নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কিংবদন্তি সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খানের ১২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩২


উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম ওস্তাদ বিসমিল্লাহ্ খান। তিনি একজন ভারতীয় সানাই বাদক। সানাইকে ভারতের উচ্চাঙ্গ সঙ্গীত জগতের যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করার একক কৃতিত্ব ভারতের উচ্চাঙ্গ ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের। তাঁর যোগ্যতায় সানাই এবং ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব সমার্থবোধক হয়ে গেছে। সনাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে এই অমর শিল্পী ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে ওস্তাদ উপাধিতে ভূষিত হয়েছেন। এতো সুনাম এবং অর্জন সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন খান সাহেব। সবসময়ই ছিলেন বারাণসীর পুরোনো পৃথিবীতে। সাইকেল রিকশাই ছিল তাঁর চলাচলের মূল বাহন। অত্যন্ত অন্তর্মুখী বিনম্র এই সঙ্গীত গুরু বিশ্বাস করতেন যে সঙ্গীত শোনার বিষয়, দেখার বা দেখাবার নয়। আজ এই কিংবদন্তি সানাই বাদকের ১২তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের আজকের দিনে বারাণসীর হেরিটেজ হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ বিসমিল্লাহ খান। ওস্তাদ বিসমিল্লাহ খানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি শ্রদ্ধা ও ভালোবাসায়।

ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব ১৯১৬ সালের ২১ মার্চ ভারতের বিহারের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাবা পয়গম্বর খান ও মা মিঠানের দ্বিতীয় সন্তান। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবকে প্রথমে কামরুদ্দিন বলে ডাকা হতো। কিন্তু তাঁর পিতামহ জন্মের পর নবজাতককে দেখে বিসমিল্লাহ বলার পর হতে তাঁর নাম হয়ে যায় বিসমিল্লাহ খান। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের পূর্বপুরুষেরা বিহারের ডুমরাও রাজ্যের রাজ সঙ্গীতজ্ঞ ছিলেন। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব ছিলেন অত্যন্ত একজন ধার্মিক শিয়া মুসলমান। তবে তিনি জ্ঞানের দেবী স্বরস্বতীরও পুজা করতেন। ব্যক্তিস্বত্তা হিসেবে তিনি হিন্দু-মুসলমান সম্প্রীতির এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছেন।তাঁর সঙ্গীত গুরু ছিলেন প্রয়াত আলী বকস্ বিলায়াতু। তিনি ছিলেন বারাণসীর বিশ্বনাথ মন্দিরের সানাই বাদক। ওস্তাদ বিসমিল্লাহ খান ১৯৩৭ সালে কলকাতায় অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে সানাই বাজিয়ে একে ভারতীয় সঙ্গীতের মূল মঞ্চে নিয়ে আসেন। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি দিল্লীর লাল কেল্লায় অনুষ্ঠিত ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে বিসমিল্লাহ খান সাহেব তাঁর অন্তরের মাধুরী ঢেলে রাগ কাফি বাজিয়ে মুগ্ধ করেছিলেন সারা ভারতবর্ষকে। তাঁর উল্লেখযোগ্য সৃষ্টিকর্মঃ
১। সনাদি অপন্যা চলচ্চিত্রের ডা: রাজকুমার চরিত্রের জন্য সানাই বাজানো,
২। গুঞ্জে উঠে সানাই (১৯৫৯) সানাই বাজানো
৩। মায়েস্ট্রো চয়েস (ফেব্রুয়ারী ১৯৯৪)
৪। মেঘ মালহার, ভলিয়ুম ৪ (কিশোরী আমনকরের সাথে) (সেপ্টম্বর’৯৪)
৫। লাইভ এট কুইন এলিজাবেথ হল (সেপ্টেম্বর ২০০০)
৬। লাইভ ইন লন্ডন, ভলিয়ুম ২ (সেপ্টেম্বর ২০০০)

