নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ভারতের স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকরের জন্মদিন এবং তথ্য অধিকার দিবস আজ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬


সেপ্টেম্বর মাসের আজকের দিনটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খুবই গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরের এই দিনে জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের স্বানামধন্য গায়িকা লতা মঙ্গেশকর। দিনটি আজ বাংলাদেশের জন্য আরও গুরত্বপূর্ণ জনগনের তথ্য অধিকার নিশ্চিত করার নিমিত্বে ঘোষিত তথ্য অধিকার দিবস হিসেবে ঘোষণা জন্য। আজকের এই দিনে দুই গুণী ব্যাক্তিত্বের জন্মদিনে আমাদের ফুলেল শুভেচ্ছা।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহন করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি,জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিরুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ কণ্যা শেখ হাসিনা বিদেশে অবস্থানকালে ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন। এই বছরের ১৭ই মে তিনি দেশে ফিরে আসেন। ১৯৭৫সালের ১৫ আগষ্ঠ সপরিবারে বঙ্গবন্ধু নিহত হন। এই সময় তিনি ও তাঁর ছোটবোন শেখ রেহেনা দেশের বাহিরে অবস্থান করায় ঘাতকের হাত থেকে রক্ষা পান। এরপর দীর্ঘ ২১ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে প্রথম এবং ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিতীয়বার সরকার গঠন করে। দেশের সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। অবসর সময়ে তিনি পড়াশুনো ও লেখালেখিতে পুরো সময় ব্যয় করেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ‘ওরা কেন টোকাই, বাংলাদেশে স্বৈরতন্ত্রের উদ্ভব’ ইত্যাদি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আজ ৭১তম জন্মদিন । জন্মদিনে তাঁর প্রতি আমাদের ফুলেল শুভেচ্ছা।

ভারতের স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকর। কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর দীর্ঘ সাত দশক ধরে তাঁর কন্ঠের জাদু মন্ত্রমুগ্ধতা ছড়িয়ে রেখেছে সমগ্র সঙ্গীত জগতে। ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর ১৯২৯ সালের এই দিনে বৃটিশ ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। আজ তাঁর ৮৮তম জন্মদিন। ৮৮ বছরেও পা দিয়েও সুরের ছন্দে মুখর লতা মঙ্গেশকরের সৃজনশীল কন্ঠ। মাত্র ১৩ বছর বয়সে ১৯৪৩ সালে লতা মঙ্গেশকরের সঙ্গীত জীবনের জয়যাত্রা শুরু হয়.মারাঠি সিনেমা গজাভাউ-তে প্রথম গান করেন তিনি.ভারতের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর এতদিনে ৩৬ টি ভাষায় প্রায় এক হাজারেরও বেশি সিনেমায় গান করেছেন.ধ্রুপদি থেকে রোমান্টিক,গজল,ভজন-গানের প্রতিটি ধারায় তাঁর স্বচ্ছন্দ বিচরন-সুরেলা আবেশ আচ্ছন্ন করে রেখেছে আপামর সঙ্গীত পিপাসুদের। ৮৪ বছরেও অক্লান্ত সঙ্গীত সম্রাঞ্জী.চলতি বছরেও বলিউডের সিনেমার জন্য গান গেয়েছেন.সতরঙ্গী প্যারাশ্যুট ছবির জন্য তিনি গেয়েছেন তেরে হাসনে সে।

লতাজি অনেকের মধ্যে অনন্য। লতাজি সম্পর্কে যতই বলা হোক ততই কম মনে হয়। তাঁর গলায় যে দৈব স্বত্বা রয়েছে তার জন্যই তাঁর কন্ঠ এত অপূর্ব ও অসাধারন.যেরকমই গান হোক না কেন তিনি যেন প্রাণ দান করেন.খুব সূক্ষ্মভাবে তিনি গানের মূল আবেগের বহিপ্রকাশ ঘটাতে পারেন। তিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন।এছাড়া ভারতের ২০টি অঞ্চলিক ভাষাতেও গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী। প্রখ্যাত এই সঙ্গীতশিল্পীকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অফিসার দে লা দি’অনার’ প্রদান করেছে সে দেশের সরকার। জন্মদিনে কিংবদন্তি এই কণ্ঠ শিল্পীর জন্য আমাদের ফুলেল শুভেচ্ছা।

২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস তথা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ। বাংলাদেশ সরকার ২০০৯ সালে ‘নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তথ্য অধিকার আইন’ পাস করা হয়। এই আইন অনুযায়ী তথ্য কমিশন গঠন করা হয়েছে। এতে জনগণ ও গণমাধ্যমের প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তির অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবার জন্য তথ্য অধিকার আইন জনগণকে সকল সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক।

তথ্যই শক্তি। বিশ্বায়নের এ যুগে সঠিক তথ্য অমূল্য সম্পদ। সহজে ও সুলভে সঠিক তথ্য প্রাপ্তি ও ব্যবহার প্রত্যেক মানুষের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার। দিবসটি পালনের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার আরও সুসংহত এবং গণতন্ত্র ও সুশাসন আরও সুদৃঢ় হবে এটিই আমাদের প্রত্যাশা।

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ভারতের স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকরের জন্মদিনে শুভেচ্ছা।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ ধন্যবাদ
আমার সাথে থেকে গুণীজনদের
প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সম্পর্কে আপনি লিখেছেন, "তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ‘ওরা কেন টোকাই, বাংলাদেশে স্বৈরতন্ত্রের উদ্ভব’ ইত্যাদি। "


-উনি টোকাই সমস্যার সমাধান করেছেন?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ চাঁদগাজী আপনার মন্তব্যের জন্য।
টোকাইয়ের স্রষ্টা রনবী প্রয়াত তাই তার
টোকাইরা আজ পরপারে।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিশ্বের আকাশে জ্বলে থাকা উজ্জল দুই তারার প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা

