নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

এ কোন পৈশাচিকতা ! (কবিতা)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০



এ কোন পৈশাচিকতা ! (কবিতা)

নূর মোহাম্মদ নূরু

উৎসর্গঃ কুমিল্লায় পে্ট্রোল বোমায় পুড়ে যাওয়া বাস যাত্রীদের স্মরণে



আজি প্রাতে মনটা হল বড় উচাটন,

ঝড়ে গেলো আগুনেতে তরতাজা প্রাণ।

রাজনীতির নামে চলে ঘৃন্য এই খেলা,

ভেবেছো কি পোড়া দের মনে কত জ্বালা?



বোমা মেরে প্রতিদিন পুড়ে দাও বাস,

এর নাম রাজনীতি! কী যে পরিহাস!

আগুনেতে পুড়ে যায় মানুষের দেহ,

চিৎকারে বাঁচাতে আসেনা তো কেহ।



গদি চাই গদি চাই রাজ পথে হাকে

নেতারা বাড়ি ঘরে সুরক্ষিত থাকে।

মরা যায় পথে ঘাটে অভাগার দল,

মৃত লাশ পেয়ে নেতা বুকে পায় বল।



লাশ দেখে হায়নারা মনে মনে হাসে,

অর্জন দেখে তারা সুখশ্রুতে ভাসে।

যারা আজ পুড়ে গেছে বুকি দিয়ে ব্যাথা,

তাদের তরে কভূ কি নত হবে মাথা?



রাজনীতির নামে কেন এত নিঠুরতা,

দেখে শুনে বোবা হয়ে গেছে মানবতা।

কবে হবে নির্মম এ খেলার শেষ?

সুখ আর শান্তিতে ভরে রবে দেশ।




প্রকাশকালঃ ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০১৫

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

নিলু বলেছেন: লিখে যান

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩

অন্ধবিন্দু বলেছেন:
নূর মোহাম্মদ,
কবে এ নির্মম খেলার শেষ হবে ? উত্তরটি আমারও জানা নাই। তবে জানি, অভাগার দল শেষমেশ তাদের ভাগ্যটাকে নিজ হাতে তুলে নিতেই বাধ্য হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.