বিসমিল্লাহ খান ছিলেন অল্পসংখ্যক গুণীদের মধ্যে একজন যিনি ভারতের চারটি সর্বোচ্চ বেসামরিক পদকে সম্মানিত হয়েছেন। যথাঃ ১। ভারতরত্ন (২০০১), ২। পদ্মবিভূষণ (১৯৮০), ৩। পদ্মভূষণ (১৯৬৮), ৪।পদ্মশ্রী (১৯৬১) এছাড়াও তিনি ১। সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার (১৯৫৬), ২। তানসেন পুরস্কার, ৩। মধ্য প্রদেশ সরকার কর্তৃক প্রদত্ত তালার মৌসিকী, ৪। ইরান প্রজাতন্ত্র, ১৯৯২, ও সঙ্গীত নাটক একাডেমীর ফেলো (১৯৯৪) লাভ করেন। সঙ্গীতে তাঁর অসামান্য অবদানের জন্য (ক) সম্মানসূচক ডক্টরেট, বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় , (খ) সম্মানসূচক ডক্টরেট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও (গ) সম্মানসূচক ডক্টরেট, শান্তি নিকেতন প্রদান করা হয়। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের মধ্যে তিনি তৃতীয় যাঁরা ভারতরত্ন পদক পেয়েছেন। তবে চলচ্চিত্রে ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের সংযোগ ছিল অতি সামান্য। সনাদি অপন্যা চলচ্চিত্রের ডা: রাজকুমার চরিত্রের জন্য সানাই বাজিয়েছিলেন। সত্যজিৎ রায়ের জলসাঘর চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং গুঞ্জে উঠে সানাইয়ের অংশে সানাই বাজিয়েছিলেন। শক্তিমান চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের জীবন এবং কর্মের ওপর প্রামাণ্যচিত্র সঙ্গ মিল সে মুলাকাত তৈরি করেন। এতে ওস্তাদ সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। কেবলমাত্র ভারতেই নয় আফগানিস্তান, ইউরোপ, ইরান, ইরাক, কানাডা, পশ্চিম আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, জাপান, হংকং-সহ পৃথিবীর প্রায় সকল রাজধানী শহরেই ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব তাঁর সঙ্গীত প্রভা ছড়িয়েছেন।

সানাইয়ের এই দিকপাল ২১ অগাষ্ট ২০০৬ তারিখে বারাণসীর হেরিটেজ হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর। তিনি পাঁচ পুত্র, তিন কন্যা ও অসংখ্য পৌত্র-পুত্রী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ভারত সরকার একদিনব্যাপী জাতীয় শোক পালন করে। স্বাধীনতা উত্তর ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ হিসেবে অমর হয়ে থাকবেন ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব। আজ কিংবদন্তি সানাই বাদক ওস্তাত বিসমিল্লাহ খানের ১২তম মৃত্যুবার্ষিকী। উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতের উজ্জল নক্ষত্র বিসমিল্লা খানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি শ্রদ্ধা ও ভালোবাসায়।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওস্তাদ বিসমিল্লাহ খানের ১২ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। উনার সানাই বাদন আমার খুব প্রিয়।


ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আবুহেনা ভাই
মন্তব্যের জন্য।
ঈদের শুভেচ্ছা রইলো।

২| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২

ভ্রমরের ডানা বলেছেন:



গুণী এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করছি! মহান আল্লাহ্‌ তাকে বেহেশত নাসিব করুন। আমীন!!

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
সুন্দর প্রার্থনার জন্য।
ঈদের শুভেচ্ছা আপনার জন্য।

৩| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

কানিজ রিনা বলেছেন: আমার প্রিয় বিসমিল্লাখান,ভারত রত্ন কিংবদন্তি
শ্রদ্ধান্তে অশেষ শ্রদ্ধা। বিসমিল্লাখানের অসংখ্য
রেকর্ড আমার কাছে গচ্ছিত যা প্রায়ই
বাজাই। ধন্যবাদ।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রিনা আপু ঈদের শুভেচ্ছা জানবেন,
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


পোস্ট করেছি: ১২১৯টি
মন্তব্য করেছি: ৬৭০৪টি
মন্তব্য পেয়েছি: ৮৮০০টি
ব্লগ লিখেছি: ৩ বছর ১০ মাস



পোষ্টের তুলনায় মন্তব্য করেছেন কম, পেয়েছেন কম। অন্যের লেখাও একটু পড়বেন। মন্তব্য করবেন। ব্লগিং মিথস্ক্রিয়া আমাদের বাড়ানো উচিত!

