নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

১০ম বাংলা ব্লগ দিবস আজঃ ব্লগে আমাদের লেখা হোক শালীন, সৃষ্টিশীল

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭


আজ ১০ম বাংলা ব্লগ দিবস। তথ্যপ্রযুক্তির যুগে বিশ্বজুড়ে বিকল্প গণমাধ্যম হিসেবে ২০০৯ সালের ১৯শে ডিসেম্বর থেকে কয়েকটি বাংলা ব্লগ সাইটের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাংলা ব্লগের যাত্রা। শীর্ষস্থানীয় বাংলা কমিউনিটি ব্লগ 'আমারব্লগ', 'সামহ্যোয়ার ইন ব্লগ,' 'মুক্ত মনা', 'গ্লোবাল ভয়েস বাংলা', 'আমরা বন্ধু', 'শৈলী', 'চতুরমাত্রিক', 'মুক্তাঙ্গন'সহ বেশ কয়েকটি ব্লগ সাইট দিবসটি পালন করে। বিজয়ের মাস ডিসেম্বর বাংলা ব্লগিং-এর জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ২০০৫ সালের এ মাসে বাংলা কমিউনিটি ব্লগিং-এর যাত্রা সূচিত হয়। সে অবদান ও ঐতিহাসিক প্রেক্ষিতকে সামনে রেখে ২০০৯ সালের ১৯শে ডিসেম্বর প্রথমবারের মত পালিত হয় দিবসটি। যদিও ২০০৫ সালের ১৫ ডিসেম্বর সামহোয়্যার ইন ব্লগের সাইটে প্রথম বাংলা লেখা প্রকাশ পায়। পরের দিন ১৬ ডিসেম্বর থেকে ইন্টারনেটে বাংলা ব্লগসাইট হিসেবে সামহোয়্যার ইন ব্লগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। খুব অল্প সময়েই স্বদেশ সহ বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষির জন্য ইন্টারনেটে মাতৃভাষা চর্চা এবং মুক্তমত প্রকাশের জন্য একটি জনপ্রিয় জানালায় পরিণত হয় বাংলা ব্লগ।

যে কোনো বিষয়ে তথ্য ভিত্তিক, বিশ্লেষণধর্মী লেখার জন্য ব্লগের গুরুত্ব অপরিসীম। বাক স্বাধীনতা এবং বাক দায়িত্বশীলতায় প্রতিজ্ঞাবদ্ধ বাংলা ব্লগ মত প্রকাশের অধিকারে বিশ্বাসী। যেখানে অন্য মাধ্যমগুলোতে প্রকাশিত তথ্য এবং সংবাদের পক্ষে বিপক্ষে আলোচনা করার কোনো সুযোগ থাকে না সেখানে ব্লগ দিয়েছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা। তারুণ্য এবং বয়সের অভিজ্ঞতায় বলীয়ান সকল শিক্ষিত পেশার মেলবন্ধনে এই বাংলাদেশের ব্লগ। যারা ব্লগে লিখছেন তাঁরা ইন্টারনেটের বাইরে জনপ্রিয় কোনো ব্যক্তিত্ব নন। কিন্তু সকলের অজান্তেই নিরলস পরিশ্রম এবং মেধা ও মননে লিখছেন নিজের দেশের কথা, নিজের দেশের মানুষের কথা। খ্যাতির মোহে নয়, নিজের অস্তিত্ব এবং প্রাণের তাগিদেই তারা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য তাদের অবদান রেখে চলেছেন নীরবে, নিভৃতে। মননশীল এই মানুষগুলো আত্মমর্যাদাশীল দৃঢ় প্রত্যয়ে দীপ্তিমান। দায়িত্বশীলতা এবং মুক্তবুদ্ধি চর্চায় তারা আজ বিশ্বজুড়ে বাংলাদেশকে একটি সম্মানের এবং মর্যাদার জায়গায় স্থান করে দিতে সক্ষম হয়েছেন। সুস্থ গণতান্ত্রিক চর্চা, অর্থনৈতিক অগ্রগতির সূচক নিরূপণ, সামাজিক ভাবমূর্তি, দেশের অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ, মানবিক অধিকার, ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চাক্ষেত্র হিসেবে বাংলা ব্লগ একরকম সাধারণের অগোচরেই রেখে চলেছে অপরিসীম গুরুত্ব। এই ব্লগই একদিন জন্ম দেবে আগামী দিনের তুখোড় কিছু লেখক। যাদের লেখনি কাঁপিয়ে দিবে অপশাসনের ভিত। আগামী প্রজন্ম হয়তো সংগঠিত হবে এই ব্লগের মতই সাইট গুলোর মাধ্যমে। নিয়ন্ত্রণ করবে রাজনীতি- পরিবর্তন করবে সরকার।

