![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম মোঃ আব্দুন নূর তুষার।ডাক নাম নূর,তুষার অথবা পুরোটাই।
কবিতাঃ ভাবনায় আমি
মোঃ আব্দুন নূর ( তুষার )
কখনো আমি পাখি হই ;
ব্যথার খোঁজে এপার ওপার ছুটে যাই!
ক্লেশে কুড়ানো ব্যথা দ্বারা স্বীয় বাসা বুনি তাই!
ঝড়বৃষ্টিতে যদি ব্যথা ছিটকে পরে পাতালে,
খরাতে তাইত তা কুড়াই স্বল্প সুযোগ পেলে।
কখনো একটু গগন হই ;
নিজেকে ফুলিয়ে স্বর্গগঙ্গার ন্যায় ফাঁকা রই!
গ্রহ নক্ষত্রের ন্যায় কষ্টগুলোকে শূন্যে পাই!
সকলেরে দিয়ে সুখ- নিজে থাকলাম ক্ষুণ্ন!
এত কিছু ধারণ করেও আমার পরিচয়টা আজ মহাশূন্য।
ক্ষণে ক্ষণে নিজ কষ্টগুলো দহনে পোড়াই!
কিন্তু না! হঠাৎ করে বারি ভরে আমি নিভে যাই!
কষ্টগুলো আর জ্বলে উঠেনা,হচ্ছে হতাশ!
ব্যর্থ পথিক খোঁজে পেল আরেকটি ব্যর্থ পরশ!
অবশেষে-ব্যর্থ ব্যথা সুখ পেতে সুখের অন্বেষণে!
সুখ ধরা দেয়না, দিবেও না তাইত সুখের মনে!
মুক্ত বিহগের ন্যায় ডানা ভরে চেষ্টা উড়ার!
এইত সময় পালাবার,দেশ হতে দেশান্তরে পারাপার!
সুখের স্বর্গ দুঃখ,দুঃখই তার প্রমাণ!
দুঃখ বিনা কি হবে সুখের জয়গান?
২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২১
রিকতা মুখাজীর্র্ বলেছেন: এভাবে নিজের কবিতাই মন্তব্য করা ঠিক নয়,এটা ব্লগে চলে না।কবিতা ভালো লেগেছে।আরো পোষ্ট করুন আর কবিতা পড়ুন,একবার ঘুরে গেলাম আর কিছু বলে গেলাম এটা ঞ্জান দেওয়া নয়।শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭
nurtusar বলেছেন: সবাই একবার হলেও পড়বেন।