নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
=ঃগাজী বন্দনা ঃ=
নূর মোহাম্মদ নূরু
গাজী সাবকে দেখা গেছে, পূর্ণিমার এক চান্দে
সকলের প্রাণ আকুলি ব্যাকুল, পড়ে তারই ফান্দে।
বন্দনাতে একে একে, মাঠ হলো যে গরম,
নিন্দুকেরা'র মুচকি হাসে, পাচ্ছে বুঝি সরম।
শ্যাম রাখি না কূল রাখি, আছে কতক জনা,
মুখে তাদের কুলুপ আটা, সত্য বলতে মানা।
কেহ বলে বাপরে বাপ, গাজী বলে কথা,
না খোস হলে গাজী সাব কেটে নিবে মাথা।
পড়ছে যারা যাঁতা কলে বসে বসে কান্দে,
আবডালেতে থাকলেও যে চোখ তাদের চাঁন্দে।
দ্বিধায় আছে দেখছেনি কেউ চান্দে গাজীর বদন,
নাকি কেউ শঠতা করে, বানাচ্ছে তাদের মদন।
গাজী মিয়া বিদেশ বসে, কতই রঙ্গ করে
আম-জনতা তাকে নিয়ে, যুদ্ধ করে মরে।
কেউ বা বলে মহা মতি, গাজী মিয়া সাব,
খুশিতে যে বাকুম বাকুম, খোড়া পায়ে লাফ।
খোড়া পায়ে লাফ দিয়ে, ধপাস ধরনী তল,
তখন কেবল বুঝতে পারে, নিজের বলই বল।
হুজুগেতে লাফ দিওনা, আগে পিছে ভাবো,
গাজী সাবের ভূত, এবার তোমায় আমি খাবো।
উৎসর্গঃ ইদানিং যে কয়জন ব্লগার তাদের কথার ফুলঝুড়িতে
গাজী সাহেবকে নিয়ে গেছেন চাঁন্দের উচ্চতায় তাদের কর কমলে।
প্রকাশকালঃ ঢাকা,সোমবারঃ ৩ বৈশাখ ২০২৫ বঙ্গাব্দ
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার টিমে আর দরকার ৯ জন(আপনি আর আমি ছাড়া)
গোল দিতে বেশী সংখার দরকার নাই
প্রয়োজন দক্ষ খেলোয়াড়!
তার পরেও খেলায় জয় পরাজয় আছে
সংখ্যায় কম হলেও ন্যায্য কথা আমরা মেনে নেবো।
২| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৯
সনেট কবি বলেছেন: সুন্দর পোষ্ট +++++++
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সনেট কবি
সমর্থন জানাবার জন্য
৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খেতে খুব মজা বুঝি, গাজী সাবের ভূত,
দিলটা যদি থাকে সিধা, হবে না কোন খুঁত।
চরণ বাঁকা হলেই বুঝি, খোঁড়া বলতে হয়!
তা বুঝাতে মেমরি'র, বাইটগুলো হয় ক্ষয়!
বিদেশে বসে রঙ্গতামাশা কতই না করা যায়,
জীবনী'র চেয়ে টিপ্পনি ভালো, ওটা লোকে খায়।
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রতিপক্ষ পেয়ে গেলাম
মজা হবে খেলা
শূণ্য মাঠে গোল দেওয়া
ভূতের বেলুন বেলা।
টিপ্পনিটা যুক্তি দিয়ে
করতে পারা গেলে
সাধুবাদ সবার কাছে
শুধুই তখন মেলে।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনাকে নিয়ে রম্য কবিতা
বটে বটে.....
দেখুন কি ঘটে.....
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডরাইলে সরে দাড়ান
একাই আমি লড়বো,
বিনা যু্দ্ধে একটুও
নাহি আমি ছাড়বো।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পক্ষ-টক্ষ নয় গো ভাই,
একটু ভীষণ জোরে-
ধর্মের কল আজ বাতাসে
বাজছে ভীষন জোরে।
গাজী সাবের তেরছা খোঁচা
যে খেয়েছে একবার,
শত হাত বুলালেও সেথায়
ব্যথা হয় যে বার বার।
তাই তো বলি- 'ওরে বাবা,
উনি এলেন বুঝি,
এম্রেকিয়ায় যাবো চলে
বের করবো তারে খুঁজি।'
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুন খেয়ে মুখ পুড়েছে
দধিকে পান ভয়
এমন যদি চলতে থাকে
হবেনা আর জয়।
মানুষ কিন্তু একবার মরে
বারে বারে নয়
জুজুর ভয়ে পথ না ছেড়ে
অবিচল থাকতে হয়।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জুজুর ভয়, তা তো নয়,
আসলে কি হলো বলি-
খোঁচা খেলেই কেন মোরা
করবো চুলা-চুলি!
মানুষ মাত্রই ভুল তা সদা
মনে রাখতে হয়,
গাজী সাবও মানব বলেই
ভুল তার ব্লগময়!
