নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
বিয়া যে করবা !!
© নূর মোহাম্মদ নূরু
বিয়ে বিয়ে করে কেন ভাসছো হাওয়ার দোলায়,
কি আছে বিয়ের মাঝে, টাকা আসবে ঝোলায়?
জীবনটতো সুখে কাটে যত দিন না বিয়া,
বিয়ের পরে সুখ পাখিটা যাবে উড়াল দিয়া।
বিয়েটা কি মজা নাকি, দুঃখ কেন করা,
যে করেছে সে বুঝেছে জীয়ন্তে সে মরা।
বিয়ে করে কে কবে হয়ে গেছে বড়?
বিয়ে করার বদ চিন্তা ঝেড়ে বিদায় কর।
তার পরেও বিয়ে যদি করতে কেহ চাও,
চোঁখে ঠুলি, মুখে কলুপ তবে এটে নাও।
অন্ধ আর বোবা স্বামীর আছে বড় গুণ,
তানা হলে কুরুক্ষেত্র, লাগবে যে আগুন।
সুখে ঘর বাঁধতে পারো যারা করো বিয়া,
যদি পারো এক বাঁধনে বাধতে দুটি হিয়া।
তা না হলে সুখের পাখি যাবে উড়াল দিয়া,
দিল্লিকা লাড্ডু এ যে পস্তাও করে বিয়া।
উৎসর্গঃ জমীরউদ্দীন মোল্লা ভাইকে ! তার বিয়া যে করবা, বউকে খাওয়াবা কি? এর সমর্থনে !!
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ শাহীন ভাই
ভালো লাগলো মন্তব্য।
ভালো থাকবেন।
২| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৩
জোকস বলেছেন: বিয়া যদি নাই করি তাহলে পরবর্তী জেনারেশনদের কি করে বলব তোরা বিয়া করিস না।
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিন্তার কথা !!
ঠিক আছে বিয়া করেন
তবে মন্ত্রটা মুখস্থ করে রাখবেন।
চোখে ঠুলি, মুখে কুলুপ মারার
প্রাকটিস করুন।
৩| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৪
বিজন রয় বলেছেন: বাহ নূরু ভাই বাহ্।
তো যারা বিবাহিত তারা আপনার ছড়া পড়বে না?
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যই পড়বে
আর আমার কথা মনে করবে!!
মনে মনে বলবে কেন আগে
আমার উপদেশ পায় নাই।
৪| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৪
সৈয়দ ইসলাম বলেছেন: যাক বাঁচা গেলো।
কবিতা ভাল হয়েছে নূর ভাই।
প্লাস++++
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নবজীবন লাভের জন্য ধন্যবাদ।
জানেনতো পুরুষ দুই প্রকার
এক মৃত আর এক বিবাহিত!
৫| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৬
জোকস বলেছেন: আমার এক বন্ধু বলেছিলেন – ‘ভাই হে আর যাই কর, বিয়ে কর না’। বন্ধুকে বলেছিলাম, ‘নিজে তাহলে বিয়ে করলে কেন’? উত্তরে বন্ধুবর কাঁচুমাঁচু মুখে বলেছিলেন – ‘আর করব না’।
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আর না করাই উত্তম !!
দিল্লিকা লাড্ডু
খাইলেও পস্তাবে আবা
না খাইলেও পস্তাবে !!
৬| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
তরুণদের বিয়ে-বিমুখ করে, নিজের ৪টা করার ফন্দি?
৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও পারমিশন দেওয়া হলো,
তবে ৪ টার বেশী নয়!!
অর্থনৈতিক সমস্যার কথা ভাবছেন ?
নো চিন্তা ডু ফুর্তি, আপনার জন্য
আগামী বাজেটে প্রতিমাসের ১০হাজার টাকার
ভাতার অতিরিক্তি বিনা পয়সায় চিকিৎসা,
বিজয় দিবস ভাতা (৫,০০০/=) পাবেন।
দুই ঈদে ১০ হাজার করে দুটি বোনাস,
নববর্ষ বোনাস ২ হাজার টাকার অতিরিক্ত
এই বিজয় দিবস ভাতা। ভ্যালারে নন্দ
বেঁচে থাক চিরকাল।
৭| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:১২
কাওসার চৌধুরী বলেছেন: দিল্লী কা লাড্ডু; যে খায় সেও পস্তায় আবার যে খায়না সেও পস্তায়।
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা হলে কি সবাই খেয়েই পস্তাতে চায় !!
আমার কি সাবধান করলাম না শোনলে
পস্তাবে !!
৮| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:২০
মীর সাজ্জাদ বলেছেন:
বিয়ে করে হাসি মুখে, সবই সামলে নেব,
বিয়েই সুখ, বিয়েই জীবন, বিয়ের মজা নেবই নেব।
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহারে কি সখ !!
