নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

পাগল

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫


পাগল
নূর মোহাম্মদ নূরু

কোন গ্রামে বাড়ি তোমার,
কোনটি তোমার দেশ,
কি কারনে ধরছো তুমি
এমন পাগল বেশ!

মানুষ মারতে চাও কেন গো
ট্রাকটরের নীচে,
লাল দালানে মরবে পঁচে
জীবন হবে মিছে!

পাগল আছে হরেক রকম
ভাবে কেবল নিজেকে,
অপকর্ম করে করে,
বাড়ায় নিজের পুঁজিকে।

কোথায় পাব খাটি পাগল.
ভাবছি বসে নির্জনে,
খাঁটি পাগল খুঁজি আমি,
গ্রাম গঞ্জের দূর বনে।

কোন পাগল চায় যে যেতে,
সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি
ঘুরছি নগর বন্দরে।

সবার সাথে থাকো তুমি
সুখে দুঃখে মিশিয়া,
মেরোনা আর কাউকে তুমি,
ট্রাকটরের তলায় পিষিয়া!!


প্রকাশকালঃ ১৬ মে ২০১৮ ইং
উৎসর্গঃ প্রিয় ব্লগার রাজীব নূর ভাই
সূত্রপাতঃ এখানে

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

আবু আফিয়া বলেছেন: চমৎকার হয়েছে, ধন্যবাদ আপনাকে

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ আবু আফিয়া ভ্রাতা।
সাথে থাকবেন, ভালো থাকবেন,
শুভেচ্ছা জানবেন।

২| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সনেট কবি বলেছেন: বেশ

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সনেট কবির বেশ
শেষ হয়ে যায় তবু
রয়ে যায় রেশ।


ধন্যবাদ সনেট কবি
আপনাকে দেওয়া
কথা রেখেছি।
শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এখন তো দেখছি আপনিই পাগলামি শুরু করেছেন!!!;)
পাবনাতে বুকিং দিব নাকি??:P


পুনশ্চঃ
লেখক তো নিজেই ব্লগের লিজেন্ট। চন্দ্রাবতীর লেঞ্জুয়া ধরার প্রয়োজন কি???:P

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগলামী মানুষের সহজাত প্রবৃ্ত্তিঃ মনের অজান্তে প্রতিটি মানুষই কিছুটা পাগল।
প্রতিটি মানুষই তার অজান্তে এমন কিছু কার্যকলাপ করে থাকে যাতে তার পাগলামী প্রকাশ পায়।
হাটতে হাটতে কোন দেয়ালে লাথি মারা, কো্ন কারণ ছাড়া উচ্চ স্বরে হেসে ওঠা, বিনা কারণে
বিড় বিড় করা, অহেতুক কাউকে গালিগালাজ করা বা অপ্রসাঙ্গিকভাবে কোন কথা কিংবা
অশ্লীল বাক্য বানে কাউকে অতিষ্ট করা কোন মানুষকে পাগল ঠাওরাতে যথেষ্ট।

সাথে থাকলে মন্ডল ভাই
পাগলাগারদ কি আমি ডরাই

৪| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: কেহ পাগল রূপ দেখিয়া, কেহ পাগল শুনিয়া........... :-B

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাদা মনের মানুষ বলেছেন:

কেহ পাগল রূপ দেখিয়া,
কেহ পাগল শুনিয়া,
পাইলামনা ভাবের পাগল
ঘুরিয়া সারা দুনিয়া

৫| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: এই ভবের হাটে সবাই পাগল,
পাগল ছাড়া দুনিয়া চলে না।

কে বলে পাগল এ যেন কোথায় রয়েছো কতই দূরে!

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন বিশেষ মানুষকে ইচ্ছা করে রাগিয়ে দিলে তা পাগলামীর পর্যায়ে পড়ে কিনা জানিনা তবে এর পিছনে কোন যু্ক্তিসংগত কারণ নেই বলেই মনে হয় এটা পাগলামী। আমরা যারা নিজেদেরকে সুস্থ্য ও সুশীল বলে দাবী করি তারাও যে কারণে অকারণে অযথা পাগলামী করি তার প্রমাণ এই সামু।

ধন্যবাদ তারেক ভাই
পাগল আসলেই অনেক দূরে

৬| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: নূর ভাই আমি কিছু বলছি না। তবে মন্ডল ভায়ের কথাটা মনে ধরেছে। হি হি হি


শুভ কামনা রইল।

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন খুলিয়া বলিতে না পারা সত্যিই বড় কষ্টের।
কাহাদের যেন বুক ফাটিয়া চৌচির হলেও কিছুতেই
মুখ ফুটিয়া বলিতে পারেনা!! =p~
আপনি শিঘ্রই বলিতে পারিবেন
সেই শুভকামনা রইলো।


৭| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:



রমযানের সময় কোথায় ধর্ম কর্ম, পীর মুর্শীদ, দ্বীন দুনিয়া, আখিরাত পুলসিরাত নিয়ে কবিতা, গজল হবে, সেখানে কিসেব ট্রাক্টর মাক্টর নিয়ে ব্যস্ত!

