নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আহ্ কি মনোরম ও বিনয়ী ভরা ছবি♥️

১৪ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫০


ছবিতে দেখুন, রোমের বেয়াদব মেয়র এবং তার সাথের লোকজন কেমন উঁচু এবং সিঙ্গেল চেয়ারে বসে আছে! আর আমাদের মহান নেতা, বিশ্বনেতা ড. ইউনুস কেমন করে কমন সোফায় বসে মিষ্টি মিষ্টি হাসছেন!

যিনি একজন নিরহংকারী সরকার প্রধান। এদেশের জনগণের স্বার্থে যিনি একটা সিটি মেয়রের পায়ের সামনে বিশাল আগ্রহ নিয়ে বসতে দুইবার ভাবেননি। অথচ দেখেন সে হচ্ছে সামান্য একজন সিটি মেয়র কিন্তু ভাব নিচ্ছে মনে হয় সে ইতালির প্রধানমন্ত্রী!

আমাদের নোবেলজয়ী নেতা মেয়রের অফিসে স্বয়ং নিজে গিয়েছেন সাক্ষাৎ করতে দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে।
এমন মহান নেতা বড় ভাগ্য করে পেয়েছি আমরা। প্লিজ তাকে কেউ যেতে দিয়েন না। অভিমান করে চলে যেতে চাইলে সবাই মিলে বুঝিয়ে ফিরিয়ে আনুন বারবার।
আরো ১০ বছর ক্ষমতায় থাকুক। সম্ভব না হলে ৫ বছর, প্লিজ অন্তত পাঁচটা বছর তাকে এদেশের ক্ষমতায় রাখুন,
না হলে পরে কিন্তু আফসোস করতে হবে।

“ওরে ছেড়ে দিলে সোনার নেতা আর তো পাবে না,
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার নেতা আর তো পাবে না, না না না
ছেড়ে দেবো না”

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:১২

সৈয়দ কুতুব বলেছেন: পিটার হাস ও আছে রোমে । একটা ছবি দেখলাম ।

১৪ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৩

নূর আলম হিরণ বলেছেন: পিটার হাস সেখানে কি করে যে জানে!

২| ১৪ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা কুলিন। আমরা তাদের মত কুলিন হতে পারিনি। একদা তাদের রোমান সাম্রাজ্য ছিল।

১৪ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৪

নূর আলম হিরণ বলেছেন: আমরা কুলিন হলেও মন মানসিকতায় নম:শূদ্র রয়ে যাবো।

৩| ১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৩

কলাবাগান১ বলেছেন: আমার উকিল নোটিশ পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দিল????

১৪ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১০

নূর আলম হিরণ বলেছেন: ভাই ব্লগের জৌলুস প্রায় শেষ। অনেক পোষ্ট এমনকি মন্তব্যও ai দিয়ে লেখা। এর পরিমাণ দিন দিন বাড়ছে। মৌলিক লেখা ব্লগে অর তেমন পাবেন না কয়েক মাস পর। তারপরেও আপনারা যারা লিখছেন সেগুলোও সরিয়ে দিচ্ছে ব্লগের প্রথম পাতা থেকে এটা দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.