![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামীকাল ১৪ই অক্টোবর, পবিত্র আরাফাতের দিন (ইয়াওমুল আরাফাত), ইনশা আল্লাহ !
আল্লাহ তাআলা এই দিনে অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাই নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), যারা হজ্জে উপস্থিত নয় পৃথিবীর এমন সবাইকে এইদিন সিয়াম পালনের জন্য উপদেশ দেন এবং এই দিনে সিয়াম পালনের ফজিলত সম্মন্ধে বলেন-
আবু কাতাদা থেকে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: صيام يوم عرفه أحتسب على الله أنه يكفر السنة التي قبله والسنة التي بعده " [ رواه مسلم ]
‘‘আরাফা'র দিন সিয়াম পালন করা হলে আল্লাহর নিকট আশা করি, এর মাধ্যমে পূর্বের ও পরের (মোট দুই) বছরের গুনাহ মোচন করে দেয়া হবে।’’
[মুসনাদে আহমাদ, হা/২২১১৫ সনদ সহীহ]
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৫
নূর আদনান বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯
নূর আদনান বলেছেন: হাসার কি হইল কিছু বুজলাম না তো...........
৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
৪| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৭
ইমানুয়েল নিমো বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:২০
কালোপরী বলেছেন: ধন্যবাদ
৬| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
কালোপরী বলেছেন: আমি এই রোজা সম্পর্কে বুখারী শরিফে রেফারেন্স খুজলাম, ওখানে রোজা রাখার ব্যাপারে কিছুই নেই, বরঞ্চ রাসুল (সা) রোজা রাখেননি বলেই রেফারেন্স আছে।
কেউ কি এই ব্যাপারটা সম্পর্কে জানাতে পারেন?
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭
কাজলকালো বলেছেন: