নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বাঙলার লোকসংস্কৃতির কিংবদন্তি বাউল শিল্পী হাসন রাজার ১৬১তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭


বাঙলার লোকসংস্কৃতির কিংবদন্তির মরমী কবি এবং বাউল শিল্পী হাসন রাজা বাংলাদেশে দর্শনচেতনার সাথে মরমী সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছেন হাসন রাজা। অধিকাংশ বিশেষজ্ঞের মতে তিনি ছিলেন লালন শাহ্‌ এর প্রধান পথিকৃৎ। এর সাথে দুদ্দু শাহ্‌, পাঞ্জ শাহ্‌, পাগলা কানাই, রাধারমণ দত্ত, আরকুম শাহ্‌, জালাল খাঁ এবং আরো অনেকে। তবে দর্শনচেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে, তা হাসন রাজার। হাসন রাজা ভালো বাংলা লিখতে পারতেন না । তাই তিনি মুখে মুখে গান রচনা করতেন। তিনি গানের কথা বলে যেতেন আর তার নায়েব তা লিখে নিতেন কাগজে। পরে তিনি সেই গানে সুরারোপ করতেন। ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর জন্মগ্রহন করেন হাসন রাজা। মরমী শিল্পী হাসন রাজার ১৬১তম জন্মবার্ষিকী আজ। বাঙলার লোকসংস্কৃতির কিংবদন্তি বাউল শিল্পী হাসন রাজার জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

কাবিল বলেছেন: আমার প্রিয় একজন শিল্পী। আপনাকে অনেক ধন্যবাদ।
বাঙলার লোকসংস্কৃতির কিংবদন্তি বাউল শিল্পী হাসন রাজার ১৬১তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কাবিল ভাই ধন্যবাদ আপনাকে
বাউল শিল্পী হাসন রাজার জন্মবার্ষিকীতে
শুভেচ্ছা জানানোর জন্য।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসন রাজার জন্মবার্ষিকীতে -- স্মরণে তারই গানে জানাই .. শ্রদ্ধা

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে
মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
মায়ে বাপে কইরা বন্দী খুশিরও মাজারে
লালে ধলায় হইলাম বন্দী পিঞ্জিরার ভিতরে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট ছটফট করে
মজবুতও পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
উড়িয়া যাইব সুয়া পাখি পইরা রইব কায়া
কিসের দেশ কিসের খেশ কিসের মায়া দয়া রে
কান্দে হাছন রাজার মনমুনিয়া রে

হাছন রাজায় ডাকতো যখন ময়না আয় রে আয়
হাছন রাজা ডাকতো যখন ময়না আয় রে আয়
এমনও নিষ্ঠুরও ময়না আর কি ফিরা চায় রে

কান্দে হাছন রাজার মনমুনিয়া রে ...

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ভৃগু'দা শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্যও
বাঙলার লোকসংস্কৃতির কিংবদন্তি বাউল শিল্পী হাসন রাজার
জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানানোর জন্য।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , মরমী কবি হাছনরাজার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: পরিব্শে বন্ধু ধন্যবাদ আপনাকে
মরমী কবি হাছনরাজার
জন্মবার্ষিকীতে শুভেচ্ছা
জানানোর জন্য।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫

গেম চেঞ্জার বলেছেন: এখনও তাঁর গানে যে জনগণ প্রভাবিত হন সেটাই তাঁর চৈন্তিক শক্তির পরিচয় দেয়। উনার জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানাই। :)

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কিংবদন্তি বাউল শিল্পী হাসন রাজার
জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানানোর জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ গেম চেঞ্জার।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মরমি কবি হাসন রাজার ১৬১তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ সাধু'দা
মন্তব্যের জন্য।
শুভেচ্ছা জানব্নে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.