নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আসিতেছে আনকোড়া নতুন কাব্য (সাময়িক পোস্ট)

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯


আসিতেছে আনকোড়া নতুন কাব্য ইফতারীর পরে। ........শিরোনামঃ
রাঘব বোয়াল গেল কই
ঘটা করে নামছে এবার ধরবে রাঘব বোয়াল,
পাইক পেয়াদা অস্ত্র হাতে রাখছে সবই খেয়াল।
জাল ফেলিছে চতুর্দিকে পালাবার নাই পথ,
আম জনতা সাথে আছে ভুলে ভিন্ন মত।


নির্মান চলিতেছে........................পরবর্তী অংশ
ইফতারীর পরে

উৎসর্গঃ প্রিয় প্রবান্ধিক আশাবাদী মানুষ কাওসার চৌধুরী ভাইকে

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


আমরা অপেক্ষা করিতেছি; কবি কাব্য মেশিনে ভাজি ছোলা, পেঁয়াজু, পাকুড়া, বেগুণী(যাহার গুণ নেই), মরিচিকা, মুরগীর ঠ্যাং, আলুর দম লোড করেছেন এখন, একটু পরেই কবিতা বের হবে; আমরা অপেক্ষা করছি!

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখিত আমার কাব্য দ্বারা ইফতারী করিতে চাহিলে হতাশ হইবেন।
আপনার ক্ষুন্নি বৃত্তি নিবারণ হইবার নয়। সুতরাং জিভে জল নিয়ে
অপেক্ষা করিবার কোন হেতু নাই। যতটুকু সম্ভব তাই দিয়ে ইফতার
করে আসবেন। একটি খেজুর, এক ঢোক দুধ নিদেন পক্ষে এক গ্লাস
পানিতেও ইফতারী হইয়া যাইবে। ইহাতে পরিপূর্ণ ইফতারীর ছওয়াব
হাসিল করিতে পারিবেন।
কানে কানেঃ রোজা আছেন তো?

২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৩২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: অপেক্ষায় রইলাম।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অপেক্ষার ফল অবশ্যই মধুর হয়।

৩| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

অনুতপ্ত হৃদয় বলেছেন: আমিও অপেক্ষিত

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাইকে ইফতারীর নিমন্ত্রণ
দোয়া করতে থাকুন

৪| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: খালু, আমিও আছি + অগ্রীম লাইক।

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ,
তোমার জন্য একটা খেজুর বেশী বরাদ্দ করলাম

৫| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"আসিতেছে আনকোড়া নতুন কাব্য ইফতারীর পরে।"
-- আপনি তো ফাঁকিবাজ হে??X(
নূরু সাহেব ও চন্দ্রসাহেব, দুজনের সাথেই বিদ্রোহ!!X(


ওই পুলিশ ও র্যাব,
ব্যাটারা জোরে জোরে টান,
বড় বড় রুই কাতলা ধরে
রাখিতে হইবে মান।

মারো টান হেইয়ো,
আরো জোরে হেইয়ো
সাবাস জোয়ান হেইয়ো......;)

২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফাঁকি বাজ আমি নই
এক কথার মানুষ।
দিনের বেলা পেঁচার মতো
কেন দেখেন ফানুস !!

৬| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩০

রাজীব নুর বলেছেন: বাহ !!!
যেন রহস্য, সাসপেন্স এবং থ্রিলার ---

২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
থ্রিলার, সাপপেন্স
ওয়েট ফর দ্যাট!!

৭| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪৯

শামচুল হক বলেছেন: আহারে! বোয়ালের আন্ডা বুঝি এবার ভেঙে যায়।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বোয়ালের আন্ডা
ভাঙ্গবে খেলে ডান্ডা !!

৮| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:০০

কাওসার চৌধুরী বলেছেন: শ্রদ্ধেয় নুরু ভাই। আপনার প্রতিটি লেখা মনযোগ দিয়ে পড়ি, অথচ এই লেখাটি খেয়াল হয়নি!!! নীচে আমার নামটি দেখে চমকে উঠলাম। আপনার মতো একজন সত্যিকারের পরিশ্রমী ও জ্ঞান পিপাসু লেখক/ব্লাগারের লেখায়, উৎসর্গে আমার নামটি দেখে সত্যি অনেক আনন্দিত হয়েছি। এজন্য কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি।

এত অল্প সময়ে আমার মতো সাধারন একজন লেখককে আপন করে নিয়েছেন, এটা আমার জন্য অনেক সম্মানের। আমি এখনো লেখক হয়ে উঠতে পারিনি, লেখার চেষ্টা করছি মাত্র। আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণা আমাকে লক্ষ্যে পৌছিতে সহায়ক হবে।

আমার সম্মানিক সহ ব্লগার ও পাঠকদের প্রতি ও কৃতজ্ঞতা রইলো। আপনাদের আশীর্বাদ ও পরামর্শ আমার লেখার অনুপ্রেরনা। (ধন্যবাদ)

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে কাওসার ভাই
আপনার মন্তেব্যের প্রতিউত্তর মূল লেখায়
দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনার
চমৎকার মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.