নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

চলে গেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা মোহাম্মদ রাশেদ রানা পাপ্পু

৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৬


দর্শকপ্রিয় কৌতুকাভিনেতা মো. রাশেদ রানা পাপ্পু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ভোরে সেহরি খাওয়ার পরপরই তিনি রাজধানীর লালবাগে নিজ বাসবভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী নিপা ও এক সন্তান আবিরকে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদ জোহর রাজধানীর লালবাগের কাজী দেওয়ান তালগাছ ওয়ালা মসজিদে জানাজার পর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাপ্পুর মামা জাভেদ। তিনি জানান, প্রায় তিন-চার মাস আগে হার্টের সমস্যায় বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন পাপ্পু। চলতি সময় এসে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত শো করতে পারতেন না। তবে জীবিকা নির্বাহের জন্য শো করতে চেষ্টা করতেন। দু-একদিনের মধ্যেই চেকআপের জন্য তার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পরপারের ডাকে চলে গেলেন তিনি। কৌতুক অভিনয়ের মাধ্যমে এক সময় পাপ্পু খুবই জনপ্রিয়তা লাভ করেছিলেন। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান 'শুভেচ্ছা' ও 'মোল্লা লবণে'র সেই বিজ্ঞাপন আজও সবাইকে তার কথা স্মরণ করিয়ে দেয়। ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি প্রায় ১৪ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন পাপ্পু। পাপ্পুর অভিনীত প্রথম ছবি সিরাজ হায়দারের ‘সুখ’। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য ‘আখেরি হামলা’, ‘শত্রু সাবধান’, ‘মেয়েরা মাস্তান’, ‘ফায়ার’, ‘ভন্ড বাবা’, ‘কালো চশমা’ প্রভৃতি। সর্বশেষ তিনি অভিনয় করেন ‘ময়নামতির সংসার’-এ। এ ছাড়া কৌতুকের একাধিক অডিও অ্যালবামও বের হয়েছে তার। যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘আরে তুই’, ‘সাইড লন’ ও ‘মাফ চাই’। দেশে-বিদেশে অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। কৌতুক অভিনেতা পাপ্পুর অকাল মৃত্যুতে আমারা শোকাহত। সদাহাস্য এই মানুষটিকে আল্লাহ্‌ বেহেশত নসীব করুন। আমিন।-

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৪

ডার্ক ম্যান বলেছেন: আসলেই তিনি অনেক মজার মানুষ ছিলেন

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ ডার্ক ম্যান
গুণী এই কৌতুক অভিনেতা অকালে চলে গিয়ে নিয়তির সাথে
চরম কৌতুক করে গেলেন!! যে মানুষটি অন্যকে হাসানোর চেষ্টা্ করে গেছেন
অবিরত নিজের দুঃখকে আড়াল করে ভাবতে অবাক লাগে।

২| ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: সত্যি খুব দু:খ জনক, কিন্তু নিয়তির কাছে আমরা সবাই অসহায়।


আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুন।

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সৃষ্টিকর্তা কাছে তার আত্মার মাগফেরাত কামনা্ করছি।
ধন্যবাদ ইমতিয়াজ ভাই প্রার্থনায় সামিল হবার জন্য।

৩| ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৬

মাঘের নীল আকাশ বলেছেন: দুঃখজনক!

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ মাঘের নীল আকাশ
কৌতুক অভিনেতার জন্য
সমমর্মিতা প্রকাশের জন্য

৪| ৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই দুঃখজনক। উনি আমার মেজ মামার বন্ধু ছিলেন, একসময় আমাদের বাসায় অনেক এসেছেন। বিশেষ করে ছোট খালার বিয়ের সময়। উনি প্রথম টেলিভিশনে আসেন "ইত্যাদি" অনুষ্ঠানের দলীয় প্যারোডি নাচ দিয়ে, অনেক বছর নিয়মিত উনি ইত্যাদিতে অংশ নিয়েছেন। এরপর উনি কাজ শুরু করেন "শুভেচ্ছা" ম্যাগাজিন অনুষ্ঠানে। নানা-নাতি সিরিজের উনার কৌতুক অভিনয় আজও মনে পড়ে। উনার বেশ কিছু কৌতুকের অডিও অ্যালবামও প্রকাশ পেয়েছিল যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘আরে তুই’, ‘সাইড লন’ ও ‘মাফ চাই’। এছাড়া উনি প্রায় ১৪ টি চলচ্চিত্রে অভিনয় করেন যার মধ্যে প্রথম ছবি সিরাজ হায়দারের ‘সুখ’। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য ‘আখেরি হামলা’, ‘শত্রু সাবধান’, ‘মেয়েরা মাস্তান’, ‘ফায়ার’, ‘ভন্ড বাবা’, ‘কালো চশমা’ প্রভৃতি। সর্বশেষ তিনি অভিনয় করেন ‘ময়নামতির সংসার’-এ।

সদাহাস্য এই মানুষটিকে আল্লাহ্‌ বেহেশত নসীব করুন।

ধন্যবাদ নুর ভাই, এই পোস্টটি লেখার জন্য। ভালো থাকুন সবসময়।

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ বোকা মানুষ আপনা্র মত
আমিও কৌতুক অভিনেতা পাপ্পুর
অকাল মৃত্যুতে আমারা শোকাহত।

৫| ৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ডি মুন বলেছেন:
আল্লাহ উনাকে বেহেশতে নসীব করুন। আমীন।

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ ডি মুন
কৌতুক অভিনেতা পাপ্পুর জন্য
সুন্দর প্রার্থনা করার জন্য

৬| ৩০ শে জুন, ২০১৫ রাত ৮:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুখজনক !

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সত্যিই খুব দুঃখ জনক!!

৭| ৩০ শে জুন, ২০১৫ রাত ১১:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন: সকালে পড়ে খুব খারাপ লাগছে

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার এখনো খারাপ লাগছে!

৮| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:৩৪

আমিনুর রহমান বলেছেন:


আল্লাহ্‌ উনাকে বেহেশত নসিব করুন। আমিন

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমিন।-
ধন্যবাদ আমিনুর রহমান ভাই
সুন্দর প্রত্যাশার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.