নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
পাল্টে যাও পাল্টে দাও (কবিতা)
নূর মোহাম্মদ নূরু
চোর ডাকাতে ভরে গেছে সোনার এই দেশটা
চুরি করার ধান্দাতে সব পাল্টে নেয় বেশটা।
খুনি যেমন খুন করে ফেলে রাখে লাশটা
চোর ডাকাতে সব লুটেছে ফাঁকা এখন দেশটা।
সোনার বাংলা চোর ডাকাতে লুটতে আছে দিন রাত
কেউ লুটে গাড়ি বাড়ি কেই শুধু ডাল ভাত।
ফাইল কলমে চুরি করে শিক্ষিত সব আমলা
মূর্খ চোরে পেটের দায়ে খোঁজে ভাতের গামলা।
যাদের আছে ভূড়ি ভূড়ি তাদেরও চাই আরো
প্রয়োজনে গুম অথবা পারলে মানুষ মারো।
যাদের হাতে নিরাপদে থাকবে সোনার দেশটা
তারাই এখন মারছে মানুষ ধরা যায়না কেশটা।
ক্ষমতাধর এতই এরা পিষে পায়ের নিচে
আম ছালা দুটোই যায় লাগলে এরা পিছে।
চোরে চোরে মাশতুতো ভাই উপর থেকে নীচে
সময় আর এনার্জি ক্ষয় দৌড়ে এদের পিছে।
তেল গ্যাস আর সোনার খনি আছে অনেক দেশে
বঙ্গবন্ধু চোরের খনি পেলেন বাংলাদেশে।
মান সম্ভ্রম সোনা দানা সব নিয়েছে চোরে
শেষ সম্বল কম্বলটিও নিছে ঘুমের ঘোরে।
ধরবে কে চোর সাহস কাহার বাধবে গলায় ঘণ্টা
চোর ডাকাত ধরতে হলে পাল্টাতে হয় মনটা।
সময় আছে পাল্টে নাও নিজের কালো মনটা
তা না হলে অতি লোভে খোয়াবে যে প্রাণটা।
প্রকাশকালঃ
ঢাকাঃ মঙ্গলবারঃ ১৭ এপ্রিল, ২০১৮ইং
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে সম্রাট,
আশা নিয়েই বাঁচতে হবে,
তা না হলে পৃথিবীটা নরক
হয়ে যাবে।
২| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
আমি একবার একলোকের বইয়ের টেবল উল্টায়ে দিয়েছিলাম, পাল্টে দেয়ার কথা ভাবছি।
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পারেনও !!
এখানেও কি কম করেন !!
সবইতো লণ্ড ভণ্ড করে দিচ্ছেন,
এবার থামুন, এই বয়সে এত
উল্টানো ঠিক হবে কি?
৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
আখেনাটেন বলেছেন: নিজের ভুল শুধরানো বড় কঠিন; যে পারে সে মহৎ। তবে চেষ্টা করতে তো দোষ নেই।
চমৎকার লিখেছেন নুরু ভাই। মাঝে মাঝে শ্রদ্ধাঞ্জলি থেকে বেরিয়ে এই সুন্দর লেখাগুলো পোস্ট দিন, তাহলে দেখবেন গাজীদা ফোঁস ফোঁস করবে না।
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি চলি আমার মতো, সে চলে তার,
কে কখন কি বললো তাতে কি আসে যায় আমার!!
ফোঁস ফোঁস করুক ছোবল মারুক, সব কিছু তার দায়,
উল্টা স্রোতো বৈঠা মেরে কত আগানো যায়?
