![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
বুদ্ধি শুদ্ধি লোপ পেলে মানুষ
এমন অসংলগ্ন কথা বলে,
নাইতে নামেন বালুর চড়ায়,
ঘুমায় নদীর জলে।
যাচাই করতে বিশেষ দ্রষ্টব্যে দেখুনঃ
১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
না তা হয়তো হয়না, তবে
ভাবছি এবার পাগল নিয়ে একটা ছড়া লিখবো,
আপনাদের সদয় সম্মতি পেলে!
২| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
রমাযানের নিয়ম কানুন মেনে চলেন, স্বাস্হ্যের দিকে মন দেন; ভাজা-পোড়া খাবেন না। রমাযানে ঝগড়া ফ্যাসাদ থেকে দুরে থাকেন, সুন্দর কবিতা লেখেন।
১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন। আপনার প্রার্থন কবুল হোক মহান আল্লহর দরবারে।
তবে শুধু উপদেশ নয়, আমলও করতে হবে। অন্তরে মানুষ
মারার পরিকল্পনা করে কি করে এমন মহান বানী দিচ্ছেন!
মুখে মধু অন্তরে বিষ,
নিজে খেয়ে পরকে দিস!
৩| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৫১
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো একটা কাজ করেছেন।
১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোনটি ভালো কোনটি মন্দ
বিচার করবে জনগণ,
আন্তর পরিস্কার হলে
রক্ষা করবে নিরাঞ্জন।
৪| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন:
১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৫| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন:
১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ স্বাধীন ভাই
ভালো থাকবেন।
৬| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা
ঈদের পরে আন্দোলন....
১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রোজার পরে চাঁন্দু মিয়া
মারবে নাকি পিষে
কোথায় যাবো কি করিবো
পাইনা খুঁজে দিশে !!
৭| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৬
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা হা
আপনাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক এখনো আছে !
১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চলতে আছে চলতে থাকুক
পেতে দিয়েছি বুক,
মন্দ কি এর মাঝে
কেউ যদি পায় সুখ!!
৮| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০৬
জাহিদ অনিক বলেছেন:
হা হা হা বেশ চলুক ! আপনারা সিনিয়র ব্লগারেরা যদি কাদাছোড়াছুড়ি করেন ! বাকীরা কি করবে?
১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা সহ ব্লগার,
নো সিনিয়র, জুনিয়ার।
কাদা ছোড়াছুড়ি কই দেখেন
এমন রম্য আপনিও লেখেন!
৯| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
রমাযানের নিয়ম কানুন মেনে চলেন, স্বাস্হ্যের দিকে মন দেন; ভাজা-পোড়া খাবেন না। রমাযানে ঝগড়া ফ্যাসাদ থেকে দুরে থাকেন, সুন্দর কবিতা লেখেন।
১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি তার জবাবে বলেছিঃ
আমিন। আপনার প্রার্থন কবুল হোক মহান আল্লহর দরবারে।
তবে শুধু উপদেশ নয়, আমলও করতে হবে। অন্তরে মানুষ
মারার পরিকল্পনা করে কি করে এমন মহান বানী দিচ্ছেন!
মুখে মধু অন্তরে বিষ,
নিজে খেয়ে পরকে দিস!
১০| ১৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৮
সোহানী বলেছেন: হাহাহাহা.... আপনাদের খুনসুটি আমি এনজয় করি।
১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর মনের মানুষেরা সব কিছু সুন্দর দেখতে পায়,
ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে দেখার জন্য
১১| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দারুণ দারুণ ! চলতে থাকুক। মজাই লাগে।
১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ অয়ন
মজা পাওয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫৯
সনেট কবি বলেছেন: এসব নিয়েও কি পোষ্ট হয়?