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলেছিলেন আপনিইতো
মনে আছে আমার
গাজী সাবের তেরছা খোঁচা
যে খেয়েছে একবার,
এখনও কি ব্যাথা আছে
হাত বুলাচ্ছেন তথা,
এসব যদি মনে রাখেন
জুজু কিন্তু কেটে নিবে মাথা।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খোঁচা খেয়েই হাতে আমি
তুলে নিয়েছিলাম বাঁশ।
শেষে ভাবি- একি করি
এ তো সর্বনাশ!
তাই তো তারে ফুল দিয়ে
সেধেছি কত কথা,
মাথায় হাত বুলিয়ে বলেছি
''বুকে নিওনা ব্যথা!
'জীবন মাত্রই একটা'- সেথা
কেন হবে ভুলময়?
যা খুশি তাই করো বাপু
দিয়েছি তারে অভয়!"
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্ষমা ধর্ম বড় ধর্ম সর্ব লোকে কয়
তাই বলেকি সর্পকেও ক্ষমা করতে হয়।
দুধ কলা দিয়ে তুমি যতই তাকে পোষো
সুযোগ পেলে ছোবল দেবে ভুলোনাকো মেসো!
৮| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
চন্দ্রপাজীকে এবার দেবতার আসনে বসান??
শ্রদ্ধেয় গাজীকে মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে বলুন।। উনার আই কিউ বোঝা যাবে।।
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অলরেডি তাকে তেমন আসনে বসানো হয়েছে
হয়তো আপনি লক্ষ্য করেছেন!!
না করে থাকলে এবার থেকে
দৃষ্টি দিবেন।
উনি যে কোন পক্ষের তাইতো
বুঝা যায়না, জাতির পিতার আসন থেকে
কোন এক অখ্যাত দাসীকে উচ্চাসনে বসান।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: ও গাজী! তাহলে আর কিছু বলার নেই।
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হা তিনি গাজী সাব,
তার সম্পর্কে আগ পিছ না ভেবে
কিছু না বলাই ভালো।
সমুদ্রে মাঝ ধরা সব
জেলের পক্ষে সম্ভব হয়না।
১০| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইসলাম বলে যার 'ফিতরা'
দেওয়া হয় যেমন,
তার সাথে সেই রকম ট্রিট
করতে হয় তেমন!
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইয়েস, টিট ফর ট্যাট
সূত্রটা মনে রাখলে ক্ষয় ফবে ফ্যাট !!
১১| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭
*** হিমুরাইজ *** বলেছেন: যা লিখেছেন বেশ আহা বেশ।
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রঙ্গে ভরা বঙ্গ দেশ
আহা বেশ বেশ বেশ
১২| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: কেন কেন কেন???
আসুন আমরা সবাই মিলে মিশে থাকি। সবাই সবাইকে ভালোবাসি।
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই মিলে মিশেইতো আছি
তানা হলে কি করে বাঁচে মশা মাছি!
১৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনার পোষ্টে স্হান পাওয়া ভয়ের ব্যাপার; আপনি যাঁদের নিয়ে পোষ্ট দেন, তাঁদের বেশীর ভাগই এই জগতে নেই; আমার নিকের অর্ধেকটা আপনার পোষ্টের শিরোনামে থাকা মানে, আমার অর্ধেক ওপারে থাকার কথা, ভয়ের ব্যপার।
কয়েকজন ব্লগার সম্প্রতি মোটামুটি আবেগী হয়ে আমাকে নিয়ে পোষ্ট লিখেছেন; আমি দুরে থাকি, আমার সম্পর্কে কিছুটা তথ্য জেনেছেন, সেটা হয়তো অন্যদের বলতে চেয়েছেন। আসলে, এটা অকারণ আবেগ; ব্লগারদের নিয়ে পোষ্ট না দেয়াই ভালো; সামুও এই ব্যপারে নিরুৎসাহী করেছে সব সময়।
ব্লগারদের প্রতি অনুরোধ রলো, আমাকে উৎসাহিত করার জন্য পোষ্ট না দেয়ার জন্য; আমি সব ব্লগারদের ভালোবাসি, আপনাদের সাথে সব সময় আছি।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে গাজী সাহেব
আপনি খেয়াল করে থাকবেন হয়তো
যে আমি আপনার সাথে অন্যদের চেযে
বেশী থাকি। তবে সব সময় যে খুশীতে
থাকি তা কিন্তু নয়, অখুশীতেও বেশী থাকি।
সুখে থাকি কিংবা দুঃখে থাকি, হরশে না বিষাদে
সেটা বড় কথা না , আছি তো! আগামীতেও থাকবো
বিনা যুদ্ধে নাহি দিবো সুচাগ্র মেদিনী।
১৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " ধন্যবাদ আপনাকে গাজী সাহেব
আপনি খেয়াল করে থাকবেন হয়তো
যে আমি আপনার সাথে অন্যদের চেযে
বেশী থাকি। তবে সব সময় যে খুশীতে
থাকি তা কিন্তু নয়, অখুশীতেও বেশী থাকি। "
-এটাই ব্লগের স্বাভাবিক নিয়ম, আমরা সবাই কথা বলছি, আলোচনা করছি, তর্ক করছি, উত্তর দিচ্ছি, সময় সময় তাপ ছড়াচ্ছি; সবকিছু মিলে আবার আমরা একটা জেনারেশন। ২/১ জন আমাকে উৎসাহ দিতে গিয়ে পোষ্ট দিয়েছেন; কিন্তু না দেয়াই ভালো; সামনে না দেয়ার জন্য অনুরোধ রলো।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বাভাবিক নিয়মটা যখন লঙ্ঘিত হয় তখনই
উত্তাপ ছড়ায় ! আশা করি আগামীতে স্বাভাবিক
থাকার চেষ্টা করবেন। এই বয়সে উত্তেজনা পরিত্যাজ্য!!
