নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আর কত লাশের মিছিল! (কবিতা)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৮


আর কত লাশের মিছিল! (কবিতা)
নূর মোহাম্মদ নূরু
উৎসর্গঃ ২২ ফেব্রুয়ারি পদ্মায় "এমভি মোস্তফা-৩" লঞ্চডুবিতে নিহতদের স্মরণে

মানুষগুলো লাশ হয়ে যায় আগুন আর পানিতে,
কীযে তাদের অপরাধ পারছিনা তো জানিতে!
দগ্ধ হয়ে লাশ হয়ে যায় হিংসা হানা-হানিতে,
লঞ্চ ডুবিতে মানুষ মরে পদ্মা মেঘনার পানিতে।

শিশু থেকে আবাল বৃদ্ধ কেহ নাহি রক্ষা পায়,
তরতাজা মানুষ গুলো নিমিষে লাশ হয়ে যায়।
রাজনীতির হানা-হানি লঞ্চ চালকের অবজ্ঞায়,
হয়ে ওঠে বাতাস ভারি কে নেবে ইহার দ্বায়?

আর কত এই লাশের বহর দেখতে হবে প্রতিদিন
নেতা নেত্রী ধান্দাবাজরা এবার এসব ক্ষ্যান্ত দিন।
যাদের স্বজন লাশ হয়েছে তোমাদেরই ইসা্রায়,
তারা বোঝে কত জ্বালা তোমাদের কি আসে যায়?

ছেলে কাঁদে মেয়ে কাঁদে, কাঁদে বৃদ্ধ মা বাবা'য়
যাদের স্বজন লাশ হয়েছে হিংসা আর অবহেলায়।
আর করোনা স্বজন হারা বাঁচতে যে চা্ই এ ধরায়,
লাশের সারি দেখে যেন চোঁখে জল আর না গড়ায়।


প্রকাশকালঃ
ঢাকাঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৩

প্রামানিক বলেছেন: আর কত এই লাশের বহর দেখতে হবে প্রতিদিন
নেতা নেত্রী ধান্দাবাজরা এবার এসব ক্ষ্যান্ত দিন।
যাদের স্বজন লাশ হয়েছে তোমাদেরই ইসা্রায়,
তারা বোঝে কত জ্বালা তোমাদের কি আসে যায়?

সমসাময়িক ছড়া দারুণ হয়েছে। ধন্যবাদ নুরু ভাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ প্রমানিক ভাই
কবিতায় আপনার মন্তব্যের জন্য।
কেমন আছেন? কেমন বুঝছ্নে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.