আচ্ছা আপনি করেন বিয়া
ভালো পাত্রী দেখে
আমাদের দাওয়ত দিয়েন
খবো আম দুধে মেখে!!
৯| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের পূর্ব পুরুষেরা সবাই বিয়ে করেছিলেন। এটা তো আর মিথ্যা নয়।
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য !!
তবে তারা বলেন,
"জগতে এমন কোন স্বামী নাই
যে তার স্ত্রীর কাছে ভালো।
তেমনি এমন কোন স্ত্রী নাই
যে তার স্বামীর কাছে ভালো"
"এটা আমার কথা নয়
সুতরাং মুখ করবেন না কালো"
১০| ২৯ শে মে, ২০১৮ রাত ৯:৪৪
মোছাব্বিরুল হক বলেছেন: অপূর্ব বিনোদন।
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি বিনোদন পছন্দ করি পেতে এবং দিতে।
ধন্যবাদ মোছাব্বির বিনোদিত হবার জন্য।
১১| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:২৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধূর! আজকের ছড়া জমে নি!!
ওরে নওজোয়ান শুনে রাখ তোরা
এসে গেছে লাভগুরু!
বিবাহ করিতে রাজি থাকিলে
ঘটক হইবে ভাই নূরু!!
ঘটকালি করিতে যাইয়া যদি সে
নিজেই করে বিয়া!
দেবদাস ছাড়া নাইরে উপায়
কেমনে ধরিবি হিয়া!
ছ্যাঁকা খাওয়া সব কবিদের দেখি
যেখানে সেখানে ঘোরে,
মানুষ কি তোরা হইবিনা কভু
ব্লগে কি কেউ প্রেম করে???
কন্যে নিকে মজিসনে ভাই
দেখতে হয়তো পেত্নী ভূত,
নয়তো আমি বলে দিলুম
সে কোন ফইন্নির পুত!!(মেয়ের নিকে ছেলে)
৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্ডল বড় বাড় বেড়েছে
নিতে আছেন পাঙ্খা !!
বিয়ের স্বাদ অচিরে ঘোচাবো
চলে যাবে বিয়ার আাকঙ্খা!!
বিয়া বিয়া করে গেছে
চার কালের তিন কাল,
কি লাভ হবে কাকের বলেন
পাকিলে গাছে বেল!
বিয়া ছেড়ে প্রেমে পরেন
লাভ ছাড়া ক্ষতি নাই,
----------------------
---------------------- ( শূণ্যস্থানপুরণ করুন !! পরের দুই লাইন কি হবে ) সময় ১০ মিনিট
১২| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যারা বিয়া করে ফেলেছে তাদের এখন উপায় কী হবে?
৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিয়া এমন এক রেসিপি
যা সঠিক ভাবে পরিমান
মতো প্রয়োগ করতে না
পারলে বিস্বাদ হবে।
যারা বিবাহিত জীবনে
ব্যালেন্স করে চলতে
পারে তারা সুখী হতে
পারে। অন্যরা মাথার
চুল ছিড়বে।।
১৩| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:২০
শামচুল হক বলেছেন: ছড়া মনে হলো নুরু ভাই কষ্টে আছে মনে হয়।
৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কি মৃত না বিবাহিত !!
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে - কভূ আশীবিষে দংশেনি যারে।
যতদিন ভবে, না হবে না হবে, - তোমার অবস্থা বিবাহিতদের সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে - বুঝে না বুঝিবে, যাতনা মম।
১৪| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: অনবদ্য।
৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই
মন্তব্য করার জন্য।
আপনার দাম্পত্য জীবনের
সুখ শান্তি কামনা করছি।
১৫| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৪৩
কথার ফুলঝুরি! বলেছেন: বিয়া নিয়া লিখেছেন দেখি কি দারুন এক রম্য কবিতা
অনেক বেশী মজা পেলাম,পড়ে প্রতি টি কথা
বিয়ার লাড্ডু খাইলে মজা, না খাইলেও তো নয়তো সাজা
তবে জীবন একবার ই যেহেতু
জীবনের সব স্বাদ পেতে তাই বিয়ার ঘণ্টি বাঁজা
৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফুলঝুরি
মজা পাওয়ার জন্য ধন্যবাদ।
আসলে মজা গ্রহণ করার মানসিকতা
আমাদের নষ্ট হয়ে গেছে, হাসতে ভুলে গেছি আমরা।
তথাস্থ !! অতি শিঘ্র বিয়ার ঘণ্টি বাজুক আপনার জীবনে,
কারন জীবনতো একটাই !
১৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: চরম বিনোদন ।
৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই
খুশী হলাম আপনার মন্তব্যে।
১৭| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
রম্য ছড়ায় ভাললাগা
+++
৩০ শে মে, ২০১৮ দুপুর ১:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভৃগু'দা
ইট পাথরে শহরে বৈশাখের
দাবদাহে প্রাণ ওষ্ঠাগত, তাই
একটু বিনোদনের শীতল পরশ
দেবার চেষ্টা !!
১৮| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নূরু ভাই!
সময় তো শেষ?
রাতে কথা বলি??
৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শূণ্যস্থান পূরণ করে আসবেন
না হলে কিন্ত চাঁন্দে পাঠামু
চন্দ্রবতীর কাছে!!
১৯| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: থ্যাঙ্কু ভাইয়ু.....আই লাই চন্দ্রাবতী!!
বিয়া ছেড়ে প্রেমে পরেন
লাভ ছাড়া ক্ষতি নাই,
-- ব্লগের আপুদের পটালে তখন
করবেন শুধু হায় হায়!!
বি. দ্রঃ একবার খালি পারমিশন দ্যান! তখন লাভগুরুর খেল দেখবেন!
৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন মতো হইলোনা
আবার চেষ্টা করুন
২০| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
আরেকটি,
বিয়া ছেড়ে প্রেমে পরেন
লাভ ছাড়া ক্ষতি নাই,
----------------------
আপনি আমার দাদাভাই
একটুখানি পারমিশন চাই (প্রেম করার)
৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিসের সাথে কি
পান্তা ভাতে ঘি !!
নাহ! এবারও হয় নাই,
এই যোগ্যতায় লাভগুরু হওয়া
অসম্ভব !!
২১| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
শুধু গান গেয়ে পরিচয়
চলার পথে ক্ষনিক দেখা
একি শুধু অভিনয়.....
৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাথা গেছে !!
২২| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইহা শুধুমাত্র নূরু ভাইয়ের জন্য প্রযোজ্য,
তোমার ঘরে স্বামী আছে
আমার ঘরে বউ,
তবু মোদের বুকের মাঝে
ওঠে প্রেমের ঢেউ।
বউকে লাগে ফুলন দেবী
তোমার স্বামী বিরাপ্পন,
তাইতো তোমার হাতটি ধরে
চাইছি যেতে বৃন্দাবন। (জবরুল আলম সুমন, সিলেট।)
৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধার করা কাব্য চলবে না!!
২৩| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিবাহত্তোর প্রেম,
আমি যদি ডাইনে চলি
তুমি চলো বামে,
শীতে যখন কাঁপছি আমি
তুমি ভেজো ঘামে।
তোমার সঙ্গে এখন আমার
কিছুই মিলে না,
কিন্তু তোমায় ছাড়া আমি
চলতে পারিনা।
৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চন্দ্রাবতীর মতো
অপ্রাসাঙ্গিক কথকতা !!
২৪| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
হলাম আমি গুরু
প্রেম করলাম শুরু,
আমারে কি ঠেকাবে
ভাই মোহাম্মদ নূরু??
৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজেকে যে বড় বলে
বড় সে নয়
পরে যাকে বড় বলে
বড় সে হয়!!
শূণ্যস্থান পূরণ করতে অপারগতার দ্বায়ে
আপনাকে নজর বন্দি করে রাখা হলো
পুরো তিন প্রহর ঘণ্টা !!
২৫| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"শূণ্যস্থান পূরণ করতে অপারগতার দ্বায়েআপনাকে নজর বন্দি করে রাখা হলোপুরো তিন প্রহর ঘণ্টা !!"
*ভেঙে মোর ঘরের চাবি, নিয়ে যাবি কে আমারে??
* থাকবো নাকো বদ্ধ ঘরে.....
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুক্তির স্বাদ গ্রহণ করুন
তবে দুইটি লাইন পুরণ কররতে না পারা
খুবই দুঃখ ও হতাশা জনক!!
২৬| ৩১ শে মে, ২০১৮ ভোর ৪:০৬
উদাস মাঝি বলেছেন: নিজাম ভাই নূরু ভাই তো যুদ্ধ শুরু করে দিসেন
নিজের খেয়ে সবাইকে বিয়েতে নিরুৎসাহী করছেন, ঘটনা কি ?
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দ্ল্লিীকা লাড্ডু বিয়া খেতে যদি চাও
আমায় কিন্তু দোষ দিবেন না যদি পস্তাও!
২৭| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সুমন কর বলেছেন: মজার হয়েছে।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সুমন'দা
মন্তব্য প্রদানের জন্য।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৩
শাহীন_রহমান বলেছেন: সুন্দর