নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজঃ সত্তর ও আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর ই্ন্তেকাল

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬


বাংলাদেশের আধুনিক গানের অন্যতম শিল্পী, সংগীত পরিচালক এবং সুরকার মোহাম্মদ আলী সিদ্দিকী আজ ৪ নভেম্বর'১৪ রোজ মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজিউন)।কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে।

বাংলাদেশের আধুনিক গানের অন্যতম কণ্ঠ শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী ১৯৪৪ সালের ২রা ফেব্রুয়ারি নেত্রকোণা জেলায় জন্মগ্রণ করেন। ১৯৭৩ সালের ২৮শে মার্চ সুরাইয়া সিদ্দিকীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে গান গাইতেন মোহাম্মদ আলী সিদ্দিকী। ১৯৬০ সাল থেকে তিনি রেডিও আর চলচ্চিত্রে গান গাইতে শুরু করেন। ২০৬টি চলচ্চিত্রে তার গান শোনা গেছে। গানের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। বাংলা গানের পাশাপাশি উর্দু গানও করেছেন তিনি। তার কালজয়ী অসংখ্য গানের মধ্যে ওই দূর দূর দূরান্তে, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, হৈ হৈ হৈ রঙিলা রঙিলা রে, শোনো গো রুপসী ইত্যাদি উল্লেখযোগ্য। সংগীত জীবনে জাতীয় পুরষ্কার ছাড়াও অসংখ্য পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হন তিনি। এসবের মধ্যে রয়েছে দীনেশ পদক, বন্ধন লাইফটাইম এ্যাচিভমেন্ট, শিল্পকলা একাডেমি থেকে সংগীত ও নাট্যকলা পুরষ্কার প্রভৃতি।

বরেণ্য কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর শারিরীক সমস্যার কারণে গত ২০ অক্টোবর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। তার স্ত্রী সুরাইয়া সিদ্দিকী জানান, তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগেছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। তার ডায়াবেটিকস আর কিডনিজনিত রোগও ছিল। কয়েকদিন ধরেই স্বাভাবিক খাবার খেতে পারছিলেন না তিনি। এ কারণে রক্তের শর্করা নিচের দিকে নেমে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯টায় ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সুরাইয়া সিদ্দিকী, তিন মেয়ে এ্যানী সিাদ্দকী, রেনি সিদ্দিকী এবং গিনি সিদ্দিকী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর মৃত্যুতে আমরা শোকাহত। তার রুহের মাগফেরাত কামনা করছি

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

ফারুক৭ বলেছেন: তার রুহের মাগফেরাত কামনা করছি :-<

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে
বরেণ্য কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর
রুহের মাগফেরাত কামনা করার জ্য

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:১৬

আজমান আন্দালিব বলেছেন: তার রুহের মাগফেরাত কামনা করছি।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে
কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর
রুহের মাগফেরাত কামনা করার জন্য

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ, মোহাম্মদ আলী সিদ্দিকীর
রুহের মাগফেরাত কামনা করার জন্য

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:১৫

বেসিক আলী বলেছেন: উনার গাওয়া সবগুলো সিনেমার গানই আমার অনেক প্রিয়। সেই বেতারে গান শুনার দিনগুলি ....আহা!

উনার চলে যাওয়াতে শোক শূণ্যতা প্রকাশ করি :( :( :(

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যথার্থ বলেছেন,
ধন্যবাদ আপনাকে
বরেণ্য কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর
রুহের মাগফেরাত কামনা করার জন্য

৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৭

এক চিলতে রোদ্দুর বলেছেন: তার রুহের মাগফেরাত কামনা করছি

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বরেণ্য কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর
রুহের মাগফেরাত কামনা করার জন্য
আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.