নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ইয়াকপ গ্রিম (Jacob Grimm) জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা। তিনি ভাষাবিজ্ঞানে গ্রিমের রীতির জন্য প্রসিদ্ধ। ইয়াকপ গ্রিম "গটিঙেন সেভেন" নামে পরিচিত অন্যান্য পণ্ডিতদের সাথে যোগ দেন। তারা সম্মিলিতভাবে হানোভার রাজ্যের সংবিধান রদকরণে বিরুদ্ধে স্বাক্ষর করেন। ফলে তিনি ১৮৩৭ সালে তাঁর অধ্যাপনা হারান এবং হানোভার রাজ্য থেকে বিতাড়িত হন। পরবর্তীতে তিনি আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস এর পররাষ্ট্র সম্মাননা সদস্য হিসেবেও নির্বাচিত হন। আজ এই ভাষাতাত্বিকের ১৫৫তম মৃত্যুবার্ষিকী। ১৮৬৩ সালের আজকের দিনি তিনি বার্লিনে মৃত্যুবরণ করেন। মৃত্যুদিনে আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিমের জন্য শ্রদ্ধাঞ্জিলি
ইয়াকপ ১৭৮৫ সালের ৪ জানুয়ারি জার্মানির হেসেন-কাসেলে(Hanau, Germany) জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ইয়াকপ লুড্ভিগ কার্ল গ্রিম। জার্মান ভাষায় Jacob Grimm । তাঁর পিতা ফিলিপ গ্রিম ছিলেন একজন আইনজীবী। তিনি ইয়াকপের ছেলেবেলায় মারা যান। ১৭৯৮ সালে তাকে এবং তাঁর ছোট ভাই ভিলহেল্ম গ্রিমকে কাসেলের একটি সরকারি স্কুলে ভর্তি করানো হয়। পরবর্তীতে ১৮০২ সালে তিনি মার্বুর্গ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন।
পরের বছর তাঁর ছোট ভাই ভিলহেল্ম গ্রিম একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তাঁর ভাই ভিলহেল্ম গ্রিম গ্রিম ভাতৃদ্বয়ের একজন এবং গ্রিম ভাইদের রূপকথার সহ-লেখক। ১৮০৮ সালেপর কিং অফ ভেস্ট্ফালিয়ার জেরোম বোনাপার্টে গ্রন্থাগারের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ লাভ করেন। তখন হেসেন-কাসেল নেপোলিয়ন বোনাপার্ট এর নিয়ন্ত্রণে ছিল। বোনাপার্ট তাকে রাজ্যসভার নিরীক্ষক হিসেবে নিয়োগ দেন। অল্প সময়েই তাঁর বেতন ২০০০ থেকে ৪০০০ ফ্রাঁ হয়। বোনাপার্ট বিতাড়িত হওয়ার পর এবং নির্বাচক হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর ইয়াকপ ১৮১৩ সালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ১৮১৪ সালে তাকে বইয়ের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে ফ্রান্সে পাঠানো হয়। তিনি ১৮১৪ থেকে ১৮১৫ সালে ভিয়েনার কংগ্রেসে রাষ্ট্রদূত হিসেবে অংশগ্রহণ করেন। ভিয়েনা থেকে ফেরার পর তাকে পুনরায় প্যারিসে পাঠানো হয় বইয়ের ক্ষতিপূরণ আদায় নিশ্চিত করতে। ইতিমধ্যে তাঁর ভাই ভিলহেল্ম কাসেল গ্রন্থাগারে নিয়োগ পান এবং ১৮১৬ সালে ইয়াকপকে ফল্কেলের অধীনে দ্বিতীয় গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৮২৮ সালে ফল্কেলের মৃত্যুর পর দুই ভাই প্রথম ও দ্বিতীয় গ্রন্থাগারিক পদে নিয়োগ লাভের আশা করলেও পরে বই সংরক্ষণকারী রোমেলকে প্রথম স্থান দেওয়া হলে তারা অসন্তুষ্ট হন। ফলে তারা পরের বছর গটিঙেনে এ চলে যান। সেখানে ইয়াকপ অধ্যাপক ও গ্রন্থাগারিক পদে নিয়োগ পান এবং ভিলহেল্ম তাঁর সহকারী হিসেবে নিয়োগ লাভ করেন। আজ এই ভাষাতাত্বিকের ১৫৫তম মৃত্যুবার্ষিকী। ১৮৬৩ সালের ২০ সেপ্টেম্বর তিনি বার্লিনের প্রুশিয়ায় মৃত্যুবরণ করেন। মৃত্যুদিনে আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিমের জন্য শ্রদ্ধাঞ্জলি।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু সুরভী আপু কাঁদবে !!
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
সনেট কবি বলেছেন: তাঁর জন্য শ্রদ্ধা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফরিদ ভাই
ভালো থাকবেন।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: শ্রদ্ধা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ইমরান ভাই
মন্তব্য প্রদানের জন্য।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
সৈয়দ ইসলাম বলেছেন:
নূরু ভাই,
প্রথম প্রতিমন্তব্যের জন্য আপনি নোবেল পাওয়ার দাবী রাখেন।
বিনম্র শ্রদ্ধা এই মহান আত্মার প্রতি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে ইসলাম ভাই
নোবেলে আমার আস্থা নাই।
সুতরাং প্রত্যাশাও নাই।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
ল বলেছেন: জানলাম,বিনম্র শ্রদ্ধা
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ল
সাথে থাকবেন
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শুধু সুরভী আপু কাঁদবে !!
হ্যা সুরভি কাঁদবে। কেঁদেই বা লাভ কি?
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানে কেঁদে লাভ নাই,
তার পরেও কাঁদবে ।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: ১৫৫ বছর পরও মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরন করছে।
আর আমি মরে গেলে!!!