নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মন্তব্য খরা (কবিতা)

০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:৩১



মন্তব্য খরা (কবিতা)

নূর মোহাম্মদ নূরু



বৈশাখের খরার সাথে, চলছে আর এক খরা,

ব্লগেতে মন্তব্য খরা! বলুন যায় কি করা!

পড়তে পারে, লিখতে পারে, মন্তব্যতে বোবা,

এমন ধারার খরার কথা, শুনছে বলো কেবা?



লেখে সবাই আশা করে, সকাল সন্ধ্যা খাটি

মন্তব্য না পেলে তাতে, সব হয়ে যায় মাটি।

যদিও সব লেখা গুলো, মানে নয়তো দামি,

সমালোচনা করতে যেয়ে, কেন যাওগো থামি!



বলতে কিছু, কলম তোমার, কেন বলো থামে?

যেনো তাতে, লেখকের মান যে নীচে নামে।

ভালো মন্দ যা্ই হোক, দিয়ো তোমার রায়,

এ আশাতেই লেখক লিখে, মন্তব্যটা চায়।



মন্তব্য না করলে হেথায়, হবে শুধু লেখা,

ব্লগেতে আসবেনা কেউ, যতই করো কা কা।

ব্লগ তখন গোত্তা খেয়ে, হবে ভূপাত তল,

খরার মাঝে কেউ দেবেনা, একটু খানি জল।



এর থেকে উত্তরণে, সবার কাছে বলি,

পড়বে যারা, মন্তব্যতে লিখবে দু'এক কলি।

তা না হলে অক্কা পাবে, আমাদের এই ব্লগ,

বন্ধ হবে ওড়া উড়ি, পড়লে ধরা ব্লক।




প্রকাশ কালঃ
ঢাকা, শনিবার

২৬ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ (৯ মে'১৫ ইং)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:৪১

কাবিল বলেছেন: ছন্দে ছন্দে ব্লগের মন্তব্য খরা তুলে ধরেছেন।
সময় সাময়িকী কবিতা খুব সুন্দর হয়েছে।
ভাল লাগল কবিতায় ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কাবিল ভাই
সহমত প্রকাশ করার জন্য।
সত্যি বলতে কি লেখা যে পড়তে পারে
তার কর্তব্য একটি সৌজন্য মন্তব্য করা।
দেখাযায় লেখাটি ১০০বার হিট হলেও
২/১টি মন্তব্য পায়না, তা হলে কাকে
দোষারোপ করবো, লেখক না পাঠককে!
+++ এর জন্য অজস্র ধন্যবাদ।
আশা করি সাথে থাকবেন আগামীতে।

২| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

সুমন কর বলেছেন: মন্তব্য না করলে হেথায়, হবে শুধু লেখা,
ব্লগেতে আসবেনা কেউ, যতই করো কা কা।
ব্লগ তখন গোত্তা খেয়ে, হবে ভূপাত তল,
খরার মাঝে কেউ দেবেনা, একটু খানি জল।



চমৎকার ছন্দের সাথে সাথে সত্যটাই বলে দিয়েছেন।

সহমত। ১ম +।

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সুমন'দা
সহমত পোষণ করার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা আর শুভকামনা্
আপনার জন্য।

৩| ১১ ই মে, ২০১৫ দুপুর ২:২৭

সুখেন্দু বিশ্বাস বলেছেন: অনেক ভালো লাগলো ছন্দে ছন্দে ব্লগের আকাল দৃশ্য।

শুভেচ্ছা রইলো নুরু দা।

১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুখেন্দু'দা
সব সময় সবখানে আপনার উপস্থিতি
আমাকে দারুনভাবে অনুপ্রানিত করে।
শুভেচ্ছা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.