কানে কানে বলি, কাউকে বলবেন ন,
গাজী সাব এখন অনেক নমনীয়
খোঁচা-খুঁচি এখন অনেক কম করেন।
৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
ঢাবিয়ান বলেছেন: ''তুই চোর'' ভাল লেগেছে কথাটা।
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তুই রাজাকারের মতো
কথাটা জনপ্রিয়তা পেয়ে যাবে।
ধন্যবাদ ঢাবিয়ান মন্তব্য করার জন্য
৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
আখেনাটেন বলেছেন: কানে কানে বলি, কাউকে বলবেন ন,
গাজী সাব এখন অনেক নমনীয়
খোঁচা-খুঁচি এখন অনেক কম করেন। -- এটা কি বললেন? এটাতো মনে হচ্ছে ঝড়ের পূর্বাভাস। জানেন না ঝড় উঠার আগে পরিবেশ কীরকম থমথমে থাকে। সাবধান নুরু ভাই। ঢাল-তলোয়ার নিয়ে রেডি থাকেন।
আপনাদের দুষ্টু-মিষ্টি চাপান-উতোর না থাকলে ব্লগপাড়া কেমন যে পানসে লাগে।
ওদিকে বাবুরাম সাপুড়ে১ ও টারজান০০০০৭ এর চমৎকার সব বিতর্ক আর দেখা যায় না।
কলাবাগান০১ ভাইজানকেও কয়েকদিন দেখছি না টমাহক ক্রজ মিসাইল ছুঁড়তে।
১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার তেমন মনে হয়না আখেনাটেন ভাই,
বয়সের ভারে ন্যূজ গাজী সাব এখন শুধু ফোঁস ফোঁসই
করতে পারেন ছোবল মারা সম্ভব নয়।
আশা করি তার ইদানিং কালের মন্তব্য দেখলে তা প্রতিয়মান হবে।
যা হোক উনি থাকুন আমাদের মাঝে আরো শত বছর আপত্তি নাই
তবে হুল ছাড়া মৌমাছির গুণ গুন শব্দ চাই, হুল ফুটাতে না গেলেই হলো।
সত্যি বলছেন, মিস করি বাবুরাম সাপুড়ে১, টারজান০০০০৭,কলাবাগান০১,টমাহক ক্রজ
ছন্দের যাদুকর প্রামানিক ভাইকে। তারা গা ঢাকা দিলেন কেন, গাজী সাবের ভয়ে নয়তো!!
৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: উল্টেপাল্টে খাচ্ছে যারা ডাকা-চোরের দল
তাদের হাতে রয়েছে নাকি হাজার লোকের বল।
তাইতো কেহ কয়না কিছু উচ্ছ্বাসে দেয় তেল
বিচার আচার কোথায় তাদের হয়না দেখি জেল।
ভাল লাগল। শুভেচ্ছা।
১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ বরকতউল্লাহ ভাই
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সর্বদা।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১০
সোহানী বলেছেন: আখেনাটেন বলেছেন: জানেন না ঝড় উঠার আগে পরিবেশ কীরকম থমথমে থাকে। ......... হাহাহাহাহা
আসলেই গাজীভাই অনেক সহনশীল হয়েছেন ইদানিং। ..........
কলাবাগান০১ ভাইজানকেও কয়েকদিন দেখছি না টমাহক ক্রজ মিসাইল ছুঁড়তে।
উনি কিছু চিহ্নিত ব্লগারকে আক্রমন করে যেমন আমি কিন্তু সমস্যা আমাকে খোঁচানোর মতো লিখা লিখছি না কয়েকদিন ধরে। নাহ্ ভালো লাগছে না, পানসে লাগছে........এবার লিখবো উনার উপযোগী লিখা। .....হাহাহাহাহাহাহা
নুরু ভাই, যথরীতি কবিতায় চরম ভালো লাগা। আসলে ওরা ক্ষমতার দম্ভে ভালো-খারাপ, সাদা-কালোর সীমারেখা ভুলে গেছে।
১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব ভালো হয়েগেছেন,
তার প্রজ্ঞা ও বয়সের অভিজ্ঞতায়
বুঝতে সক্ষম হয়েছেন ছোবলে বিষ
না থাকলে শুধু ফোঁস ফোঁস করলে
কেউ ভয় পায়না। গাজীসাবের দীর্ঘায়ু কামনা করছি।
তার ফোঁস ফোঁসানি সহ্য করে নিবো !!
৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি বলছেন পাল্টায়ে দিতে; চিটাংগ'এ একটা বাক্য আছে, "চেহারা পাল্টায়ে দেয়া"; আপনি কি চিটাংগ'এর লোক?
১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু চিটাগাং কেন বরিশাইল্যারাও কম যায়না
থোতায় মেরে চেহারা ভস্কাইয়া দেয়,
কেই তাদের সাথে উল্টা পাল্টা করলে।
৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
যাহ্, আপনি রম্যও লিখতে পারেন!!!
লেখায় সহমত।
১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মন্ডল ভাই
আপনাদের মতো মাঝে মাঝে
একটু চেষ্টা করি। হয় কিনা আপনারাই
ভালো বলতে পারবেন। ভালো থাকবেন।
১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪
প্রামানিক বলেছেন: নুরু ভাইয়ের কবিতা না পড়ে কি পারি
কবিতার মাঝে রম্য নয় তো বাড়াবাড়ি।
১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রামানিক ভাইকে নববর্ষে নতুন করে স্বাগতম!
অনেক দিন দেখিনা, বিশেষ কারো ভয়ে নাকি ?
দাদা ভয়ের কিছু নাই, তার ফোঁস ফোঁসানিই সার।
ছোবলে গরল নাই, তাই ভয়ের কিছু নাই।
আমি আছি আপনাদের সাথে। লড়বো এক সাথে।
১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪
কাওসার চৌধুরী বলেছেন:
দারুন বলেছেন। যাদের জন্য বলা এরা কেউ ব্লগে আসে না।
১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কাওসার ভাই,
তবে আমার ধারণা তারাও আসে
কিছু উল্টা বললেই আইটি এ্যাক্টে মামলা
অহরহ হচ্ছে।
১২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: দেশে সব লোকই খারাপ তা আমি বিশ্বাস করি না।
১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই,
আমি কি কখনো বলেছি
সব লোক খারাপ ! খারাপ
মুষ্টিমেয় কয়েক জন। সংখ্যায়
সমগ্র জনগোষ্ঠির .০৫ শতাংশ।
তবে প্রতিবাদের সর্ব নিম্ম স্তরেও থাকেনা
বাকী মানুষ। তাই এরা প্রচন্ড প্রতাপে তাদের
কু-কৃতি করে যাচ্ছে অবলীলায়। তাই অন্যায় যে করে
আর অন্যায় যে সহে তারা সকলেই সমান অপরাধী।
১৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫
কাছের-মানুষ বলেছেন: আমাদের সবারই ইতিবাচক পালটানো দরকার। তাহলে দেশটাই পাল্টে যাবে। আমার ভাল লাগল কবিতা।
১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে কাছের-মানুষ
স্বাগতম আপনাকে আমার ব্লগে,
দেখা হবে আপনার অঙ্গনে।
১৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা সুন্দর, কিন্তু এ সৌন্দর্য বোধহয় কাম্য ছিল না । তবে নূর ভাই ব্লগে দেখলাম সবাই একমত যে এবার বুঝি সমাজটা পাল্টে যাবে।আশাকরি তখন এই কবিতাটি অন্য রুপে পাবো।অপেক্ষায় অনন্ত......
শুভ কামানা রইল।
১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যতই কঠিন হোক বাস্তবতাকে মেনে নিতেই হবে
যাদিও তা কাম্য নয়। বাস্তবতার সাথে যুদ্ধ ঘোষণা
করতে হয় সম্মিলিত ভাবে তাতে জয়ী হবার আশা থাকে।
১৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের গরিবখানায় একটু পা দিয়েন নূর ভাই।
১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদাতিক ভাইয়ের আহ্বান কি উপক্ষো করা যায়?
অবশ্যই দেখো হবে অচিরে।
১৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৪
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: জি। ছবিসূত্রঃ গুগল
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল। পাল্টে যাওয়ার আর পাল্টে দেয়ার লোক পাওয়া খুব কঠিন। তারপরও আশা থাকে।