ওয়েবে বাংলা ব্লগের বিপুল আয়োজনের সূচনা, অবদান এবং এর অপার সম্ভাবনাময় ভবিষ্যতের গুরুত্বকে সামনে রেখে বাংলা ব্লগিংকে আরও উৎসাহী এবং প্রাণবন্ত করার লক্ষ্যে বাংলা ব্লগ দিবসের আয়োজন। বৈচিত্র্যময় ব্লগার ও ব্লগিং প্ল্যাটফর্মের পেছনের কারিগরদের মধ্যে সেতুবন্ধন এবং এর বাইরের বিশাল জনগোষ্ঠীর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য দিবসটি ইতিমধ্যে ভূমিকা রাখতে শুরু করেছে। সকলের অংশগ্রহণে এবং পারস্পরিক সহযোগিতায় বাংলা ব্লগ ইতোমধ্যেই বিশ্বময় পরিচিতি পেয়েছে। সামহোয়্যার ইন ব্লগ “বাঁধ ভাঙার আওয়াজ”, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী জনপ্রিয় ব্লগ সাইট। এর পাশাপাশি গড়ে উঠেছে আরও বেশ কিছু বাংলা ব্লগ প্ল্যাটফর্ম। প্রযুক্তির এই যুগে প্রচলিত গণমাধ্যমের সাথে ইন্টারনেটেও মুক্তমত প্রকাশ করে গণতন্ত্র চর্চার লক্ষ্যে এই খোলা জায়গাটির জন্ম। নাগরিক সাংবাদিকতার এই আধুনিক রূপটির সাথে যদিও সর্বসাধারণের পরিচিতি হয়ে ওঠেনি তবুও ব্লগাররা তাদের শ্রম এবং মেধা দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে খুব যত্নের সঙ্গেই ব্লগে ধারণ করে চলেছেন। প্রিন্ট মিডিয়া, টেলিভিশন এবং অন্যান্য স্যোসাল মিডিয়ার পাশাপাশি বাংলা ব্লগ স্বতঃস্ফূর্ত এবং সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে নাগরিক সাংবাদিকতায় তার অবদান রেখে চলেছে। বিশ্বরাজনীতি থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয় নিয়ে, জ্ঞান- বিজ্ঞানের সর্বশেষ অবদান, নানান মানবিক আবেদনে, জীবন রক্ষায়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়, সামাজিক অন্ধকার প্রতিরোধে, বিষয়ভিত্তিক গবেষণায়, নাগরিক সাংবাদিকতায়, সাহিত্য চর্চায়, তত্ত্ব এবং তথ্যে মননশীল এই মানুষগুলো আত্মমর্যাদাশীল ‘ব্লগার’ হয়ে উঠেছেন।

ব্লগ বিশ্ব বাসির কাছে বাংলাকে করে তুলছে সমৃদ্ধশালী। বিশ্বের ১৩৬টি দেশ থেকে এখন বাংলায় ব্লগ চর্চা হচ্ছে। কেবল মাতৃভাষায় হওয়ার কারণেই, প্রযুক্তির দ্রুত গতিময়তার যুগে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বাংলা ভাষাভাষী একত্র হয়ে চলেছেন একেবারে জাতীয় স্বার্থ থেকে নিছক আড্ডা পর্যন্ত নানান বিষয়ে আলোচনা এবং বিতর্কে। ওয়েবে বাংলা ব্লগের মাধ্যমেই শুরু হয় বিশ্বজুড়ে বাংলা ভাষা চর্চার গৌরবময় গোড়া পত্তন। বাংলায় ব্লগ চর্চাকে আরও সুসংহত করতে একটা দিন পালন করার প্রয়োজনীয়তা বিবেচনা করে ১৯শে ডিসেম্বর ২০০৯ থেকে শুরু হয় বাংলা ব্লগ দিবস উদযাপন। ডিসেম্বর মাসে ইন্টারনেটে বাংলা ব্লগসাইটের যাত্রা শুরু হয়েছিল, তাই ব্লগারদের মতামতের ভিত্তিতে বিজয়ের এ মাসের ১৯ তারিখকে বাংলা ব্লগ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সে হিসেবে আজ ১০ম বাংলা ব্লগ দিবস। এ দিবসে আমাদের অঙ্গীকার হোক ব্লগে আমাদের লেখা হবে শালীন ও সৃষ্টিশীল।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৫১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সফল হোক ব্লগ পার্টি

