![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন সেটা তিনি করেন। তার কথার নড়চড় হয় না। এখানে অনেকগুলো কোটা আছে। এগুলো সমন্বিত করার চেষ্টা করা হচ্ছে। কাজ থেমে নেই।"
কমিটিই হলো না আবার কিভাবে কে কবে থেকে সমন্বিত করার কাজ করছেন ?
তিনি তিনি আরো বলেছেন, কোটা বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রী সংসদে দিয়েছেন। কোটা থাকবে না এটা তিনি বলে দিয়েছেন।
যেখানে কোটা থাকছেই না, সেখানে আবার কি সমন্বিত করার চেষ্টা করা হচ্ছে ?
ছাত্রসমাজ কি এতই অবুঝ ? আমাদের বয়স, জ্ঞান,অভিজ্ঞতা ও বিচার-বিশ্লেষণের ক্ষমতা কি কমছে ।
বলতে দ্বিধা নেই, যথেষ্ট সময় পেয়েছেন, কমিটি গঠন কিংবা প্রজ্ঞাপন জারি কোনটাই করেন নি বরং বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখার চেষ্টা করেছেন এবং এখনো তার মধ্যেই নিমজ্জিত আছেন।
আপনাদের অবগতির জন্য পরিষ্কারভাবে জানাতে চাই, কোন রাজনৈতিক দলের সাথে আমাদের বিন্দুমাত্র আঁতাত নেই আর স্বাধীনতা বিরোধী কোন দল কিংবা সংঠনের সাথে আমাদের সম্পর্ক তো সকালের পূর্ব দিকের সূর্য পশ্চিমাকাশে উদিত হওয়ার মতো ব্যাপার।
Mother of Education,
আমরা ছাত্র-ছাত্রীবৃন্দ, আপনার নাতি-নাতনির মতো বয়সের। কিভাবে রোদে পুড়ছি, বৃষ্টিতে ভিজছি, হামলা-হয়রানির শিকার হচ্ছি দেখুন এবং আপনার আশে পাশের কারো দিকে না তাকিয়ে ভাবুন, আমাদের মতো কোমলমতি ছেলেমেয়েরা আপনার কাছে কোনো অন্যায় আবদার করছি না। অধিকাংশ কোটাই এখন সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থ-উদ্ধারের কাজে লাগছে। জেলা কোটার ব্যবহার হচ্ছে না বললেই যে চলে, তা আপনি এই মাসের মাসিক ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্স দেখলেই বুঝে যাবেন। আর মুক্তিযুদ্ধ কোটার কথা কি আর বলবো, যদি মুক্তিযুদ্ধ সনদের কোনো আর্থিক মূল্য না থাকতো তবে দেশে শেয়ার বাজারের মতো প্রতিবছর মুক্তিযোদ্ধার সংখ্যা বৃদ্ধি হতো না।
তাই আপনার নিকট আমাদের আকুল আবেদন, আমাদের ব্যথা বোঝার চেষ্টা করুন ও মহান জাতীয় সংসদে দেয়া আপনার ঘোষণার বাস্তবায়ন করুন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জয় হোক ছাত্র আন্দোলনের।
২| ১৪ ই মে, ২০১৮ রাত ৮:৪৩
ঢাবিয়ান বলেছেন: আপনাদের সমস্যা হচ্ছে আপনাদের মিথ্যা বুলি বিশ্বাস করানো যায়। এদেশের রাজনীতিতো এতদিনে আপনাদের বুঝে যাওয়ার কথা। এদেশে রাজনীতিবিদেরা ভুলেও সত্য কথা বলে না। সেখানে এসব মিথ্যা মৌখিক আশ্বাষের মূল্য কি? প্রজ্ঞাপন জারী না দেখে রাজপথ ছাড়ার সিদ্ধান্তটা আপনারা না নিলে কোনদিনও এই আন্দোলন সফল হবে না। যে আবেগ এখনও জমা আছে, সময়ের সাথে সাথে সেটা ্মিলিয়ে যাবে। মিথ্যা আশ্বাস দিয়ে এইভাবে কালক্ষেপন করে আন্দোলন স্তিমিত করাই এই সরকারের স্ট্র্যটেজি।
৩| ১৪ ই মে, ২০১৮ রাত ৮:৪৮
করুণাধারা বলেছেন: দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় তবে আমি আশংকা অনেক খারাপ লক্ষ্য বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণ করা হচ্ছে।
৪| ১৪ ই মে, ২০১৮ রাত ৮:৫৯
নতুন বলেছেন: শেখ হাসিনাকে যারা Mother of Education উপাদি দিয়েছে তাদের কখনোই নিজের শিক্ষার বলে কিছু হবেনা। হবে চাটুকারিতার ক্ষমতায়।
কোটা প্রথা বাতিল করা ভালো হয়েছে। কিন্তু Mother of Education !!!
৫| ১৪ ই মে, ২০১৮ রাত ৯:৩৬
আমিনভাই বলেছেন: হাসিনা কখনো সত্য বলে না। যত আজে বাজে পেচ মনের ভিতর । আমার কথা কেউ বিশ্বাস করোক আর নাই করোক হাসিনাকে দিয়ে ভাল কিছু হবে না।
৬| ১৪ ই মে, ২০১৮ রাত ১০:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রধানমন্ত্রীর বাতিল ঘোষণা করার পদ্ধতি'টাই আমার কাছে ছিলো রহস্যজনক। দেশের প্রধানমন্ত্রী কোটা সংস্কারের আশ্বাস না দিয়ে একদম বাতিল করে দিলেন! উনি ভেবেছিলেন, কোটা সম্পূর্ণ বাতিল করলে সারাদেশে কোটার পক্ষে তীব্র আন্দোলন হবে। তখন তিনি..... (গত কয়েকদিন পূর্বে কোটা নিয়ে উনার বক্তব্যে পরিষ্কার)
৭| ১৪ ই মে, ২০১৮ রাত ১০:৪২
সাইন বোর্ড বলেছেন: সেদিন প্রধানমন্ত্রীর বডি ল্যাঙগোয়েজটা কি লক্ষ্য করেছিলেন ? অামার কাছে মনে হয়েছে অারো অনেক মিথ্যার মতাে এটাও ছিল ডালভাত ।
৮| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: ''দেশ উন্নয়নের মহাসড়কে''
এই কথাটা আমি বিশ্বাস করেছিলাম।
কিন্তু ফলাফল শূন্য।
৯| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:৩০
ক্স বলেছেন: চাঁদগাজী বলেছেন:
উনি মাদার অব ছাগল; আপনারা উনার সন্তান
আমি বলছি, উনি মাদার অব ছাগল; আপনারা উনার তিন নম্বর নাতিপুতি।
পাছায় পুলিশের ডান্ডা খেয়েও আপনাদের শিক্ষা হয়নি, আবার এসেছেন জয় বাংলা মারাতে।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ রাত ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
উনি মাদার অব ছাগল; আপনারা উনার সন্তান।