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরিস্কার করে বলতে চাই,
ফাল পাড়িবার কিছু নাই।
আসবে যখন রমযান
শুনতে পাবেন গুঞ্জন।

বন্দি হবে শয়তান
আসছে যে রমজান,
সবার তরে আহ্বান
পাপাচার ছেড়ে দেন।


৮| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:৩৯

মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: @নুরু ভাই, সব যানবাহন ছেড়ে শুধু ট্র্যাক্টর কেন????????????????????????????????????????????

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোহাম্মদ জন,চক্রবর্ত্তী'ভাই
নামের মহত্ত্ব জানতে চাই।
রাম রহিম সিং কি তার কর্ম
আপনি কি বুঝেছন তার নামের মর্ম!!


এক পাগলা ট্রাকটরের নীচে যখন কাউকে পিসতে চায়
সে কারনে ট্রাকটর দেখে ভয় না পেয়ে আছে কি উপায়?

৯| ১৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৩

সফেদ বিহঙ্গ বলেছেন: হা হা হা

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর সফেদ হাসির জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ

১০| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:১৯

শামচুল হক বলেছেন: নুরু ভাই, ট্রাক্টরের নিচে মানুষ মরলে তাও কিছুটা মানসম্মান রক্ষা পাবে কিন্তু পেঁচার নিচে পড়ে মানুষ মরলে তো মানসম্মআন নিয়ে টানাটানি হবে। কাজেই দোহাই লাগে পেঁচার নিচে ফেলে কাউরে মাইরেন না।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর ভূবনে আমি মরিতে না চাই
কিন্তু যমদূত হয়ে আসলে ট্রাকটর
উপায় যে আর নাই।

১১| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: হাসতে হাসতে জীবন বেরিয়ে গেল।
জীবন ফেরত দেন---

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জী্বন অমূল্য ধন
রাখিও করে যতন,
চলে গেলে একবার
ফিরিবেনা কভূ আর!!

১২| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:০১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



আহা বেশ বেশ,
ছড়া পড়ে হৃদয়ে
রইল খানিক রেশ।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যুক্তি দিয়ে কথা বলি
কেউ করে রাগ,
কথা হয়তো রুষ্ট হয়
তবে বলিনা ভাগ!

১৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
আমাকে উৎসর্গ করেছেন!!!!!!!!!!!!!

আনন্দে চোখ ভিজে উঠলো।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই ব্লগে খুব কম সংখ্যক মানুষ আমার খুবই প্রিয়
সেই প্রিয় মানুষদে একজন আপনি।
আপনার সহজ সরল প্রকাশ ভঙ্গি আমি খুবই উপভোগ
করি।

১৪| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৫

মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: "নুর মোহাম্মদ নুরু
আসলে তুমি ঠ..... গুরু
হতে পার জ্ঞানদা
এর মানে এই নয়
করবে তুমি
নাম নিয়ে অবজ্ঞা
তোমার মনের মধ্যে নাড়ু
মুখে সর্বদা কুরু কুরু
নুর মোহাম্মদ নুরু"
@ নুর মোহাম্মদ নুরু-
প্রথমে নাম গুলি-
মোহাম্মদ- সর্বময় "আবু আল-কাশিম মুহাম্মাদ ইবনে ʿআবদুল্লাহ ইবনে ʿআবদুল মুত্তালিব ইবনে হাশিম "
জন- "করুণাময় "
চক্রবর্ত্তী- হিন্দুদের একটি সন্মনীয় স্থান, যাকে তারা পুরহিত বলে।
" ব্লগ জ্ঞান আরোহণ এবং প্রকাশের জায়গা। আপনি যা ইদানিং করছেন, তা ভোট প্রচারে আগে দেওয়াল লিখনের জন্য দারুন, ভীষন হট কেক। এসব আসলে ব্লগটাকেই নীচে নামিয়ে আনে, আরো যেখানে সামুর মত ব্লগ। আপনার প্রতি সন্মান এবং শ্রদ্ধা রেখে বলছি, আপনি যে ধরনের শিক্ষামূলক, তথ্যভিত্তিক লেখা দিতেন, আশা করব তা আবার শুরু করবেন। দয়া করে ব্লগটাকে কোনো দলাদলির পর্যায় নামিয়ে আনবেন না।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চক্রবর্ত্তী ভাই সালাম না আদাব দিবো
বুঝতে পারিনাই,
সেই জন্যই জানতে চাই নামের মহত্ব,
উত্তরে পেলাম ব্শিাল তত্ত্ব।

শিক্ষামূলক-তথ্যমূলক লেখা অনেক দিছি
সেখানে কি আপনার দেখা কভূ আমি পাইছি।
ঝগড়া করা বিবাদ করা আমার নীতির বাইরে
মজা করা , রম্য করা দোষের কিছু নাইরে।

১৫| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৫২

মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: "রাত ভোর জেগে
উঠেছেন তবে,
ফেলেছেন পা
ধরণীতে,
আসেন এবার,
তবে দাঁড়াই
এক সরণীতে ।"

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক স্মরণীতে দাঁড়াতে হলে
সমমনা হওয়া চাই,
তা না হলে ঠোকা ঠুকি
থাকিবে সদাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.