নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আশির দশকের স্বনামধন্য কবি ও গবেষক সাবেক শিক্ষা সচিব এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ১৩ম চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ সাদিক শিক্ষা সচিবের দায়িত্ব গ্রহণ করার আগে ২০১০ সালের ২৪ অক্টোবর থেকে ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছরেরও বেশি সময় ধরে নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাদিকে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, সুইডেনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবেও কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয় আছেন। তিনি বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর জীবন-সদস্য। তিনি জাতীয় কবিতা পরিষদ ও বাংলাদেশ রাইটার্স ক্লাব-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নজরুল ইনস্টিটিউটের প্রথম সচিব ছিলেন। কবিতায় অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি থেকে প্রদত্ত বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। আজ কবি মোহাম্মদ সাদিকের ৬৩তম জন্মদিন। ১৯৫৫ সালের আজকের দিনে তিনি সিলেটের সুনামগঞ্জের জন্মগ্রহণ করেন। জন্মদিনে কবিকে ফুলেল শুভেচ্ছা।
মোহাম্মদ সাদিক ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের সুনামগঞ্জের ধাড়ারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ মোহাম্মদ মবশ্বির আলী এবং মাতা মাসতুরা বেগম। মোহাম্মদ সাদিক ১৯৭৬ সালে বাংলা ভাষা ও সাহিত্যে বি. এ.(সম্মান) এবং ১৯৭৭ সালে এম.এ. ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে ১৯৯৪-৯৫ সালে ড. মোহাম্মদ সাদিক যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হতে পারসোনাল ম্যানেজমেন্ট-এর উপর পড়াশুনা করেন এবং পরে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সিলেটিনাগরী লিপির ওপর তাঁর গবেষণার জন্যে ভারতের আসাম বিশ্ববিদ্যালয় হতে পি. এইচ. ডি. ডিগ্রী লাভ করেন। সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ এএইচ কলেজের প্রভাষকও ছিলেন ড. মোহাম্মদ সাদিক। ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে নাগরী ভাষা ও লিপির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। কবি মোহাম্মদ সাদিকের এ যাবত প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছেঃ আগুনে রেখেছি হাত (১৯৮৫), ত্রিকালের স্বরলিপি (১৯৮৭), বিনিদ্র বল্লম হাতে সমুদ্রের শব্দ শুনি (১৯৯১), কাদের সিদ্দিকীর টুপি ও অন্যান্য কবিতা (১৯৯৭), তুমি না থাকলে ও বৃষ্টিতো থাকবে(২০০০)। অনুবাদ গ্রন্থ-নাইচেরিয়ার বিখ্যাত লেখব চিনুয়া এচিবি-র দ্বিতীয় উপন্যাস 'No Longer At Ease'-এর বাংলা ভাষান্তর 'নেই আর নীলাকাশ'। কর্মজীবনে ড. সাদিক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভূটান, স্পেন, ইটালি, সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
ড. মোহাম্মদ সাদিক বিবাহিত এবং তাঁর সহধর্মিনী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের একজন সিনিয়র সদস্য। পুত্র মোহাম্মদ কাজিম ইবনে সাদিক এবং কন্যা মাসতুরা তাসনিম সুরমাকে নিয়ে সুনামগঞ্জের ধাড়ারগাঁয়ে তাঁর স্থায়ী নিবাস। আজ কবি মোহাম্মদ সাদিকের ৬৩তম জন্মদিন। জন্মদিনে কবিকে ফুলেল শুভেচ্ছা।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ফরিদ ভাই।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
হাবিব ইমরান বলেছেন: শুভ জন্মদিন সাদিক স্যার।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ দার্শনিক সাহেব
আমার অঙ্গণে স্বাগতম !
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
তারেক ফাহিম বলেছেন: কবির জন্য শুভেচ্ছা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ তারেক ভাই
কবিকে শুভেচ্ছা জানানোর জন্য।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
মাহমুদুর রহমান বলেছেন: শুভ কামনা নিরন্তর।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকওে ধন্যবাদ মাহমুদুর ভাই
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ কামনা উনার জন্য।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকওে ধন্যবাদ সাজ্জাদ ভাই,
কবি মোহাম্মদ সাদিকের
জন্মবার্ষিকীতে শুভেচ্ছা
জানানোর জন্য।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: ভদ্রলোককে খুব বেশি চেনা চেনা লাগছে। মনে হয় উনার অফিসে আমি গিয়েছি। অথবা কোনো অনুষ্ঠানে তার ছবি তুলেছি।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ।
২০১৬ সালের ২৫ এপ্রিল সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ সাদিককে নিয়োগ দিয়েছেন। নিয়োগের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (
যেটি আগে আসে) মোহাম্মদ সাদিক এ পদে দায়িত্ব পালন করবেন।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২
হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইমরান ভাই,
আপনাকে ধন্যবাদ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও
কবি মোহাম্মদ সাদিকের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য।
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
সনেট কবি বলেছেন: তাঁর জন্য শুভেচ্ছা।