মানলে জরি না মানলে ভাত রাধার খড়ি !!
১৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
ঠ্যঠা মফিজ বলেছেন: সেইরকম কাব্য রজনী । ধন্যবাদ ভাই মনটা ভইরা গেল কবিতা পড়ে ।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মফিজ ভাই
মিষ্টির দরকার পড়লো না
মনটা ভরছে যখন তখন
পেটের চিন্তা না করাই শ্রেয়।
শুভেচ্ছা জানবেন
১৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গাজী ভাই, সবার সে রা।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন হোসেন ভাই
গাজী সাবের জুড়ি নাই,
আপনারা তাকে দিবেন হাওয়া
তাইলে হবে চান্দে যাওয়া।
১৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
নূর আলম হিরণ বলেছেন: আশাকরি আপনার পোষ্টটি আলোচিত পাতায় আনতে পারবেন। না পারলে রিফ্রেশ বাটন কাজে লাগান।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলোচিত পাতায় আনার নিয়ামক তো আমি না,
কোন লেখায় পাঠক বেশী ঢু মারলে এবং মন্তব্য প্রদান
করলেই সেই লেখা আলোচিত পাতায় ঠাই পায়।
রিফ্রেস বাটন কি কাজে আসবে?
১৮| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা........................ পড়ে মজা পেলাম।
গাজী ভাই কিন্তু এখন খোঁচা খুঁচি কম করে
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোহানী আপু ধন্যবাদ আপনাকে
আপনার দৃষ্টি শক্তি প্রখর।
গাজী সাব ইদানিং অনেক নমনীয়।
সম্ভবত রণে ভঙ্গ দিয়েছেন।
বয়সটা বিবেচনা করে
সহনীয় হই আমরাও।
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩
আখেনাটেন বলেছেন: নুরু ভাই দেখছি গাজীদাকে নিয়ে সাহিত্য রচনা শুরু করেছেন । কমেন্টগুলোও পড়লাম। বেশ মজার।
দুজনকেই নববর্ষের শুভেচ্ছা।
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আখেনাটেন
মজা পেলে স্বার্থক আমার প্রচেষ্টা।
আপনানর জন্যও শুভেচছা।
২০| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৯
হাসান রাজু বলেছেন: গাজী ভাই ইদানীং চরম হিট !
সকালে উনার বন্দনা পরলাম এখন (অ) কাব্য ।
উনি এনজয় করছেন নিশ্চয়ই । তবে উনার মন্তব্য ইদানীং বেশ শীতল । এটা ভালো ।
সুন্দর কাব্য । অন্যদের মন্তব্যের কব্যগুলোও ।
১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজু ভাই আপনাকে ধন্যবাদ
এনজয় করার কথাই বটে
তবে রণে ভঙ্গ দেওয়াতে
একটা হিমেল আবহাওয়া
বিরাজ করছে ব্লগে।
যে ভাবে তিনি ..........
(বেশী বাড়া ভালো না ঝড়ে পড়ে যাবে.....)
২১| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আনোয়ার ভাই
শুভেচ্ছা জানবেন
২২| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫
নীলআাকা৩৯ বলেছেন:
গাজী কাহুর জন্য ব্লগে সাতখুন মাফ। এমনকি নিচেরটার মত ভয়ংকর বাজে কথা বললেও সেইটা গাজী কাহুর জন্য জায়েজ। অন্য কেউ এর একশভাগের একভাগ বললেও গাজী কাহুর মুরিদরা রগ কাটতে দেরি করেনা। এই যে লিংক
২৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
তাঁকে যারা চান্দে পাঠালো আর
আপনি দিলেন খোচা,
গোল খেয়ে হারবে যারা তাদের
নাক হয়ে যাবে বোচা!!!!
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫
সৈয়দ তাজুল বলেছেন: গাজী সাবের ভূত, এবার তোমায় আমি খাবো!
শেষের লাইনটা বিল্কুল অন্য টাইপের হইছে। দেখা যাক, মাটে কে গোল দেয়!
ক্ষিপ্ত গতি নিয়ে চাঁদগাজী ভাই আসছেন নিশ্চয়!
আপনার এই পুস্টটি ব্যতিক্রম হয়ে গেল নূর ভাই!
প্লাস+++++