নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দুনিয়ায় কেউ কারো নয়

নূর আদনান

চেষ্টা করছি শুদ্ধ হতে, নির্ভেজাল ও শুভ্র হতে। প্রভূ পবিত্র কর মোরে

নূর আদনান › বিস্তারিত পোস্টঃ

সামু এতো অশ্লীল হইতে পারে ??? :| :| X(

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৬

আজকে হঠাৎ ফেসবুকে সামুর অস্তিত্ব খুজতে গেলাম। কারন আগে কখনই ফেবুতে তাহাকে দেখে নাই। :|



তো খুজতে গিয়ে সামহুয়ারইনব্লগ নামে ৩টি গ্রুপ ও ২টি ফ্যান পেইজ এর খোজ পাইলাম। তার পর সেগুলো ওপেন করে দেখতে লাগলাম, আর যাহা দেখিলাম তাহা আর কি বলিবো। প্রথমেই মনে হলো সামু এতো অশ্লীল, কেমনে কি??:|:|



ইহার মধ্যে একটি গ্রুপ অশ্লিলতায় ভরা। যার মেম্বর ৭২০ জন। আর এই কর্ম মাত্র কয়েকজন করতেছেন, যার উৎস হইল সরেজমিন বার্তা নামের একটি পত্রিকা (!)...http://www.sorejominbarta.com



জানবার মুন্চায়, এই গ্রুপের মেম্বাররা কি সামুর বলগার?



মুই আর কিচু কমু না। শুধু কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।



দুঃখিত লিংকু দিতে ভুলে গেসিলাম Click This Link

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৬

এম এস নিলয় বলেছেন: চিন্তার কথা :/

২| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

আমিনুর রহমান বলেছেন:




ফেবুতে আপনি যদি সামুর নামে একটা গ্রুপ বা পেইজ খুলে অশ্লীল ছবি বা নোংরামী করেন তাতে সামুর কি করার থাকতে পারে! সামুতে রেজিট্রেশিন করতে চারিত্রিক সনদের প্রয়োজন হয় না।


কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এখন থেকে যেনো চারিত্রিক সনদ নিয়ে তবে রেজিস্ট্রেশন করার অনুমতি দেয়া হয় ;) :P

৩| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

আমিনুর রহমান বলেছেন:



ওহ আরো একটা কথা ফেবু গ্রুপে এড করতে অনুমতি লাগে না। যে কেউ যে কাউকে এড করতে পারে। আর এত গ্রুপ থাকে কেউ গ্রুপের ভিতর ঢুকেও দেখে না কি হচ্ছে।

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩১

নূর আদনান বলেছেন: হুম আমিও সেটাই ভেবে দেখলাম যে কিছু করার নাই, তবে রিপোর্ট করলে হয়তো ফেবু কতৃপক্ষ কিছু করতে পারে।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:০৮

বেলা শেষে বলেছেন: ....samu have a lot of things if some Body understand! ....they have mostly "Hightech"! Only 1 click they manage more over 90 languages & they have high scientist all over the world! good or bad - which one you will except it have to deceid your ownself! for your advertisement they will lough on you!!! gud by Young man!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.