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে ভ্রমরের ডানা,
পোস্টের তুলনায় আমার করা মন্তব্য বেশী আছে!
পোস্টের সংখ্যা এক হাজার দুই শত উনিশটি
মন্তব্য করেছি ছয় হাজার সাত শত চার টি
অবশ্য মন্তব্য বেশী পেয়েছি যার সংখ্যা আট হাজার আটশত।
এটা আপনাদের ভালোবাসার নৈবদ্য !!

৫| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: তার সানাই যতবার শুনি ততবার মুগ্ধ হই।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই
ভাবী ও আপনার জন্য
ঈদের শুভেচ্ছা।

৬| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:
আমি প্রতিপোষ্টের গড় ফিরতি কমেন্ট হিসেবে বলেছি। আপনি প্রতি পোষ্টে গড়ে ৮ টি মন্তব্য পেয়েছেন। এটা কিছুটা কম! আপনার লেখার মান অনুযায়ী আমার মতে আরো বেশি পাবার কথা। আর আপনার লেখার বৈচিত্র্য অত্যন্ত কম!

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি লিখি আমার মনের অনুপ্রেরণায়,
মন্তব্য মূখ্য নয়। পাঠক উপকৃত হলে আমার
লেখার স্বার্থকতা। লেখায় বৈচিত্র নাই থাকুকক
আমার ট্রেন্ড বজায় থাকুক ক্ষতি কি?

৭| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গুণী এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সনেট কবি
গুণী শিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্য।

৮| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রবাদপ্রতিম শিল্পীর মৃত্যুবার্ষিকীতে জানাই শ্রদ্ধাঞ্জলী।

প্রিয় নূরভাইকে ঈদ মুবারক ।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ চৌধুরী ভাই
প্রবাদ প্রতিম সানাই বাদকের
মৃত্যুবার্ষিকীতে জানাই শ্রদ্ধা
জানানোর জন্য।

৯| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সানাই আলাদা করে কখনো শুনেছি কিনা মনে পড়ছে না। এবং বিসমিল্লাহ খানের সানাইও যে শুনেছি তা নিশ্চিত না। তবে, এই বিখ্যাত সানাই বাদকের খ্যাতির কথা শুনে আসছি অনেক আগে থেকেই। আজ তাঁর সম্পর্কে বিস্তারিত জানলাম।

পোস্টে প্লাস।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।
ধন্যবাদ আপনার সরল মন্তব্যের জন্য।
আশা করি আগামীতেও সাথে থাকবেন।

১০| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

অগ্নিবেশ বলেছেন: তার সানাই সবাইকে পগাল করে দেয়। ইস একটুর জন্য তিনি বেহস্ত মিস করে ফেললেন। সনেটকা ভালো বলতে পারবেন।

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন কিছুতে মুগ্ধ হওয়া ভালো
পাগল হওয়া ঠিক নয়।
ব্যাঙ্গ রঙ্গ বুঝলাম না

১১| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: গভীর শ্রদ্ধাঞ্জলি!

++++

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিজন'দা
ভালো থাকবেন।

১২| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

আমার কথায় কিছু মনে করবেন না প্লিজ। আপনি লেখুন। আপনার লেখায় আমি উপকৃত হচ্ছি। এই পোষ্ট আমি প্রিয়তে নিয়েছি! এগুলো ব্লগের সম্পদ! লেখুন! তবে অনেকেই হয়ত এসব লেখার পাঠক নয়! আমি সেটাই বলতে চেয়েছি নূর ভাই!

২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ দুধ বিক্রি করে মদ পান করে আবার
কেউ মদ বিক্রি করে দুধ! সবাই সব কিছু
হজম করতে পারেনা।
কষ্টিপাথর বলে দেয় কোনটা খা্টি সোনা।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.