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনকে ছবি আপু
আমারও প্রত্যাশা তাই
সফল হোক ব্লগ পার্টি।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: সকলকে অনেক অনেক শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগ দিবসে সকল সহ ব্লগার,
পাঠক, মডারেটর ও শুভানূধ্যায়ীদের
আন্তরিক শুভেচ্ছা।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং বাংগালীদের লিখতে শিখায়েছে

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেমন মুক্তিযুদ্ধ আমাদেরকে
মুক্তি যোদ্ধা বানিয়েছিলো।
ধন্যবাদ গাজীসাব আপনার
আমূল পরিবর্তনের জন্য।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ব্লগ দিবসে সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানাই।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রিফাত ভাই আপনাকে ধন্যবাদ।
ব্লগ দিবসে সবার জন্য আন্তরিক
শুভেচ্ছা ও অভিনন্দন।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন।।। ব্লগ দিনে দিনে সমৃদ্ধ হোক!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমৃদ্ধ হোক আমাদের বাংলাভাষা
সহমর্মিতা ও শুভবোধের উদয় হোক
আমাদের মানসিকতার।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

ঢাবিয়ান বলেছেন: একমত আপনার সাথে। ব্লগে আমাদের লেখা হোক শালীন, সৃষ্টিশীল এবং ব্যক্তিগত আক্রমনমূক্ত। আলোচনা সরকারের বিরুদ্ধে গেলেই ব্লগারকে জামাত শিবির ট্যগিং করাটা অত্যন্ত নীচু মানুষিকতার পরিচয়। আপনার পর্যন্ত প্রবীন মানুষ পর্যন্ত রেহাই পায়নি এদের হাত থেকে। এটা বন্ধ হওয়া প্রয়োজন।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ঢাবিয়ান আপনার তিক্ষ্ণ পর্যবেক্ষনের জন্য।
ব্যপার না! , যার যেমন মানসিকতা ব্লগে তার সেই ছায়া পড়বেই। তবে ব্লগে ব্যক্তিগত আক্রম নিরুৎসাহিত
করা আবশ্যক। ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগ সমৃদ্ধ হোক!!

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সৌরভ ভাই
আমার ব্লগে স্বাগতম।
শুভেচ্ছা ব্লগ দিবসের।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

শায়মা বলেছেন: শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা!! :)

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ শায়মা আপু
ব্লগ দিবসের শুভেচ্ছা জানবেন।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: আজ আমার মনটা খুব খারাপ হয়েছে।
একজন বলল, আপনি কোণ ব্লগে লিখেন?
আমি বললাম, সামুতে।
সে খুব ভাব নিয়ে বলল- এটা রাজাকারদের ব্লগ।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পা'য়
তাই বলেকে কুকুরে কামড়ানো
মানুষের শোভা পায় !!


আমি/আপনি জানি এটা কাদের ব্লগ
তাই ওদের কথায় কান না দেওয়াই
বুদ্ধিমানের কাজ।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

মাহমুদুর রহমান বলেছেন: অবশ্যই।
সামুকে নিয়ে পোষ্ট দেয়ায় ভালোবাসা জানবেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই
আপনার মতো আমিও সামুকে ভালোবাসি
সুতরাং সামুকে নিয়ে লেখা আমার/আপনার
সবার দ্বায়িত্ব ও কর্তব্য। কারণ সামু টিকে থাকলেই
আমরা লেখার সুযোগ পাবো।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: জয় সামুকি জয়

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুর জয় হোক
সবখানে, সবসময়

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগ দেশের নাগরিকদের ভিতর একটা চিন্তাশীল শ্রেণী তৈরি করছে।
সবাইকে শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গিয়াস ভাই অশেষ ধন্যবাদ
ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন:




জয় সামু
জয় ব্লগার্স

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জয় বাংলা,
জিতবে এবার নৌকা !!

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

সোহানী বলেছেন: আহবানে সাথে আছি। ব্লগ হোক যেকোন কলুষিত মুক্ত.......................

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপু
সাথে থাকার জন্য।
শুভ ব্লগিং

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

স্রাঞ্জি সে বলেছেন:

ব্লগ দিবসের শুভেচ্ছা জানবেন। নুরু ভাই.....

