নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আজব হলেও গুজব নয়ঃ মাত্র তিন ঘণ্টায় দোতলা বাড়ি তৈরী করে বিশ্বকে অবাক করে দিয়েছে চীন

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৭


আজব হলেও গুজব নয়। মাত্র তিন ঘণ্টায়একটি দোতলা বাড়ি তৈরি করে বিশ্ববাসীকে পুরো অবাক করে দিয়েছে চীন। তাও আবার পানি-বিদ্যুৎ সংযোগ, টয়লেট, ইন্টেরিয়র ডেকোরেশনসহ। এটি নির্মাণ করা হয়েছে দেশটির উত্তর-পশ্চিমের শানঝি প্রদেশের ঝিয়াং শহরে। কিন্তু সময় লেগেছে তিন ঘণ্টারও কিছু কম। প্রথাগতভাবে একটি ভিলা তৈরি করতে ছয় মাস সময় দরকার হয়। কিন্তু থ্রি-ডি প্রিন্টেড পদ্ধতিতে স্বল্প সময়েই সেই ভিলা তৈরি করা সম্ভব। থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ব্যবহারে মাত্র তিন ঘণ্টায় বাড়ি তৈরির ঘটনা মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

নকশা ও নির্মাণশৈলীর দায়িত্বে থাকা একজন প্রকৌশলী বলেন, থ্রি-ডি প্রিন্টেড প্রযুক্তির ভিত্তিতে ওই বাড়ির সাজসরঞ্জাম অবশ্য আগেই কারখানায় প্রস্তুত করা হয়েছিল। কারখানা থেকে রেডিমেড লিভিংরুম, ড্রয়িং রুম, কিচেন, টয়লেট এনে জোড়া হয় কয়েকটি ক্রেনের সাহায্যে। তিন ঘণ্টার মধ্যে সেসব জোড়া দেওয়া হয়। লিভিংরুম, বেডরুম, রান্নাঘর, বিশ্রামাগারসহ তৈরি ভিলাটিতে সাজসজ্জার কাজ হয়েছে ওই সময়ের মধ্যে। নির্মাণ সংস্থা জোদা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট তান বুইয়ং বলেছেন, 'বিশেষ এই সব সামগ্রীকে ধন্যবাদ। আমাদের বাড়ি তৈরি কাজের সময় দ্রুত কমে আসছে। মালামাল পরিবহন, শ্রমিক, মেশিনারিসহ অন্যান্য উপকরণে সাশ্রয় হওয়ায় এত কম খরচে বাড়িটি তৈরি করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

থ্রিডি প্রিন্টারে তৈরী করা এ ধরনের বাড়ির খরচও হাতের নাগালে। বাড়িটি তৈরি করতে প্রতি স্কয়ার মিটারে খরচ হয়েছে ৪০০-৪৮০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ হাজার। থ্রিডি প্রিন্টের মাধ্যমে কৃষি ও শিল্পজাত জঞ্জাল বাড়ির উপাদান হিসেবে ব্যবহার করা হয়। ফলে প্রতি স্কয়ার মিটারের ওজন মাত্র ১০ কেজি। আগুন ও পানিরোধক এ বাড়িটি ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় বলে জানিয়েছে নির্মাণ সংস্থা।
সূত্রঃ দি মেইল অনলাইন
মাত্র তিন ঘণ্টায় দোতলা বাড়ি

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৩

সুমন কর বলেছেন: অবাক করার বিষয়। :-0

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চীনারা পারেওওওওওওওওওওওওওও

২| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৮

টই টই টীও বলেছেন: ওরেববাস!! চাইনারা আসলেই জিনিসরে বাবা! :|

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চীনারা একখা্ন চিজ বটে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০

হামিদ আহসান বলেছেন: চায়না যা দেখাচ্ছে ..........

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: দিনে দিনে আরো কত কী যে দেখাবে চীন !!!

৪| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৭

প্রামানিক বলেছেন: বাইডি এইয়া কেমনে সম্ভব হইলে -----

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আই কেমতে কইতাম!!
কী না পারে চীনারা !!

৫| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৭

অপ্রকাশিত কাব্য বলেছেন: বিস্ময়কর

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: একদম খাটি কথা!!
চীনাদের মাথায় এত বুদ্ধি কী করে আসে
ভাবতেই অবাক লাগে!

৬| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয়তু চায়না!!!!!!!!!

এই জন্যই কি হাদীসে আছে- জ্ঞান অর্জনের জন্য সূদূর চায়না যাবার ইংগিত!!!!!!

০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: এমনই তো মনে হয়!!
জ্ঞানার্জনের জন্য অদর্শ চীন!

৭| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২১

অর্বাচীন পথিক বলেছেন: চীনারা পারে না এমন কোন কাম আছে নি !!

শুনলাম তারা আবার প্লাস্টিকের চাল ও বানাচ্ছে !!

বোঝেন তবে কি কারবার ???

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমি শুনেছি কৃত্তিম ডিমে সয়লাম আমাদের
কিচেন মার্কেট। নকল চাল । যেভাবে প্লাস্টিকের কৃত্তিম চাল বানানো হচ্ছে চীনে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.