শুভ জন্মদিনে শুভেচ্ছা তারকা দ্বয়ে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নয়ন ভাই ধন্যবাদ আপনাকে
গুণী দুই তারকার জন্মদিনে
শুভেচ্ছা জানানোর জন্য।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন,

"ধন্যবাদ চাঁদগাজী আপনার মন্তব্যের জন্য।
টোকাইয়ের স্রষ্টা রনবী প্রয়াত তাই তার
টোকাইরা আজ পরপারে। "

-আপনার পোস্টগুলো নীচুমানের, কি লিখেন আপনি নিজেও বুঝেন না

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার পোস্টগুলো নীচুমানের, কি লিখেন আপনি নিজেও বুঝেন না
আমি আপনার কথায় সম্পূর্ণ একমত পোষণ করছি। সত্যিই আমি নিজেই বুঝিনা কি লিখি।
তবে এটা বিশ্বাস করিঃ
যে ব্যক্তি অন্যের খারাপ দিকগুলো নিয়ে
অভিযোগ করলো, সে নিজের
চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে
দিলো।

---–ইমাম গাজ্জালী (রহঃ)

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


ইমাম গাজ্জালী সাহেব যা জানতেন, আজকের ৮ম শ্রেণীর বাচ্চা তার অনেক বেশী জানে; সেইসব লোক সেই যুগের জন্য অনেক কিছু জানতেন; যারা সেই যুগে বসবাস সকরছেন, তাদের জন্য অনেককিছু, আজকের পৃথিবীতে মানুষ অনেক বেশী শিক্ষিত

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা ঠিক, তবে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা,
আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া।
এ কথা বলেছিলেন- থেলিস নামে এক দার্শনিক

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
@ চাঁদগাজী ঃ
"যদি সম্মানিত হতে চান,তাহে অন্যকে সম্মান করুন"

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

আমি পোলাপাইণ বলেছেন: !:#P ;) :( শুরু হইল ক্যাচাল

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পোলাপাইন ক্যাচাল থেকে দূরে থাকুন।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " @ চাঁদগাজী ঃ
"যদি সম্মানিত হতে চান,তাহে অন্যকে সম্মান করুন"

-আমি ব্লগিং করছি, সন্মান খুঁজে হয়রাণ হচ্ছি না। আপনি কি লেখেন, কি উত্তর দেন, এগুলোর মাঝে কোন মিল থাকে না

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এর আগেও আপনাকে একবার বলেছিলাম
আপনি বিজ্ঞ ও প্রবিণ ব্লগার, আপনার কাছ
থেকে অনেক শিখবার, জানবার আছে আমাদের।
কিন্তু আপনার কিছু কিছু মন্তব্য সৌজন্যতার গন্ডি
পেরিেয়া যায় যা প্রত্যাশিত নয়।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন,
"এর আগেও আপনাকে একবার বলেছিলাম
আপনি বিজ্ঞ ও প্রবিণ ব্লগার, আপনার কাছ
থেকে অনেক শিখবার, জানবার আছে আমাদের।
কিন্তু আপনার কিছু কিছু মন্তব্য সৌজন্যতার গন্ডি
পেরিেয়া যায় যা প্রত্যাশিত নয় "

-আপনি হয়তো অনেক কিছু বলেছেন, কিন্তু আপনার কথা যে আমার জন্য মহাবাণী সেটা ভাবা ঠিক হচ্ছে না।
-ব্লগিং হলো পোস্ট নিয়ে আলোচনার যায়গা, এটা ওয়াজ মাহফিল নয়

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার এই গোয়ার্তূমি মন্তব্যের জন্য
কিছু লোক যে আপনার তির্যক সমালোচনা
করে তা কি আপনার জানা আছে?
জানা না থাকলে ভূয়া মফিজের মন্তব্যটি পড়ুন! কিছু বুঝলেন?

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১

তাজুল ইসলাম নাজিম বলেছেন: আজ আর একটি কারণে দিনটির তাৎপর্য রয়েছে। আজ বিশ্বজলাতঙ্ক দিবস

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ নাজিম ভাই,
আরো একটি গুরুত্বপূর্ণ দিবসকে মনে করিয়ে দেবার জন্য।
আজ ২৮ সেপ্টেম্বর, বিশ্ব জলাতঙ্ক দিবস ( World Rabies Day)। ‘জলাতঙ্ক সম্পর্কে জানুন, ২০৩০ সালের মধ্যে নির্মূল করুন’ প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে ২০০৭ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর দিবসটি পালন করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। এখন অবশ্য ‘হাইড্রোফোবিয়া’ না বলে ‘Rabies’ বলা হয়। মূলত ‘জলাতঙ্ক’ র‍্যাবিস-এর অনেকগুলো লক্ষণের একটি। বাতাসভীতিও এ রোগের একটি লক্ষণ। গ্রীক পুরাণে ৪ হাজার বছর আগেও জলাতঙ্ক রোগের উল্লেখ পাওয়া যায়।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও স্বনামধন্য গায়িকা লতা মঙ্গেশকরের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

লতা মঙ্গেশকরের হিন্দি গান হয়ত মাইকে অনেক শুনেছি, কিন্তু তাঁর যে-গানটি স্পষ্ট প্রথম শুনেছি সেটা হলো- প্রেম একবার এসেছিল নীরবে।

তবে এখানে শেয়ার করছি বাংলা ও হিন্দি ভার্সনের (বেসিক্যালি হিন্দি ছবির গান) একটা গান- না মনে লাগে না

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে দুই কিংবদন্তির জন্ম দিনে
শুভেচ্ছা জানানোর জন্য এবং জনপ্রিয় একটি গান
শেয়ার করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.