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ স্রাঞ্জি সে
ব্লগ দিবসের শুভেচ্ছা নিন।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

ডার্ক ম্যান বলেছেন: আমি কিছু লিখতে পারি না , শুধু কমেন্ট করতে পারি না । সেই কমেন্ট কতটা প্রাসঙ্গিক হয় জানি না ।
ব্লগ একটা দিক ফেসবুক থেকে এগিয়ে । কারণ ব্লগের লিখা কখনো হারিয়ে যায় না ।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা কেউ কোনদিন হারিয়ে যাবোনা
এটা চির সত্য । ধন্যবাদ ডার্ক ম্যান
সাথে থাকুন, লিখতে থাকুন,

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



ব্লগ দিবসে চমৎকার লেখা। দারুন অভিব্যক্তি। ব্লগিং হোক মানবতার মুক্তির হাতিয়ার, পৃথিবীকে বাসযোগ্য করার শক্তি। সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা। ++++++++

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ কাওসার ভাই
চমৎকার মন্তব্য প্রদানের জন্য।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগ দিবশের শুভেচ্ছা।

++++++++++

ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার একটি পোস্ট । ধন্যবাদ ' নূরভাইকে, এরকম একটি পোষ্ট রচনা করার জন্য। ব্লগের জন্ম বৃত্তান্ত, বেড়ে ওঠা ও ভাবের আদান-প্রদানের মঞ্চ হিসাবে অত্যন্ত সুন্দর ভাবে পোষ্টটিকে সুলালিত করেছেন। পোস্টে প্লাস++

শুভকামনা ও ভালবাসা প্রিয় নূরভাইকে।


২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ চৌধুরী ভাই
১০ম ব্লগদিবসের শুভেচ্ছা জানবেন।
বছর জুড়ে শুভকামনা রইলো আপনার জন্য।

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

ময়না বঙ্গাল বলেছেন: বরকত হোক

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ
জগতের সকলের মঙ্গল হোক

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, এ সময়োচিত আহ্বানের জন্য। শালীন ও সৃষ্টিশীল হওয়ার আপনার এ আহ্বান রুচির মরুভূমিকে শস্য শ্যামল প্রান্তরে পরিণত করুক, এ শুভকামনা রেখে গেলাম।
পোস্টে প্লাস + +

২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খায়রুল আহসান ভাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ
চমৎকার উৎসাহব্যঞ্জক মন্তব্য
প্রদানের জন্য।

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

করুণাধারা বলেছেন: ব্লগ দিবস নিয়ে লেখা আপনার পোস্টটি ভালো লাগলো। ১০ম ব্লগ দিবসের আয়োজন সফল হোক, শুভকামনা রইল।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ করুণাধারা আপনার চমৎকার মন্তব্যের জন্য।
ব্লগ দিবসের শুভেচছা জানবেন।

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

ব্লগ সার্চম্যান বলেছেন: সকলের জন্য ব্লগ দিবসের শুভেচ্ছা ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ব্লগ সার্চম্যান
ব্লগ দিবসের শুভেচ্ছা জানানোর জন্য।

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ
ব্লগদিবসের শুভেচ্ছা আর অনন্ত শুভকামনা।
ব্লগিংয়ের এ ধারার শুভ চর্চায় বিকশিত হোক জাতি।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভৃগু’দা অনেক দিন পরে
আপনার সাক্ষাত পেয়ে ধন্য হলাম।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য অফুরাণ।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এ দিবসে আমাদের অঙ্গীকার হোক ব্লগে আমাদের লেখা হবে শালীন ও সৃষ্টিশীল।
................................................................................................. সহমত ।
১০ম ব্লগদিবসের শুভেচ্ছা আর অসীম শুভকামনা।
...............................................................................................................

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বপ্নের শঙ্খচিল আপনাকেও অসংখ্য ধন্যবাদর
ব্লগ দিবসের শুভেচ্ছা জানানোর জন্য।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫০

কালীদাস বলেছেন: আমি এখনও আশাবাদী ব্লগ আবার ঘুরে দাঁড়াবে। রেগুলার ব্লগিং করার কপাল নিয়ে আমি জন্মাইনি, কিন্তু যখনই লগইন করি টের পাই আগেরবারের তুলনায় মান আরও খানিকটা ফল করেছে। মানসম্মত বা ইনফরমেটিভ পোস্ট খুবই কমে গেছে।

তবু আমি খুশি যে সামহ্যোয়ারইনব্লগ টিকে আছে এখনও; যেখানে অনেকগুলোই অলরেডি হারিয়ে গেছে।

পোস্টের জন্য থ্যাংকস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.