নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর মনে সুন্দর ভালোবাসার সৃষ্টি।একটি সুন্দর মনই পারে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে।তাই আলোকিত সমাজ গঠনে অজস্র সুন্দর মনের প্রয়োজন।এই ব্লগে আমার কোনো প্রকার ভূল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

nurtusar

আমার নাম মোঃ আব্দুন নূর তুষার।ডাক নাম নূর,তুষার অথবা পুরোটাই।

nurtusar › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ভালোবাসার আহবান

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১০

কবিতাঃ ভালোবাসার আহবান
মোঃ আব্দুন নূর ( তু্ষার )

আজ তোমায় নিয়ে কবিতা লিখছি, তাকাও এই কবিতার পানে,
এই এইখানে,এই ঐখানে,কেন জানি রয়ে গেছ সবখানে।
রক্তে মোর মিশে আছে তোমার নেহে ভরপুর অস্তি,
নিগূঢ় সাধনার পর ফিরবে যবে আবার পাব কি তবে নিষ্কৃতি?
মাকড়সার ন্যায় পূর্বে ব্যর্থ হওয়ার পরেও আশার বাসা বুনি আবার,
স্রোতে ভেসে যাওয়া ভিটে-মাটির পর নদীর কিণারায় কুঁড়েঘর তুলি ফের।
এই ভেবে যে তুমি আসবে,আমার চিরসাধনার সুখ,
বাসবে ভালো তবে মোছে যাবে ক্লান্তি সব, উজ্জ্বল হবে মুখ।
জেনে নাও তোমার জন্য মম অনন্ত সাধনা শুরু পূণ্য জন্মের সাথে,
তাইত তোমাকে সুখে-দুঃখে পাশে রাখি প্রতিটি দিন প্রতিটি রাতে।
তুমি আমার গুপ্ত চাহনির দুটি আখি,বাতাশে দোলিত দোলান;
আনমনে গেয়ে যাওয়া গান,কবু ভালোবাসা ফের কবু অভিমান।
এইত তুমি জুনাকির মিটমিটে আলো ঐত আবার গূঢ় ঘুমের আগন্তুক;
কখনো ছায়া দেওয়া তরু তুমি কখনো আবার নিশিতের ঝিঝিপোকার ডাক।
সবইত দুজনার সুখের স্বার্থে,ভালোবাস তাই ভালোবাসি আমিও তাই,
ভালোবাসায় রয়েছে বাঁচার পন্থা,জীবনের সংগ্রাম,তোমার মাঝেও যেন তাই পাই।
জেনে রেখ,ভালোবাসায় পরম সাধনা আর চরম শান্তি ইহকাল ও পরকালে,
পূণ্যমনে তীক্ষ্ণজ্ঞানে ভালোবেস তুমি সবি সবখানে অদ্য ও সর্বকালে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



বিপুল অনুভুতি ও চির-জাগ্রত আশা

২| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগে স্বাগতম।

৩| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৪

nurtusar বলেছেন: স্বাগতম আপনাকে ও।
আর হে আশা পোষা ভালো তাই পোষছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.