকট দু‘আ করুন আল্লাহ যেন আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন।



তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার পূর্বে উক্কাসা পাশ করে ফেলছে।"



[সহীহ মুসলিম, হাদিস: ২১৮]





---------------------------------------------------------------------------------





***সূরা এখলাছের ফজিলত।

দৈনিক ২০০ বার ওযুর সাথে পড়িলে ১০ ফায়দা।

১/আল্লাহ্‌তায়ালা তার রাগের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।

২/রহমতের ৩০০ দরজা খুলবেন।

৩/রিজিকের ৩০০ দরজা খুলবেন।

৪/গায়েব থেকে রিজিক পৌছাবেন।

৫/আল্লাহ্‌তায়ালা নিজের এলেম থেকে এলেম দিবেন,আপন ছবর থেকে ছবর দিবেন।আপন বুঝ থেকে বুঝ দিবেন।

৬/(৬৬)বার কোরআন খতম করার ছোয়াব পাবেন।

৭/আল্লাহতায়ালা তার ৫০ বছরের গুনা মাফ করবেন।

৮/জান্নাতে ২০ টি মহল দিবেন।

৯/২০০০রাকাত নফল নামাজের ছোয়াব দিবেন।

১০/ যখন মৃত্যু হবে তখন ১১০০০০জন ফেরেস্তা জানাজায় শরিক হবেন।



--------------------------------------------------------------------------





আল্লাহ্‌তায়ালা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন..."(আমীন)"



( কালেক্টেড )

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৭

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: আল্লাহ্‌তায়ালা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন..."(আমীন)"

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৯

নূর আদনান বলেছেন: আমীন

২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:১১

িবপুল বক্‌সী বলেছেন: আল্লাহ্‌তায়ালা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন..."(আমীন)"

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৮

নূর আদনান বলেছেন: আল্লাহ্ আমাদের দোয়া কবুল করুন, আমীন

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:০৬

এইচ আর খান বলেছেন: আমল করার তওফিক দান করুন । আমীন

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

নূর আদনান বলেছেন: আমীন

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: িবপুল বক্‌সী বলেছেন: আল্লাহ্‌তায়ালা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন..."(আমীন)"

৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

নূর আদনান বলেছেন: আমীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.